শিরোনাম

শীর্ষ সংবাদ

অপু বিশ্বাস ও তাপস মুখোমুখি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস রাজধানীর ডিবি কার্যালয়ে এসেছেন।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২ টায় তারা রাজধানীর মিন্টো রোডের এই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আসেন।

opu-taposh-face-to-face-newsasaia24

সর্বশেষ তথ্য অনুযায়ী ডিবি প্রধান হারুন অর রশীদ কৌশিক হোসেন তাপস ও অপু বিশ্বাসকে নিয়ে বসেছেন। তিনি দুজনের বক্তব্যই শুনছেন।

আরও পড়ুন>>বুবলীকে ‘মহিলা’ ও ‘পচা আলু’ বললেন : অপু বিশ্বাস

দুজনই তথ্য প্রযুক্তি বিষয়ক সহায়তার জন্যই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এসেছেন বলে আমাদের জানিয়েছেন। অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী এবং গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস কার্যালয়ের অভ্যন্তরে অবস্থান করছেন।

এদিকে, অপুর ভিডিও বার্তার পরই ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

আরও পড়ুন>>আন্তর্জাতিক চলচ্চিত্র জুরি বোর্ডে পরিচালক ফজলুল হক

আজকের আলোচনা কী নিয়ে হচ্ছে অপু ও তাপস বের হলেই অনেকটাই বোঝা যাবে। অপু বিশ্বাস ও মুন্নীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। এছাড়াও সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি, তাপস ও মুন্নীর একটি সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেছেন।

google news newsasia24

Follow

অ্যান্টিবায়োটিক প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মানুষের শরীরে প্রধান রোগ সৃষ্টিকারি জীবাণুগুলোর বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ধাপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণায় উঠে এসেছে এমন একটি তথ্য।

antibiotic-medicine3-newsasia24

গবেষণায় বলা হয়েছে, এর প্রধান কারণ অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে তা ভয়াবহ রূপ নিতে পারে।

সোমবার (১৮ ডিসেম্বর) ‘সংক্রামক ব্যাধি চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও কার্যকারিতার চ্যালেঞ্জ’ শীর্ষক এই গবেষণার ফল প্রকাশ করা হয় বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে।

আরও পড়ুন>>খুলনায় তথ্য মিলবে ভারতের আমরি হাসপাতালের

গত জানুয়ারি ২০২২-জুন ২০২৩ পর্যন্ত রাজধানীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসা ৭২ হাজার ৬৭০ জন রোগীর নমুনা পরীক্ষা করে এই গবেষণা করে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগ।

অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করে রোগীদের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহারে মানুষ এখন প্রতিরোধী হয়ে উঠেছে।

আরও পড়ুুন>>কিভাবে বাসন মাজলে মানসিক চাপ কমে!

দেশে প্রতিবছর এক লাখ ৭০ হাজার মানুষ মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। এই অবস্থা চলতে থাকলে আগামী ২০৫০ সালে গিয়ে দেখা যাবে করোনার থেকেও বেশি রোগী মারা যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে।

antibiotic-medicine2-newsasia24

হাসপাতালে দর্শনার্থীরা রোগীদের দ্বারা সংক্রমিত হয় জানিয়ে উপাচার্য বলেন, অনেক সময় দেখা যায় রোগীকে দেখতে হাসপাতালে গিয়ে সাধারণ মানুষও রোগী হয়ে যায়। এটি ক্রস ইনফেকশন। এজন্য হাসপাতালে রোগী দেখতে গেলে একটু দূরে থেকে দেখতে হবে ও দ্রুত হাসপাতাল থেকে চলে যেতে হবে।

আরও পড়ুন>>শীতে সুস্থ থাকতে এই ৮ টি খাবার অব্যশই খাবেন! জেনে নিন বিস্তারিত..

গবেষণায় আরও বলা হয়, দেশে অন্তত ৭৫ শতাংশ সংক্রমণ হয় টাইফয়েড, ই-কোলাই, স্ট্যাফাউরিয়াস, ক্লিবসিয়েলা ও সিউডোমোনাস ব্যাকটেরিয়ার মাধ্যমে। এসব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যাকসেস ও ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে অকেজো হয়ে গেছে।

এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীদের যে অ্যান্টিবায়োটিকে চিকিৎসা চলত— তা এখন ওয়ার্ডের রোগীদেরও দিতে হচ্ছে। এতেই বোঝা যায় পরিস্থিতি কত খারাপের দিকে যাচ্ছে।

আরও পড়ুন>>একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকই মারা গেছে

গবেষণায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার জন্য কয়েকটি ব্যাকটেরিয়াকে ভবিষ্যতে আশঙ্কা কারণ হিসাবে দেখানো হয়। এগুলো হলো— এমডিআর টিবি, কুইনোলোন এন্টিবায়োটিক প্রতিরোধী টাইফয়েড, ইএসবিএল, ই-কোলাই ও ক্লেবসিয়েলা সংক্রমণ এবং কার্বাপেনাম প্রতিরোধী এন্টিরোকোসি সংক্রমণ।

google news newsasia24

Follow

পলিথিনে মোড়ানো নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বগুড়ার শেরপুরে মনপুর ইউনিয়নে পলিথিনে মোড়ানো মৃত অবস্থায় নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।

bogura-child-died-newsasia24

স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাতের কোনো এক সময়ে পলিথিন ও কাপড়ে মুড়িয়ে কারা যেন মির্জাপুর খাদ্যগুদামের পূর্বপাশে সড়কের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন:

এ বিষয়ে শেরপুর থানার অফিসার রেজাউল করিম রেজা বলেন, মৃত নবজাতকটির পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

google news newsasia24

Follow

কুয়েত আমির শেখ নাওয়াফের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহার মৃত্যুতে।

এর আগে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

quet-amir-died-bangladesh-newsasia24

এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আরও পড়ুন:

এর আগে শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

google news newsasia24

Follow

থানায় আটক ১২টি ছাগল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার থানায় আটক করা হলো ১২ টি ছাগল। ঘটনাটি ঘটেছে সান্তাহারে রেলওয়ে থানায়।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ে থানা চত্বরের বাগানের ফুলগাছ খাওয়ায় ১২টি ছাগল আটক করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে সান্তাহারে রেলওয়ে থানার ফুলের বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেখানে নানা ধরনের ফুলগাছ লাগানো হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে সেই বাগানে বেশকিছু ছাগল প্রবেশ করে ফুলগাছগুলো খেয়ে ফেলে। এসময় থানার সামনে ডিউটিরত পুলিশ সদস্য সেখান থেকে কয়েকটি ছাগল আটক করেন।

পরে ওসির নির্দেশে স্টেশনের প্ল্যাটফরম এলাকা থেকে আরও কয়েকটি ছাগল আটক করে থানায় নিয়ে আসা হয়। ওইদিন সন্ধ্যার পর ছাগল মালিকরা থানায় এলে ছাগলগুলো ফিরিয়ে দেওয়া হয়।

got-thana-arrest-newsasia24

আব্দুর রহিম নামের একজন বলেন, ‘আমার চারটি ছাগল আটকে রেখেছিল। আমার প্রতিবেশী ভাগিনাকে ছাগল নিতে পাঠিয়েছিলাম। তবে পুলিশ ছাগল ছাড়াতে প্রথমে ৪০০ টাকা চায়। পরে ৩০০ টাকা দিয়ে ছাগলগুলো নিয়ে আসি। আমাদের ছাগলগুলো যখন থানা থেকে ছাড়িয়ে আনা হয় তখন সেখানে আরও আটটি ছাগল ছিল।’

তিনি আরও বলেন, ‘পরে থানার বাগানে গিয়ে দেখি ৩-৪টি ফুলগাছ খেয়েছে ছাগল। অথচ ছাগল প্রতি ১০০ টাকা করে নিয়েছে পুলিশ। কী হিসেবে নিলেন তা আমাদের জানানো হয়নি।’

আরও পড়ুন: 

জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ছাগলগুলো প্ল্যাটফর্মে মূত্রত্যাগ করার কারণে নানা সমস্যা হয়। এছাড়া রেলওয়ে আইন অনুযায়ী রেলওয়ে সীমানায় গরু-ছাগলের প্রবেশ নিষেধ। অথচ সেখানে ছাগলগুলো ঢুকে ফুলগাছ খেয়ে ফেলে।

জরিমানা বা ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ছাগল ফিরিয়ে দিতে তিনি এবং তার কোনো পুলিশ সদস্য টাকা নেননি। ছাগলগুলো ফিরিয়ে দেওয়ার সময় তাদের বেঁধে পালন করার জন্য বলা হয়।

google-news-channel-newsasia24

ফলো করতে ক্লিক করুন

দাম বেড়েছে ডিম ও মুরগির

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিভিন্ন কাঁচাবাজারে প্রতিটি দোকানেই সাজানো রয়েছে নানান রকমের শীতের সবজি। সরবরাহ বাড়ায় দামও নাগালের মধ্যে রয়েছে। বেশিরভাগ সবজি ৫০ টাকা বা তার কাছাকাছি দরে বিক্রি হচ্ছে।

তবে আবারও আলুর দাম নিয়ে অস্বস্তি। বিশেষ করে নতুন আলুর দাম বাড়তি। দুদিন আগেও যে আলু ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছিল তা এখন বেড়ে (আকারভেদে) ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও মাছের বাজার। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে মুরগির দাম। বাড়তি রয়েছে ডিমের বাজারও।

আরও পড়ুন>>পেঁয়াজের বাজারে আগুন!

বিক্রেতারা বলছেন, বাজার সরবরাহের ওপরে নির্ভর করে দরদাম। আর ক্রেতার অভিযোগ, ভরা মৌসুমেও ৫০ টাকায় শীতের সবজি কেনা মানে সাধারণকে জিম্মি করে বিক্রি করা।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মগবাজার বনলতা মার্কেট, মালিবাগ বাজার, মালিবাগ রেলগেট, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

আরও পড়ুন>>আবার বাড়ল এলপিজির দাম

বাজারগুলোতে শালগম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গ্রীষ্মের সবজি ঝিঙা, চিচিঙা, পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

বাজারে পুরোনো আলু ৫০ টাকায় পাওয়া গেলেও নতুন আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। এখন এসব বাজারে আকারভেদে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

poteto-pp-high-newsasia24এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে আদা-রসুন। দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা, যা সপ্তাহ খানেক আগে ছিল ২০০ থেকে ২২০ টাকা।

আরও পড়ুন>>সোনার নতুন দাম!

চায়না রসুনের কেজি পাওয়া যাচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। এ মানের রসুনের কেজিতে সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে।

বনলতা বাজারের সবজি বিক্রেতা আলী বলেন, এখন শীতের সবজির দাম তুলনামূলক কম রয়েছে। কিন্তু গ্রীষ্মের অনেক সবজি পাওয়া যাচ্ছে যেগুলোর দাম বেশি। পেঁয়াজ-রসুনের দামও গত দুই-তিন দিন একই ধরনের রয়েছে।

আরও পড়ুন>>কিছু সুবিধাভোগী লোকের জন্য বাজারে অস্থিরতা: ডিএমপি কমিশনার

শান্তিনগর বাজারে আসা একজন ক্রেতা বলেন, শীতের সবজি বাজারে আসা মানেই ৩০ টাকার মধ্যেই সবকিছু বেচা-বিক্রি হওয়া। এর ওপর দর নেওয়া মানেই কোনো এক সিন্ডিকেটের কবলে পড়েছে এটাই ধরতে হবে।

google news newsasia24

Follow

শিশু ভ্যান চালককে হত্যা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ায় শিশু চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছিল দুর্বৃত্তরা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আদাবাড়িয়া এলাকার নিখোঁজের ৬ দিন পর শাহিন আলী (১১) নামের এক শিশু ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

koustia-child-murder-newsasia24

আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া এলাকার একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা ভ্যানটি ছিনতাইয়ের জন্য শিশুটিকে হত্যা করেছে বলে ধারণা করছে তার পরিবার ও পুলিশ।

নিহত শাহিন আলী প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের প্রবাসী সাবের আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যেই ভাড়ায় ভ্যান চালাত।

আরও পড়ুন>>গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর বিকেলের দিকে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান (পাখি ভ্যান) নিয়ে বাড়ি থেকে বের হয় শাহিন। তারপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি।

নিখোঁজের পরে তার পরিবার দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। নিখোঁজের ৬ দিন পর রবিবার সকালে আদাবাড়িয়া এলাকার মাঠের মধ্যে একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত শিশুর মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন>>যশোরে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মৃত শাহিনের মা কমলি খাতুন ও নানা নূর ইসলাম বলেন, শাহিন প্রায় বিকেলে তার দাদার পাখি ভ্যান গাড়ি নিয়ে ভাড়া মারতে তেকলা বাজারে যেত।

গত ১১ ডিসেম্বর বিকেলে সে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আমাদের ধারণা কেউ পাখি ভ্যানটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপংকর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই করতে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

google news newsasia24

Follow

জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

আজ (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার সময় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মজুবুল হক।

bangladesh-national-party-newsasia24

জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না তা আজ রবিবার বিকেলে জানাবে বলে সাংবাদিকদের বলেছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক। আজ বেলা ১টার পর দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আরও পড়ুন>>জামায়াতে ইসলামীর মানববন্ধনে পুলিশের আতর্কিত হামলা

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। আরও কয়েক ঘণ্টা সময় নেওয়া হচ্ছে নিজেদের প্রয়োজনে।

আরও পড়ুুুুন>>গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) সূত্র বলছে, জাপা আওয়ামী লীগের কাছে বেশ কিছু আসনে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার চায়। পাশাপাশি জাপা চায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও প্রার্থিতা থেকে সরে দাঁড়াক।

বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে দুই দলের নেতাদের মধ্যে বৈঠক হচ্ছে। তবে বৈঠকের স্থান ও আলোচনার বিষয় গোপন থাকছে।

google news newsasia24

Follow

গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন ।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ১টার দিকে কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

naraingonj-fire-newsasia24

দগ্ধ চারজনের নাম জানা গেছে। তারা হলেন- সুলতান মিয়া, সাহিদা আক্তার, নবী হোসেন ও আলী মিয়া।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই ওই ফ্ল্যাট বাসায় বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই আগুনের বিস্ফোরণ হয়।

ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

‘গ্যাসলাইনের লিকেজ’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

google news newsasia24

Follow

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিস্ফোরণ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। সেখানে পৌঁছে আহত দগ্ধ কাউকে পাওয়া যায়নি।

পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: 

আজ মহান বিজয় দিবস; পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিবস

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ৫২ বছর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়লাভ করে বাংলাদেশ।

এই দিন বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জানান দেয়।

জাতীয় পর্যায়ে এদিন প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাও মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে বীরসন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় থাকবে তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়িবহরের মহড়া।

today-16-december-bangladesh-victory-independent-day-newsasia24

আরও পড়ুন:  যশোরে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াগুলো মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে। ধর্মীয়প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে।

এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, শিশু বিকাশ কেন্দ্রসহ অনুরূপ প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সব শিশুপার্ক ও জাদুঘর বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে।

কাল ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য দেবেন দেশবরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতারা।

আরও পড়ুন: 

১৮ ডিসেম্বর দুপুর আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা হবে। এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা করা হবে।

বিএনপির কর্মসূচি: মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৭টায় ঢাকা থেকে বিএনপির নেতারা স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন নেতাকর্মীরা।

google-news-channel-newsasia24