সারাদেশে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আগামী বুধবার (২৯ নভেম্বর) দেশব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের ডাক দিয়েছে বিএনপি।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

mirpur-brtc-bus-faire-newsasia24

তিনি বলেন, অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি সারাদেশে পালন করা হবে।

আরও পড়ন>>>মুঠোফোনে শেখ হাসিনার সাফল্য বার্তা

রিজভী আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জন।

এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রবিবার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

আরও পড়ুন:

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

 

You May Also Like

+ There are no comments

Add yours