শিরোনাম

শিরোনাম

চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি করেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ।

তিনি বলেছেন, আমি চাই ভারতীয় পার্লামেন্ট একটি প্রস্তাবের মাধ্যমে চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করুক।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেছন।

উল্লেখ্য, এর আগে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। যেখানে চন্দ্রযান অবতরণ করেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই স্থানটির নাম ‘শিব শক্তি পয়েন্ট’ রেখেছিলেন।

স্বামী চক্রপাণি আরও বলেছেন, ‘চন্দ্রযান-৩ যেখানে অবতরণ করেছে সেই শিব শক্তি পয়েন্টকে রাজধানী হিসাবে গড়ে তুলতে হবে। কোনো সন্ত্রাসী জিহাদি মানসিকতা নিয়ে যাতে সেখানে পৌঁছাতে না পারে, সেখানে ইসলাম ধর্ম, কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের বিকাশ যাতে না হয় সেজন্য চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া উচিত।’ সূত্র: রাইজিং বিডি

আরও পড়ুন: মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত; আহত-২০

ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় সিটির

প্রথমার্ধে মাঠে রাজত্ব করেও পায়নি গোলের দেখা। উল্টো পেনাল্টি মিস করে বসেন আরলিং হালান্ড।

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা। কারন তার পিঠে অস্ত্রোপচার করা হয়েছে। ২০ মিনিটে অবশ্য নাথান আকের হেডে জালের দেখা পায় সফরকারীরা। কিন্তু অফসাইডে থাকেন রদ্রি। ফলে বাতিল হয়ে যায় গোলটি।

৩৫ মিনিটে শট বক্সের ভেতরে এগানের হাতে লাগলে পেনাল্টি পায় সিটি। কিন্তু গোলের সহজ সুযোগটি মিস করে বসেন হালান্ড। ফলে হতাশায় পরেন সিটি। প্রথমার্ধের পর হালান্ডের হাত ধরেই এগিয়ে যায় সিটি। জ্যাক গ্রিলিশের ক্রস থেকে দুর্দান্ত হেডে ৬৩ মিনিটে ডেডলক ভাঙেন এই ফরোয়ার্ড।

খেলার শেষদিকে গিয়ে পিছিয়ে পড়া শেফিল্ড তেতিয়ে ওঠে । একের পর এক আক্রমণ করে তারা। কোণাকুণি শটে সিটি গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করে সমতা ফেরান জেডেন বোগেল।

আরও পড়ুন:

সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন আকাশ চোপড়া

তিন মিনিট পরই আবার এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ডান প্রান্ত থেকে কাইল ওয়াকারের ক্রসে পা লাগালেও নিয়ন্ত্রণ ছিল না ফিল ফোডেনের। সেই বল চলে যায় রদ্রির কাছে। বক্সের ভেতর থেকে উঁচু কর্নার দিয়ে দারুণভাবে জালের ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তাতে ভর করে প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নেয় সিটি।

সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন আকাশ চোপড়া

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

আগামী বুধবার থেকে এশিয়া কাপ পাকিস্তানের মুলতানে শুরু হবে। ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ এশিয়া কাপ শেষ হওয়ার ১৭ দিনের ব্যবধানে।

এদিকে নিজের মতামত তুলে ধরেছেন আকাশ চোপড়া। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে কোন অলরাউন্ডাররা আলো ছড়াতে পারেন- সেই বিষয়ে।

তিনি বলেন, অলরাউন্ডার এমন একজন প্রাণী যে কিনা দলে ভারসাম্য নিয়ে আসে। আপনি নামেন ১১ জন নিয়েই কিন্তু সার্ভিস পাবেন ১২ জনের। যে দলে ভারসাম্য থাকে না সেই দলে সমস্যা তৈরি হয়। এদিকে আকাশ চোপড়া পাকিস্তানের শাদাব খান, ভারতের হার্দিক পান্ডিয়ার নাম নিলেও সাকিবকে বিশেষভাবে উপস্থাপন করেছেন।

আরও পড়ুন: এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

আকাশ চোপড়া বলেন, আমাদের প্রতিবেশী ক্রিকেটারের সম্পর্কে একটু ভালো করে শুনুন। তাকে আপনি প্রকৃতপক্ষে অলরাউন্ডার বলতে পারবেন। সাকিব সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে থাকবে।

তারপর আসি ‘দ্য ড্যাডি অব অলরাউন্ডার্স’ …আপনাকে এটা মানতেই হবে। তিনি বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক। সাকিব আল হাসান ইজ ‘ড্যাডি অব অলরাউন্ডার্স’। ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব। ৯ ম্যাচে ৩৩১ রান করেছেন। ভালো গড় বলতে হবে।

মানুষ এখন উন্নয়নে আগ্রহী: এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। গণতন্ত্রের চেয়ে আমাদের খাবারের ওষুধ, টয়লেট বেশি জরুরি

রবিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

মন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র কমিয়ে আনা কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। সরকার উদার নীতিতে বিশ্বাস করে। ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে।

তিনি আরও বলেন, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য। দেশে এখনও ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দারিদ্রতার মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষে এখন কাজ করছে।

আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন

উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সূচনা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকেএইড। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবরাক।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন

নিউজ এশিয়া২৪: ডেস্ক যুক্তরাজ্যকে নির্বাচন কমিশন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে তারা বদ্ধ পরিকর।

আজ রবিবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এ কথা জানান। তিনি জানান, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

কাজী হাবিবুল আউয়াল বলেন, উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি।

আরও পড়ন: সাক্ষী মুলতবি করার আবদন খালেদা জিয়ার

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে। র বলেছি— আমরা ট্রান্সপারেন্সিতে খুব জোর দিয়ে থাকব। অবজারভার ও গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করব।

আর উনি আশা করেছেন— নির্বাচন যেন পার্টিসিপেন্ড ও ক্রেডিবিলিটি হয়। আমরা বলেছি- নির্বাচন অবাধ করতে পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সাক্ষী মুলতবি করার আবদন খালেদা জিয়ার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাক্ষী মুলতবি করার আবদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। নাইকো দুর্নীতি মামলায় নথি দেখে আদালতে সাক্ষ্য দিচ্ছেন দুদক কর্মকর্তা— এমন অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

আজ রবিবার (২৭ আগষ্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২২ আগস্ট নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা আবেদনের পরবর্তী শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

আরও পড়ুন:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা ঘোষণাকারী বিচারককে ওএসডি

প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে ।

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত; আহত-২০

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২০ জন মেরিন সেনা ছিল। ইতোমধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে টিল্ট-রোটার বিমানটি বিধ্বস্ত হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপের কাছে অসপ্রে ভি-২২ মডেলের ওই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটার পর পরেই উদ্ধার অভিযান শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বার্ষিক প্রিডেটর রান মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে ।

এদিকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) জানিয়েছেন, এ দুর্ঘটনায় কোনো অস্ট্রেলিয়ান সেনা সদস্য ছিল না।

আরও পড়ুন:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা ঘোষণাকারী বিচারককে ওএসডি

এক বিবৃতিতে তারা বলেছে, ‘এ ঘটনায় এখনবধি নিহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া একজনের অবস্থা গুরুতর এবং দুইজনের অবস্থা স্থিতিশীল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘দুঃখজনক’ ঘটনা বলে অভিহিত করেছেন৷

গৃহবধূকে গণধর্ষণ: মা ছেলেসহ গ্রেপ্তার-৩

নিউজ এশিয়া২৪:   এক গৃহবধূকে (২২) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে । ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাটে।

আজ শনিবার (২৬ আগস্ট) ওই গৃহবধূর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের মাসহ দুই যুবক ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় বেলওয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মামুনুর রশিদ পলিন (২৮), তার মা শিরিন আক্তার (৫৫) এবং উত্তর দেবীপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মিজানুর রহমান মিজান (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ মামলার অপর আসামি মিজানের মা লিপি আক্তার পলাতক রয়েছেন।

মামলা ও পরিবারসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী শিরিন আক্তার। পরবর্তিতে তাকে মামুনুর রশিদ ও তার সহযোগীদের হা তুলে দেয়। এর পরে মামুনুর রশিদসহ তার সহযোগীরা অপহরন দেখিয়ে ঐ পারিবারের কাছ থেকে মুক্তিপন হিসেবে ১ লাখ টাকা দাবি করেন। পরে তাদেরকে ৪০ হাজার টাকা তুলে দেয় তার পরিবার।

আরও পড়ুন: এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

পরে রবিবার ২০ আগস্ট রাত ১১টার দিকে অভিযুক্তরা লিপি আক্তারের বাড়ি থেকে ওই গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেন । পরে ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওই গৃহবধূর মামা জানান, ভাগনির শরীরে মারধরের দাগ দেখে জিজ্ঞেস করলে সে দুই/তিনটা চড়-থাপ্পড় দেওয়ার কথা বলে। কিন্তু পরে সে পুরো ঘটনা খুলে বলে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।ভিকটিমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান এ ঘটনায় পলাতক অপর এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা ঘোষণাকারী বিচারককে ওএসডি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা ঘোষণাকারী বিচারককে ওএসডি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।। তিনি দেশটির অতিরিক্ত জেলা ও সেশন বিচারক হুমায়ুন দিলাওয়ার।। তিনি ইমরান খানকে তিন বছর কারাবাসের সাজা ঘোষনা করেছিলেন। তাকে ‘নতুন একটি পদে’ নিয়োগ দেওয়া হয়েছে। তবে পদটি কি, সেটি জানা যায়নি।

শনিবার (২৬ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্টের এ ঘোষণার পর অতিরিক্ত জেলা ও সেশন বিচারক হুমায়ুন দিলাওয়ারকে নতুন পদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, জজ হুমায়ুন দিলাওয়ারকে হাইকোর্টের জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত নতুন একটি পদে দিতে নিদের্শ দিয়েছেন আইএইচসির মাননীয় শীর্ষ বিচারপতির।

তবে, গত বুধবার (২৩ আগস্ট) বিচারক হুমায়ুন দিলাওয়ার ঘোষিত সাজার রায়ে ‘গুরুতর ত্রুটি’ ছিল বলে পর্যবেক্ষণ দেন দেশটির সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। এই বেঞ্চটি গঠিত হয়
পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালসহ তোন বিচারকের সমন্বয়ে। তার সঙ্গে ছিলেন জামাল খান মান্দোখালিল ও সৈয়দ মাজহার আলী আকবর নকবী। তাদের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরানের আপিলটি আমলে নেন।

প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেন, দায়রা আদালত যে রায় দিয়েছে, তা সঠিক নয়। ফলে প্রথমেই রিায়ের ত্রুটি ধরা পরেছে। হাইকোর্ট বিষয়টি নিয়ে রায় দেওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন তিনি।

সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তের তিন দিনের মধ্যেই বিচারক হুমায়ুন দিলাওয়ারকে ওএসডি করা হলো।

আরও পড়ুন: আবারও দাম বাড়বে পেঁয়াজের

উল্লেখ্য, ২০২১ সালে তোশাখানা বিতর্ক শুরু হয় ইমরান খানের বিরুদ্ধে । রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশিদের দেওয়া বিভিন্ন উপহার নামমাত্র মূল্যে কিনে নিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ও তার স্ত্রী বুশরা বিবি । কিন্তু পরবর্তীতে উপহারগুলোর দাম বেশি দেখান তারা। এ ই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতে মামলা করেন । মামলার রায়ে ইমরান খানকে জরিমানা করা হয় ৩ বছর কারাবাস ও ১ লাখ রুপি।

এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

নিউজ এশিয়া বিনোদন ডেস্ক: নানা গুঞ্জনের পর এবার সেই সম্পর্ক ভেঙে গেল অর্জুন আর মালাইকার। এটা নিয়ে নানা গুঞ্জন চলছিল সিনেপাড়ায়। তবে এবরি মুখ মুখলেন মালাইকা নিজেই।

সামাজিকমাধ্যমে তিনি সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। অপরদিকে অর্জুনকেও ইনস্টাগ্রাম থেকে আনফলো করছেন মালাইকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে মালাইকা লিখেছেন, যারা পাশে থাকার, তারা পাশেই থাকবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস সবসময় রাখতে হবে। সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে।

মালাইকার সাথে সম্পর্কের কথা অর্জুন নাকি ঘনিষ্ঠমহলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, অর্জুনের জীবনে নাকি নতুন এক নারী এসেছেন। এই নারীর কারণেই মালাইকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে!

আজকাল অর্জুন কাপুরকে অভিনেত্রী কুশা কাপিলার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। কিছুদিন আগে করণ জোহরের পার্টি থেকেই নাকি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব কুশার। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেমের। তবে এই গুঞ্জনকে একেবারেই মেনে নেয়নি অভিনেত্রী কুশা কাপিলা।

আরও পড়ুন: আবারও দাম বাড়বে পেঁয়াজের

গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর। এছাড়াও শোনা যাচ্ছে, যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে যাচ্ছেন না অর্জুন। দুজনেই নাকি আলাদা আলাদা থাকছেন!

অর্জুনের থেকে ১০ বছরের ছোট মালাইকা। অসময়ে প্রেম নিয়ে চলছে নানা কথা। তবে এ সবে কান দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা আর অর্জুন। তবে সম্পর্ক ভাঙার বিষয়ে দুজনের কেওই মুখ খুলছেন না।