শিরোনাম

শিরোনাম

সুস্বাদু ফুলকপির পায়েস রেসেপি

লিমা পারভীন: শীতকালে বাজারে ফুলকপি ভরপুর। দামে সস্তা হলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হলো ফুলকপি। তরকারি থেকে শুরু করে পাকোড়াসহ নানা ধরনের পদ তৈরি করা যায়।

আপনি চাইলে ফুলকপির মিষ্টান্ন পদও খেতে পারবেন। ফুলকপি দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন পায়েস।

Delicious-Cauliflower-Pies-Recipe2-newsasia24

জেনে নিন ফুলকপির পায়েস তৈরির সহজ রেসিপি-

উপকরণ:
১. ফুলকপি ১টি ২. দুধ ২ লিটার ৩. ভাঙা বাসমতি চাল অর্ধেক কাপ ৪. কনডেন্সড মিল্ক আধা কাপ ৫. খেজুরের গুড় আধা কাপ ৬. এলাচ ৭. দারুচিনি গুঁড়া ৮. কাজু ৯. কিশমিশ ও ১০. বাদাম।

যে পদ্ধতিতে তৈরি করবেন,

প্রথমে ছোট ছোট করে কেটে নিন ফুলকপি। এবার গরম করা দুধে চাল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে আধা লিটার দুধ ও কেটে রাখা ফুলকপি মিশিয়ে আবারও জ্বাল দিন। সেদ্ধ হয়ে এলে চালের সঙ্গে গুড়, আধা লিটার দুধ, দারুচিনি ও এলাচের গুঁড়া মিশিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। এবার নাড়তে নাড়তে মিশিয়ে দিন পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। চাল ও ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে কাজুবাদাম সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:

Follow

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে জিহাদ হোসেন বাবু (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৯ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন বাবু ওই এলাকার ছামিউল হক গেল্লার ছেলে।

A-young-man-died-due-to-electrocution-in-Jamalpur-newsaia24

জানা গেছে, জিহাদ নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে থাকে। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

জিহাদের মা জেসমিন বেগম জানান, জিহাদ বিদ্যুতের কাজ জানতো। মাঝে মাঝে সে বাড়ির বিদ্যুতের কাজ করতো। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

আরও পড়ুন:

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, জিহাদ হোসেন বাবুর মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google-news-channel-newsasia24

Follow

আবুধাবির সর্ব প্রথম মন্দির উদ্বোধন করবেন ভারতের মোদি

আন্তর্জাতিক ডেস্ক: আবু ধাবির সর্ব প্রথম মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাত মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজা। হিন্দু ধর্মের পবিত্র দিনটিকেই বেছে নেওয়া হয়েছে মন্দির উদ্বোধনের জন্য। সেদিন সকালে হবে মূর্তি প্রতিষ্ঠা। এর পর সন্ধ্যায় হবে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মোদি।

India's-Modi-will-inaugurate-the-first-temple-in-Abu-Dhabi-newsasia24

এর আগে, আবু ধাবিতে মন্দিরটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছিলেন মোদি। এবার তিনিই সেই মন্দিরের উদ্বোধনও করবেন।

আরও পড়ুন: 

উল্লেখ্য, ২০২০ সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মোট ৫৫ হাজার বর্গমিটার জমিতে তৈরি হয়েছে মন্দিরটি। এটিই সংযুক্ত আরব আমিরাতে নির্মিত প্রথম হিন্দু মন্দির। ১৮ ফেব্রুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

google-news-channel-newsasia24

আইটি বিভাগে চাকরি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগের নাম: আইটি

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)
অভিজ্ঞতা: ০২-০৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩২ বছর
কর্মস্থল: হবিগঞ্জ

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৫ জানুয়ারি ২০২৪

google-news-channel-newsasia24

Follow

কামরাঙ্গীরচরে শিশুকে ধর্ষণ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাসার ছাদে খেলতে যাওয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ওই শিশুকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসেক)।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে এ ঘটনা ঘটে। যাদের বিরুদ্ধে শিশুটির পরিবার অভিযোগ করছে তারা দুজন কিশোর। তাদের একজনের বয়স ১৫ ও অপরজনের ১৪ বছর।

শিশুর বাবা মো. মনির হোসেন বলেন, আমি ও আমার স্ত্রী কাজের জন্য বাইরে থাকি। পরে খবর পেয়ে বাসায় এসে দেখি মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। পরে আমি তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, ছাদে খেলতে গেলে দুজন তাকে মুখ চেপে ধরে সিঁড়িতে নিয়ে নির্যাতন চালায়। পরে আমরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

আরও পড়ুন:

মনির হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি একটি স্টিল মিলে কাজ করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবারের সদস্যরা। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

google-news-channel-newsasia24

Follow

হামাস ও ইসরায়েলের যুদ্ধ পৌঁছেছে লোহিত সাগরে

আন্তর্জাতিক ডেস্ক: হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়ে পৌঁছেছে লোহিত সাগরে। গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে। কারণ বিদ্রোহী গোষ্ঠী হুথি সেখানে বাণিজ্যিক জাহাজা লক্ষ্য করে হামলা শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে ইরান।

ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর ঘোষণা দেয় হুথি। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।

The-war-between-Hamas-and-Israel-has-reached-the-Red-Sea-newsasi24

ইসরায়েলগামী জাহাজে হামলার ঘোষণা দেওয়া হয়। ১৯ নভেম্বর ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এরপর ১২ ডিসেম্বর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে একটি নরোয়েজিয়ান ট্যাঙ্কারে হামলা চালানো হয়। যদিও এর মালিকরা জানিয়েছেন জাহাজটি ইসরায়েলগামী ছিল না। লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে ফ্রান্সের যুদ্ধ জাহাজকেও।

আরও পড়ুুুুুুুুুুন>>কে এই ‌‌’খালিদা জারার’?

এরপর একে একে বেশ কিছু জাহাজে হামলা চালানো হয়। এতে লোহিত সাগর কার্যত অচল হয়ে পড়ে। তবে এই সংকট দূর করার জন্য কয়েকটি দেশের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অঞ্চলটিতে উত্তেজনা কোনোভাবেই থামছে না।

এমন পরিস্থিতিতে অনেকের মনেই কৌতূহল জেগেছে কারা এই হুথি। কেনইবা তারা লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

হুথি মুভমেন্ট প্রথম শুরু হয়েছে উত্তর ইয়েমেন থেকে। সেখানের অধিকাংশ মানুষই জায়েদিজম অনুসরণ করেন, যা শিয়া মুসলিমদের একটি শাখা। কয়েক শতাব্দী ধরে জায়েদি ইমামরা ওই অঞ্চলে নিজেদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চালায়। ১৯১৮ সালে তারা এক সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

আরও পড়ুন>>খালিদ জারার গ্রেফতার; ইসরায়েলে আরও অফিসার ও সৈন্যকে হত্যা

এই ইমামরা ১৯৬২ সাল পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন। সেসময় একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইয়েমেন আরব রিপাবলিক প্রতিষ্ঠা হয়। পরে সুন্নি অধ্যুষিত এলাকার চেয়ে জায়েদি এলাকা তুলনামূলকভাবে গরিব হয়ে পড়ে। ১৯৮০ সালের দিকে সৌদি ও ইয়েমেনের সরকার উত্তরাঞ্চলে সুন্নি মতবাদকে প্রোমট করে। এমন পরিস্থিতিতে জোয়েদি মুভমেন্টের আবির্ভাব হয়।

১৯৯০ দশকের দিকে জায়েদি ধর্মগুরু হুসেন আল-হুথি সৌদি সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যদিও এটি ২০০১ সালের দিকে বিভক্ত হয়ে যায়। কিন্তু তার অনুসারীরাই হুথি নামে পরিচিত হয়।

আরও পড়ুন>>জনমনে আতঙ্ক সৃষ্টি করায় মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

ধীরে ধীরে হুথিদের বিরুদ্ধে সমর্থন বাড়তে থাকে, যা হুমকি হয়ে দাঁড়াতে শুরু করে ইয়েমেনের সরকারের জন্য। ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলারও সমর্থন করেছিল ইয়েমেনের নেতারা, যা ভালোভাবে নেয়নি ইরাকের জনগণ। তাদের এই ক্ষোভকে পুঁজি করে সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেয় হুথি। আল-হুথি ইরানের ইসলামিক বিপ্লব ও লেবনানের হিজবুল্লাহ মুভমেন্টকে মডেল হিসেবে গ্রহণ করেন। গোষ্ঠীটির মূল স্লোগান ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নির্মূল।

ইয়েমেনের উত্তরাঞ্চলে হুথি বিদ্রোহীদের প্রভাব বাড়তে থাকায় দেশটির সরকার দমনপীড়ন শুরু করে। ২০০৪ সালে সরকারি বাহিনী গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা হুসেন আল-হুথিকে হত্যা করে। হুথি বিদ্রোহীদের অস্ত্রের মূল উৎস কালোবাজার ও কিছু সামরিক বাহিনী।

২০১১ সালে আরব বসন্তের সময় হুথি বিদ্রোহীদের সামরিক শাখা উত্তর ইয়েমেনের সাদা প্রদেশ দখল করে। নাম দেওয়া হয় আনসার আল্লাহ বা আল্লাহর রক্ষক।

আরও পড়ুুুুুুুন>>সিরিয়ায় বিমান হামলায় সিনিয়র উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত

এরপর ২০১৪ সালে ইরানের সহায়তায় রাজধানী সানা দখলে নেয় হুথি বিদ্রোহীরা, মূলত তারা পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এরপর দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বো মনসুর হাদী সৌদি আরবে পলিয়ে যান। ২০১৫ সালে তার অনুরোধে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা শুরু করে সৌদি আরব। কয়েক বছরে ২৫ হাজারের বেশি হামলা চালানো হয়। নিহত হয় ১৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক।

২০২২ সালের এপ্রিলে দেশটিতে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তারপর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘ জানায়, বিশ্বে সবচেয়ে বেশি মানবিক সংকটের মুখোমুখি ইয়েমেন। তবে রাজধানী দখলে নেওয়ার পর থেকেই ইয়েমেনের বেশ কিছু অঞ্চল দখলে নেয় তারা।

আরও পড়ুন>>বড়দিন পালনে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী

হুথি যোদ্ধারে মূল লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যু। কিন্তু ইয়েমেনের বাইরে হামলা করার মতো তাদের তেমন কোনো সক্ষমতা নেই। তবে সম্প্রতি তারা ইসরায়েলে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে।

এই পরিসরের ক্ষেপণাস্ত্র খুব একটা উদ্বেগের না হলেও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সহায়তা হুথিদেরকে একটি রাগট্যাগ সেনাবাহিনী থেকে একটি বাহিনীতে রূপান্তরিত করেছে। হুথিদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করেছে ইরান।

বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় বেড়ে যেতে পারে পরিবহন খরচ। কারণ জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে ইউরোপে যেতে হবে। এতে দেশে দেশে মূল্যস্ফীতিতে প্রভাব পড়তে পারে।

google-news-channel-newsasia24

Follow

ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রূপচান (৫০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপচান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে রূপচান।

স্থানীয়রা জানায়, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয় রূপচান। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়।

এক পর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুুন:

এ বিষয়ে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রূপচান নিহত হয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

google-news-channel-newsasia24

Follow

স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল (২৭ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

দেখুন, স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম
স্কয়ার টেক্সটাইল বিভাগ
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৩
পদ ও লোকবল: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৩
আবেদনের শেষ তারিখ: ০৬ জানুয়ারি ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট: https://textile.squaregroup.com/
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইল বিভাগ
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা মার্কেটিংয়ে বিবিএ।
অন্যান্য যোগ্যতা: ফ্যাক্টরি কাজের বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম

google-news-channel-newsasia24
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ০৬ জানুয়ারি ২০২৪

আরও পড়ুুন:

কক্সবাজারে পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। নিহতরা সবাই স্থানীয় শ্রমিক।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রোদ্র।

Pick-up-collide-dwith-picnic-bus-in-Cox's-Bazar-,4-killed-newsasia24

এ ঘটনায় নিহত হয়েছেন, উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, রশিদ আহমেদের ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

এসআই খোকন রোদ্র জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেলের একটি বাস ও চট্টগ্রামমুখী পিকআপ হারবাং এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে চার শ্রমিক নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।

আরও পড়ুন:

তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।

google-news-channel-newsasia24

Follow

জরুরী সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের বহুল আলোচিত অনলাইন পত্রিকা নিউজ এশিয়া২৪(www.newsasia24.com) সারা দেশে সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সংবাদ মাধ্যমটিতে রিপোর্টার পদে কাজ করার সুযোগ রয়েছে। এতে নারী/পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

পদের নাম:
(১) স্টাফ রিপোর্টার
(২) বিভাগীয় প্রধান
(৩) জেলা প্রতিনিধি
(৪) উপজেলা প্রতিনিধি
(৫) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রার্থী: নারী/পুরুষ উভয়।

যে সকল জেলা: সমস্ত বিভাগ (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ) সহ কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা সহ এর সকল উপজেলা।

আবেদনের যোগ্যতা: সর্বনিম্ন এইচএসসি পাস। তবে অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য।  নতুনেরাও আবেদন করতে পারবেন।  অবশ্যই সততার সঙ্গে কাজ করতে হবে । যেকোনো ধরণের ইস্যুতে সংবাদ সংগ্রহের আগ্রহ থাকতে হবে।

আবেদন পাঠাবেন যেভাবে: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সদ্যতোলা রঙিন ছবি মেইলে পাঠাতে হবে।
ই-মেইল: [email protected]
মোবাইল : ০১৩ ৩১ ৫১ ৪১ ০৩, ০১৯ ৬২ ৩৬ ৩৩ ৭২

journalist-newsasia23-job