শিরোনাম

শীর্ষ সংবাদ

সিরিয়ায় বিমান হামলায় সিনিয়র উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কারী ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সিনিয়র উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু হয়। তাকে সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা দেওয়া হচ্ছে। তবে, তার মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

Senior-adviser-Said-Razi-Mousavi-was-killed-in-an-airstrike-in-Syria-newsasia24 2

আরও পড়ুন: 

তিনি ছিলেন জেনারেল কাসেম সোলাইমানির সহচরদের একজন কমান্ডার। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন সোলাইমানি।

google-news-channel-newsasia24

পেশাদার সিঁধেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক সময়ে ডিএমপি নিউমার্কেট থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুল ইসলাম নিউমার্কেট থানাধীন এলাকায় চুরি ছিনতাইসহ সকল ধরনের অপরাধ নিমূলে কাজ করেছেন প্রতিনিয়ত।

তারই ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর ২৩ ইং রাত আনুমানিক ০২:৪৯ ঘটিকা হইতে রাত আনুমানিক ০৩:৫ ঘটিকা পর্যন্ত সিঁধেল চুরির ঘটনা ঘটে।

4-members-of-professional-Sindhel-thief-gang-arrested-newsasia24

চোরচক্র ঘটনাস্থল হতে নগদ ২৫ হাজার টাকা, ৫২৭৩ ইউএস ডলার এবং ৮০৪০ ইন্ডিয়ান রূপি চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে ভিকটিম লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন ।

আরও পড়ুন>>কুমিল্লায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে কোপাল নৌকার সমর্থকরা

মামলাটি রুজু হওয়ার পর ডিএমপি নিউমার্কেট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ পাভেল আহমেদ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত আসামীকে সনাক্ত করেন।

এই বিষয়ে ডিএমপি নিউমৈর্কেট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামীরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।

আরও পড়ুন>>ফেনীতে আগুনে ঝলসে গেছে ন্যাশনাল কলেজের এক শিক্ষার্থী

চুরি করার পরপর তারা রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি চর থানা এলাকায় চলে যান।তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ২১ ডিসেম্বর ২০২৩ ইং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন চর দক্ষিণ বাড়ী সাকিনে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত আসামী আসিফ হিজড়া (২২)ও তার সহযোগিরা হলেন আনোয়ারা অরফে আনুরী বেগম (৫০),মোছাঃ হালিমা বেগম ফালানী (৪৫)রাকিব উদ্দিন হৃদয় (২৪)দের’কে গ্রেফতার করেন।

তিনি আরো জানান, আসামী আসিফ হিজড়া পেশাদার চোর তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

আরও পড়ুন>>ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ৪

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চোরাই যাওয়া নগদ মোট ৯৪(চুরানব্বই হাজার) টাকাসহ ৫,২৭৩ (পাঁচ হাজার দুইশত তেয়াত্তর) ইউএস ডলার, ৮,০৪০/- (আট হাজার চল্লিশ) ইন্ডিয়ান রুপি উদ্ধার করেন।

আটককৃত আসামীরা সংঘবদ্ধ পেশাদার সিধেঁল চোর।তাদের নামে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা এবং চোরাই যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

google-news-channel-newsasia24

Follow

কুমিল্লায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে কোপাল নৌকার সমর্থকরা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকার সমর্থকদের সশস্ত্র হামলায় চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম মুন্সী কে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

আজ (২৫ ডিসেম্বর) সোমবার বিকালে উপজেলার গজারিয়া নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরও দুজন আহত হয়েছেন।

আহত জহির মুন্সি এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর অনুসারী।ওই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, তার কর্মী সমর্থকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটলেও পুলিশ এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন>>ফেনীতে আগুনে ঝলসে গেছে ন্যাশনাল কলেজের এক শিক্ষার্থী

আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু অভিযোগ করেন, জহির মুন্সি তার কয়েকজন সহযোগী নিয়ে নবাবপুর ইউনিয়নে পোস্টার বিতরণ শেষে ফেরার পথে তাদের ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে নৌকার সমর্থকরা। প্রাইভেটকারটি গজারিয়ায় পৌঁছলে গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাদের গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

অন্যান্য আহতরা হচ্ছেন- উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন ও গাড়িচালক ইউসুফ।

আরও পড়ুন>>ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ৪

আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাদের কে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু বলেন, প্রচারণা শুরুর পর থেকে আমার কর্মী সমর্থকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটলেও থানার ওসি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভাইস চেয়ারম্যানের ওপর হামলার ঘটনাটি ডিসি এসপিকে জানানো হয়েছে।

আরও পড়ুুুুন>>বলাৎকারের পর হত্যার শিকার কিশোর সিয়াম

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সন্ধ্যায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google-news-channel-newsasia24

Follow

ফেনীতে আগুনে ঝলসে গেছে ন্যাশনাল কলেজের এক শিক্ষার্থী

ফেনী প্রতিনিধি: ফেনীর লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের গেট এলাকায় আগুনে ঝলসে গেছে মাশকুরা আক্তার মুমু নামে ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী। তিনি লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেকের মেয়ে।

আজ সোমবার (২৫ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয় গেটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে মুমুকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত জেনে গণমাধ্যমের সঙ্গে আমরা কথা বলবো।

আরও পড়ুন:

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক বলেন, দুপুরে দগ্ধ অবস্থায় একজন রোগী হাসপাতালে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছি।

google-news-channel-newsasia24

Follow

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজার সংলগ্ন রেলক্রসিং এলাকায় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Train-collides-with-truck-in-Mymensingh-4-killed-newsasia24

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এসব তথ‍্য দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুর থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। এ সময় সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি লাইনের পাশে ছিটকে পড়ে। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে থেমে যায়।

আরও পড়ুন:

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর রেলক্রসিংয়ে আটক পড়ায় সড়কের দুইপাশের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।ৎ

google-news-channel-newsasia24

Follow

সময় টিভি ও সিটি গ্রুপ চেয়ারম্যানের মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিশিষ্ট শিল্পপতি সময় টিভি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

Death-of-Time-TV-and-City-Group-Chairman-newsaia24

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সময় টিভি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

 

১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সিটি গ্রুপের । প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংসহ নানা খাতে বিনিয়োগ করতে শুরু করে ফজলুর রহমান।

আরও পড়ুন:

নব্বই দশকের শুরুর দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান।

google-news-channel-newsasia24

Follow

বলাৎকারের পর হত্যার শিকার কিশোর সিয়াম

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় কিশোর আমিন মিয়া ওরফে সিয়ামকে (১৬) হত্যার রহস্য ভেদ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরকুম আলী (৪০) নামে এক যুবককে।

গত শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার রামপাশা ইউনিয়নের হয়দরপুর হাওরের মাঝে পাঁচলার খালের পূর্ব পাড়ের ঝোপ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার হয়, পরে সিয়ামের ভাই ইয়ামিন পরিচয় নিশ্চিত করেন।

Kishore2-Siam-is-the-victim-of-murder-after-the-robbery-newsasia24

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরকুম আলীকে তার রিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরকুম আলী উপজেলার উত্তর আজিজ নগর কান্দি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন।

আরকুম আলী পুলিশকে জানান, এফসি ব্রিকসে মাটি আনলোডের কাজ করার সময় সিয়ামের সঙ্গে তার পরিচয় হয়। গত বুধবার (২০ ডিসেম্বর) সিয়ামের বাবা ভাই নিজ এলাকায় যান। এ সময় তিনি কিশোর সিয়ামকে বলাৎকারের পরিকল্পনা করেন।

আরও পড়ুন>>মাহিকে জুতা মারার হুমকি

পরিকল্পনা অনুযায়ী সিয়ামকে গোপন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেন আরকুম আলী। রাত ৮টার দিকে ব্রিকসের নিকটবর্তী পূর্বপাশের কবরস্থানের রাস্তার পাশ দিয়ে হয়দরপুর হাওরে যান তারা।

হাওর পার হয়ে পশ্চিম পাশে যাওয়ার কথা বলে সিয়ামকে তার পরিধেয় বস্ত্র খুলে ফেলতে বলেন আরকুম। এরপর তিনি সিয়ামকে বলাৎকারের চেষ্টা করেন। সিয়াম রাজি না হলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

বলাৎকারের ঘটনায় সিয়াম কান্না শুরু করে। এক পর্যায়ে সে পুরো ঘটনা তার বাবা, ভাই ও ব্রিকস ফিল্ডের ম্যানেজারের কাছে বলে দেবে বলে জানায়। ভয় পেয়ে আরকুম সিয়ামের মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন।

আরও পড়ুুুন>>কক্সবাজারের পেকুয়ায় পুড়ে ছাই ১৫ বসতঘর

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, হত্যার পর সিয়ামের মরদেহ ঝোপের মধ্যে ফেলে রাখেন আরকুম। তার প্যান্ট, জুতা নদীতে ফেলে দেন।

এরপর হাওর পার হয়ে পশ্চিম পাশে এসে সিয়ামের গায়ে থাকা তাওয়াল ডোবায় ফেলে দেন। ঘটনাস্থল থেকে ২০০ মিটার পশ্চিমে কচুরিপানার ভেতরে তার শার্ট লুকিয়ে ফেলেন।

আরও পড়ুন>>রাজশাহীতে বিদ্যুতের খুঁটি পড়ে কিশোরের মৃত্যু

আজ রবিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের মাধ্যমে ঘটনাস্থল থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।

আরকুমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সম্রাট তালুকদার।

google-news-channel-newsasia24

Follow

মাহিকে জুতা মারার হুমকি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দিয়েছেন মাহাবুর রহমান মাহাম।

গতকাল শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে তিনি বলেছেন, ‘আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে পিটানো উচিত আপনার মতো মেয়েকে। কারণ, আপনি এমন একটা মেয়ে আপনার মা এই চলচ্চিত্র জগতে যাওয়ার আগে আপনাকে নিষেধ করেছেন।’

Mahi-is-threatened-with-a-shoe-newsasia24

জানা গেছে, এই যুবকের নাম মাহাবুর রহমান মাহাম। বাড়ি তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামে। বাবার নাম মৃত ছদের আলী। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান । তবে যোগাযোগ করা হলে মাহাম জানিয়েছেন, বর্তমানে দলীয় কোন পদ নেই তার।

আরও পড়ুন>>রাজশাহী থেকে দুটি ট্রেন বন্ধ ঘোষনা

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাম এলাকায় দুষ্টু প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত। তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি ভাঙচুর মামলার আসামি তিনি।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি গত কয়েকদিন ধরে নিজের প্রচার-প্রচারণায় এ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কিছু কথা বলছেন।

ফারুক চৌধুরীর নানা বিতর্ক সামনে এনে তিনি এবার তাকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আর এ কারণেই ফেসবুকে ভিডিও পোস্ট করে মাহিকে হুমকি দেন মাহাম। যদিও কিছুক্ষণ পর তিনি ভিডিও ফেসবুক থেকে মুছে ফেলেন।

আরও পড়ুন>>রাজশাহীর গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের ৬ মাসের কারাদণ্ড

মাহাম ভিডিওতে মাহিয়া মাহি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। কারা সিনেমায় যায়, সেই প্রশ্নও তোলেন। বলেন, ‘আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে।

আপনার মতো দুশ্চরিত্রা মহিলা থাকলে। আপনার মতো বেয়াদব মহিলাকে আমি এখনও বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখনও করেন, আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত।মাহাম আরও বলেন, আপনি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের মেয়ের যোগ্য না।’

আরও পড়ুুুন>>গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না

মাহাম জানান, তিনি নৌকার সমর্থক। তবে এখন তার কোন দলীয় পদ নেই। এরপরই মাহাম মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। অভিযুক্ত পক্ষের সঙ্গে আমার কথা বলার প্রয়োজন নেই। কথা বলিওনি। তবে যাকে নিয়ে কথা বলেছে, সেই পক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। একটা অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে মাহামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google-news-channel-newsasia24

Follow

বড়দিন পালনে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন পালনে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী আর্নস্ট কুইপারস। নেদারল্যান্ডসে করোনভাইরাস উপসর্গ থাকলে বড়দিনের অনুষ্ঠানে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের দেশে করোনভাইরাস কণার এত বেশি অনুপাত কখনও ছিল না। কয়েক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। আপনার কাছের কোন ব্যাক্তির করোনা থাকার সম্ভাবনা রয়েছে।”

নেদারল্যান্ডসের করোনাভাইরাসের পরিসংখ্যান থেকে দেখা যায়, হাসপাতালের নার্সিং ওয়ার্ডে কোভিড রোগীর সংখ্যা ক্রমে্ই বেড়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে কোভিড রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে।

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী আর্নস্ট কুইপারস বলেন, বড়দিনের উৎসবের সময় করোনা বড় একটি ঝুঁকি।

আরও পড়ুন: 

তিনি আরও বলেন, আপনার যদি উপসর্গ থাকে তবে সতর্ক থাকুন এবং ক্রিসমাস ডিনারে যোগ দিতে বিরত থাকুন। আপনার করোনভাইরাস থেকে অন্য লোকেদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

কুইপার্স বলেন, ভাইরাসটির সঙ্গে মৌসুমী সম্পর্ক রয়েছে। “গ্রীষ্মে করোনারসংখ্যা খুব কম ছিল। কিন্তু শীতে সে সংখ্যা আবার বাড়তে পারে।

google-news-channel-newsasia24

ফলো করুন

হিরো আলমের ওপর হামলা

মারুফ সরকার,স্টাফ রিপোর্টার : বগুড়া-৪ আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মোবাইল কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ করেছেন কংগ্রেসের মনোনীত প্রার্থী হিরো আলম।

hero-alom-attack-newsasia24

হিরো আলম জানান, আজ সন্ধ্যায় কর্মীদের নিয়ে মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে যাই। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার সমর্থকরা এসে বাধা দেন। ওরা পাঁচজন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেওয়া হচ্ছে দেখে তারা মোবাইল কেড়ে নেয়। আর আমাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: 

হিরো আলম আরও বলেন, এ ঘটনায় আমি একটা সংবাদ সম্মেলন করবো। রাত আটটায় আমার বাসা থেকে সংবাদ সম্মেলন হবে।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি জানান, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সরেজমিনে গিয়েছি। সেখানে একটু ঝামেলা হয়েছে, তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলছেন তেমন ঘটনা কিছু পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ কথার সত্যতাও পাওয়া যায়নি। তারপরেও আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।

google-news-channel-newsasia24

Follow