শিরোনাম
tipu munshi

আমি জানি, আমার কোনো সমস্যা নেই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমি জানি, আমার কোনো সমস্যা নেই।

আমি যখন প্রথম নির্বাচন করি তখন আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল।

আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকা কৃষিভিত্তিক এলাকা। তাদের কোনো কষ্ট নেই।

tipu munshi

তিনি আরও বলেন, সেখানে নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছেন। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছেন। আমি জানি, আমার কোনো সমস্যা নেই।’

আজ বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

নিত্যপণ্যসহ সব কিছুর দাম বাড়ার প্রভাব নিয়ে তিনি বলেন, প্রভাব কাটানো সম্ভব হবে, যদি আপনারা ইতিবাচক হন।

বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে দাম বেড়েছে। কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না।

এটা নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন তার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *