শিরোনাম

শীর্ষ সংবাদ

Police will not have any deadly weapons: Home Affairs Advisor

Staff Reporter: Although the police at the field level will have weapons like rifles, they will not have heavy weapons. Specialized units like the Armed Police Battalion (APBN) will have heavy weapons.

Home Affairs Advisor Lt. Gen. (retd.) Jahangir Alam Chowdhury made these remarks to reporters after visiting the Armed Police Battalion (APBN) headquarters in the capital on Saturday (June 14) morning.

Citing the example of the improvement in the law and order situation, the Home Affairs Advisor said, “Everything went well this Eid. There were a few incidents of theft and robbery. But there were no major problems. This shows that the law and order situation has improved a lot. The better it gets, the better. We are trying to improve it further.”

আরও পড়ুন: 

Regarding the use of deadly weapons by APBN members, he said, “The rules of APBN and the rules of normal police are not the same. If a war situation arises, they join the army and fight. Everyone will fight, but they have to fight from the front lines, so their equipment is a little different from other forces.”

He also said that each force will have its own weapons. However, the heavy weapons, which are meant to be lethal weapons, will be with the APBN members.

তারুণ্যের সমাবেশ; খোকসায় একত্রিত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা (ভিডিও)

ফাহিম শাওন, কুষ্টিয়া:  কুষ্টিয়ার খোকসা উপজেলা ও পৌর সমন্বয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন ) খোকসা সরকারি কলেজ অডিটোরিয়াম এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ মুহম্মদ আনিস-উজ-জামান।

আরও পড়ুন:  ধর্ষিত শিশুর বাড়িতে আগুন দিলেন আপন চাচা (ভিডিও)

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রবিন রায়হান জসিম এবং খোকসা থানা স্বেচ্ছাসেবক দলের যগ্ম আহবায়ক সোহেল রানা মানিক।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ এর সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, হাসেম আলী, জুবায়ের জ্যাকি, কেএম জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম টুটুল, মো: রবিউল ইসলাম রবি, মো:শরিফুল ইসলাম ও ইমরান খানসহ আরও অনেকে।

ধর্ষিত শিশুর বাড়িতে আগুন দিলেন আপন চাচা (ভিডিও)

ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসায় ধর্ষণের শিকার হওয়া এক শিশুর বাড়িতে আগুন দেয়ার ঘটনায় একজনকে গ্রেফ্তার করেছে খোকসা থানা পুলিশ। আসামী মো নিপুন শেখ খোকসা খোর্দ্দসাধুয়ার মৃত মোজাহার শেখ এর ছেলে। আসামী ধর্ষিত শিশুর আপন চাচা বলে জানান খোকসা ‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।

 

স্ত্রীকে মৌখিক তালাক দিয়ে সন্তান বিক্রি করে দিল বাবা !

ফরিদপুর প্রতিনিধি: স্ত্রীকে মৌখিকভাবে ‘তালাক’ বলে আট মাস বয়সী নিজের শিশু সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এদিকে সন্তানকে ফিরে পেতে ওই মা থানা থেকে শুরু করে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত শিশুটিকে খুঁজে পেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দায়।

এর আগে ২৮ এপ্রিল ফরিদপুর আদালতে মামলা করেন ওই শিশুর মা পপি বেগম। মামলায় স্বামী কাইয়ুম বিশ্বাস (৪০), তার তিন বোন মিতা আক্তার, বুলি বেগম ও সাগরী আক্তারসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়।

father-faridpur-nagarkandi-child-sell-newsasia24
বাবা কাইয়ুম বিশ্বাস

এলাকাবাসী, ভুক্তোভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে কাইয়ুম বিশ্বাসের সঙ্গে পপি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে কলহ শুরু হয় তাদের। তাদের সংসারে একটি মেয়ে শিশুর জন্ম হয়।

এরমধ্যে গত পাঁচ মাস আগে মৌখিকভাবে তালাক বলে ওই শিশুকন্যাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেন কাইয়ুম বিশ্বাস। পরে শিশুটিকে দেড় লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

শিশুর মা পপি বেগম বলেন, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী। একপর্যায়ে মৌখিকভাবে তালাক দিয়ে জোর করে আমার আট মাসের শিশু তানহাকে রেখে দেন তিনি। পরে তার বাবা কাইয়ুম বিশ্বাস সন্তানকে শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগমের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন।

সন্তানকে ‘বিক্রি’ করে দিয়েছেন বাবা, হন্যে হয়ে খুঁজছেন মাশিশু সন্তানকে বিক্রি করে দেওয়ায় অভিযুক্ত বাবা কাইয়ুম বিশ্বাস

শিশুর মা কান্না করতে করতে বলেন, আমার মেয়েকে এক নজর দেখার জন্য রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না। যার কাছে মেয়েকে বিক্রি করা হয়েছে তার এবং তার মায়ের পা পর্যন্ত জড়িয়ে ধরে বুকের মানিককে ফেরত চেয়েছি। কিন্তু তারা দেননি। তারা বলেছেন দেড় লাখ টাকা দিয়ে কিনেছেন। যে বিক্রি করছে তার কাছে যাও।

আরও পড়ুন:

এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কাইয়ুম বিশ্বাসের বোন মিতা আক্তারের মোবাইল নম্বরে কল করলে অপর একজন রিসিভ করেন। তিনি মিতার স্বামী পরিচয় দেন এবং ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফর আলী বলেন, ভুক্তভোগী আদালতে মামলা করেছেন। আদালত আমাদের কাছে প্রতিবেদন চেয়েছেন। অভিযোগে বাচ্চাটি বিক্রির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কাজ করছে। খুঁজে পেলে আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

আদালত থে‌কে বের হওয়ার সময় মন্ত্রী আনিসুল হ‌ককে থাপ্পড়

নারায়ণগঞ্জ প্রতিবেদক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শুনানির জন্য ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসার ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনা‌নি শে‌ষে আদালত থে‌কে বের হওয়ার সময় আইনজীবী‌দের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় দেন। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হয় ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান।

আরও পড়ুন: 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির।

মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

হাসিনার সাথে মোদির আসল সম্পর্ক

হাসিনার সাথে মোদির আসল সম্পর্ক

 

হাসিনার সাথে মোদির আসল সম্পর্ক|| hasina and modi relation|| newsasia24 The links between the republics of modern-day India and Bangladesh are civilizational, cultural, social, and economic. There is much that unites the two countries – a shared history of the and common heritage originating from the Bengal region, linguistic and cultural ties, passion for music, literature and the arts. #news #newsong #newsupdate #bdnews #hasina #modi #india #poltics #newsasia24 ‪@subscriber‬ #viralvideo #viralshorts #viralvideos আইন প্রয়োগকারী সংস্থা এবং আধাসামরিক বাহিনী বিক্ষোভের সময় নৃশংস দমন-পীড়নের মুখোমুখি হয়, যার ফলে ছাত্রদের হত্যা করা হয়। আগস্টের মধ্যে, বিক্ষোভ তীব্রতর হয়ে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়, যার পরিণামে হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান।

জনতা পার্টি বাংলাদেশ’- এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’- এর আত্মপ্রকাশ হলো। নতুন এ দলের চেয়ারম্যান হয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জেনারেল হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ।

নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন। দলটির স্লোগান ‘গড়ব মোরা ইনসাফের দেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। পার্টির ইশতেহার ঘোষণা করেন শওকত মাহমুদ। তিনি বিএনপির সাবেক (বহিষ্কৃত) ভাইস চেয়ারম্যান।

শওকত মাহমুদ বলেন, সকল নাগরিকের সমান মর্যাদা ও সাম্যবাদের আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় মূলনীতি সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা যুক্ত করার মধ্য দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা ধূলিসাৎ করেছিল।

পাশাপাশি ভারতের ব্রাহ্মণবাদ স্বাধীন বাংলাদেশে ধর্মকে রাজনীতির মুখোমুখি দাঁড় করে দিয়েছিল, তৈরি হয়েছিল ফ্যাসিজম। তার বিপরীতে ২০২৪ সালের উদ্ভব হয়েছে। ২৪-এর স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে জাতীয় জনতা পার্টি বাংলাদেশের যাত্রা শুরু হল।

শওকত মাহমুদ আরও বলেন, জীবনযাপনের প্রতিটি স্তরে ও ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা চাই। এজন্য জাতি গঠনে নতুন যাত্রাপথে বেদনাদায়ক হলেও সকল পর্যায়ে সংস্কার আবশ্যক।

অন্তর্বর্তী সরকারের অধীনে সকল সংস্কার সম্পন্ন করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশাহত করা।

তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি।

আরও পড়ুন: 

দল ঘোষণা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছরে সড়ক আন্দোলনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাইনি। ৫২ বছর হলো দেশ স্বাধীন হয়েছে। আমি ৩২ বছর নিরাপদ সড়ক আন্দোলন করে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে পারিনি। সেই জায়গা থেকে বৈষম্যমুক্ত সবার জন্য নিরাপদ দেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। আমরা আশা করছি আমাদের লক্ষ্যে পৌঁছাব, আর এর জন্য দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণফোরাম, বিকল্প ধারা , খেলাফত আন্দোলন, আম জনতার দল, এলডিপি, মুসলিম লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁও ঘটনার পর উত্তেজনা পরিস্থিতির মধ্যে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলির ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় কিছু চৌকিকে লক্ষ্য করে হালকা অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে পাকিস্তানের সেনারা। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

পাল্টা গুলিবর্ষণকে নিরাপত্তা বাহিনীর ‘যথাযথ জবাব’ বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে পাকিস্তানি কোনো গণমাধ্যম এখন পর্যন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেনি।

মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনার দুদিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটল।

কোনো তদন্ত ছাড়ায় পহেলগাঁও হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত সরকার। যদিও ইসলামাবাদ এই দাবি অস্বীকার করে একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (ঘটনা নিজে ঘটিয়ে দায় শত্রুর ওপর চাপানো) তথা সাজানো নাটক হিসেবে অভিহিত করেছে।

ঘটনার পর পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপে নিয়েছে ভারত। বুধবার আটারি-ওয়াঘা ক্রসিং বন্ধ করে দেয় ভারত, যা বর্তমানে পাকিস্তানের সাথে একমাত্র কার্যকর এবং বৈধ স্থল সীমান্ত ভারতের। পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর পাকিস্তানও পাল্টা আটটি পদক্ষেপের কথা জানিয়েছে।

আরও পড়ুন: 

এদিকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানা গেছে, উভয়পক্ষই সীমান্তে শক্তি বৃদ্ধি করছে। সীমান্ত বরাবর এরই মধ্যে অবস্থান নিয়েছে দুই দেশের বিপুল সংখ্যক সেনা, সাজোয়া ট্যাংক, বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র।

ভারতীয় সূত্র দাবি করছে, সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্যসংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর স্ক্রিনশট থেকে। পিএএফ১৯৮ এবং লকহিড সি-১৩০ই হারকিউলিস নামের পরিবহন বিমান দক্ষিণের ঘাঁটি থেকে উত্তরে নিয়ে গেছেন রাওয়ালপিন্ডি সেনা কর্মকর্তারা।

এদিকে মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাচ্ছে, যার জবাবে এই পরীক্ষা চালানো হলো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিহারের এক সভায় বলেছেন, পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যাকারী এবং এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের ছাড় দেবে না ভারত। এসব হামলাকারীর এমন সাজা দেওয়া হবে যা কল্পনারও অতীত।

পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয় এবং ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। ’