শিরোনাম
filistin-israil-war-newsasia24

ফিলিস্তিনে এক ঘণ্টায় ৫১ জন নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় এক ঘণ্টায় ৫১ জন নিহত হয়েছে। ধ্বসে পড়ছে একের পর এক স্থাপনা। যেন মৃত্যুপুরীতে পরিনত হয়েছে গাজা।

ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের এই সংঘাত আজ ষষ্ঠ দিন। সংঘাত তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। ক্রমেই বাড়ছে ইসরায়েলিদের তীব্রতা।

war-filistin-israil-war-newsasia24

আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি বিমান হামলার তীব্রতা আরও বেড়েছে। গত এক ঘন্টায় ৫১ জন নিহত হয়েছে বিমান হামলায় এরই সাথে আহত হয়েছেন আরও ২৮১ জন । আল জাজিরা সূত্রে বিষয়টি জানা গেছে।

হামলাগুলি সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়াতে আঘাত হানে। এছাড়াও গাজার খান ইউনিসও বিমান হামলায় আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন:

জানা গেছে, হামলায় আহতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

গত পাঁচ দিনে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ২২০০ এর বেশি মানুষ নিহত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *