শিরোনাম
seikh-hasina-newsasia24.jpg-expressoway

যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ : প্রধানমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা শহরকে যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। আমি নিজেই কাওলা থেকে টোল দিয়ে মাত্র দশ মিনিটে ফার্মগেট এসেছি। আজ শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে এমন বক্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের পরিবহন, যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামোর রূপান্তরের লক্ষে বেশ কিছু স্মারক উন্নয়ন প্রকল্প হাতে নেয়। বর্তমান সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ ও আধুনিক পরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রোরেলসহ সহ অন্যান্য মেগা প্রকল্পের উদ্বোধন করেছে।’

আরও পড়ুন: দেশের ৮৫৬ টি পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ: সেন্টার ফর পলিসি ডায়ালগ

এই সুধী সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগ। এতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মী। প্রধানমন্ত্রী আগমনে মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শেরে বাংলা নগর এলাকা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর কাওলা পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *