শিরোনাম

শিরোনাম

দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় তারা এ পদত্যাগ পত্র জমা দেন।

জানা গছে, আজ রবিবার (১৯ নভেম্বর) দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

resign-latter-minister-newsasia24

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে রয়েছেন। অপরদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

আরও পড়ুন:

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে চলতি মাসের ১৫ তারিখে। ভোট গ্রহণ করা হবে আগামী ২০২৪ সালে জানুয়ারি মাসের ৭ তারিখে ।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

শীতে ত্বকের যত্নে বানিয়ে নিন অ্যালোভেরা ক্রিম

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শীত আসছে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বানিয়ে নিন অ্যালোভেরা ক্রিম।

শীতে ত্বকের আর্দ্রতা হারাতে শুরু করে। এই সময় ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে।তাই এই সময়টাতে ত্বকের বিশেষ যত্ন নিন।

শীতে এমন ক্রিম ব্যবহার করতে হবে যা আপনার মুখের ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।

তাই কেমিকেল এড়াতে বাড়িতেই প্রাকৃতিক কিছু উপাদানের সাহায্যে বানিয়ে নিতে পারেন অ্যালোভেরা ‘উইন্টার ক্রিম।’

এলোভেরা দিয়ে তেমনই একটি ক্রিম তৈরি করে নিতে পারেন। যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখবে, সেই সঙ্গে বাড়াবে লাবণ্য।

alllovera.newsasia24

এই ক্রিম বানানোর জন্যে লাগবে:

১.অ্যালোভেরা জেল

২.গ্লিসারিন

৩.ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস এবং

৪.গোলাপ জল।

*অ্যালোভেরা ক্রিম বানানোর প্রক্রিয়া*

১.অ্যালোভেরা পাতা থেকে প্রথমে ঝিল্লি বা জেল বের করে নিন। ৪-৬ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে নেড়ে বা ব্লেন্ড করে নিন।

২. এবার এতে ২ চা চামচ গ্লিসারিন মিশিয়ে আবার ভালোভাবে নাড়ুন।

৩.মিশ্রণটিতে চারটি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের তরল ঢেলে দিয়ে আবার নাড়ুন।

৪. ৪ চামচ গোলাপ জল মিশিয়ে নিন।

ক্রিম তৈরি হওয়ার আগ পর্যন্ত মিশ্রটি ব্লেন্ড করুন। এরপর তৈরি ক্রিম একটি কাচের জারে ভরে ফ্রিজে রাখুন।

আরও পড়ুন:

ঘরোয়া ভাবে তৈরি এই ক্রিম ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে, এই ক্রিম লাগান। তারপর ত্বকে আলতো মাসাজ করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, লাবণ্যও থাকবে অটুট।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ নিয়েছিলো রবিউল: বাবা

শ্যামপুরে স্টিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৪, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার শ্যামপুরে একটি স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ্। এতে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন, এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম রবিউল ইসলাম(১৯)। আজ রবিবার (১৯ নভেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রবিউল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা গেছে। অপরদিকে, আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল কারখানায় এই বিস্ফোরণের ঘটে।

এতে দগ্ধ হন, শাহ আলম (৩৫), আমিরুল ইসলাম (৩৫) , মাজহারুল ইসলাম (৩৭) ও শ্রমিক রবিউল ইসলাম (১৯) নিহত হন।

আরও পড়ুন:

মৃত রবিউলের বাড়ি বরগুনার পটকাখালি গ্রামে। তার বাবার নাম মো. সিদ্দিক।

রবিউলের বাবা জানান, এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ফলে দু সীমান্তের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

brammonbaria-train-accident-newsasia24

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানিয়েছেন, মালবাহী একটি ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ৬০৭ নম্বর কন্টেইনারবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটি অতিক্রম করলে পেছনের দিকের একটির বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন: 

তিনি আরও জানান, এতে ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রেনটিকে উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেয়া হয়েছে।

তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেনটিকে উদ্ধার করে চলাচল স্বাভাবিক করা হবে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আ’লীগের মনোনয়ন সংগ্রহে এক ঝাঁক তারকা

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

এবার আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এসব নাম উঠে আসছে।

এদের মধ্যে চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফেরদৌস হোসেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের নাম শোনা যাচ্ছে। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

opu-monoyon-newsasia24

এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু বিশ্বাস। তবে তিনি প্রার্থী হননি।

এবার আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবার প্রার্থী হওয়ার সুযোগ পেলে অবশ্যই নির্বাচনের মাঠে নামবেন তিনি এবং তা অবশ্যই নৌকা প্রতীকে।

আরও পড়ুন: 

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, এই কামনাই আমার থাকবে। আমি মনেপ্রাণে চাইব আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ আমাদের যে উন্নয়ন করেছে, এটার বিকল্প আর কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী, তিনি আসলেই মা।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খাগড়াছড়ির কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে কাশেম-মনির

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালটের প্রতিদ্বন্দ্বীতার চেয়ার প্রতিকে ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে হাজ্বী মো: কাশেম। সাধারন সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে ১২৩ ভোটে মনির হোসেন দ্বিতীয় বারের মতো জয় লাভ করেন।

khagrachori-kath-somiti-newsasia24

সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এ ভোটে সহ-সভাপতি পদে ১১০ ভোটে বটগাছ প্রতিকে দীন মোহাম্মদ,সহ-সাধারন সম্পাদক পদে নলকুপ চশমা প্রতিকে ১০১ ভোটে বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতিকে ৯৬ ভোটে মো: নূর নবী, কোষাধ্যক্ষ পদে- ফুটবল প্রতিকে ১১৬ ভোটে মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- কলসি প্রতিকে ১১৯ ভোটে রফিক উদ্দিন সিদ্দিকী, বাঘ প্রতিকে ৮৭ ভোটে পংকজ বড়ুয়া ও মোবাইল ফোন প্রতিকে ৮০ ভোট পেয়ে হাজী খোরশেদ আলম জয়যুক্ত লাভ করেন।

আরও পড়ুন: 

নেতৃত্বের ভাগ্য নির্ধারনী লড়াইয়ে শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। প্রার্থী ও ভোটারদের উৎসব মুখোর পরিবেশে ভোট শেষে ভোটাররা তাদের নেতা নির্বাচন করে সকলেই খুশি। সর্বশেষ ২০ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ১৬৫ ভোটার।

 

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খুলনায় তথ্য মিলবে ভারতের আমরি হাসপাতালের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: খুলনা থেকেই তথ্য মিলবে ভারতের আমরি হাসপাতালের। আমরি হাসপাতাল খুলনায় নিজেদের তথ্য কেন্দ্র খুলেছে ।

ভারতে চিকিৎসা সুবিধার জন্য ভারতের বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী আমরি হাসপাতাল খুলনায় নিজেদের তথ্য কেন্দ্র খুলেছে।

d.ropok borua

ফলে খুলনা সহ বাংলাদেশের সব স্থনের মানুষই এই অত্যাধুনিক চিকিৎসা সুবিধা পাবেন।

আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গা এলাকার আমীন ম্যানসনে আমরি হাসপাতালের কর্ণধার রুপক বড়ুয়া তথ্যকেন্দ্রটি উদ্বোধন করে।

তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রথিতযশা স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক দত্ত।

উদ্বোধন অনুষ্ঠানে রুপক বড়ুয়া বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমরি হাসপাতালের সম্পর্ক বহুদিনের।

খুলনা তথা বাংলাদেশের সব মানুষকে কলকাতার চারটি হাসপাতালের শ্রেষ্ঠতম চিকিৎসক ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তা পৌঁছে দিতেই এ তথ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন:

এখন থেকে খুলনাবাসী নিজ শহরে বসেই আমরির ডাক্তারদের অ্যাপয়নমেন্ট ও বিভিন্ন পরীক্ষা আর সার্জারির ব্যাপারে জানতে ও বুকিং করতে পারবেন।

এছাড়াও ভিসা ও গেস্টহাউস বুকিংয়ের সুবিধাও থাকবে এই তথ্যকেন্দ্রে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ক্রিকেটার সাকিব আল হাসান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিব ৩ টি আসনের জন্য নির্বাচনের ফরম তুলেছেন। আসনগুলো হলো— ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

sakib al hasan
sakib al hasan

সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরমগুলো সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ আজ ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

আরও পড়ুন:

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন আজ সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

সোনার নতুন দাম!

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সারা বিশ্বে সোনার দামের রেকর্ড করল বাংলাদেশ।প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩৭৬ টাকা।

golden,newsasia24

আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে।সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:
আগামীকাল রবিবার (১৯নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু; পাওয়া যাবে অনলাইনেও

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেআ’লীগের ফরম বিক্রি শুরু হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে এ মনোনয়ন ফরম।

সকাল ১০ টায় এ বিক্রি উদ্বোধন করবেন আ’লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিজে অথবা যোগ্য প্রতিনিধির মাধ্যমে কেনা ও জমা দিতে বলা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

smart-mononoyon-app-online-newsasia24

এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে-স্টোর অথবা আইওএস অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন