আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ৪ জন জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের পাইলটসহ চার যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এ তথ্য রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানান, উড়োজাহাজে থাকা বাকি দুজন যাত্রী নিহত হয়েছেন।

তালেবানের প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা জানিয়েছেন, জীবিত ব্যক্তিদের মধ্যে প্লেনের পাইলট রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার চারজন বর্তমানে তালেবান প্রশাসনের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন:

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজটি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। ফ্লাইটটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। এ সময় আফগানিস্তানের সীমানার ভেতরে এসে সিগন্যাল হারিয়ে বিধ্বস্ত হয়েছে বিমানটি।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours