শিরোনাম

শিরোনাম

অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন।

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী জানিয়েছেন আগামী নির্বাচনে ৩০০ আসনেই তৃণমূল বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

trinumul bnp2

আজ বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভা’য় এ কথা জানান তিনি।

শমসের মুবিন চৌধুরী বলেন, ১৯ সেপ্টেম্বর আমাদের জাতীয় কাউন্সিল হয়।

আজ অসংখ্য নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন।

এটি প্রমাণ করে যে, বাংলার মানুষ একটি নতুন ধরনের রাজনীতি দেখতে চায়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সর্বস্বান্ত হয়ে আজ শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করছে।

তিনি আরও বলেন, সামনে নির্বাচন আসছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আসন্ন নির্বাচনে আমরা প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।

আমরা আশা করি, নির্বাচন কমিশন তার ক্ষমতা যথাযথ প্রয়োগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। জনগণ ভোট দেবে। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না, সেটি লগি-বৈঠা দিয়ে হত্যা হোক কিংবা পেট্রোল বোমা দিয়ে হত্যা হোক।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমি আপনাদের অঙ্গীকার দিতে চাই যে, দলের সব সদস্য হবে এই দলের নেতা।

তৃণমূল বিএনপির কাছে তাদের আসতে হবে না। তৃণমূল বিএনপি যাবে তৃণমূলের কাছে। দলীয় কমিটিসহ সব কিছু কেন্দ্রভিত্তিক হবে।

যারা যোগদান করেছেন : সাবেক জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম, জাপা চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নেত্রকোনার মোহাম্মদ আলী, সাবেক ছাত্রলীগ নেতা সন্তোষ সারমা।

আরও পড়ুন:

এলডিপি থেকে আসা লস্কর হারুনুর রশিদ, সাভারের অ্যাডভোকেট মাহবুব হাসান তুষার, জয়পুরহাটের মাসুদ রেজা, নরসিংদীর নাজমুল শিকদার, শাহাদাত হোসেন, নেত্রকোনার শওকত তালুকদার, শহিদুল ইসলাম, টাঙ্গাইলের শরিফুজ্জামান খান এবং আরও অনেকে।

খোকসায় উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা

নাজমুল হাসান: দারিদ্র দূরীকরণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

khoksa-news-newsasia24 2

আরও পড়ুন:

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হলদার, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা হাবিবুল্লাহ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

অবরোধের শুরুতেই কাভার্ডভ্যানে আগুন!

নিজস্ব প্রতিবেদক: অবরোধের শুরুতেই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের আজ প্রধম দিন।

আগন লাগার ঘটনাটি ঘটেছে বুধবার (৮ নভেম্বর) গাজিপুরের ঢাকা বাইপাস সড়কে নাগরীর গলান এলাকায়।

জানা গেছে, ফ্রেশ কোম্পানির একটি পণ্য পরিবহন করে ঢাকা বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে গলান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা  গাড়িটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

gazipur-cavard-van-fire-newsasia24

আরও পড়ুন: 

পরে, খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে । এ ঘটনায় কাভার্ডভ্যানে থাকা মিস্ত্রী এবং চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন।

অবরোধের প্রথম চিত্র; গাড়ী থাকলেও যাত্রী নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জামায়াতের ডাকা অবরোধের আজ প্রধম দিন। ৪৮ ঘন্টার অবরোধের বাতাস সর্বব্যাপি লাগতে শুরু করছে।

ঢাকার বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে, সকাল থেকে লোকাস বাস, সিএনজি, রাইড শেয়ারিং মোটর সাইকেল স্বাভাবিকভবে চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম।

তবে, ছাড়ছে না দূর পাল্লার বাস। পরিবহন সংশ্লিষ্ট থেকে জানা গেছে, সড়কে গাড়ি থাকলে যাত্রী না থাকার কারনে দূর পাল্লার গাড়ি বন্ধ রয়েছে। তবে, এখন পর্যন্ত দু একটিা পরিবহন দেশের বিভিন্ন অঞ্চলে যেতে দেখা গেছে।

selfi-bus-oborodh-newsasia24

বাসের এক চালক নিউজ এশিয়া২৪ কে জানান, “রাস্তায় ঝুঁকি থাকলেও পেটের দায়ে বের হয়েছি। কোন যাত্রী নাই। বাস কখন ভরবে আর কখন ছাড়বে আল্লাহ’ই জানে। মানুষতো ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু আমাদের তো বউ পোলাপান আছে। আমাদের তো ঘরে বসে থাকলে চলবে না।”

গুলিস্তানে এক যাত্রী নিউজ এশিয়া২৪কে বলেন, আজ দেরি করে বের হয়েছি, ভেবেছিলাম আজ আর গাড়ি পাবো না। কিন্তু বের হয়ে দেখি গাড়ির অভাব নাই।

আরও পড়ুন: 

সকাল ৯টার দিকে টিকাটুলিতে সালাউদ্দিন হাসপাতালের সামনে, গাড়ির যানজট দেখা গেছে।

তবে গাড়ির সংখ্যা থাকলেও যাত্রীর সংখ্যা খুবই কম।

bus-terminal-oborodh-newsasia24

একজন বাস শ্রমিক নিউজ এশিয়া২৪ কে জানিয়েছেন, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও সিলেট দু-একটি বাস চললেও মালিকরা ভরে বাস নামাতে চাচ্ছেন না। অপরদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায়ই বন্ধ।

নেতাকর্মী নিয়ে সুধী সমাবেশে জাহাঙ্গীর আলম

মারুফ সরকার: মেট্রোরেলে উদ্বোধনের মহেন্দ্রক্ষণ উপভোগ এবং সুধী সমাবেশ আরও সাফল্যমণ্ডিত করতে নেতাকর্মীর বহর নিয়ে ঢাকায় এসেছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম সরকার।

কুমিল্লা থেকে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় আসেন তিনি।

metro rail

জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসার পাশাপাশি ঢাকার পরিবহন সেক্টরে ও আমূল পরিবর্তন এনে দিয়েছে।

আজ (৭নভেম্বর) আগারগাঁ থেকে মতিঝিল অংশের উদ্বোধনের মাধ্যমে ঢাকার বড় একটি অংশের নাগরিকরা মেট্রোরেলের সুবিধার আওতায় আসবে।

এই উদ্বোধনের দিন আমাদের জন্য একটি উৎসবের উপলক্ষ। এই উপলক্ষকে আরও রাঙিয়ে দিতে আমরা এখানে হাজির হয়েছি।

ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন:

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার ক্রীড়া সম্পাদক, আবাহনী ক্রীড়া চক্রে সাধারণ সম্পাদক এবং ১৯৮৫ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ছাড়া ২৭ র্বছর ধরে তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সরকার শিক্ষার সব পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নতুন কারিকুলামে খেলাধুলাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, সরকার শিক্ষার সব পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে।

shikha montri

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

নতুন কারিকুলামে খেলাধুলাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানুষ বিকাশ হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রীড়ায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

পঞ্চম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা এবং একাদশ শ্রেণী হতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক দুই হাজার টাকাকরে বছরে ২৪ হাজার টাকা, এক হাজার ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে সর্বমোট এক কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়াবিদরা দেশের জন্য খেলেন। তারা জীবনের খুব সীমিত সময়ই এই খেলাধুলায় নিয়োজিত থাকেন।

আরও পড়ুন:

অনেক সময় দেখা যায় তারা যখন খেলা থেকে অবসর নেন বা তারা যখন অসুস্থ হয়ে যান তখন তারা খুব খারাপ সময় কাটান।

সরকার তাদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে। তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বায়ুদূষণে বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দিল্লির পর বায়ুদূষণে নাকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।

ভারতের দিল্লির মতো এবার বায়ুদূষণের কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।

এমন পরিস্থিতিতে পাঞ্জাবে চার দিনের ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পাঞ্জাবের প্রধান নির্বাহী জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ছুটি পালন শুরু হবে। এতে দূষণের পরিমাণ কমতে পারে।

এয়ার কোয়াটি ইনডেক্সর তালিকায় সবথেকে বেশি স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাবের রাজধানী লাহর।

আরও পড়ুন:

অতিরিক্ত দূষণের কারণে সেখানের স্কোর ৩৭৭। অন্যদিকে ৩৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

প্রতিবছরই দীপাবলির সময় দূষণে ঢাকে দিল্লি। নভেম্বর মাস পড়তে না পড়তেই দূষণ শরু হয়।

বিএনপি নেতারা ‘কাপুরুষ’

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপি নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ওবায়দুল কাদের।

৭ নভেম্বরকে বিএনপির ‘উত্থান দিবস’ দাবি করে নিজেদের এই জাতীয় দিবসে কর্মসূচি স্থগিত করায় বিএনপি নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

kapurosh akkha

ওবায়দুল কাদের বলেন, এই কর্মসূচি স্থগিতের মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেল।

আজ ৭ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’র আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ ৭ নভেম্বর বিএনপির জাতীয় দিবস। এদিন তাদের উত্থানের দিন।

বিএনপির জাতীয় দিবসে কর্মসূচি স্থগিত করায়ওবায়দুল কাদের বলেন , তাদের মত ভীতু কাপুরুষ হয়? এই কাপুরুষদের রাজনীতি করা মানায়?

বিএনপির আন্দোলনের সাহস এখানেই তো দেখা গেল। তাদের দল কেন করবে মানুষ?

আজ ৭ নভেম্বর দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি।

তবে সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এ বছর দিবসটি ঘিরে দলীয় সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

আজ ৭ নভেম্বরের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, এদিন আমরা মুক্তিযোদ্ধা হত্যার দিন পালন করি, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রক্তাক্ত কলঙ্কজনক দিনগুলোর একটি ৭ নভেম্বর।

এদিন সিপাহী জনতার অভ্যুত্থানের নামে কর্নেল তাহের ক্যান্টনমেন্টে বন্দি জিয়াউর রহমানকে উদ্ধার করে। ফলাফলে জিয়া কর্নেল তাহেরকে হত্যা করে।

তিনি বলেন, জিয়ার উত্তরসূরিরা আজও বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বহন করে চলেছে। বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করেছে।

খালেদা-তারেক আগুন সন্ত্রাসের সূচনা করেছে। তারা সারাদেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। এখন কোথায় তারা? তাদের বাড়াবাড়ি কই গেল?

২৮ অক্টোবরের ঘটনার ব্যঙ্গ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর যখন দেখলো ঘটনা খারাপ, মির্জা ফখরুল লাফ দিয়ে নিচে নেমে গেল।

এদিক-ওদিক তাকায়, কাউকে পায় না। বেচারা দিশেহারা হয়ে দৌড় দিয়েছে।

এ দৌড় ডেমরার সালাহ উদ্দিনকে (২০০৬ সালের ৫ মে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের দৌড়কাণ্ড) হার মানিয়েছিল।

আরও পড়ুন:

পরে কয়েকজন মির্জা ফখরুলকে ধরে এনেছে। মাইক বন্ধ, হ্যান্ড মাইকে কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি বলেছিল, শেখ হাসিনা পালাচ্ছেন।

অথচ, আপনারা কে কোথায় এখন? কেউ কারাগারে। কেউ পালিয়েছেন। শেখ হাসিনাকে হটাবেন? শেখ হাসিনাকে হটাতে গেলে আপনারাই হটে যাবেন।

বেতন বাড়লো পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। এটি ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

জানা গেছে, পোশাক শ্রমিকদের বেতন বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। যা পূর্বের তুলনায় ৫৬ দশমিক ২৫ শতাংশ।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ মজুরি ঘোষণা করেন ।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের ১ তারিখ হতে নতুন মজুরি কার্যকর হবে।

garments-emplye-newsasia24
ফাইল ছবি
আরও পড়ুন:

উল্লেখ্য, সর্বশেস ২০১৮ সালে পোশাক শ্রমিকদের বেতন নির্ধারন করা হযেছিল। সেসময় তাদের বেতন ছিল ৮ হাজার।

সেই তুলনায় তাদের বেতন বেড়েছে ৪ হাজা ৫০০ টাকা।

ময়মনসিংহে ভয়াবহ বাস দূর্ঘটনা; নিহত ৫,আহত ৪০

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ভয়াবহ বাস দূর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৪০ জন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে শিকারিকান্দা এলাকায় ।

moymonsingh-bus-accident-dead-fayaz-5-newsasia24

জানা গেছে, ঢাকা থেকে ফায়াজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস শেরপুর যাচ্ছিল। পথে ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বাসটি।

এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি বিলবোর্ডে ধাক্কা দেয়। ফলে বিলবোর্ডটি ভেঙে বাসটির উপরে পরে। ঘটনাস্থলেই বাসটির চালকসহ ৫ জন মারা যান।

আরও পড়ুন: 

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে জানা গেছে, হাসপাতালে এই পর্যন্ত ৪০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।

বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।