শিরোনাম

শীর্ষ সংবাদ

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  উত্তর ইরাকে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। মধ্যরাতে দুইবাসের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। এদের বেশিরভাগই ইরানী শিয়া তীর্থযাত্রী, যারা কারবালার দিকে যাচ্ছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ থেকে জানা গেছে , দুজাইল এবং সামাররা শহরের মধ্যে দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা দর্শনার্থী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বরাত দিয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের কিছু আগে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। চালকদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিসংখ্যান অনুসারে, আশুরার ৪০ দিন পর শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান আরবাইন শুরু হওয়ার পর থেকে চলতি বছর ২৬ লাখন তীর্থযাত্রী ইরাকে প্রবেশ করেছেন। এদের মধ্যে অনেকেই ইরান থেকে এসেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, আজ সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারগারে ময়লা নিতে আসে গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি। এসময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়ি তল্লাশি করে। সেসময় গাড়ির ডেক্স কভারের নিচ থেকে ২২ ইঞ্চি লম্বা দুইটি লোহার দা, ১০ ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল, একটি ইয়ারফোন এবং কালো টেপে পেঁচানো দুইটি গাজার বল জব্দ করা হয়। পরে ওই দুইজনকে আটক করে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও মহানগরীর শান্তি পল্লী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফ (৩০)।

আরও পড়ুন: চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, কারা কর্তৃপক্ষ দুইজনকে আমাদের নিকট হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ : প্রধানমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা শহরকে যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। আমি নিজেই কাওলা থেকে টোল দিয়ে মাত্র দশ মিনিটে ফার্মগেট এসেছি। আজ শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে এমন বক্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের পরিবহন, যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামোর রূপান্তরের লক্ষে বেশ কিছু স্মারক উন্নয়ন প্রকল্প হাতে নেয়। বর্তমান সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ ও আধুনিক পরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রোরেলসহ সহ অন্যান্য মেগা প্রকল্পের উদ্বোধন করেছে।’

আরও পড়ুন: দেশের ৮৫৬ টি পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ: সেন্টার ফর পলিসি ডায়ালগ

এই সুধী সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগ। এতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মী। প্রধানমন্ত্রী আগমনে মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শেরে বাংলা নগর এলাকা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর কাওলা পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন করেন।

ভারতের চাল রপ্তানি নিষিদ্ধকরণ ও শুল্ক আরোপ: চাল রপ্তানি কমবে ১৯ লাখ টন

নিউজ এশিয়া ডেস্ক: ভারতের চাল রপ্তানি নিষিদ্ধকরণ ও শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে চাল রপ্তানি কমবে ১৯ লাখ টন। এটি থাকবে টানা দুই বছর। এর ফলে কিছু দেশ থেকে রপ্তানি বাড়লেও ঘাটতি পূরণ হবে না ভারতের।

সংস্থা জানায়, গত ২০ জুলাই ভারত সাদা চাল রপ্তানি নিষিদ্ধ করেছে। পরবর্তী সময়ে সিদ্ধ চালেও শুল্ক আরোপ করেছে। ফলে ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বে চালের বাণিজ্য কমবে। অনেক আমদানিকারক দেশ জরুরি ভিত্তিতে চাল কেনে।

২০২৩ সালে বিশ্বে চাল রপ্তানি ১৯ লাখ টন কমে হবে পাঁচ কোটি ৩৮ লাখ টন। এর মধ্যে ভারতের সরবরাহ ২০ লাখ টন কমে হবে দুই কোটি ৫০ লাখ টন। যদিও ২০২৩ ও ২০২৪ সালে এশিয়া ও সাব-সাহারা আফ্রিকার অনেক বড় দেশেরও আমদানি কমবে।

একইভাবে ২০২৪ সালে বিশ্বে চালের রপ্তানি ৩৪ লাখ টন কমে হবে পাঁচ কোটি ২৯ লাখ টন। এর মধ্যে ভারতের রপ্তানি ৪০ লাখ টন কমে হবে এক কোটি ৯০ লাখ টন। ২০২৪ সালে ভারতের রপ্তানি কমলেও সরবরাহ বাড়বে ব্রাজিল, পাকিস্তান, রাশিয়া ও ভিয়েতনামের।

ভারতের কেন্দ্রীয় সরকার বাসমতী ছাড়া অন্যান্য সাদা চালের রপ্তানি আগেই নিষিদ্ধ করেছিল। এরপর গত শুক্রবার সিদ্ধ চাল রপ্তানিতেও ২০ শতাংশ শুল্কারোপ করে। ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে, এবার বাসমতী চালের রপ্তানি মূল্য বেঁধে দেওয়ার কারণে সেই প্রবণতা কমবে। বৈশ্বিক বাজারে যে পরিমাণ চাল বেচাকেনা হয়, তার ৪০ শতাংশ সরবরাহ আসে ভারত থেকে।

আরও পড়ুন: দেশের ৮৫৬ টি পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ: সেন্টার ফর পলিসি ডায়ালগ

মূলত সামনে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন, তার আগে স্থানীয় বাজারে চালের দাম যেন না বাড়ে, তা নিশ্চিত করতেই বিজেপি সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

সূত্র : রয়টার্স, ট্রেডিং ইকোনমিকস, ইউএসডিএ

দেশের ৮৫৬ টি পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ: সেন্টার ফর পলিসি ডায়ালগ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দেশের ৮৫৬ টি পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এই কারখানাগুলো এখনও মনিটরিং এর বাইরে, যা মোট কারখানার ২২ থেকে ২৩ শতাংশ।

আজ বুধবার (৩০ আগস্ট) ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ‘তৈরি পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা : অর্জন ধরে রাখার চ্যালেঞ্জ’ শীর্ষক ব্রিফিংয়ে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, এখনো দেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ। ১৮৮৭টি কারখানা আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) আওতায় মনিটরিংয়ের মধ্যে রয়েছে। আর ৩৫০টি কারখানা নিরাপদ হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ৬৫৯টি কারখানা রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেলের (আরসিসি) আওতায় মনিটরিংয়ের আওতায় রয়েছে। সব মিলিয়ে আরএসিসি ও আরসিসির মনিটরিংয়ে রয়েছে ২ হাজার ৮৯৬টি কারখানা । কিন্তু ৮৫৬টি কারখানা বর্তমানে কোনো মনিটরিংয়ের আওতায় নেই। ৮৫৬টি কারখানাগুলোতে কাজ চলছে, রপ্তানিও হচ্ছে।

আরও পড়ুন: বিএনপিপন্থি আইনজীবীদের আরও ধৈর্যধারণ করা উচিত: আইনমন্ত্রী

তাহলে ওই কারখানাগুলো মনিটরিং কে করবে? যা মোট কারখানার ২২-২৩ শতাংশ। যা ভবিষ্যতে ৩০ শতাংশ হতে পারে। কারখানাগুলো অ্যাসোসিয়েশনের বাইরে থাকতে পারবে না। কেননা এসব কারখানায় কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে? বিজিএমইএ ও বিকেএমইএ ওই কারখানার দায়ভার নেবে না। সব কারখানা যেন কোনো না কোনো সংগঠনের সঙ্গে দায়বদ্ধতায় থাকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ।

বিএনপিপন্থি আইনজীবীদের আরও ধৈর্যধারণ করা উচিত: আইনমন্ত্রী

নিউজ এমিয়া ২৪ ডেস্ক: বিএনপিপন্থি আইনজীবীদের আরও ধৈর্যধারণ করা উচিত। রাজনীতির কারণে আদালতকে কলুষিত করাটা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল করার বিষয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমি সব পক্ষের কাছে আবেদন করি যে, রাজনীতির কারণে আদালতকে কলুষিত করাটা ঠিক হবে না। আদালতের মর্যাদা যেন কেউ হানি না করেন। বাংলাদেশ যতদিন থাকবে আদালত থাকবে। আইনজীবীরা সবাই অফিসার অব দ্য কোর্ট।

আরও পড়ুন: আবারও দাম বাড়বে পেঁয়াজের

তিনি বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন, কোনো অন্যায় বা অপরাধ সাধারণ মানুষ করলে তার বিচার হবে। কিন্তু বিজ্ঞ মানুষরা করলে তার বিচার হবে না কেন এই যে সংস্কৃতি সৃষ্টি করা যায় না। আমরা দেখেছি শিশু রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে ১৮ জনকে সেই ১৮ জনের হত্যার পর আমি দেখেছি ইমডেমনিটি অধ্যাদেশ কেউ কিন্তু বাতিল করেন নাই।

আরও পড়ুন: বাংলাদেশ চাইবে কিছু পাবে না, এমন নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ চাইবে কিছু পাবে না, এমন নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বিশ্বে বাংলাদেশের অনেক মর্যাদা রয়েছে। সুতরাং, বাংলাদেশ চাইবে কিছু পাবে না, এমন নয়। আমরা ব্রিকসে এখনও সদস্যপদ পাব বা এখনই নিতে হবে বা আমরা চেষ্টাও করিনি।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে তারা কিছু সদস্য বাড়াবে আমার মতামত জানতে চেয়েছিলেন। আমি বলেছি সেটা ভালই হবে। ব্রিকস যখন হয় তখনই পাঁচ দেশের সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল।

ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতি আমাদের আগ্রহ ছিল। ব্রিকসে এখনই সদস্যপদ পাব, এখনই নিতে হবে বা চেষ্টাও আমরা করিনি। আমরা কারও কাছে বলতে চাইনি, আমাদের সদস্য করো।

আরও পড়ুন: টিউশন ফি নির্ধারিত করবে সরকার

আমাদের অপজিশন থেকে বলছে, আমরা পাইনি। বাংলাদেশ কিছু চাইলে পাবে না, সেটা নয়। বাংলাদেশের মর্যাদা বিশ্বে এখন এমনই। বাংলাদেশ এখন সেই পরিস্থিতিতে নেই। কিন্তু বিএনপির আমলে দেশ ছিল হাত পেতে চলার, ভিক্ষা নিয়ে চলার দেশ।

টিউশন ফি নির্ধারিত করবে সরকার

বাংলাদেশে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের টিউশন ফি বিভিন্ন রকমের। অনেকটা জোর করে এই ফি চিাপিয়ে দেয়া হয়। ফলে চাপ পরে বেশীর ভাগ অভিবাবকের উপর। এই ফি নির্ধারন করে দেবে সরকার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত খসড়া নীতিমালা পর্যালোচনার জন্য সভা ডাকা হয়েছে।

আরও পড়ুন: জান্নাত সম্পর্কে কুরআনের বর্ণনা

একই দিনে রবিউল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে টিউশন ফি সংক্রান্ত খসড়া নীতিমালাটি পর্যালোচনার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে এটি বাস্তবায়ন করা হবে। এই নীতিমালার আলোকে সারাদেশের প্রতিষ্ঠানভিত্তিক টিউশন ফি নির্ধারণ করে দেওয়া হবে।

মানুষ এখন উন্নয়নে আগ্রহী: এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। গণতন্ত্রের চেয়ে আমাদের খাবারের ওষুধ, টয়লেট বেশি জরুরি

রবিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

মন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র কমিয়ে আনা কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। সরকার উদার নীতিতে বিশ্বাস করে। ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে।

তিনি আরও বলেন, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য। দেশে এখনও ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দারিদ্রতার মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষে এখন কাজ করছে।

আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন

উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সূচনা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকেএইড। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবরাক।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন

নিউজ এশিয়া২৪: ডেস্ক যুক্তরাজ্যকে নির্বাচন কমিশন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে তারা বদ্ধ পরিকর।

আজ রবিবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এ কথা জানান। তিনি জানান, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

কাজী হাবিবুল আউয়াল বলেন, উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি।

আরও পড়ন: সাক্ষী মুলতবি করার আবদন খালেদা জিয়ার

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে। র বলেছি— আমরা ট্রান্সপারেন্সিতে খুব জোর দিয়ে থাকব। অবজারভার ও গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করব।

আর উনি আশা করেছেন— নির্বাচন যেন পার্টিসিপেন্ড ও ক্রেডিবিলিটি হয়। আমরা বলেছি- নির্বাচন অবাধ করতে পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।