শিরোনাম

জাতীয়

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) নামাজের সময়সূচি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৫। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-

আজকের নামাজের সময়সূচি-

আজ সূর্যোদয়- ৬:৩৮ মিনিট

আজ সূর্যাস্ত- ৫:৫০মিনিট

ফজর- ৫:২১ মিনিট

জোহর- ১২:১৫ মিনিট

আসর- ৪:১১ মিনিট

মাগরিব- ৫:৫০মিনিট

এশা- ৭:০৫ মিনিট

বিভাগীয় শহরের জন্য উপরোক্ত সময়ের সঙ্গে যেসকল বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ:

যোগ করতে হবে যেসব বিভাগের জন্য-

খুলনা: +০৫ মিনিট

রাজশাহী: +০৮ মিনিট

রংপুর: +০ মিনিট

বরিশাল: +০১ মিনিট

বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য-

চট্টগ্রাম: -০৭ মিনিট

সিলেট: -০৭ মিনিট

আরও পড়ুন:

google-news-channel-newsasia24

Follow

মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয়

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়েছে। ফলে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৫৮ জন সদস্য বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । সূত্রে জাগো নিউজ।

তিনি জানান, রবিবার ভোর থেকে বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

উল্লেখ্য, মিয়ানমারের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে আরকান আর্মিসহ দেশটির বিদ্রোহী গ্রুপগুলো জোরোলো অভিযান শুরু করেছে ।

গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়ংকর রূপ নিয়েছে। দু’পক্ষের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে।

google-news-channel-newsasia24

 

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বাইডেন তার চিঠিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাসী অর্থনৈতিক লক্ষ্যগুলোতে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তরিক আকাঙ্ক্ষার কথা জানাতে চান তিনি।

আরও পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনই এই সম্পর্কের ভিত্তি।’

মার্কিন দূতাবাস সম্প্রতি চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে।

google-news-channel-newsasia24

Follow

আজ থেকে ফের বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে ফের। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি। বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ কেজি প্রতি মূল্য ১১৯ টাকা ৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য টাকা ৬৭ টাকা ৬৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

google-news-channel-newsasia24

Follow

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) নামাজের সময়সূচি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৫। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-

আজকের নামাজের সময়সূচি-

আজ সূর্যোদয়- ৬:৩৮ মিনিট

আজ সূর্যাস্ত- ৫:৪৯ মিনিট

ফজর- ৫:২১ মিনিট

জোহর- ১২:১৫ মিনিট

আসর- ৪:১১ মিনিট

মাগরিব- ৫:৪৯ মিনিট

এশা- ৭:০৪ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ:

যোগ করতে হবে যেসব বিভাগের জন্য-

খুলনা: +০৪ মিনিট

রাজশাহী: +০৭ মিনিট

রংপুর: +০৮ মিনিট

বরিশাল: +০১ মিনিট

বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য-

চট্টগ্রাম: -০৫ মিনিট

সিলেট: -০৭ মিনিট

আরও পড়ুন:

google-news-channel-newsasia24

Follow

প্রাথমকি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর কান থেকে ডিভাইস বের করলেন চিকিৎসক

যশোর প্রতিনিধি: যশোরে কানের ভেতরে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রাথমকি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। অভিযুক্ত জাহিদ হাসান যশোর সদর উপজেলার নওদাগ্রামের বাসিন্দা।

এমএম কলেজের অধ্যক্ষ মরজিনা আক্তার জানান, আটক পরীক্ষাথীর কানের ভেতর একটি ও পকেটে আর একটি ডিভাইস ছিল। দীর্ঘ সময় তিনি উত্তরপত্রে কিছুই লিখছিলেন না।

হঠাৎ একটি শব্দ হওয়ায় তার দিকে নজর পড়ে কক্ষের কর্তব্যরত শিক্ষকদের। এ সময় তাকে তল্লাশি করে ডিভাইস পাওয়া যায়।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকের পর জাহিদকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন:

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কানের ভেতর থেকে ডিভাইস বের করেন। কলেজ কর্তৃপক্ষ তাকে পরীক্ষা থেকে বহিষ্কার ও পুলিশে সোপর্দ করে। পরীক্ষাকেন্দ্র সচিব তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

google-news-channel-newsasia24

Follow

আজ বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিনে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকের বিয়ে সম্পন্ন করা হবে।

এর আগে বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হবে। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে।

বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা খেজুর বিতরণ করার রেওয়াজ রয়েছে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

google-news-channel-newsasia24

Follow

বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ু দূষণে শীর্ষে ঢাকা

ঢাকা প্রতিনিধি: বিশ্বের ১০০ শহরের তালিকার মধ্যে আজ বায়ু দূষণে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর ৩৪৬। বাতাসের এই মানকে ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এই সময়ে সবচেয়ে ভালো বাতাস বিরাজ করছে যুক্তরাজ্যের শহর লন্ডনে।

Dhaka-tops-the-list-of-100-cities-in-the-world-for-air-pollution-newsasia24.jpg

সূচকে ১৯২ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঘানার শহর আক্রা। পাকিস্তানের করাচী, নেপালের কাঠমান্ডু, ভারতের মুম্বাই যথাক্রমে ১৭৯, ১৭২ এবং ১৭১ স্কোর নিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

আরও পড়ুন:

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছিল , ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

google-news-channel-newsasia24

Follow

আজ থেকে শুরু বাঙালির প্রাণের বইমেলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। এবারের বইমেলায় থাকছে ৬৩৫টি প্রতিষ্ঠানের মোট ৯৩৭টি স্টল।

এবারের মেলার প্রতিপাদ্য ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ কোনো তৃতীয় মাধ্যম ছাড়াই এবারের বইমেলার সার্বিক দায়িত্বে আছে বাংলা একাডেমি।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত ‘কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান: ভলিউম-২’ সহ কয়েকটি গ্রন্থ-উন্মোচন করবেন। সেই সঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।

Bengali-life-book-fair-starts-from-today-newsasia24

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট এলাকাজুড়ে হচ্ছে বইমেলা। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর প্যাভিলিয়ন থাকছে ৩৭টি। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি।

মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে। প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। পরিচয়পত্র দেখালেই মিলবে এ সুযোগ।

মেলার মূল মঞ্চ থাকবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে। গত বছরের মতো রমনা কালী মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে শিশুচত্বর। লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়।

সেখানে প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্যবারের মতো খাবারের স্টলগুলো এলোমেলো না রেখে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে বিন্যস্ত করা হয়েছে। নামাজের স্থান এবং ওয়াশরুম থাকবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের পাশে।

আরও পড়ুন:

এবারের মেলায় প্রবেশদ্বার মোট চারটি। মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উলটো দিকে অর্থাৎ মন্দির গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহার হবে। এছাড়া ও টিএসসি, দোয়েল চত্বর ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে মোট ৩টি প্রবেশপথ থাকবে।

সমালোচনা এড়াতে এ বছর বাংলা একাডেমি এককভাবে মেলার সব আয়োজন সম্পন্ন করেছে। গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, আগের বছরগুলোতে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেলার আয়োজনে জড়িত ছিল। যার ফলে গত বছর কিছুটা সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। এ বছর একাডেমি সব বাস্তবায়ন করছে।

google-news-channel-newsasia24

Follow

প্রধানমন্ত্রীর চিরকুট

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়েছে। অধিবেশনের শুরুর দিকে টানা চতুর্থবারের মতো ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার র্নির্বাচিত করা হয় ।

এরপরই শুভেচ্ছা বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এরপরই বক্তব্য দিতে শেখ ফজলুল করিম সেলিমকে ফ্লোর দিলে স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী হাত তোলেন। স্পিকার ইশারায় তাকে বসার অনুরোধ জানিয়ে শেখ সেলিমকে ফ্লোর দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতের ইশারায় লতিফ সিদ্দিকীকে বসার অনুরোধ জানান। পরে বিরোধীদলীয় নেতা জি এম কাদরকে বক্তব্য দেয়ার জন্য ফ্লোর দেন স্পিকার। তখন আবারও দাঁড়িয়ে বক্তব্য রাখার জন্য হাত তোলেন লতিফ সিদ্দিকী। সে সময়ও তাকে বসার অনুরোধ জানান স্পিকার।

আরও পড়ুুুুন:

এরপর প্রধানমন্ত্রী কাগজে একটি চিরকুট লিখে লতিফ সিদ্দিকীর কাছে পাঠান। তাতে কি লেখা ছিল তা জানা না গেলেও এরপর আর বক্তব্য রাখার জন্য দাঁড়াননি স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপি লতিফ সিদ্দিকী।

google-news-channel-newsasia24

Follow