শিরোনাম

সারাদেশ

যশোরে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বেনাপোলের বাহাদুর গ্রামে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে বাহাদুর গ্রামের একটি ভাড়া বাসােথেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪)। তাদের বাড়ি বাহাদুর গ্রামে।

পলিশসূত্রে জানা গেছে, ইয়ামিন এবং তনু আগে যশোরের পুলেরহাট থাকতেন। সেখানে তাদের একটি পোল্ট্রির ব্যবসা রয়েছে। কিন্তু বিভিন্ন যায়গায় প্রচুর পরিমানে দেয়া হয়ে যান ইয়ামিন। ফলে তাদের বাড়ি এবং জমি বিক্রি করে চলে আসেন বাহাদুর গ্রামে। তাদের একটি ছোট সন্তান রয়েছে।

প্রায় এক সপ্তাহ আগে ঐ দম্পতি বাসাটি ভাড়া নেন। আজ ভোরে প্রতিবেশীরা অনেকক্ষণ ধরে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

google-news-channel-newsasia24

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: 

কাভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষ: নিহত ৩

নিউজ এশিয়া২৪ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪ জন।

আজ (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

hobigonj-kavard-van-accident-newsasia24

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয় পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন>>বাংলাদেশের বুকে প্রথম স্মার্ট গ্রাম

এ ঘটনায় তামান্না আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আনলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্যু হয়। অন্য আহতদের একজন নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

google news newsasia24

Follow

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১২টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট কাভার্ড ভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রোরণ করা হয়েছে। আহতদের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

২৭ সদস্য বিশিষ্ট খোকসা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

খোকসা প্রতিনিধি: ২৭ সদস্য বিশিষ্ট কুষ্টিয়ার খোকসায় অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা৫২.কম ও অন্যায়ের চিত্র পত্রিকার প্রতিনিধি নাহিদুজ্জামান শয়ন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশবন্ধু টিভি ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি নাজমুল হাসান।

মঙ্গলবার (১২) ডিসেম্বর দুপুর ০২ টায় এই কমিটির নাম ও অনুমতি ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি এ্যাড: রফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন স্বাক্ষরিত অনুমতি পত্রে আগামী ২ বছরের জন্য কমিটিকে অনুমোদন দেওয়া হয়।khoksa-online-press-club-comitee-newsasia24 2খোকসা অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর পারভেজ, খন্দকার জাহাঙ্গীর হুসাইন , মোঃ আকাশ উজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক নূর ইসলাম এবং ফাহিম শাওন।

এছাড়াও সাংগাঠনিক সম্পাদক মমিন হোসেন ডালিম, দপ্তর সম্পাদক মোঃ মোকাররম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস,মহিলা বিষয়ক সম্পাদিকা সিমা আক্তার তুলি , কোষাধ্যক্ষ জালাল আহম্মেদ,ক্রিয়া সম্পাদক মোঃ আনিছুর রহমান (সোনা), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ শামিম হোসেন এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বিকুল হাসান রাফি।

google-news-channel-newsasia24

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম রানা , সাবুব আলম চঞ্চল, নাজমুল হক লাভলু, মনোয়ার হোসেন, আবির হোসেন, হাফিজুল ইসলাম বকুল, আনিছুর রহমান, মোঃ সাজ্জাদ আহম্মেদ (আজমল) , ভিক্টর বিশ্বাস চিতা, আশরাফুল ইসলাম , মোঃ ইমরান হোসেন ও পুস্কর মন্ডল ।

আরও পড়ুন: 

বাংলাদেশের বুকে প্রথম স্মার্ট গ্রাম

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লায় ভূমিহীনদের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক এক গ্রাম।

কুমিল্লার বরুড়ায় ভূমিহীনদের জন্য ৪ একর জায়গার ওপর তৈরি করা হয়েছে অত্যাধুনিক এক গ্রাম যার নাম বরুড়ার স্বপ্নের আশ্রয়ণ । কিন্তু স্থানীয়রা ভালোবেসে গ্রামটির নাম দিয়েছেন শামীমপুর।

এ গ্রামটি সম্পূর্ণ ইউরোপ ও আমেরিকার গ্রামের আদলে তৈরি করা হয়েছে। যা বাংলাদেশের বুকে প্রথম স্মার্ট গ্রাম বলে দাবি স্থানীয়দের।

বরুড়া উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে ঝলম ইউনিয়নের চেঙ্গাচাল ও ফরিদপুর গ্রামের পাশে অবস্থান গ্রামটির। প্রতিষ্ঠা করেছেন এসকিউ গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি এজেড এম শফিউদ্দিন শামীম।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত গ্রামটি তৈরিতে ৪ একর জমি কেনেন শিল্পপতি শফিউদ্দিন শামীম। পরে তা ভরাট করা হয় মাটি দিয়ে। দোতলা ফাউন্ডেশন দেওয়া একতলা বিশিষ্ট মোট ৬৫টি ইউনিট করা হয়। প্রতিটি বাসস্থানের আয়তন ১৩৫০ বর্গফুট।

আরও পড়ুন>>রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রতিটি ইউনিটে ২টি থাকার কক্ষ, ১টি গোসলখানা, ১টি টয়লেট, ১টি রান্নাঘর ও ১টি টিউবওয়েল রয়েছে। যা ছোট একটি পরিবার বসবাসের জন্য খুবই উপযোগী।

এ ছাড়া এখানে বসবাসকারী ছোট ছোট ছেলেমেয়েদের জন্য করা হয়েছে অত্যাধুনিক খেলার মাঠ। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, পয়োনিষ্কাশনের বিশেষ ড্রেনেজ, সেপটিক ট্যাংকিসহ যাবতীয় অত্যাধুনিক সব কিছু। সড়কের পাশে লাগানো হয়েছে ফুল ও খেজুর গাছ। যা সহজেই দৃষ্টি কাড়ে সবার।

আরও পড়ুন>>রাজশাহীতে পেঁয়াজের কেজি ৫০ টাকা

শুধু ইউনিটই নয়। গ্রামটিতে ঠাঁই পাওয়া মানুষদের জন্য গ্রামে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে দোতলা একটি মার্কেট। মার্কেটটির নিচতলায় করা হয়েছে ১০টি দোকান। ওপরের তলায় কমিউনিটি সেন্টার। গ্রামে বসবাসকারী মানুষদের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হবে এ কমিউনিটি সেন্টার।

গ্রামটির নির্মাণের সকল কাজ শেষ। বৈদ্যুতিক সংযোগ টানানো হয়েছে। শুধু মিটার আর সংযোগ স্থাপন হলেই পরিপূর্ণ হবে গ্রামটি। তবে ইতোমধ্যেই প্রায় ২৫টি পরিবার বুঝে নিয়েছেন তাদের আবাসন।

আরও পড়ুন>>ফেসবুকে ও বিকাশে প্রতারনা; আটক ৩

এখানে ঠাঁই পাওয়া অশ্বদিয়া গ্রামের আব্দুল মমিন বলেন, আমি একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করে সংসার চালাই। বাবার ১ তোলা সম্পত্তি নেই। কয়েক বছর আগে জটিল রোগে আক্রান্ত হই। পরিবার নিয়ে খুব সমস্যায় ছিলাম। কিন্তু শামীম সাহেবের দয়ার কারণে আমাকেও একটি ঘর দেওয়া হয়েছে। আমি কোনোদিন ভাবতে পারিনি স্ত্রী সন্তান নিয়ে এমন একটা বিল্ডিংয়ে থাকতে পারব।

পারুল আক্তার বলেন, আমি আজ ১১ বছর ধরে স্বামী পরিত্যক্তা। আমার দুটো সন্তান নিয়ে খুব বিপাকে আছি। থাকার মতো কোনো জায়গা নেই। আমার মেয়ে খুব মেধাবী। শামীম সাহেব স্কুল থেকে আমার মেয়ের নাম নিয়ে পরে আমাদেরকে একটি ঘর দিয়েছেন এখানে। আমার মেয়ে এখান থেকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। শামীম সাহেবের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা।

আরও পড়ুন>>মাগুরায় হঠাৎ কোটিপতি ইন্দ্রজিতের দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর বলেন, আপনার কাছে যে গ্রামটির কথা শুনলাম, আমার ইচ্ছে করছে এখনই গিয়ে দেখে আসি। আমি মনে করি যে ব্যক্তি গ্রামটি নির্মাণ করেছেন, তার মতো করে দেশের সকল বিত্তবানদের কোনো না কোনো ভূমিকা রাখা উচিত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। শফিউদ্দিন শামীমকে অনেক ধন্যবাদ ।

গ্রামটির প্রতিষ্ঠাতা শিল্পপতি এজেড এম শফিউদ্দিন শামীম বলেন, আমি দেখেছি অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে আমাদের সমাজে। যারা সঠিক পরিবেশ না থাকায়, আবাসন না থাকায় অল্প বয়সে কর্মজীবনকে বেছে নিচ্ছে। আমি এমন মেধাবীদের ভালো ভবিষতের জন্য প্রকল্পটির পরিকল্পনা শেষ করেছি।

google news newsasia24

Follow

রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফুয়াদ আল খতিব নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১০ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে।

ফুয়াদ আল খতিব শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি।

rajsahi-student-die-man-newsasia24প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান, শনিবার (৯ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে ফিরে হলকক্ষেই ছিলেন ফুয়াদ। কিন্তু রবিবার দুপুর পর্যন্ত ওই কক্ষ থেকে বের না হওয়ায় শিক্ষার্থীরা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং তাকে অনেক ডাকাডাকি করেন।

আরও পড়ুন>>রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টি, ভোগান্তিতে সাধারন মানুষ

কিন্তু কোনো শব্দ পাওয়া না যাওয়ায় এবং শরীর ঠান্ডা দেখে প্রাধ্যক্ষকে জানান। তখন তিনি ঘটনাস্থলে যান।

পরে অ্যাম্বুলেন্সে করে ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাধ্যক্ষ আরও জানান, ওই রাবি শিক্ষার্থী সিঙ্গেল কক্ষেই থাকতেন। তার কক্ষের দরজা খোলা ছিল এবং মুখ দিয়ে রক্ত পড়ছিল। শরীরেও কালশিটে দাগ ছিল।

আশপাশের কক্ষের কোনো শিক্ষার্থীই তার মৃত্যুর বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

আরও পড়ুন>>ফেসবুকে ও বিকাশে প্রতারনা; আটক ৩

আবাসিক হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত শিক্ষার্থী ফুয়াদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। বাবার নাম আমিনুল ইসলাম।

জানা গেছে, শনিবার রাতে তিনি গ্রামের বাড়ি থেকে রাবি ক্যাম্পাসে ফেরেন।

আরও পড়ুন>>কুষ্টিয়ায় ভাই ভাইকে খুন

তারপর থেকে নিজের কক্ষেই ঘুমাচ্ছিলেন। রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দরজা খুলে কক্ষে প্রবেশ করে নিস্তেজ অবস্থায় পাওয়া যায় তাকে।

google news newsasia24

Follow

রাজশাহীতে পেঁয়াজের কেজি ৫০ টাকা

ফাহিম শাওন: ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ করে সারাদেশে বেড়ে গেছে পেঁয়াজের ঝাঝ। কেজি প্রতি বিক্রি করা হচ্ছে ২৪০ টাকায়। রাজধানীসহ সারাদেশে খুচরা বাজারে এখন পেঁয়াজের কেজি ২৪০ টাকা। আর কেজিতে ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা।

Rajsahi-onion-tcb-newsasia24

আজ রবিবার (১০ ডিসেম্বর) রাজশাহীতে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুপুর থেকে টিসিবির পন্য নিয়ে হাজির হয় মেসার্স জীবন মুদি স্টোর।

আরও পড়ুন>>অনলাইনে ইনকাম করার ১৬ টি উপায়

 রাজশাহীর কোর্ট ষ্টেশন এলাকায় টিসিবির পেঁয়াজ ভর্তি ট্রাক পৌঁছানোর সাথে সাথেই উপচে পড়া ভির জমে সাধারন মানুষের। দীর্ঘ লাইনে নারী ও পুরুষের কাড়াকাড়ি।

স্থানীয় এক ক্রেতা জানান, পেঁয়াজের যে দাম তাতে আমাদের মত গরীব মানুষের কেনা কষ্টসাধ্য হয়ে গেছে। এখানে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ পেয়ে সকলেই খুশি।

আরও পড়ুন>>পেঁয়াজের বাজারে আগুন!

উল্লেখ্য ভারতের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রপ্তানি বন্ধের পদক্ষেপ নেয় দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। তবে পেঁয়াজ রপ্তানির জন্য যদি কোনো দেশ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানায়, তাহলে তা বিবেচনা করবে সংস্থাটি।

google news newsasia24

Follow

রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টি, ভোগান্তিতে সাধারন মানুষ

লিমা পারভীন: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে বৃষ্টির কারণে সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়েছে ।

বুধবার (৬ ডিসেম্বর) থেকেই রাজশাহীতে হালকা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙেছে রাজশাহীবাসীর বৃষ্টির শব্দে।

গত দুদিন ধরে রাজশাহীর আকাশ ছিল মেঘে ঢাকা। ছিল হালকা বৃষ্টিও।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বৃষ্টি অনেকটাই কমে যায়। তবে এখনও হালকা বৃষ্টি হচ্ছে।

রাজশাহীর হড়গ্রাম কাঁচাবাজারের অবস্থা খুব শোচনীয়। বাজারে সবজি নেই বললেই চলে। ক্রেতা বিক্রেতা খুবই কম। বাজারে মিলছে না ভালো কোন সবজি, মিলছে না ভালো মাছ। রাস্তাঘাটে যানবাহনও অনেক কম ।

rajshahi-rain-vegetible-market-newsasia24
বৃষ্টির কারনে ক্রেতার সংখ্যা খুবই কম। ছবি: নিউজ এশিয়া২৪

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

rajshahi-rain-open-road-newsasia24
ছবি: নিউজ এশিয়া২৪

google news newsasia24

শুক্রবার (৮ ডিসেম্বর) থেকেই বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বৃষ্টির প্রবণতা কমে গেলে রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: 

ফেসবুকে ও বিকাশে প্রতারনা; আটক ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিমের নাম ছবি ব্যবহার করে প্রতারক চক্রের ফেইসবুক আইডি তৈরি করে আউট সোর্সিং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।

আজ বুধবার(৬ ডিসেম্বর) উর্ধতন সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহারকারী প্রতারক চক্রের ১ সদস্য ও বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য কে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

উক্ত বিষয়ে প্রতারক কে গ্রেফতারে অভিযানে নামে জিএমপি সাইবার টিম। পরে জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক লিটন মিয়া কে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: 

অপর আরেক ঘটনায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব ও কালিয়াকৈর থানা এলাকা হতে আকিল হাসান ও শফিকুল ইসলাম নামে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিকাশ প্রতারণা সাথে যুক্ত।

google news newsasia24

Follow Now

যাত্রী বেশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

jatri-beshe-bus-a-agun3-newsasia24

পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌছলে দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৫টি আসন পুড়ে গেছে।

আরও পড়ুন:

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাসে কেউ যাত্রী বেশে আগুন লাগিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

google news newsasia24

মাগুরায় হঠাৎ কোটিপতি ইন্দ্রজিতের দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: মাগুরার শ্রীপুর উপজেলার চরশ্রীপুর গ্রামের ইন্দ্রজিৎ বিশ্বাসকে সবাই চিনত একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুর হিসেবে।

কয়েক বছর আগেও অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে এখন ইন্দ্রজিতের সম্পদের পরিমাণ কোটি টাকার উপরে।

magura-indrojit-problem-people-newsasia24

স্থানীয় সূত্রে জানা গেছে তার বিপুল সম্পদের নেপথ্যে রয়েছে মাদক ব্যবসা, বিট কয়েন, অনলাইন জুয়া, অন্যের জমি দখল ও হুন্ডি কারবারি।

শুক্রবার (১ ডিসেম্বর) ইন্দ্রজিতের দখলদারির প্রতিকার চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন চর শ্রীপুর গ্রামের বাসিন্দা নিশিকান্ত মণ্ডল।

আরও পড়ুন>>কুষ্টিয়ায় ভাই ভাইকে খুন

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, ইন্দ্রজিত নিশিকান্ত মণ্ডলের ২৭ শতাংশ পুকুর দখলের চেষ্টা করছে। তার চেষ্টায় বাধা দিলে ইন্দ্রজিত পুকুর ছেড়ে দিতে বলে এবং না ছাড়লে নিশিকান্ত ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি প্রদান করে।

এই ঘটনার প্রতিকার চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই শরিফুল ইসলাম বিপি।

তিনি বলেন, ওসি মহোদয়ের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।

আরও পড়ুন>>রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

সরেজমিন ঘুরে দেখা গেছে একজন সাধারণ দিন মজুর থেকে হঠাৎই কোটিপতি বনে যাওয়া ইন্দ্রজিত এখন তিনটি বিল্ডিং, বিপুল অর্থ এবং জমির মালিক।

স্থানীয়রা জানান, কারো জমি পছন্দ হলেই ইন্দ্রজিত স্বল্প টাকায় অথবা বিনামূল্যে গায়ের জোরে দখল করে নেয়। বৈধ ব্যবসা ও দৃশ্যমান যৌক্তিক কারণ ছাড়াই বিপুল সম্পদের এই মালিক ইন্দ্রজিতের ভয়ে এখন অতিষ্ঠ এলাকাবাসী।

ভুক্তভোগী নিশিকান্ত মণ্ডল জানান, আমার কষ্টের টাকায় কেনা পুকুরটি ইন্দ্রজিত গায়ের জোরে দখল করতে চায়। সে আর তার কাকা বিশ্বজিৎ বিশ্বাস ও নিখিল বিশ্বাস ক্রমাগত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি। জিডি করার পরেও ইন্দ্রজিতের কাকা আমার বাড়িতে এসে হুমকি দিচ্ছে।

আরও পড়ুন>>খোকসায় খ্রীস্টানদের প্রাক-বড়দিন উদযাপন

চর শ্রীপুরের বাসিন্দা বাবু বিশ্বাস বলেন, প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে পুকুরটি দখল করতে চেয়েছে ইন্দ্রজিত। পুকুরের সব মাছ তুলে নিয়ে পুকুরটির আসল মালিককে পুকুর ছেড়ে দিতে বলেছে। এ ঘটনায় থানায় জিডি করলেও সে জিডির বিষয়টি তোয়াক্কা করেনি।

চর শ্রীপুর গ্রামের আরেক বাসিন্দা জনেক মণ্ডল বলেন, শুনেছি ভারতে দিলীপ বিশ্বাস নামে তার আলাদা আইডিকার্ড আছে। সেখানে তার বাড়ি-গাড়িও আছে। হুন্ডি, জুয়া আর মাদক ব্যবসা করে সে এখন অনেক টাকার মালিক। তার কাছে এখন গ্রামের সাধারণ লোকজন জিম্মি।

google news newsasia24

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ইন্দ্রজিতকে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় শোনামাত্র ফোন কেটে দিয়েছেন।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। ইন্দ্রজিত ছেলেটি কীভাবে এতো টাকার মালিক হলো তা আল্লাহই জানেন। শুনেছি সে কম্পিউটারে রাত জেগে কী জানি করে। প্রশাসনের সহায়তায় বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

আরও পড়ুন>>মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন