শিরোনাম

শিরোনাম

মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয়

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়েছে। ফলে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৫৮ জন সদস্য বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । সূত্রে জাগো নিউজ।

তিনি জানান, রবিবার ভোর থেকে বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

উল্লেখ্য, মিয়ানমারের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে আরকান আর্মিসহ দেশটির বিদ্রোহী গ্রুপগুলো জোরোলো অভিযান শুরু করেছে ।

গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়ংকর রূপ নিয়েছে। দু’পক্ষের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে।

google-news-channel-newsasia24

 

 

 

ডিপ ফ্রিজে বিষ হয় যে খাবারগুলো

লিমা পারভীন: খাবার সংরক্ষণের উদ্দেশে গৃহিনীরা বিভিন্ন খাবার ফ্রিজে রাখেন। এতে স্বাদ কমলেও খাবার নষ্ট হয় না। দীর্ঘদিন এভাবে রেখে খাবার খাওয়া যায়। কিন্তু ডিপ ফ্রিজে দীর্ঘদিন খাবার রাখলে স্বাদ নষ্ট হয়। আবার চার ধরনের খাবার আছে যা ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায় । এসব বিষয়ে সবাইকে সকর্ত থাকতে হবে।

ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায়, এমন ৪টি খাবারের নাম নিচে দেওয়া হলো—

১. পেঁয়াজ: পেঁয়াজ অনেকে কেটে ফ্রিজে রেখে দেন। পেঁয়াজ পরিবেশে থাকা ব্যাকটেরিয়া গ্রাস করে। রোগীর ঘরের এক কোনায় থেকেও পেঁয়াজের একটি টুকরা ক্ষতিকর ব্যাকটেরিয়া আকর্ষণ করতে পারে। তাই পেঁয়াজের ওপর ছত্রাক দেখা না গেলেও ফ্রিজে থাকা সব ব্যাকটেরিয়া এতে বাসা বাঁধতে পারে। বিভিন্ন জরিপ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বছরে মাত্র এক থেকে দুবার ফ্রিজ পরিষ্কার করেন। নিয়মিত পরিষ্কার না করার কারণে ফ্রিজে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। আর এগুলোই খাবারের সঙ্গে মিশে যায়। তাই কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা মোটেই স্বাস্থ্যকর নয়। রান্নার কিছুক্ষণ আগে পেঁয়াজ কেটে ব্যবহার করতে হবে।

Food-that-is-kept-in-deep-freezer-becomes-poison2-newsasia24

২. রসুন: রসুন কেটে ব্লান্ডারে বেটে গৃহিনীরা ফ্রিজিং করে রাখেন। রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখলে তা বিষাক্ত হয়ে যেতে পারে। কারণ, এটি ফ্রিজের আর্দ্র বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেয় এবং এতে তাড়াতাড়ি ছত্রাক (খাবারে ছাতা পড়ে) জন্ম নেয়। রসুনের এই ছত্রাক দেহের ক্যানসারের সঙ্গেও সম্পর্কিত। তাই সব সময় সতেজ রসুন কিনতে হবে এবং শুধু ব্যবহারের আগেই খোসা ছাড়ানো উচিত। রসুন সব সময় শুষ্ক স্থানে সংরক্ষণ করা উচিত। খোসা ছাড়ানো রসুন একটি কাচের বয়ামে ভালো করে ঢাকনা লাগিয়ে রাখতে পারেন। এ ছাড়া খোসা ছাড়ানো রসুন ভিনেগারে চুবিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায়।

৩. ভাত: অনেকে রান্না করা ভাত ডিপ ফ্রিজে রেখে দেন। এটি ঠিক নয়। ভাতে দ্রুত ছত্রাক জন্মে। আর ভাত যদি ফ্রিজে রাখতেই হয়, তাহলে ২৪ ঘণ্টার বেশি রাখা যাবে না।

আরও পড়ুন:

৪. আদা: আদা স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ঠান্ডা-কাশি প্রশমনে সাহায্য করে। তবে একে ভুলভাবে সংরক্ষণ করলে স্বাস্থ্যের ক্ষতি করে। ফ্রিজের ঠান্ডা ও আর্দ্রতার সংস্পর্শে আদায় ছত্রাক জন্মে। এসব ছত্রাকযুক্ত আদা বিষাক্ত। এগুলো খেলে কিডনির ক্ষতি হতে পারে। এমনকি এই ছত্রাক কিডনি বিকল করে দিতেও ভূমিকা রাখতে পারে।

google-news-channel-newsasia24

Follow

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বাইডেন তার চিঠিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাসী অর্থনৈতিক লক্ষ্যগুলোতে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তরিক আকাঙ্ক্ষার কথা জানাতে চান তিনি।

আরও পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনই এই সম্পর্কের ভিত্তি।’

মার্কিন দূতাবাস সম্প্রতি চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে।

google-news-channel-newsasia24

Follow

আজ থেকে ফের বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে ফের। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি। বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ কেজি প্রতি মূল্য ১১৯ টাকা ৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য টাকা ৬৭ টাকা ৬৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

google-news-channel-newsasia24

Follow

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) নামাজের সময়সূচি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৫। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-

আজকের নামাজের সময়সূচি-

আজ সূর্যোদয়- ৬:৩৮ মিনিট

আজ সূর্যাস্ত- ৫:৪৯ মিনিট

ফজর- ৫:২১ মিনিট

জোহর- ১২:১৫ মিনিট

আসর- ৪:১১ মিনিট

মাগরিব- ৫:৪৯ মিনিট

এশা- ৭:০৪ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ:

যোগ করতে হবে যেসব বিভাগের জন্য-

খুলনা: +০৪ মিনিট

রাজশাহী: +০৭ মিনিট

রংপুর: +০৮ মিনিট

বরিশাল: +০১ মিনিট

বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য-

চট্টগ্রাম: -০৫ মিনিট

সিলেট: -০৭ মিনিট

আরও পড়ুন:

google-news-channel-newsasia24

Follow

রাজশাহীতে আহত বন্ধুকে দেখতে গিয়ে বন্ধুই খুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত বন্ধুকে ঢাকা থেকে দেখতে গিয়ে খুন হয়েছেন সোহাগ আলী (২৪) নামের যুবক। তার বাড়ি যশোরের মণিরামপুরে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঝিকড়া ইউনিয়নে মরুগ্রাম ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। আহত বন্ধু মনোয়ার হোসেনের সঙ্গে সোহাগ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, বাগমারার ঝিকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা কৃষক লীগের নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলামের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের বিরোধ চলে আসছিল।

গত জাতীয় সংসদ নির্বাচনে নজরুল স্বতন্ত্র প্রার্থী এবং আসাদুল দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়। এরই মধ্যে সপ্তাহখানেক আগে ছুটিতে ঢাকা থেকে বাড়ি আসেন নজরুল ইসলামের ভাতিজা মনোয়ার হোসেন।

আরও পড়ুন: 

মনোয়ার শুক্রবার সকাল ১০টার দিকে নজরুলের লিজ নেওেয়া পুকুর পাড়ে নিজেদের সরিষা ক্ষেতে যান। এসময় প্রতিপক্ষ আসাদুল ইসলামের লোকজন মনোয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তারা মনোয়ারকে পিটিয়ে হাত ভেঙে দেন। এসময় মারামারিতে আসাদুলের পক্ষের মুসলেম নামের একজন আহত হন। পরে মনোয়ারকে উদ্ধার করে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের লোকজন। এনিয়ে দুপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা চলছিল।

এদিকে, মনোয়ারের ওপর হামলা ও আহত হওয়ার খবর পেয়ে তাকে দেখতে ঢাকা থেকে আসেন তার চাচাতো ভাই ইমরান এবং সহকর্মী সোহাগ ও রনি। তারা ঢাকা থেকে এসে প্রথমে সন্ধ্যায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনোয়ারকে দেখতে যান।

এরপর রাত ৯টার দিকে আত্রাই থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে ডাঙ্গাপাড়া গ্রামে মনোয়ারে বাড়িতে যান।

তারা এলাকায় গেলে গ্রামে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আনা হয়েছে বলে প্রচার চালান আসাদুল ইসলামের লোকজন। এনিয়ে গ্রামে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আসাদুলের লোকজন ডাঙ্গাপাড়া মোড়ে তাদের ওপর হামলা করেন।

এসময় তারা অটোরিকশাচালকসহ তিনজনকে ঘিরে রাখেন। সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সোহাগকে মাঠের মধ্যে ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বলেন, ‘আমি ইজারা নিয়ে দুটি খাস পুকুরে মাছচাষ করি। ভোটের দিন বিকেলে আমার ছোট ভাই সুজনকে মারধর করে আসাদুল ইসলামের লোকজন। ভোটের পরের দিন আসাদুল আমাকে ওই দুই পুকুরে যেতে নিষেধ করে এবং মাছ মেরে বিক্রি করে দেয়।

আরও পড়ুন ;

ময়মনসিংহে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ: নিহত ২

নীল তিমির জিহ্বার ওজন কত? জেনে নিন, ১৮টি মজার তথ্য!

অনলাইনে ইনকাম করার ১৬ টি উপায়

২৬ জানুয়ারি আমার আরেক ভাই নুরুল ইসলামের সেচ মেশিন বন্ধ করে দেয়। এনিয়ে ওইদিন থানায় একটি অভিযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এরপরই আমার ভাতিজার বন্ধুকে প্রকাশ্যে হত্যা করা হলো।’

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারকে কল করলে তিনি ধরেননি।

তবে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের রোষানলে থেকে তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়।

তবে এর আগেই মাঠের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, নিহত সোহাগসহ তারা রাতে কেন গ্রামে এলেন এবং সেখানে কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

google-news-channel-newsasia24

google-news-follow-us-newsasia24

 

গাজীপুর মোজা কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। পরে এটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।

আরও পড়ুন:

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার ভবনের দুই তলা ও তিন তলায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাপাসিয়া, জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

google-news-channel-newsasia24

Follow

Ginseng Benefits and Side Effects

NewsAsia24 Desk:  Ginseng Benefits and Side Effects

Benefits of Ginseng:

Ginseng, a perennial plant with fleshy roots belonging to the Panax genus, has been a staple in traditional medicine for centuries. While there are several types of ginseng, the two most common are Panax ginseng (Asian or Korean ginseng) and Panax quinquefolius (American ginseng). Here are some potential benefits associated with ginseng:

Boosts Energy and Stamina: Ginseng is renowned for its ability to enhance physical and mental stamina. It is believed to reduce fatigue and improve overall energy levels, making it a popular choice for individuals seeking increased vitality.

Cognitive Function: Some studies suggest that ginseng may have cognitive benefits, such as improved memory, focus, and mental clarity. It is thought to enhance brain function by promoting better blood flow and reducing oxidative stress.

Adaptogenic Properties: Ginseng is classified as an adaptogen, meaning it may help the body adapt to stress and restore balance. This adaptogenic quality is believed to contribute to its ability to support the immune system and improve the body’s resilience.

Antioxidant Effects: Ginsenosides, the active compounds in ginseng, have antioxidant properties. It is combat oxidative , which is connect to various chronic diseases.

Anti-Inflammatory Properties: Some studies indicate that ginseng may have anti-inflammatory effects, potentially helping to reduce inflammation in the body. Chronic inflammation is associated with body. Such as various types of health issues with including heart disease and certain cancers.

Read More: 

Ginseng-Exploring-its-Benefits-and-Side-Effects-newsasia24 2

Side Effects and Cautions:

While ginseng offers numerous potential benefits, it’s important to be aware of possible side effects and considerations:

Insomnia and Restlessness: High doses or prolonged use of ginseng may contribute to insomnia and restlessness in some individuals. It is advisable to monitor your response to ginseng and adjust the dosage accordingly.

Blood Pressure Concerns: Ginseng may affect blood pressure. Individuals with hypertension or those taking medications for blood pressure regulation should consult their healthcare provider before using ginseng.

Interactions with Medications: Ginseng may interact with certain medications, including blood thinners and diabetes medications. It is very crucial to inform your healthcare to provider about any supplements. So that you are taking to avoid potential interactions.

Allergic Reactions: Some people occurs allergic problem. If Some people may fall in allergic reactions for use ginseng, it should take information from doctor. Some symptoms like rash, itching, or difficulty breathing. If anyone like of this reactions occur, discontinue use ginseng. If seek, go to medical attention.

Hormonal Effects: Ginseng may influence hormonal levels, particularly estrogen. Individuals with hormone-sensitive conditions, such as breast cancer, should exercise caution and consult with their healthcare provider.

In conclusion, while ginseng has been traditionally valued for its potential health benefits, it’s essential to approach its use with caution.

Consulting with a healthcare professional before incorporating ginseng into your routine is advisable, especially if you have pre-existing health conditions or are taking medications.

As with any supplement, moderation and informed decision-making are key to maximizing benefits while minimizing potential risks.

Read More: 

google-news-follow-us-newsasia24

প্রাথমকি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর কান থেকে ডিভাইস বের করলেন চিকিৎসক

যশোর প্রতিনিধি: যশোরে কানের ভেতরে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রাথমকি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। অভিযুক্ত জাহিদ হাসান যশোর সদর উপজেলার নওদাগ্রামের বাসিন্দা।

এমএম কলেজের অধ্যক্ষ মরজিনা আক্তার জানান, আটক পরীক্ষাথীর কানের ভেতর একটি ও পকেটে আর একটি ডিভাইস ছিল। দীর্ঘ সময় তিনি উত্তরপত্রে কিছুই লিখছিলেন না।

হঠাৎ একটি শব্দ হওয়ায় তার দিকে নজর পড়ে কক্ষের কর্তব্যরত শিক্ষকদের। এ সময় তাকে তল্লাশি করে ডিভাইস পাওয়া যায়।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকের পর জাহিদকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন:

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কানের ভেতর থেকে ডিভাইস বের করেন। কলেজ কর্তৃপক্ষ তাকে পরীক্ষা থেকে বহিষ্কার ও পুলিশে সোপর্দ করে। পরীক্ষাকেন্দ্র সচিব তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

google-news-channel-newsasia24

Follow

একসঙ্গে আত্মহত্যা করতে গিয়ে প্রতারনা করলেন প্রেমিকা, প্রেমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তাই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার জন্য রেললাইনে দাঁড়ান তারা। কিন্তু শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা। তার চোখের সামনেই চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে মারা গেলেন প্রেমিক।

গত (০১-০২-২০২৪) বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পেশায় দিনমজুর রাজুর দুই সন্তান রয়েছে, রয়েছেন স্ত্রীও। তারপরেও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর।

রাজুর পরিচিতরা জানিয়েছেন, দুজনেই বুঝেছিলেন বিয়ে করা সম্ভব নয়। এনিয়ে বৃহস্পতিবার দুজনের মধ্যে ঝগড়া হয়। তার পরই একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারা। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, দ্রুতগতি ট্রেনকে সামনে আসতে দেখে ভয় পেয়ে পিছিয়ে যান তিনি। কিন্তু রাজু ঝাঁপ দেন।

আরও পড়ুন:

তবে রাজুর পরিবার এখন দাবি করছে, রাজুকে হত্যা করে তাঁর দেহ ট্রেনের সামনে ছুড়ে ফেলে দিয়েছে ওই তরুণীর পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজুর মরদেহ তারা নিতে রাজি হননি।

পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

google-news-channel-newsasia24

Follow