শিরোনাম
maloisiya-accident-bangladeshi-people-identify-newsasia24

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশি ও আহত দুজন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।

এখনও নিখোঁজ রয়েছেন চারজন। তারা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছেন পুলিশ।

বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লবোর) এএসএম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

maloisiya-accident-bangladeshi-people-identify-newsasia24

নিহতরা হচ্ছেন- মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও মো. আহেদ আলী (৪২)।

আহত দুইজন হচ্ছেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জ্বল মৃধা (৩০)।

তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাহিদুর রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>>ইউক্রেন রাশিয়া যুদ্ধ : সবচেয়ে বড় ড্রোন হামলা

পেনাংয়ের উপ-পুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন- এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক।

এদিকে দুর্ঘটনায় নিহত-আহত বাংলাদেশি শ্রমিকদের পরিচয় শনাক্তের জন্যে ঘটনাস্থল ও হাসপাতালে ছোটাছুটি করছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (লেবার) এএসএম জাহিদুর রহমান।

আরও পড়ুন:

এছাড়া ঘটনাস্থলে রয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর ও বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন।

google news newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *