ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশিক (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলি এলাকার কবরস্থান সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশিক কলাকান্দির আবদুল মিয়া ওরফে আফজালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকালে আশিক অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। আজ শনিবার সকালে আশিকের মরদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন:

বাঞ্ছারামপুর থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা আশিককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেয়। এ সময় তারা আশিকের অটোরিকশাটি নিয়ে যায়। আমরা খুনিদের সনাক্ত করতে কাজ করছি।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours