ঘর পরিষ্কার রাখার জন্য ক্লিনার তৈরি করুন লেবুর খোসা দিয়ে

লিমা: লেবুর খোসা দিয়ে ক্লিনার তৈরি করে ঘর পরিষ্কার রাখুন সব সময়।

lemon spray

দোকানে বিভিন্ন রঙের বা নানা রকম সুগন্ধি দেওয়া ক্লিনার পাওয়া যায়। কিন্তু সেগুলির দাম অনেক বেশি। জেনে নিন কীভাবে প্রাকৃতিক উপায়ে কয়েকটি উপাদান দিয়ে বাড়িতেই ‘মাল্টিপারপাস ক্লিনার’ তৈরি করা যায়।

লেবুর ক্লিনার কী ভাবে তৈরি করবেন:

১) কমলালেবুর খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখুন।

২) ছোট ছোট করে খোসা কেটে স্প্রে বোতলের মধ্যে ভরে নিন।

৩) এ বার বোতলে অর্ধেক ভিনিগার এবং এক চা চামচ লবণ দিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন।

৪) তবে খেয়াল রাখতে হবে যে বোতলের মধ্যে এই মিশ্রণটি রাখবেন তা যেন বায়ুরোধী হয়। কাচের হলে আরও ভাল।

ঘর পরিষ্কার রাখতে লেবুর রস ব্যবহার করবেন কেন?

১) বাজারজাত ক্লিনারের চেয়ে লেবুর রস বা খোসা দিয়ে তৈরি ক্লিনার সাশ্রয়ী।

২) বাড়িতে তৈরি ক্লিনার একেবারেই রাসায়নিকমুক্ত। তাই এখান থেকে ক্ষতির কোন সম্ভাবনা নেই।

৩) লেবুর নিজস্ব একটা গন্ধ রয়েছে। এই ধরনের গন্ধ শরীরে গেলে ফুসফুসের কোনও ক্ষতি হয় না।

৪) লেবুর নিজস্ব একটা সুগন্ধি রয়েছে যার ফলে অন্য কোন সুগন্ধির মেডিসিন এর প্রয়োজন হয় না।

আরও পড়ুন:

You May Also Like

+ There are no comments

Add yours