নিউজ এশিয়া২৪ ডেস্ক: শুধু কণ্ঠকে কাজে লাগিয়ে আয় করেন কোট কোটি টাকা। অন্যদিকে জনপ্রিয় হয়ে ওঠেন রাতারাতি। অল্লু অর্জুন, বিজয়ের মতো সুপারস্টারের ছবিতে কণ্ঠ দিয়ে কোটি টাকা উপার্জন করছেন সঙ্কেত মাত্রে।
সঙ্কেত জন্ম ১৯৮৮ সালের ২৭ জুলাই মুম্বইয়ে। পড়াশোনা শেষ করে মুম্বাইয়ের একটি ডাবিং স্টুডিওতে কাজ শুরু করেন।
সেখানে একজন তাকে টিয়া পাখির কন্ঠে কথা বলতে বলেন, তিনি টিয়া পাখির কণ্ঠে কথা বলায় সবার প্রশংসার প্রাত্র হয়ে যান।
আরও পড়ুন> কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!
‘বেন ১০ অ্যালিয়েন ফোর্স’ নামের কার্টুনে প্রথম কাজ করেন তিনি। এসময় তিনি ১০ ধরনের কণ্ঠ ব্যবহার করেন।
বেন চরিত্রের নেপথ্যকণ্ঠশিল্পী হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন সঙ্কেত। এর পর বিভিন্ন দক্ষিণী ছবির হিন্দি ডাবিংয়ের সময়েও নেপথ্যকণ্ঠশিল্পী হিসাবে কাজ করতে দেখা গেছে তাকে।
‘ডিজে: দেব্বারাজগন্নধাম’, ‘সাররাইনোড়ু’, ‘এস/ও সত্যমুর্তি’, ‘না পেরু সুরি’, ‘নাল্লু ইন্ডিয়া’র মতো দক্ষিণী ছবির হিন্দি ডাবিংয়ের ক্ষেত্রে তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের কণ্ঠ দেন সঙ্কেত। ‘থুপাক্কি’ ও ‘বিজয় দ্য মাস্টার’ ছবির হিন্দি ডাবিংয়ের সময় বিজয় থালাপাতির কণ্ঠ দেন সঙ্কেত। ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। এ ছবির হিন্দি ডাবিংয়ে যশের নেপথ্যকণ্ঠ ছিলেন সঙ্কেত।
আরও পড়ুন:
-
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন তানজিন তিশা
-
আ’লীগের মনোনয়ন সংগ্রহে এক ঝাঁক তারকা
-
পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‘দ্য পাপ্পি’
-
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: তানজিন তিশা
তামিল, তেলুগু, মারাঠি ছবির পাশাপাশি হলিউড ছবিতেও কণ্ঠ দেন সঙ্কেত। ‘ইনগ্লোরিয়াস বাসটার্ডস’, ‘ডেডপুল’, ‘গ্রিন ল্যান্টার্ন’, ‘দ্য ক্রুডস’, ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স’, ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ এবং ‘দ্য মার্শিয়ান’সহ নানা ইংরেজি ছবিতেও কন্ঠ দেন তিনি।
‘ছোটা ভীম’ কার্টুনের জগ্গু হোক বা ‘দ্য লিজেন্ড অব হনুমান’ কার্টুনের রাম— নেপথ্যকণ্ঠ হিসাবে শোনা গেছে তাকেই। ‘নারুটো’, ‘বেব্লেড: মেটাল ফিউসন’, ‘ডিডেক্টিভ পিকাচু’তেও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেন সঙ্কেত।
জানা গেছে, প্রতিটি কাজের জন্য ৫ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নেন সঙ্কেত। তার বার্ষিক আয় আনুমানিক তিন কোটি টাকা।
বর্তমানে বিভিন্ন জায়গায় ‘ভয়েস ডাবিং’ প্রশিক্ষণ দেন সঙ্কেত।
+ There are no comments
Add yours