শিরোনাম
apple-co-tim-kok-newsasia24

ডিগ্রি ছাড়াই অ্যাপলে চাকরি, জানালেন টিম কুক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: জনপ্রিয় পপতারকা ডুয়া লিপার সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক।

সেখানে তিনি জানিয়েছেন কী কী যোগ্যতা থাকলে অ্যাপলে চাকরি পাওয়া যাবে।

অ্যাপল কর্মীদের যোগ্যতা টিম কুক বলেন, তারা সবাই বিশ্বাস করে, ‘এক আর এক যোগ করলে তিন হয়’। বিষয়টি ব্যাখ্যা করে অ্যাপল সিইও বলেন, তার সংস্থা বিশ্বাস করে, দুজন কর্মী দিয়ে তিনজনের কাজ করানো সম্ভব।

apple-co-tim-kok-newsasia24

অ্যাপল সিইও বলেন, কাউকে মূল্যায়ন করার সময় তিনি যেসব বৈশিষ্ট্যের খোঁজ করেন, সেগুলো হলো কার্যকরভাবে সহযোগিতা করার ক্ষমতা। তারা কি সত্যিই সহযোগিতা করতে পারেন; তারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এক আর এক যোগ করলে তিন হয়- এগুলোর উত্তর খোঁজেন কুক।

আরও পড়ুন>>ইন্টারনেটের খরচ কমেছে

বৃহৎ এই প্রযুক্তি সংস্থায় কাজ করতে চাইলে ডিগ্রি বা দুর্দান্ত কোডিং দক্ষতা আবশ্যক কি না জানতে চাইলে টিম কুক বলেন, অ্যাপল বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকদের স্বাগত জানায়। অর্থাৎ, কলেজ ডিগ্রি থাকা এবং না থাকা উভয় ধরনের মানুষই অ্যাপলে চাকরি পেতে পারেন।

যদিও কোডিং সম্পর্কে জ্ঞানকে একটি উপকারী দক্ষতা হিসেবে স্বীকার করে নিয়েছেন অ্যাপল সিইও। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, তার সংস্থায় এমন মানুষও নিয়োগ দেওয়া হয়েছে, যাদের ব্যাপক কোডিং দক্ষতা নেই বা দৈনন্দিন দায়িত্ব পালনে এর প্রয়োজনও নেই।

আরও পড়ুন:

অ্যাপলে কর্মী নিয়োগের ক্ষেত্রে আরেকটি দক্ষতা খোঁজেন টিম কুক, তা হলো কৌতুহল। সংস্থাটির সিইও বলেন, তিনি কৌতূহলী লোকদের চান, যারা প্রশ্ন করতে ভয় পান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *