শিরোনাম

শীর্ষ সংবাদ

নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃশা রানী (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃশা রানী নাটোরের বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে ও কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মান্নান জানান, সোমবার সকাল ৭টায় রানীনগরের ভাণ্ডার গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তৃশা তার বাবার মোটরসাইকেলে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল।

আরও পড়ুন:

এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা তাড়া করে আটক করেছে।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। আর ঘাতক ট্রাক আটক রয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

google-news-channel-newsasia24

Follow

দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি যুবককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানের্সবাগে এক বাংলাদেশি যুবক ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রবিবার (৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মহিন ভূঞা (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)। তারা নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের বাসিন্দা।

মহিন ওই গ্রামের মো. হোসেন ভূঞার ছেলে। রুনা একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে মো. লিটনের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সন্ধ্যার দিকে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে সন্ত্রাসীরা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সেসময় তাদের সঙ্গে থাকা দুই শিশু সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়।

আরও পড়ুন:

নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকা যায়। ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্ত্রাসীরা ভাবিসহ বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, প্রবাসে যারা মারা যান, তাদের লাশ দেশে আনা এবং দাফন করার জন্য একটি ওয়েজবোর্ড আছে। আমরা সেই ওয়েজবোর্ডের মাধ্যমে তাদের লাশ আনা এবং দাফনের ব্যবস্থা করব।

google-news-channel-newsasia24

Follow

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।’

সেলাঙ্গর রাজ্যের জেপিবিএম পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান তারা। এরপর কাজাং স্টেশন থেকে পাঁচজনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন:

তিনি বলেন, নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।

google-news-channel-newsasia24

Follow

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘোষণা দিয়েছেন, অপহরণ চক্রের সদস্য এক বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

অভিযুক্ত ওই বাংলাদেশির নাম রুহেল চৌধুরী। তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কুইন্সের রাস্তা থেকে দু’জনকে অপহরণের ঘটনায় জড়িত সাতজন সন্দেহভাজনের মধ্যে ৩৪ বছর বয়সী রুহেল চৌধুরী হচ্ছে শেষ ব্যক্তি।

এফবিআইয়ের তথ্য অনুসারে, ৩৪ বছর বয়সী আবু চৌধুরী এবং তার স্ত্রী ২৪ বছর বয়সী ইফফাত লুবনাসহ আরও ছয়জন ষড়যন্ত্রকারীকে গত বছর এবং চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন>>পাকিস্তানে ১৩ বছরে বিয়ে করলো এক কিশোর!

ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, গত বছরের ২৭ মার্চ জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের কাছে ১৮১তম সেন্ট থেকে অপহরণকারীরা প্রথম এক ব্যক্তিকে তুলে নেয়।

রুহেল চৌধুরী ব্যবহৃত গাড়ির ব্যবসা করেন এবং তার সরবরাহ করা একটি হোন্ডা এসইউভিতে জোর করে ভুক্তভোগীকে তুলে নেন আবু চৌধুরী।

পরে আবু চৌধুরী ভুক্তভোগীকে গাড়ির মধ্যে মারধর করেন এবং রুহেল চৌধুরী এসময় নিজেই ওই গাড়িটি চালাচ্ছিলেন বলেও জানিয়েছেন প্রসিকিউটররা।

আরও পড়ুন>>বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা কে একযুগ ধরে ধর্ষণ

প্রসিকিউটররা বলছেন, সন্দেহভাজন সৈয়দ রুবেল আহমেদ, শাহেদ আলম, আনজু খান এবং সুলতানা রাজিয়াকে সঙ্গে নিয়ে রুহেল চৌধুরী সারারাত ভিকটিমকে মারধর করার পাশাপাশি হুমকিও দেন।

এফবিআই জানায়, অভিযুক্ত লুবনা গত বছরের ১১ মে কুইন্সের উডসাইডে একটি রেস্তোরাঁয় দ্বিতীয় এক ভুক্তভোগীকে ডেকে আনে। ফেডারেল তদন্তকারীরা বলছেন, সেখানে লুবনার স্বামী লোকটিকে অতর্কিত আক্রমণ করে এবং তাকে একটি মিনিভ্যানে জোর করে নিয়ে যায়।

এই গাড়িটিও রুহেল চৌধুরী সরবরাহ করেছিলেন এবং তিনি নিজেই সেটি চালাচ্ছিলেন। পরে রুহেল চৌধুরী ভিকটিমকে একটি হোটেলে নিয়ে গেলে তার সহযোগীরা ভিকটিমকে মারধর করে।

আরও পড়ুন>>বারাক ওবামার মেয়ে এখন হলিউডে

এছাড়া হোটেলে আবু চৌধুরী ওই ব্যক্তিকে যৌন হয়রানি করেছিলেন বলেও দাবি করেছেন প্রসিকিউটররা।

অপহরণের এক পর্যায়ে আবু চৌধুরী ভিকটিমের বাবাকে ফোন করে ২০ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে।

তদন্তকারীর অভিযোগ, ফোন কলের সময় আবু চৌধুরী টেলিফোনের মাধ্যমে তার চিৎকার যেন শোনা যায়, তা নিশ্চিত করতে ভিকটিমকে প্রচণ্ড মারধর করেন।

সংবাদমাধ্যমটি বলছে, গত বছরের জুলাই মাসে অপহরণের অভিযোগে অভিযুক্ত হন আবু চৌধুরী ও ইফফাত লুবনা।

আরও পড়ুন>>ভিক্ষা করে জমি কিনে দোতালা বাড়ি, মোটা অঙ্কের টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট!

আর এফবিআইয়ের নোটিশে রুহেল চৌধুরীকে বাংলাদেশের বাসিন্দা বলে উল্লেখ করে কুইন্সের হলিস, কুইন্স ভিলেজ এবং জ্যামাইকা এলাকায় তার যাতায়াত রয়েছে বলে জানানো হয়। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন ১৫০ পাউন্ড এবং চোখের রঙ বাদামী বলেও জানানো হয়েছে।

কেউ তাকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় এফবিআই অফিসে যোগাযোগ করতেও বলা হয়েছে।

google-news-channel-newsasia24

Follow

পেঁয়াজের খোসার জাদুকারি ৬ গুণ

লিমা পারভীন: রান্নার ক্ষেত্রে যেমন পেঁয়াজের গুণ অপরিসীম ঠিক তেমনি পেঁয়াজের খোসার গুণ ও অপরিসীম। পুষ্টিবিদেরা বলছেন, পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে নানা ধরনের গুনাগুণ।

চলুন জেনে নেই পেঁয়াজের খোসার গুণাবলী:

১. ত্বকের যত্নে: স্পর্শকাতর ত্বকে খুব সহজেই র‌্যাশ, ব্রণ হয়। রোদ লাগলে মুখ লাল হয়ে, জ্বালা করতে থাকে। এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজের খোসার নির্যাস বা খোসা ভেজানো পানি ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া পেঁয়াজের খোসা ত্বকের নতুন কোষ গঠনে সহায়তা করে। নিয়মিত পেঁয়াজের খোসা মেশানো চা খেলে ত্বকের শুষ্কতা দূর হয়।

আরও পড়ুন>>গাড়িতে উঠলেই বমি পায়? জেনে নিন সমাধান

২. চুলের যত্নে: অতিরিক্ত চুল পড়লে ঘরোয়া সমাধান হিসেবে পেঁয়াজের রস ব্যবহার করেন অনেকেই। পেঁয়াজ এবং খোসা দুটিতেই প্রচুর সালফার রয়েছে। পেঁয়াজের খোসা সেদ্ধ পানি চুলের যত্নে ব্যবহার করলে খুশকির সমস্যা কমে যায়। চুলের বৃদ্ধিতেও পেঁয়াজের খোসা কার্যকর।রাসায়নিক মুক্ত ‘ডাই’ তৈরি করতেও অনেকে পেঁয়াজের খোসা গুঁড়ো ব্যবহার করেন।

The-magic-of-onion-peel-is-6-times-newsasia24

৩. মেদ ও রক্তচাপ নিয়ন্ত্রণে: পেঁয়াজের খোসা দিয়ে তৈরি চা ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি মেদ, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

আরও পড়ুন>>প্রেমে এই ৫টি লক্ষণ থাকলে বিয়ে নিশ্চিত

৪. পেশীর সমস্যা দূর করতে: পায়ে ব্যথার সমস্যা বা পায়ের পেশীতে টান লাগার সমস্যায়ও উপকার পাবেন পেঁয়াজের খোসায়। পেঁয়াজের খোসা সেদ্ধ পানি পানে আরাম পাবেন, সাথে মিশিয়ে নিতে পারেন মধু।

৫. পেটের সমস্যা: গ্যাস, গলা-বুক জ্বালার ভয়ে পেঁয়াজ খেতেই পারেন না। পুষ্টিবিদেরা বলছেন, সে ক্ষেত্রে খাবারে পেঁয়াজের বদলে ব্যবহার করা যেতে পারে পেঁয়াজের খোসা গুঁড়ো বা খোসা ভেজানো পানি।

আরও পড়ুন>>ব্রকলির এই উপকারিতা জানলে চমকে উঠবেন!

৬. গাছের সার: গাছের জন্য পটাসিয়াম সমৃদ্ধ সার তৈরি করতে পেঁয়াজের খোসা কাজে লাগতে পারে। এই খোসা ফেলে দেওয়ার পরিবর্তে গাছের গোড়ায় ব্যবহার করুন। গাছের বৃদ্ধি হবে, ডালপালা শক্তিশালী হবে, ফল উৎপাদনের পরিমাণ বাড়বে।

google-news-channel-newsasia24

Follow

“ভাইস চেয়ারম্যান” পদ প্রার্থী আব্দুর রহিম সরদার গণ সংযোগ করলেন বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে শার্শা উপজেলায় “ভাইস চেয়ারম্যান” পদে প্রতিদ্বন্ধিতা করছেন বলিষ্ঠ কন্ঠঃস্বরের অধিকারী,রাজপথের লড়াকু সৈনিক,অত্র উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি-আব্দুর রহিম সরদার।

নির্বাচন উপলক্ষ্যে নিজের শতভাগ জয়লাভের আশা নিয়ে প্রায় প্রতিদিন শার্শা উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন ভোটারদের দোয়া ও সমর্থণ পাওয়ার আশায়।

শনিবার(২ মার্চ) বিকালে তিনি অত্র উপজেলার বন্দর সংলগ্ন ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।

আরও পড়ুন>>প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা

সেখানে পৌছলে,সেখানকার ইউপি চেয়ারম্যান-মোঃ বজলুর রহমান সহ ঐ পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মেম্বর এবং ওয়ার্ড আ.লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ মহিলা যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ এবং বেনাপোলের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ তাকে স্বাগত জানান।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনঅফিসিয়ালী অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ব্যাক্তিবর্গকে ছালাম জানিয়ে প্রার্থী আব্দুর রহমান সরদার বলেন-“ছাত্র জীবণের অবসান ঘটিয়ে জনসেবায় কাজ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় নেমেছি। আপনাদের দোয়া ও সমর্থন চাই”।

আরও পড়ুন>>মুসলিম নাকি হিন্দু? খোকসার বৃষ্টি খাতুন

“আমাকে এ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল সহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমি নির্বাচিত হলে আমার এ উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি”।

সভা শেষে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ঐ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যান এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে জয়লাভে তাদের দোয়া ও সমর্থণ চান।

google-news-channel-newsasia24

Follow

4 Powerful Ways to Improve Your Family Life

NewsAsia24 Desk: In today’s fast-paced world, it can be challenging to maintain a strong and healthy family life. Between work, school, and other responsibilities, quality time with loved ones often takes a backseat. However, prioritizing your family and making efforts to strengthen those bonds can lead to happier and more fulfilling relationships.

So see four more powerful ways to improve your family life:

1. Communication is Key

Communication is the foundation of any healthy relationship, It have to be effective including those within a family. Take the time to truly listen to each other, express your thoughts and feelings openly, and work together to resolve conflicts. Encourage open and honest communication among all family members to foster understanding and unity.

4 Powerful Ways to Improve Your Family Life newsasia24 2

2. Quality Time Together

In our busy lives, it’s essential to carve out dedicated time to spend with your family. Whether it’s a weekly family game night, a weekend outing, or simply sharing meals together, quality time allows you to bond, create lasting memories, and strengthen your connections. Make an effort to prioritize family time and make it a regular part of your routine.

3. Show Appreciation and Gratitude

Expressing appreciation and gratitude towards your family members can go a long way in improving your relationships. Acknowledge the efforts and contributions of each family member, and say thank you for the little things they do. Showing gratitude fosters positivity, strengthens bonds, and creates a supportive and loving environment within the family.

See More: 

4. Set Boundaries and Respect Each Other

Respect is crucial in any relationship, including those within a family. Establish clear boundaries and expectations, and ensure that each family member respects them. Encourage mutual respect, understanding, and empathy towards one another’s feelings and needs. By creating a culture of respect within your family, you can cultivate a harmonious and supportive environment for everyone.

See More: 

google-news-follow-us-newsasia24

প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা

নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (৩ মার্চ) থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে।

শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গত শুক্রবার থেকে ভোজ্যতেলের বিষয়ে মনিটরিং শুরু হয়েছে। আজ সকাল থেকেও সব মিলগেটে টিমগুলো মনিটরিং করছে। ট্যারিফ কমানোর পরে কত মাল তারা আমদানি করেছে ,তা কতটা কাজে লাগিয়েছে, সে বিষয়ে এরইমধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে।

আমি মনে করি, আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।

আরও পড়ুুুুুন>>মুসলিম নাকি হিন্দু? খোকসার বৃষ্টি খাতুন

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী আমাদের জন্য পেঁয়াজ ছাড় করার আশ্বাস দিয়েছেন। তিনি সেখানে বসেই পেঁয়াজ ছাড়ের নির্দেশ দিয়েছেন। আমরা গতকাল সে চিঠি পেয়েছি।

তিনি বলেন, আমাদের টার্গেট—রমজানে যেন ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে না হয়। তেলে ভ্যাট-ট্যাক্স কমানোর চিঠি দিয়েছি, যার প্রভাব রমজানে পড়বে। খেজুর প্রায় ১০ প্রকার আছে।

ব্যবসায়ীদের এক মাস সময় দিয়েছি দাম কমানোর। বস্তায় আসা জায়েদি খেজুরের দাম আগামীকাল নির্ধারণ করে দেওয়া হবে। আশা করছি, এর পর দাম কমে আসবে। অর্থাৎ এ সপ্তাহ থেকে সর্বোচ্চ খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। এতে দাম কমবে।

আরও পড়ুন>>কনসার্টে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণ

প্রতিমন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যা নিরসন করে দেবো । যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই।

আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ—কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে সাধারণ মানুষ জিম্মি থাকবে না। ১ কোটি মানুষ ভর্তুকি মূল্যে টিসিবি থেকৈ তেল-চিনিসহ কয়েকটি নিত্যপণ্য পাবেন।

google-news-channel-newsasia24

Follow

আজ রবিবার (০৩ মার্চ ) নামাজের সময়সূচি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ রবিবার (০৩ মার্চ ) ২০২৪, ১৯ ফাল্গুন ১৪৩০ , ২১ শাবান ১৪৪৫। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-

আজকের নামাজের সময়সূচি-

আজ সূর্যোদয়- ৬:১৮ মিনিট

আজ সূর্যাস্ত- ৬:০৫ মিনিট

ফজর- ৫:০৪ মিনিট

জোহর- ১২:১৩ মিনিট

আসর- ৪:২৪ মিনিট

মাগরিব- ৬:০৫ মিনিট

এশা- ৭:১৮ মিনিট

সকল বিভাগীয় শহরের জন্য উপরের সময়ের সঙ্গে যে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ:

যোগ করতে হবে যেসব বিভাগের জন্য-

খুলনা: +০৪ মিনিট

রাজশাহী: +০৮ মিনিট

রংপুর: +০৫ মিনিট

বরিশাল: +০১ মিনিট

বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য-

চট্টগ্রাম: -০৬ মিনিট

সিলেট: -০৫ মিনিট

আরও পড়ুন:

google-news-channel-newsasia24

Follow

মুসলিম নাকি হিন্দু? খোকসার বৃষ্টি খাতুন

নিজস্ব প্রতিনিধি: মুসলিম নাকি হিন্দু? এই বিতর্কে মর্গে পড়ে আছে রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত এক তরুণীর লাশ। তার বাবা দাবি করা ব্যক্তি বলছেন, তার নাম বৃষ্টি খাতুন। তবে সহকর্মী ও পরিচিতরা বলছেন, লাশটি অভিশ্রুতি শাস্ত্রীর।

আজ শুক্রবার (০১ মার্চ ২০২৪) বিকেল থেকে এই নিয়ে চলে পাল্টাপাল্টি লাশ দাবি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা সবুজ শেখ। আগুনে পুড়ে মারা গেছে তার মেয়ে বৃষ্টি খাতুন- এমন খবর কানে আসার পর কুষ্টিয়া থেকে ছুটে এসেছেন ঢাকায়।

রাত থেকে অজ্ঞাত পরিচয়ে পড়ে থাকা মেয়ের লাশ দেখে সনাক্ত করেন তিনি। বাবা পরিচয় দেওয়া সবুজ শেখ বলেন, তিনি ও তার মেয়েসহ পরিবার মুসলিম ধর্মাবলম্বী। সেই অনুযায়ী দেখান বৃষ্টির পরিচয় পত্রের কপি।

আরও পড়ুন>>কনসার্টে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণ

এরপরই বাঁধে বিপত্তি। লাশটি দেখে তার সহকর্মীরা দাবি করেন, নিহত তরুণীর নাম অভিশ্রুতি শাস্ত্রী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে বলেন, নিহত ওই তরুণীর নাম অভিশ্রুতি শাস্ত্রী। সনাতন ধর্মের অনুসারী তিনি। পূজার্চনায় নিয়মিত অংশ নিতেন রমনা কালী মন্দির ও ঢাকেশ্বরীতে।

বিপ্লব দে ও অভিশ্রুতির সহকর্মীরা দাবি করেন, তিনি দ্যা রিপোর্ট অনলাইন পোর্টালের ইলেকশন কমিশন বিটের রিপোর্টার। এই নামেই সবাই চেনেন তাকে।

অন্য একটি অফিসে যেই সিভি পাঠিয়েছিলেন সেখানেও তার নাম, অভিশ্রুতি শাস্ত্রী। তার বাবা-মাকে খুঁজে বের করে তাদের হাতে লাশ বুঝিয়ে দেওয়ার দাবি তাদের।

আরও পড়ুুুন>>ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ভর্তি আছেন।

তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার বহন করছে বলেও জানিয়েছেন তিনি।

google-news-channel-newsasia24

Follow