শিরোনাম
islamic-question-answer-newsasia24-2

ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর… ( পর্ব-২ )

ইসলামের অনেক খুটিনাটি সাধারন বিষয় আছে যেগুলো আমরা অবগত নই। তাই  ইসলামের কিছু প্রশ্ন এবং উত্তর আকারে “নিউজ এশিয়া২৪” এর পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ 

প্রশ্ন : মেরাজের নামাযে রাসুল ও আমিয়াদের কত কাতার হয়েছিল?

উত্তর: মোট সাত কাতারে সারিবদ্ধ হয়েছিল। যার মধ্যে ৩ কাতার রাসুলগণ ও ৪ আম্বিয়াগণ ছিলেন।

প্রশ্ন : হেরা গুহার দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু ছিল?

উত্তর : দৈর্ঘ্য চারগঞ্জ এবং প্রস্থ দু’গজ ছিল।

প্রশ: রাসুলুল্লাহ সা. হযরত জিবরাইল আ. কে তার আসল আকৃতিতে কতবার দেখেছিলেন?

উত্তর : পুরো জিন্দেগীতে চারবার দেখেছিলেন।

প্রশ্ন : রাসুলুল্লাহ সা. এর বক্ষ বিদারণ কতবার হয়েছে?

উত্তর : মোট চারবার হয়েছে।

প্রশ্ন : নবী করিম সা. এর তলোয়ারের নাম কি ছিল?

উত্তর : তলোয়ারের নাম ছিল জুলফিকার ।

প্রশ্ন : নবী কারীম সা. তলোয়ার কাকে উপহার দিয়েছিলেন?

উত্তর : হযরত আলী রাখি, কে দিয়েছিলেন।

প্রশ্ন : হুজুর সা. কতটুকু পানি দ্বারা ওযু এবং গোসল করতেন?

উত্তর : তিনি ৭৯৫ গ্রাম পানি দ্বারা ওযু করতেন। এবং ৩ কিলো ১৫০ গ্রাম পানি দ্বারা গোসল করতেন ।

প্রশ্ন : হুজুর সা. হযরত আদম আ. এর কত বছর পরে জন্মগ্রহণ করেছেন ?

উত্তর: হুজুর সা. ছয় হাজার একশত পঞ্চাশ বছর পর জন্মগ্রহণ করেছেন।

প্রশ্ন : রাসুল সা. এর খাবার গ্রহণের পদ্ধতি কি ছিল এবং কিভাবে বসে তিনি আহার করতেন?

উত্তর : হযরত মুহাম্মদ সা. দুই তরিকায় উপবিষ্ট হয়ে আহার করতেন ।

১. এক হাটু উঠিয়ে এবং এক হাটু বিছিয়ে। ২. উভয় হাটু বিছিয়ে এবং পদ্ধতি ছিল এরূপ যে, বাম পায়ের তালু ডান পায়ের পৃষ্ঠে লাগিয়ে নিতেন এবং মধ্যমা, শাহাদাত, বৃদ্ধা, এ তিন আঙ্গুলি দ্বারা আহার করতেন ।

প্রশ্নঃ খাবারের শুরুতে এবং শেষে কোন জিনিস খাওয়া সুন্নাত । মিষ্টিদ্রব্য নাকি লবনাক্ত?

উত্তর : আহারের শুরুতে লবণাক্ত জিনিস দ্বারা আরম্ভ করা এবং লবাণাক্ত জিনিস দ্বারা শেষ করা সুন্নাত। এর মধ্যে ৭০ প্রকারের রোগের এরোগ্য রয়েছে।

প্রশ্নঃ কোন সবজি আহারের সময় হুজুর সা. তরকারী ঝোলের মধ্যে তালাশ করতেন?

উত্তর : সে সবজি হল লাউ তথা কদু ।

প্রশ্ন হুজুর সা. এর পায়জামা কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া ছিল?

উত্তর: রাসুল সা. পায়জামা লম্বা ছিল চারহাত ও চওড়া ছিল বার আঙ্গুল পরিমাণ ।

প্রশ্ন: নবী করিম সা. এর নিকট কতগুলি ঘোড়া ছিল এবং সেগুলোর নাম কি?

উত্তর : রাসুল সা. এর নিকট সাতটি ঘোড়া ছিল। নাম হলো- ১. সাকব, ২. মরতাজ, ৩.তীফ, ৪. লেজার, ৫. জরব, ৬. সবহা, ৭. দার ।

আরও পড়ুন:

প্রশ্ন : রাসুল সা. এর নিকট কতগুলো খচ্চর ছিল?

উত্তর : পাঁচটি খচ্চর ছিল। এগুলো হলো- ১. দুলদুল, ২. ফিজজা, ৩. সাদা খচ্চর, ৪. হাকাম, ৫, আসহামা ।

প্রশ্ন : রাসুল সা. এর নিকট কতটি গাধা ছিল?

উত্তর : তিনটি গাধা ছিল। যথা- ১. আফির, ২. ফারুয়া, ৩. গাধা। প্রশ্ন : রাসুল সা. এর নিকট কতগুলো উঠনি ছিল এবং তাদের নাম কি?

>ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর… ( পর্ব-৩) দেখতে চোঁখ রাখুন “নিউজ এশিয়া২৪” এ

 

google news newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *