কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের পেন্ডেলপাড়া এলাকায় দুই কেজি চালের জন্য ভগ্নিপতি জাফরের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) টেকনাফের সাবরাং ইউনিয়নের পেন্ডেলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার সোলতান আহাম্মদের ছেলে শাহ আলম দিনমজুরি কাজ করে সংসার চালাতেন। গত কয়েক দিন আগে কাজে যেতে না পারায় আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যদের জন্য চাল আনতে ব্যর্থ হন।
এমন সময় ভগ্নিপতির বাড়ি থেকে দুই কেজি চাল ধার করে আনেন। কিছু দিন পার হয়ে গেলেও ওই ধার করা দুই কেজি চাল পরিশোধ করতে না পারায় শ্যালক ও ভগ্নিপতির মধ্যে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুুন:
-
তীব্র শীতের কারণে শিক্ষার্থীর আত্মহত্যা
-
আজ চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
-
ময়মনসিংহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
-
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
একপর্যায়ে জাফর শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শাহ আলমের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
টেকনাফ থানার ওসি ওসমান গণি জানান, এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours