নিউজ এশিয়া২৪ ডেস্ক: টুইটারে ডেভিন হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তার বন্ধু আচমকা হোমসের মাথায় গুলি করেন।
আজ শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ৪টায় ”ডিমনেস” নামক এক আইডিতে ভিডিও টি পোস্ট করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কিং করা একটি গাড়িতে হোমসের একজন ছেলে বন্ধু এবং একজন মেয়েবন্ধু আড্ডা দিচ্ছেন। এমন সময় গাড়িতে থাকা হোমসের পিস্তলটি দিয়ে হাসাহাসি করতে করতে পিস্তলটি লোড করে মেয়েবন্ধুটি হোমসকে ভয় দেখায়। কিন্তু এতেই কাল হয়ে দাঁড়ায় হোমসের।
এক পর্যায়ে মেয়ে বন্ধুটির হাত থেকে অনিচ্ছাকৃতভাবে ট্রিগারে চাপ লাগে এবং গুলি সরাসরি হোমসের মাথায় ঢুকে যায়। নিমিষেই গাড়ির সিটের উপর লুটিয়ে পড়েন হোমস।
গুলি লাগার সাথে সাথেই হোমসের দুই বন্ধু ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
ঘটনাটি ঘটে ২০০৮ সালে। কিন্তু ভিডিওটি ফেসবুকে লাইভ করা হলেও পরবর্তিতে সেটি ডিলিট করে দেয়া হয়। ফলে সবার আড়ালে থেকে যায় ভিডিওটি। দীর্ঘ পনেরো বছর পর ডেভিন হোমসের ভিডিও সবার সামনে উঠে এসেছে। টুইটারে পোস্ট করা হলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
+ There are no comments
Add yours