নিউজ এশিয়া২৪ ডেস্ক: আমরা সাধারনত হাতে কিংবা ওয়াশিং মেশিনে কাপড় কেঁচে থাকি। কিছু পোশাক পরিস্কার হতে দীর্ঘ সময় লেগে যায় আবার কিছু পোশাক যেন পরিস্কার হতেই চায় না।
নিউজ এশিয়া২৪ এর পাঠকদের জন্য কিছু টিপস তুলে ধরা হল। এগুলো মানলে পোশাক তাড়াতাড়ি পরিস্কার হবে এবং দীর্ঘস্থায়ী হবে।
১) ডিটারজেন্ট এর মধ্যে অনেক কোয়ালিটি থাকে। সব ডিটারজেন্ট এর কাজ সমান নয়। এটি কেনার সময় দেখবেন এটি ‘মাল্টিপারপাস ডিটারজেন্ট’ কিনা। সেই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচলে দাগ ওঠে অন্যদিকে পোশাকেরও ক্ষতি হয় না।
২) অনেকের ধারনা ডিটারজেন্ট বেশী পরিমানে ব্যবহার করলেই জামা বেশী পরিষ্কার হবে। এ ধারণা ভুল। বরং এতে পোশাকের ক্ষতি হতে পারে। তাই জামাকাপড় কাঁচার সময়ে পরিমিত ডিটারজেন্ট ব্যবহার করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
-
ত্বকের মাধ্যমে রোগের লক্ষন নির্নয় করবেন যেভাবে
-
জীবনকে উন্নতি করার কার্যকরী ৫ টিপস
-
পর্দার বিধানে কি? আমরা কি করছি?
-
5 Immunity Booster Food: এই ৫ খাবারেই পাবেন শক্তিশালী ইমিউনিটি
৩) জিনস, টি-শার্টের রং খুব অল্পতেই মলিন হয়ে যায়। তাই সেগুলো কাচার সময় পোশাকটি উল্ট করে নিন। ফলে কাপড় এবং এর কালার দুটোই ভালো থাকবে।
৪) ওয়াশিং মেশিনে ভেজা কাপড় দেয়ার আগে ভালো করে জল ঝরিয়ে নিন। এতে কাপড়ের মান ভালো থাকবে।
৫) ওয়াশিং মেশিনে একসাথে অধিক পরিমানে কাপড় দেবেন না। যন্ত্র হলেও একসাথে অনেক পোশাক কাঁচলে তা ঠিকমতো পরিষ্কার হয় না।
+ There are no comments
Add yours