শিরোনাম

শিরোনাম

সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এক সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমার আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মে মাসের শেষের দিকে রাখাইনে আঘাত হানা ঘূর্ণিঝড় মোচার ক্ষয়ক্ষতি নিয়ে খবর প্রকাশ করায় কো সাই জ্য থাইকে নামের ওই আলোকচিত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর দেশটিতে প্রথম কোনও গণমাধ্যমকর্মীকে এত দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হলো।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাওয়ে আলোকচিত্রী হিসেবে কাজ করেন সাই জ্য থাই। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরিক পরিষদ কো সাই জ্য থাইকে ৬ সেপ্টেম্বর ইনসিন কারাগারের ভেতরে পরিচালিত আদালতে আইনজীবী নিয়োগ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সাজা দিয়েছে।’

তবে আলোকচিত্রী কো সাই জ্য থাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তাকে চারটি ভিন্ন আইনের অধীনে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয়। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং মিয়ানমার দণ্ডবিধির ৫০৫-এ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এই বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক মুখপাত্রের সাথে যোগাযোগ করলেও কোনও সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

বিএনপির গণমিছিল আগামী শনিবার

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  বিএনপির গণমিছিল আগামী শনিবার (৯ সেপ্টেম্বর)। সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নয়া পল্টনে পালন করবে এ গণমিছিল।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।

রিজভী বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থার দাবিতে শনিবার গণমিছিল করা হবে।

আরও পড়ুন: তারা প্রধান বিচারপতির কাছে অনাস্থা দেওয়ার কে?

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার লক্ষ্যে শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে।

ব্রুনাইয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ব্রুনাইয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু ক‌রে‌ছে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশীদের জন্য ৩৩তম মিশন হিসেবে এ সেবা চালু করা হয়।

আজ বুধবার (৬ সে‌প্টেম্বর) ব্রুনাই‌য়ে ই-পাসপোর্ট সেবার উ‌দ্বোধন করা হ‌য়।

এখন থেকে সরকার নির্ধারিত ফি’র মাধ্যমে ই-পাসপোর্ট সুবিধা পা‌বেন ব্রুনাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা।

হাইক‌মিশনার ব্রুনাইয়ের প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের সুবিধা উন্মুক্তকরণে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি সরকার কর্তৃক প্রবাসীদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবা যথাযথভাবে গ্রহণের অনুরোধ জানান।

বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনার নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

এছাড়াও সাবেক অতিরিক্ত সচিব আসলাম ইকবাল, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আখতার-উজ-জামান, ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও জাতীয় রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ই-পাসপোর্টের সুবিধাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে পাঁচ বাংলাদেশিকে ই-পাসপোর্টের ডেলিভারি স্লিপ দেওয়া হয়। হাইকমিশনে ই-পাসপোর্ট চালু হওয়ায় সন্তোষ জানান প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আরও পড়ুন: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ১১ জনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। ছাত্রীর নাম দিপীতা চাকমা । রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে সাজেকের রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের অদূরে জিরো মাইল নামক স্থান থেকে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। দিপীতা চাকমা খাগড়াছড়ি সদরের বাসিন্দা। তিনি ঢাবির লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

জানা গেছে, দিপীতা চাকমা তার বন্ধুদের নিয়ে সাজেকে বেড়াতে যায়। এ সময় জিরো মাইল এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে তার বন্ধুরা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করলে তাকে উদ্ধারে কাজ শুরু করেন সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, দুপুর ১টার কিছু আগে ওই ছাত্রীকে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী গাড়ির গতিরোধ করে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশা করছি ওই ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারব।

আরও পড়ুন:  চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ছাত্রী অপহরণের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা বাঘাইহাট জোনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ইতোমধ্যে ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। আমরা আশা করছি খুব শিগগিরই তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হবে।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ১১ জনের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮২ জন। অপরদিকে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ সংবাদ পওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৯৫১ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৩১ জন।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬২ হাজার ৪৪০ জন এবং ঢাকার বাইরে ৭৩ হাজার ৪৭৬ জন।

আরও পড়ুন: ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫৭ জনের ।

See our Fb page: www.facebook.com/newsasia24bd

গ্যাবনের প্রেসিডেন্টের শপথ নিলেন ক্ষমতা দখলকারী সেনাপ্রধান

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। তিনি আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাপ্রধান জেনারেল।

সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে তিনি কবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা জানাননি।

অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এছাড়া সেনাপ্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন তারা।

আলী বঙ্গোর বাবা ওমর গ্যাবনের ক্ষমতায় ছিলেন প্রায় ৪১ বছর। ২০০৯ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন আলী বঙ্গো।

আরও পড়ুন:ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরাও হাজির হয়েছিলেন।

সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।

সূত্র: বিবিসি, এএফপি।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

নিউজ এশিয়া ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগে উঠেছে।

এ ঘটনায় ইমরান হোসেন হীরা নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ।

তিনি বলেন, এক প্রতারক ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের (অ্যাডমিন) সরকারি নম্বর ক্লোন করে মতিঝিল থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বরে ফোন দেয়। এরপর নিজেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) হিসেবে পরিচয় দেয়।

এরপর একটি অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসা দু’জন ব্যক্তির সম্পর্কে জানতে চায় ওই প্রতারক। এরপর তাদের দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

এরপর প্রতারক ওই দুই ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য তাদের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে প্রতারক তাদের বিভিন্ন হুমকি-ধামকি দেয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের হয়।

হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার প্রতারক। সে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শী। তার বিভিন্ন অ্যাপস সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। সে বিভিন্ন গুরত্বপূর্ণ ব্যক্তিদের নম্বর ক্লোন করে অনুরূপ নম্বর তৈরি করার লক্ষ্যে ইন্টারনেট থেকে বিশেষ অ্যাপ ব্যবহার করে।

একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারের সরকারি নম্বর ক্লোন করে সে। ইমরানের বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলা রয়েছে।

ডিএমপির ডিবি প্রধান বলেন, প্রতারক ইমরান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন ধরনের প্রতারণা করত।

আরও পড়ুন: গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক

ইউএনও ও প্রশাসনিক কর্মকর্তার নম্বর ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বারের কাছে ফোন করে এলাকার রাস্তা নির্মাণের কাজ বরাদ্দ হয়েছে মর্মে সরকারি ফি-বাবদ বিভিন্ন অঙ্কের টাকা জমা দিতে বলত। এরপর চেয়ারম্যান ও মেম্বার সরল বিশ্বাসে প্রতারককে টাকা প্রেরণ করত।

গ্রেপ্তার ইমরানকে মতিঝিল থানায় দায়ের করা মামলায় আজ আদালতে প্রেরণ করা হয়।

সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। সবার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) নৌপ্রধানের সচিবালয় গ্যালাক্সিতে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩ এর সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব, আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না। এটি কিন্তু আমরা রাখতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এটি পারে কি না, আমি জানি না। আমাদের সঙ্গে কিন্তু প্রতিটি দেশের একটি সুসম্পর্ক আছে। আমাদের লক্ষ্য, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি, তাদের যেন কোনো কষ্ট না হয় সেটা দেখা, সেটা আমরা দেখি । বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ যত এগিয়ে যাবে, সেই সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে এগিয়ে নিতে পারব।

সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগ মোকাবিলাতেও তাদের পাশে পাওয়া যায়। মানুষের কাছে থেকে তারা একটি আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছে।

আরও পড়ুন: যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, আমরা এটিই চাই, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে আদর্শ, যে লক্ষ্য নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শে যারা দীক্ষিত, যাদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ আছে, তাদের নেতৃত্বে নিয়ে আসা একান্তভাবে দরকার।

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  উত্তর ইরাকে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। মধ্যরাতে দুইবাসের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। এদের বেশিরভাগই ইরানী শিয়া তীর্থযাত্রী, যারা কারবালার দিকে যাচ্ছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ থেকে জানা গেছে , দুজাইল এবং সামাররা শহরের মধ্যে দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা দর্শনার্থী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বরাত দিয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতের কিছু আগে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। চালকদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিসংখ্যান অনুসারে, আশুরার ৪০ দিন পর শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান আরবাইন শুরু হওয়ার পর থেকে চলতি বছর ২৬ লাখন তীর্থযাত্রী ইরাকে প্রবেশ করেছেন। এদের মধ্যে অনেকেই ইরান থেকে এসেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, আজ সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারগারে ময়লা নিতে আসে গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি। এসময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়ি তল্লাশি করে। সেসময় গাড়ির ডেক্স কভারের নিচ থেকে ২২ ইঞ্চি লম্বা দুইটি লোহার দা, ১০ ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল, একটি ইয়ারফোন এবং কালো টেপে পেঁচানো দুইটি গাজার বল জব্দ করা হয়। পরে ওই দুইজনকে আটক করে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও মহানগরীর শান্তি পল্লী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফ (৩০)।

আরও পড়ুন: চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, কারা কর্তৃপক্ষ দুইজনকে আমাদের নিকট হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।