শিরোনাম

সারাদেশ

ফেনীতে আগুনে ঝলসে গেছে ন্যাশনাল কলেজের এক শিক্ষার্থী

ফেনী প্রতিনিধি: ফেনীর লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের গেট এলাকায় আগুনে ঝলসে গেছে মাশকুরা আক্তার মুমু নামে ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী। তিনি লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেকের মেয়ে।

আজ সোমবার (২৫ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয় গেটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে মুমুকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত জেনে গণমাধ্যমের সঙ্গে আমরা কথা বলবো।

আরও পড়ুন:

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক বলেন, দুপুরে দগ্ধ অবস্থায় একজন রোগী হাসপাতালে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছি।

google-news-channel-newsasia24

Follow

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজার সংলগ্ন রেলক্রসিং এলাকায় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Train-collides-with-truck-in-Mymensingh-4-killed-newsasia24

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এসব তথ‍্য দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুর থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। এ সময় সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি লাইনের পাশে ছিটকে পড়ে। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে থেমে যায়।

আরও পড়ুন:

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর রেলক্রসিংয়ে আটক পড়ায় সড়কের দুইপাশের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।ৎ

google-news-channel-newsasia24

Follow

বলাৎকারের পর হত্যার শিকার কিশোর সিয়াম

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় কিশোর আমিন মিয়া ওরফে সিয়ামকে (১৬) হত্যার রহস্য ভেদ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরকুম আলী (৪০) নামে এক যুবককে।

গত শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার রামপাশা ইউনিয়নের হয়দরপুর হাওরের মাঝে পাঁচলার খালের পূর্ব পাড়ের ঝোপ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার হয়, পরে সিয়ামের ভাই ইয়ামিন পরিচয় নিশ্চিত করেন।

Kishore2-Siam-is-the-victim-of-murder-after-the-robbery-newsasia24

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরকুম আলীকে তার রিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরকুম আলী উপজেলার উত্তর আজিজ নগর কান্দি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন।

আরকুম আলী পুলিশকে জানান, এফসি ব্রিকসে মাটি আনলোডের কাজ করার সময় সিয়ামের সঙ্গে তার পরিচয় হয়। গত বুধবার (২০ ডিসেম্বর) সিয়ামের বাবা ভাই নিজ এলাকায় যান। এ সময় তিনি কিশোর সিয়ামকে বলাৎকারের পরিকল্পনা করেন।

আরও পড়ুন>>মাহিকে জুতা মারার হুমকি

পরিকল্পনা অনুযায়ী সিয়ামকে গোপন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেন আরকুম আলী। রাত ৮টার দিকে ব্রিকসের নিকটবর্তী পূর্বপাশের কবরস্থানের রাস্তার পাশ দিয়ে হয়দরপুর হাওরে যান তারা।

হাওর পার হয়ে পশ্চিম পাশে যাওয়ার কথা বলে সিয়ামকে তার পরিধেয় বস্ত্র খুলে ফেলতে বলেন আরকুম। এরপর তিনি সিয়ামকে বলাৎকারের চেষ্টা করেন। সিয়াম রাজি না হলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

বলাৎকারের ঘটনায় সিয়াম কান্না শুরু করে। এক পর্যায়ে সে পুরো ঘটনা তার বাবা, ভাই ও ব্রিকস ফিল্ডের ম্যানেজারের কাছে বলে দেবে বলে জানায়। ভয় পেয়ে আরকুম সিয়ামের মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন।

আরও পড়ুুুন>>কক্সবাজারের পেকুয়ায় পুড়ে ছাই ১৫ বসতঘর

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, হত্যার পর সিয়ামের মরদেহ ঝোপের মধ্যে ফেলে রাখেন আরকুম। তার প্যান্ট, জুতা নদীতে ফেলে দেন।

এরপর হাওর পার হয়ে পশ্চিম পাশে এসে সিয়ামের গায়ে থাকা তাওয়াল ডোবায় ফেলে দেন। ঘটনাস্থল থেকে ২০০ মিটার পশ্চিমে কচুরিপানার ভেতরে তার শার্ট লুকিয়ে ফেলেন।

আরও পড়ুন>>রাজশাহীতে বিদ্যুতের খুঁটি পড়ে কিশোরের মৃত্যু

আজ রবিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের মাধ্যমে ঘটনাস্থল থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।

আরকুমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সম্রাট তালুকদার।

google-news-channel-newsasia24

Follow

মাহিকে জুতা মারার হুমকি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দিয়েছেন মাহাবুর রহমান মাহাম।

গতকাল শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে তিনি বলেছেন, ‘আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে পিটানো উচিত আপনার মতো মেয়েকে। কারণ, আপনি এমন একটা মেয়ে আপনার মা এই চলচ্চিত্র জগতে যাওয়ার আগে আপনাকে নিষেধ করেছেন।’

Mahi-is-threatened-with-a-shoe-newsasia24

জানা গেছে, এই যুবকের নাম মাহাবুর রহমান মাহাম। বাড়ি তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামে। বাবার নাম মৃত ছদের আলী। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান । তবে যোগাযোগ করা হলে মাহাম জানিয়েছেন, বর্তমানে দলীয় কোন পদ নেই তার।

আরও পড়ুন>>রাজশাহী থেকে দুটি ট্রেন বন্ধ ঘোষনা

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাম এলাকায় দুষ্টু প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত। তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি ভাঙচুর মামলার আসামি তিনি।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি গত কয়েকদিন ধরে নিজের প্রচার-প্রচারণায় এ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কিছু কথা বলছেন।

ফারুক চৌধুরীর নানা বিতর্ক সামনে এনে তিনি এবার তাকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আর এ কারণেই ফেসবুকে ভিডিও পোস্ট করে মাহিকে হুমকি দেন মাহাম। যদিও কিছুক্ষণ পর তিনি ভিডিও ফেসবুক থেকে মুছে ফেলেন।

আরও পড়ুন>>রাজশাহীর গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের ৬ মাসের কারাদণ্ড

মাহাম ভিডিওতে মাহিয়া মাহি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। কারা সিনেমায় যায়, সেই প্রশ্নও তোলেন। বলেন, ‘আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে।

আপনার মতো দুশ্চরিত্রা মহিলা থাকলে। আপনার মতো বেয়াদব মহিলাকে আমি এখনও বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখনও করেন, আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত।মাহাম আরও বলেন, আপনি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের মেয়ের যোগ্য না।’

আরও পড়ুুুন>>গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না

মাহাম জানান, তিনি নৌকার সমর্থক। তবে এখন তার কোন দলীয় পদ নেই। এরপরই মাহাম মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। অভিযুক্ত পক্ষের সঙ্গে আমার কথা বলার প্রয়োজন নেই। কথা বলিওনি। তবে যাকে নিয়ে কথা বলেছে, সেই পক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। একটা অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে মাহামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google-news-channel-newsasia24

Follow

গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না

গাজীপুর প্রতিনিধি: কিছু মানুষ সবসময়ই ষড়যন্ত্র করে। নির্বাচনেও এর বাহিরে নয়। তাদের কিছু অবৈধ টাকা আছে, বিভিন্ন নির্বাচনী এলাকায় ছিটানো হচ্ছে।
মানুষ এত বোকা নয়। মানুষ যাচাই-বাছাই করে নির্বাচনের দিন ভোট দিবে। তবে, গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না।
There-will-be-no-profit-in-sprinkling-illegal-money-in-Gazipur3-newsasia24
আজ শনিবার (২৩ ডিসেম্বর ) সকালে টঙ্গীর কলেজ গেইট এলাকায় গণসংযোগে এসব কথা বলেন  গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল।
তিনি আরো বলেন, গাজীপুরের মানুষ গত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছিল তা দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবে।
এদিকে, গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীদের প্রচার প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোষ্টার ঝুলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে জোরেসোরে।
There-will-be-no-profit-in-sprinkling-illegal-money-in-Gazipur2-newsasia24
সকাল থেকে টঙ্গী হোসেন মাকের্টের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল তার দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশল বিনিময় করেন।
আরও পড়ুন: 
এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
এদিকে, দুপুর ২টার দিকে টঙ্গীর পাইলট স্কুলের শিক্ষারর্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন রাসেল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কর্মীরাও লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে প্রতিমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরছেন নেতাকর্মীর।
google-news-channel-newsasia24

রাজশাহী থেকে দুটি ট্রেন বন্ধ ঘোষনা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নাশকতা এড়াতে উত্তরা এক্সপ্রেসসহ দুটি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন বন্ধ ঘোষনা করা হয়েছিল। চিঠিতে স্বাক্ষর করেছিলেন সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল।

উক্ত চিঠিতে আরও বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: 

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আমরা ট্রেন দুটিতে নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার কারণে ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

তিনি বলেন, ট্রেনের ইঞ্জিন ও জনবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে। ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু উত্তরা নয় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।

google-news-channel-newsasia24

Follow Now

রাজশাহীর গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে গ্রীণ ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক রাব্বি ইসলাম কে পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিপ সরকার উপস্থিত ছিলেন।

rajsahi-tanor-diagonoshtic-center-abida-shifat-newsasia24

গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে ২০১০ অনুযায়ী, ‘মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘন এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, এ দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন:

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news newsasia24

Follow

গানের আসরে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নেত্রকোনার মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে জুয়েল মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন। গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

song-songhorsho-netrokona-newsasia24

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী (বাফলা) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া ওই গ্রামের সুলতু মিয়ার ছেলে।

আরও পড়ুন>>কক্সবাজারের পেকুয়ায় পুড়ে ছাই ১৫ বসতঘর

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ঝুমুর গানের আসর বসে।

আসরে চেয়ারে বসা নিয়ে বাঁশরী গ্রামের চন্দনের ছেলে মাহফুজের সঙ্গে একই গ্রামের নুরুল হকের ছেলে সাব্বিরের বাগবিতণ্ডা হয়। পরদিন সকালে মাহফুজ নিজ বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে মারধর করেন।

আরও পড়ুন>>হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নির্বাচন সুষ্ঠু হবে: মাহি

বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য লোকজন কাইটাইল বাজারে সালিশি বৈঠকে বসেন। এসময় দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

সংঘর্ষে চন্দন মিয়া গ্রুপের জুয়েল মিয়া গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন>>রাজশাহীতে বিদ্যুতের খুঁটি পড়ে কিশোরের মৃত্যু

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, ঘটনায় জড়িত থাকার সন্দেহে হাসপাতাল থেকে চারজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news newsasia24

Follow

কক্সবাজারের পেকুয়ায় পুড়ে ছাই ১৫ বসতঘর

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে গেছে ১৫টি বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকার।

গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা মুজিবকিল্লা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

coxsbazar-fire-newsasia24

 

ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহ্ণলা চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুতাহের।

আরও পড়ুন>>হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নির্বাচন সুষ্ঠু হবে: মাহি

স্থানীয় ইউপি মেম্বার জাহানারা বেগম বলেন, গভীর রাতে মুজিবকিল্লায় খোরশেদা বেগমের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জেনেছি। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১৫ বস্তা চাল দিয়ে সহায়তা করা হয়েছে। সালাহ উদ্দিন নামের এক সৌদি প্রবাসী নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন।

আরও পড়ুুুন>>রাজশাহীতে বিদ্যুতের খুঁটি পড়ে কিশোরের মৃত্যু

ক্ষতিগ্রস্ত ভাঙারি ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, ‘হঠাৎ ভোরের দিকে পাশের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমাদের শেষ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিকভাবে না এলে অন্তত আরও ১৫টি বাড়ি আগুনের থাবা থেকে রক্ষা পেতো না। এখন আমরা খোলা আকাশের নিচে বাস করছি।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পেকুয়া স্টেশন ইনচার্জ শফিউল আলম বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন>>পলিথিনে মোড়ানো নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার

পেকুয়া ইউএনও চাই থোয়াইহ্ণলা চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

google news newsasia24

Follow

হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নির্বাচন সুষ্ঠু হবে: মাহি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নির্বাচন সুষ্ঠু হবে। তবে প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয় আসনের প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

mahi-election-rajsahi-newsasia24

মাহিয়া মাহি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা লাগে তারা সেটা করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছেন। নির্বাচনী কাজে বাঁধার সম্মুখীন হলে কমিশনকে জানাতে হবে।

নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হয়েছেন কি না জানতে চাইলে মাহি বলেন, কিছু বাধাতো থাকবেই। প্রতিপক্ষ বাধা দিবে, আমি কাউন্টার দিবো। টুকটাক বাধা আসবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুুুুুুুুন:

সাংবাদিকদের প্রশংসা করে এই নায়িকা বলেন, আমি খুব হ্যাপি। সবচেয়ে হ্যাপি গণমাধ্যমকর্মীদের জন্য। আপনারা না থাকলে সবকিছু অন্যরকম হতে পারতো।

google news newsasia24

Follow