শিরোনাম

সারাদেশ

রাজশাহীতে পেঁয়াজের কেজি ৫০ টাকা

ফাহিম শাওন: ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ করে সারাদেশে বেড়ে গেছে পেঁয়াজের ঝাঝ। কেজি প্রতি বিক্রি করা হচ্ছে ২৪০ টাকায়। রাজধানীসহ সারাদেশে খুচরা বাজারে এখন পেঁয়াজের কেজি ২৪০ টাকা। আর কেজিতে ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা।

Rajsahi-onion-tcb-newsasia24

আজ রবিবার (১০ ডিসেম্বর) রাজশাহীতে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুপুর থেকে টিসিবির পন্য নিয়ে হাজির হয় মেসার্স জীবন মুদি স্টোর।

আরও পড়ুন>>অনলাইনে ইনকাম করার ১৬ টি উপায়

 রাজশাহীর কোর্ট ষ্টেশন এলাকায় টিসিবির পেঁয়াজ ভর্তি ট্রাক পৌঁছানোর সাথে সাথেই উপচে পড়া ভির জমে সাধারন মানুষের। দীর্ঘ লাইনে নারী ও পুরুষের কাড়াকাড়ি।

স্থানীয় এক ক্রেতা জানান, পেঁয়াজের যে দাম তাতে আমাদের মত গরীব মানুষের কেনা কষ্টসাধ্য হয়ে গেছে। এখানে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ পেয়ে সকলেই খুশি।

আরও পড়ুন>>পেঁয়াজের বাজারে আগুন!

উল্লেখ্য ভারতের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রপ্তানি বন্ধের পদক্ষেপ নেয় দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। তবে পেঁয়াজ রপ্তানির জন্য যদি কোনো দেশ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানায়, তাহলে তা বিবেচনা করবে সংস্থাটি।

google news newsasia24

Follow

রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টি, ভোগান্তিতে সাধারন মানুষ

লিমা পারভীন: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে বৃষ্টির কারণে সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়েছে ।

বুধবার (৬ ডিসেম্বর) থেকেই রাজশাহীতে হালকা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙেছে রাজশাহীবাসীর বৃষ্টির শব্দে।

গত দুদিন ধরে রাজশাহীর আকাশ ছিল মেঘে ঢাকা। ছিল হালকা বৃষ্টিও।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বৃষ্টি অনেকটাই কমে যায়। তবে এখনও হালকা বৃষ্টি হচ্ছে।

রাজশাহীর হড়গ্রাম কাঁচাবাজারের অবস্থা খুব শোচনীয়। বাজারে সবজি নেই বললেই চলে। ক্রেতা বিক্রেতা খুবই কম। বাজারে মিলছে না ভালো কোন সবজি, মিলছে না ভালো মাছ। রাস্তাঘাটে যানবাহনও অনেক কম ।

rajshahi-rain-vegetible-market-newsasia24
বৃষ্টির কারনে ক্রেতার সংখ্যা খুবই কম। ছবি: নিউজ এশিয়া২৪

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

rajshahi-rain-open-road-newsasia24
ছবি: নিউজ এশিয়া২৪

google news newsasia24

শুক্রবার (৮ ডিসেম্বর) থেকেই বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বৃষ্টির প্রবণতা কমে গেলে রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: 

ফেসবুকে ও বিকাশে প্রতারনা; আটক ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিমের নাম ছবি ব্যবহার করে প্রতারক চক্রের ফেইসবুক আইডি তৈরি করে আউট সোর্সিং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।

আজ বুধবার(৬ ডিসেম্বর) উর্ধতন সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহারকারী প্রতারক চক্রের ১ সদস্য ও বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য কে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

উক্ত বিষয়ে প্রতারক কে গ্রেফতারে অভিযানে নামে জিএমপি সাইবার টিম। পরে জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক লিটন মিয়া কে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: 

অপর আরেক ঘটনায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব ও কালিয়াকৈর থানা এলাকা হতে আকিল হাসান ও শফিকুল ইসলাম নামে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিকাশ প্রতারণা সাথে যুক্ত।

google news newsasia24

Follow Now

যাত্রী বেশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

jatri-beshe-bus-a-agun3-newsasia24

পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌছলে দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৫টি আসন পুড়ে গেছে।

আরও পড়ুন:

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাসে কেউ যাত্রী বেশে আগুন লাগিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

google news newsasia24

মাগুরায় হঠাৎ কোটিপতি ইন্দ্রজিতের দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: মাগুরার শ্রীপুর উপজেলার চরশ্রীপুর গ্রামের ইন্দ্রজিৎ বিশ্বাসকে সবাই চিনত একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুর হিসেবে।

কয়েক বছর আগেও অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে এখন ইন্দ্রজিতের সম্পদের পরিমাণ কোটি টাকার উপরে।

magura-indrojit-problem-people-newsasia24

স্থানীয় সূত্রে জানা গেছে তার বিপুল সম্পদের নেপথ্যে রয়েছে মাদক ব্যবসা, বিট কয়েন, অনলাইন জুয়া, অন্যের জমি দখল ও হুন্ডি কারবারি।

শুক্রবার (১ ডিসেম্বর) ইন্দ্রজিতের দখলদারির প্রতিকার চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন চর শ্রীপুর গ্রামের বাসিন্দা নিশিকান্ত মণ্ডল।

আরও পড়ুন>>কুষ্টিয়ায় ভাই ভাইকে খুন

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, ইন্দ্রজিত নিশিকান্ত মণ্ডলের ২৭ শতাংশ পুকুর দখলের চেষ্টা করছে। তার চেষ্টায় বাধা দিলে ইন্দ্রজিত পুকুর ছেড়ে দিতে বলে এবং না ছাড়লে নিশিকান্ত ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি প্রদান করে।

এই ঘটনার প্রতিকার চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই শরিফুল ইসলাম বিপি।

তিনি বলেন, ওসি মহোদয়ের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।

আরও পড়ুন>>রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

সরেজমিন ঘুরে দেখা গেছে একজন সাধারণ দিন মজুর থেকে হঠাৎই কোটিপতি বনে যাওয়া ইন্দ্রজিত এখন তিনটি বিল্ডিং, বিপুল অর্থ এবং জমির মালিক।

স্থানীয়রা জানান, কারো জমি পছন্দ হলেই ইন্দ্রজিত স্বল্প টাকায় অথবা বিনামূল্যে গায়ের জোরে দখল করে নেয়। বৈধ ব্যবসা ও দৃশ্যমান যৌক্তিক কারণ ছাড়াই বিপুল সম্পদের এই মালিক ইন্দ্রজিতের ভয়ে এখন অতিষ্ঠ এলাকাবাসী।

ভুক্তভোগী নিশিকান্ত মণ্ডল জানান, আমার কষ্টের টাকায় কেনা পুকুরটি ইন্দ্রজিত গায়ের জোরে দখল করতে চায়। সে আর তার কাকা বিশ্বজিৎ বিশ্বাস ও নিখিল বিশ্বাস ক্রমাগত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি। জিডি করার পরেও ইন্দ্রজিতের কাকা আমার বাড়িতে এসে হুমকি দিচ্ছে।

আরও পড়ুন>>খোকসায় খ্রীস্টানদের প্রাক-বড়দিন উদযাপন

চর শ্রীপুরের বাসিন্দা বাবু বিশ্বাস বলেন, প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে পুকুরটি দখল করতে চেয়েছে ইন্দ্রজিত। পুকুরের সব মাছ তুলে নিয়ে পুকুরটির আসল মালিককে পুকুর ছেড়ে দিতে বলেছে। এ ঘটনায় থানায় জিডি করলেও সে জিডির বিষয়টি তোয়াক্কা করেনি।

চর শ্রীপুর গ্রামের আরেক বাসিন্দা জনেক মণ্ডল বলেন, শুনেছি ভারতে দিলীপ বিশ্বাস নামে তার আলাদা আইডিকার্ড আছে। সেখানে তার বাড়ি-গাড়িও আছে। হুন্ডি, জুয়া আর মাদক ব্যবসা করে সে এখন অনেক টাকার মালিক। তার কাছে এখন গ্রামের সাধারণ লোকজন জিম্মি।

google news newsasia24

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ইন্দ্রজিতকে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় শোনামাত্র ফোন কেটে দিয়েছেন।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। ইন্দ্রজিত ছেলেটি কীভাবে এতো টাকার মালিক হলো তা আল্লাহই জানেন। শুনেছি সে কম্পিউটারে রাত জেগে কী জানি করে। প্রশাসনের সহায়তায় বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

আরও পড়ুন>>মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি; চিন্তিত কৃষকরা

ফাহিম শাওন: রাজশাহীর বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহী। দুপুর হয়ে গেলেও সূর্যের মুখ দেখা যায়নি। তবে বৃষ্টি নিয়ে চিন্তিত রয়েছেন কৃষকরা।

স্থানীয় এক কৃষক জানান, তাদের এখন ধান কাটার মৌসুম। ধানের গাদা করে রেখেছেন বাড়ির উঠানে। সেগুলো ভিজে গেলে পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ফলে আগুনে পোঁড়াতে বা বিক্রি করতে পারবে না।

অন্যদিকে যথেষ্ট রোদ না থাকায় সেগুলো শুকাতেও পারবে না। ফলে ভিজে গেলে নানা সমস্যায় পড়তে হবে তাদের।

আরও পড়ুন>>ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজশাহীর মেডিকেল অফিসার বায়োজিদ উল ইসলাম জানান, এই বৃষ্টি সাধারণত আবহাওয়া পরিবর্তনের কারনে হয়ে থাকে। এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা ও জ্বরের সাথে কাঁশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি মাথা ব্যাথাও হতে পারে।

যাদের নিউমোনিয়া রয়েছে তাদের জন্য এই ধরনের বৃষ্টি খুবই মারাত্মক।

অন্যদিকে শিশুদের জন্য জন্য এই বৃষ্টি খুবই বিপদজনক।ফলে, সবাইকেই এই বৃষ্টি থেকে নিরাপদ থাকতে হবে।

এছাড়াও শুধু বৃষ্টি নয়, আবহাওয়ার পরিবর্তনের কারনে নানা রোগ হতে পারে।  google news newsasia24

উল্লেখ্য, সমুদ্র অঞ্চলে ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সারা দেশে বৃষ্টির পুর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মিগজাউম এ প্রভাবে ৫ ও ৬ ডিসেম্বর দেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে। শীতের আমেজও পাওয়া যাবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর চেন্নাইসহ উপকূলবর্তী সাত জেলায়। বন্ধ রাখা হয়েছে চেন্নাই বিমানবন্দর।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় ভাই ভাইকে খুন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরের হালসা এলাকায় মনির হোসেন (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে।

গতকাল সোমবার (০৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

koustia-brother-murder-newsasia24

নিহত মনির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন>>রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

নিহতের মেয়ে মিলি খাতুন অভিযোগ করে বলেন, আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা ও জানালা তৈরি করতে দেন চাচা আমিরুলের কাছে। দরজা কেনার পরে টাকার অভাবে আব্দুল্লাহ জানালা নেবেন না বলে আমিরুলকে জানান।

কিন্তু জানালা নিতে হবে বলে চাচা তাদের বাড়িতে আসেন। এসময় জানালা না নেওয়ায় আব্দুল্লাহকে মারধর করে বাড়ি ফিরে যান আমিরুল।

আরও পড়ুন>>স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

এ ঘটনার পরে আবারও রাত ৯টার সময় মনির হোসেনের চাচাতো ভাই আমিরুল তার ভাই নাজমুল, এনামুল, মিনা ও কালু লাঠি নিয়ে বাড়িতে এসে আব্দুল্লাহকে মারধর করেন। এসময় আমার বাবা মনির হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।

প্রতিবেশিরা আব্দুল্লাহকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

google news newsasia24

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

আরও পড়ুন:

রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পর পর দুই ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়।

chapainawabgong-koktel-bishforon-newsasia24

উপরোক্ত সময় টেনিস কোর্টে কেউ না থাকায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন>>গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিষ্ফোরণের বিকট শব্দে জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

একেএম গালিভ খান বলেন, পাশের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। সেসময় টেনিস কোর্টে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে।

আরও পড়ুন>>স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসেছে। সিসিটি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া সন্ধ্যা ৭টার দিকে শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ডে আরও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

google news newsasia24

গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

gulisthan-bus-fire-newsasia24

আজ সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

google news newsasia24

তিনি বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

খোকসায় খ্রীস্টানদের প্রাক-বড়দিন উদযাপন

এম এ ওহাবঃ কুষ্টিয়ার খোকসায় বাইবেল পাঠ, প্রাথর্না ও কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে।

আজ রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রুপান্তর চার্চের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সবাইকে ফুল দিয়ে বড়দিন এর শুভেচ্ছা জানান।

এ সময় যীশু খ্রীষ্টের জন্ম ও বাল্যকাল বিষয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড বিশপ জাকের আলী শুভ।

চার্চের পাষ্টর এ্যান্টনি এল রহমান প্রার্থনা পরিচালনা করেন।

google news newsasia24

এসময় অন্যান্যর মধ্যে খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও রূপান্তর চার্চের ইভানজেলিষ্ট মাইকেল আজাদ ও বুলবুলি পারভীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: