নিউজ এশিয়া২৪ ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি আজ (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহ-কর্মীরা।
অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আক্ষেপ করে এ অভিনেতা লেখেন, ‘ভেবেছিলাম একটু সুস্থ্য হয়ে ওঠেন, আপনাকে দেখতে যাব। আর দেখা হলো না। এ কেমন বিদায় রুমি ভাই! নিয়তির কাছে সকলেই হার মানে, মানতে হয়। তবে আপনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। অন্যলোকে শান্তিতে থাকুন রুমি ভাই। শ্রদ্ধা এবং ভালোবাসা।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে রুমির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ওয়ালিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করবেন।’ কালো রঙের ব্যাকগ্রাউন্ড দিয়ে অভিনেত্রী শারমিন জোহা শশী লেখেছেন, ‘রুমি ভাই…যাত্রা শুভ হোক।’
অভিনেত্রী তানিন সুবাহ লেখেন, ‘আমার প্রিয় নাট্যঅভিনেতা রুমি ভাই আর নেই! সবাই তার বিদেহী আত্মার জন্য মাগফেরাত কামনা ও তার পরিবারের জন্য দোয়া করবেন। মৃত্যুর আগে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন সবার প্রিয় মানুষ ওয়ালিউল হক রুমি ভাই। আমরা ভালো একজন অভিনেতাকে হারালাম। এ ক্ষতি পূরণ হবার নয়।’
প্রয়াত ওয়ালিউল হক রুমির একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু। ক্যাপশনে তিনি লেখেন, ‘রুমি ভাই… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অভিনেতা সাজু খাদেম একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রুমি ভাই…চলেই গেলেন?’
অভিনেত্রী শাহনাজ খুশি বেশ দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘চলে গেলেন রুমি ভাই! মৃত্যুটা কত সহজ, জীবনটাই অনেক বেশি কঠিন। এই প্রথমবার, এমন খবর শুনে, সবাইকে জানাবার জন্য লিখতে যেয়ে, লিখলাম আর মুছলাম অসংখ্যবার! আপনার ছবির সাথে কোনোভাবেই ‘শেষ বিদায়’-এর কিছু লিখতে পারছিলাম না রুমি ভাই! সব সম্ভব! মাত্র দেড়/ দুই মাস, সব চেষ্টা শেষ হলো! কোনোভাবেই ঠেকানো গেল না কিছু! আপনার পরিবারকে আল্লাহ এ শোক কাটিয়ে উঠার শক্তি দিক, এ প্রার্থনা করি। পরপারে চির শান্তিতে থাকবেন।’
অভিনেত্রী রোজী সিদ্দিকী লিখেছেন, ‘আহা রুমি ভাই। বিদায় বন্ধু সহযাত্রী। আল্লাহ পাক আপনাকে বেহেস্ত নসীব করুন।’ অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘রুমি ভাই…’।
একটি সেলফি পোস্ট করে অভিনেত্রী ফারজানা চুমকি লিখেছেন, ‘রুমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন। ওপারে ভালো থাকবেন। আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসতো সেটা আপনার ফোন থেকে। সেই কলটি আর আসবে না। সাব্বিবের সাথে কত অভিমান কে করবে রুমি ভাই। ক্ষমা করেন ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
বরিশালের আঞ্চলিক ভাষার বেশি নাটকে অভিনয় করেছেন রুমি। ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি। বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।