শিরোনাম

খেলাধুলা

জাপানের কাছে হেরে গেল আর্জেন্টিনা

নিউজ এশিয়া২৪ স্পোর্টস ডেস্ক: বড় ব্যবধানে জাপানের কাছে হেরে গেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপান। ৮-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) মিকুনি ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুরু হয় খেলাটি। শুরু থেকেই আক্রমণের মুখে আর্জেন্টিনারা মাত্র দুই মিনিটেই প্রথম গোল খায় ।

পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলমুখে দলটি ২৪টি শট নেয়, যার ১৪টি-ই ছিল অন-টার্গেট। বিপরীতে আর্জেন্টিনা সাকুল্যে শট নিয়েছে দুটি, যার একটিই কেবল লক্ষ্যে রাখতে পেরেছে।

জাপানি প্লে-মেকার ইউই হাসেগাওয়া এবং কিকো সেইকি দুটি করে গোল করেছেন।

সর্বশেষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আসরেও কোয়ার্টার ফাইনালে খেলেছে মেয়েদের বিশ্বকাপে একবার শিরোপাধারী দলটি। স্বাভাবিকভাবে আগে থেকেই তাদের চেয়ে পিছিয়ে ছিল বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা না পাওয়া আর্জেন্টাইন মেয়েরা।

নিজেদের অর্ধে অনেক্ষণ বল নিয়ে বিভ্রান্তিতে ছিল আর্জেন্টিনা। সেই সুযোগেই ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই মিনা তানাকা গোল করে স্বাগতিকদের লিড এনে দেন।

এর ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া। ম্যাচের ২৫ তম মিনিটে তাকাহাশি এবং ৩৯ মিনিটে হাসেগাওয়ার দ্বিতীয় গোলে জাপানকে এগিয়ে দেন ৪-০ ব্যবধানে।

আরও পড়ুন:  ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় সিটির

একই ধারা বজায় থাকে ম্যাচের দ্বিতীয়ার্ধেও। বিরতির পর বদলি হিসেবে নামা সেইকি ৬১ মিনিটে নাম তোলেন স্কোরশিটে। এর মিনিট পাঁচেক বাদে হিনা সুগিতাও গোল পান।

পেনাল্টি থেকে গোলটি আসে। ৯২ মিনিটে দলের পক্ষে অষ্টম ও নিজের দ্বিতীয় গোল করেন সেইকি। এতে ৮-০ ব্যবধানের বিধ্বস্ত এক স্কোর নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়ে।

সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন আকাশ চোপড়া

তিনটি ধারা ভঙ্গের অভিযোগ নাসিরের বিরুদ্ধে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন নাসির। এই অভিযোগটি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা।

নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নাসির ছাড়াও খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে মোট আটজন অভিযুক্ত হয়েছেন।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়েছিলেন টাইগার এই ক্রিকেটার। সেখানে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছেন বলে অভিযোগ এনেছে এমেরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নাসিরের বিরুদ্ধে আনিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কি না তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: টেনিসে পাকিস্তান ও নেপালকে হারাল বাংলাদেশ

২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন আকাশ চোপড়া

টেনিসে পাকিস্তান ও নেপালকে হারাল বাংলাদেশ

নিউজ এশিয়া24 ডেস্ক: এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়ার পিয়ং চ্যাংয়ে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল । মেয়েদের প্রথম দলগত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ সেটে জয়লাভ করে বাংলাদেশ।

প্রথম সেটে সোমা ৩-২ গেমে জয়লাভ করেন। পরবর্তীতে সাদিয়া রহমান মৌ ৩-১ গেমে জয়লাভ করেন এবং তৃতীয় সেটে যুব গেমস চ্যাম্পিয়ন খই খই সাই মারমা আবারো ৩-১ গেমে পাকিস্তানকে হারিয়ে দেন।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ছেলেদের দলগত বিভাগে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ বাংলাদেশের র‌্যাংকিং যেখানে ১০৬ হয় সেখানে কাজাখস্তানের র‍্যাংকিং ৩০, নেপাল ও কিরগিজস্তানের যথাক্রমে ৮১।

ছেলেদের দলগত বিভাগে বাংলাদেশ গ্রুপের টপ র‍্যাংকিং কাজাখস্তানের সঙ্গে ০-৩ সেটে হেরে যায়। ২-০ সেটে এগিয়ে থেকে পরবর্তীতে ২-৩ সিটে হেরে যান। রামহিম লিয়ান বম প্রথম গেমে তার বিপক্ষের খেলোয়াড়ের বিরুদ্ধে ১০-৫ পয়েন্টে এগিয়ে থেকেও হেরে যান।

আরও পড়ুন: ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় সিটির

প্রথম দুটি সেটে হৃদয় ও রামহীম জিতে বাংলাদেশকে ২-০ তে এগিয়ে দেন। তৃতীয় সেটে নাফিস ২-২ গেম হবার পর, তিন নম্বর গেম হেরে যান। পরবর্তীতে হৃদয় আবার ৩-২ গেমে নেপালকে হারিয়ে দেন। সদ্য সমাপ্ত সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে ০-৩ সেটে হারার পর নেপাল সিনিয়র দলকে ৩-১ সেটে হারিয়ে মধুর প্রতিশোধ তুলল বাংলাদেশ ।

ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় সিটির

প্রথমার্ধে মাঠে রাজত্ব করেও পায়নি গোলের দেখা। উল্টো পেনাল্টি মিস করে বসেন আরলিং হালান্ড।

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা। কারন তার পিঠে অস্ত্রোপচার করা হয়েছে। ২০ মিনিটে অবশ্য নাথান আকের হেডে জালের দেখা পায় সফরকারীরা। কিন্তু অফসাইডে থাকেন রদ্রি। ফলে বাতিল হয়ে যায় গোলটি।

৩৫ মিনিটে শট বক্সের ভেতরে এগানের হাতে লাগলে পেনাল্টি পায় সিটি। কিন্তু গোলের সহজ সুযোগটি মিস করে বসেন হালান্ড। ফলে হতাশায় পরেন সিটি। প্রথমার্ধের পর হালান্ডের হাত ধরেই এগিয়ে যায় সিটি। জ্যাক গ্রিলিশের ক্রস থেকে দুর্দান্ত হেডে ৬৩ মিনিটে ডেডলক ভাঙেন এই ফরোয়ার্ড।

খেলার শেষদিকে গিয়ে পিছিয়ে পড়া শেফিল্ড তেতিয়ে ওঠে । একের পর এক আক্রমণ করে তারা। কোণাকুণি শটে সিটি গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করে সমতা ফেরান জেডেন বোগেল।

আরও পড়ুন:

সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন আকাশ চোপড়া

তিন মিনিট পরই আবার এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ডান প্রান্ত থেকে কাইল ওয়াকারের ক্রসে পা লাগালেও নিয়ন্ত্রণ ছিল না ফিল ফোডেনের। সেই বল চলে যায় রদ্রির কাছে। বক্সের ভেতর থেকে উঁচু কর্নার দিয়ে দারুণভাবে জালের ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তাতে ভর করে প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নেয় সিটি।

সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন আকাশ চোপড়া

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

আগামী বুধবার থেকে এশিয়া কাপ পাকিস্তানের মুলতানে শুরু হবে। ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ এশিয়া কাপ শেষ হওয়ার ১৭ দিনের ব্যবধানে।

এদিকে নিজের মতামত তুলে ধরেছেন আকাশ চোপড়া। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে কোন অলরাউন্ডাররা আলো ছড়াতে পারেন- সেই বিষয়ে।

তিনি বলেন, অলরাউন্ডার এমন একজন প্রাণী যে কিনা দলে ভারসাম্য নিয়ে আসে। আপনি নামেন ১১ জন নিয়েই কিন্তু সার্ভিস পাবেন ১২ জনের। যে দলে ভারসাম্য থাকে না সেই দলে সমস্যা তৈরি হয়। এদিকে আকাশ চোপড়া পাকিস্তানের শাদাব খান, ভারতের হার্দিক পান্ডিয়ার নাম নিলেও সাকিবকে বিশেষভাবে উপস্থাপন করেছেন।

আরও পড়ুন: এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

আকাশ চোপড়া বলেন, আমাদের প্রতিবেশী ক্রিকেটারের সম্পর্কে একটু ভালো করে শুনুন। তাকে আপনি প্রকৃতপক্ষে অলরাউন্ডার বলতে পারবেন। সাকিব সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে থাকবে।

তারপর আসি ‘দ্য ড্যাডি অব অলরাউন্ডার্স’ …আপনাকে এটা মানতেই হবে। তিনি বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক। সাকিব আল হাসান ইজ ‘ড্যাডি অব অলরাউন্ডার্স’। ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব। ৯ ম্যাচে ৩৩১ রান করেছেন। ভালো গড় বলতে হবে।