শিরোনাম

সারাদেশ

রাজধানীতে চলন্ত বাসে আগুন!

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীতে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানী গুলিস্তানের ষ্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আাসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তালহা বিন জসিম জানন, শনিবার রাত ১০ টার দিকে আগুল লাগার খবর আমারা জানতে পারি। পরিবহনটির নাম মঞ্জিল পরিবহন।

gulistan-bus-fire-newsasia24

আরও পড়ুন: 

এছাড়াও জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও যাত্রাবাড়ী এলাকায় তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে উপরোক্ত কোন ঘটনায়ই হতাহতের খবর পাওয়া যায় নি।

গাজীপুরে শিশু বন্ধক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শিশুকে বন্ধক রেখে ক্লিনিকের বিল পরিশোধ করলেন মা।

গাজীপুরের শ্রীপুরে ক্লিনিকের বিল পরিশোধ করার জন্য শিশুকে একটি পরিবারের কাছে বন্ধক রাখেন মা।

১৫ দিন পর ওই পরিবারকে ব্যবসায়ী আকরাম হোসেন বাদশার সহায়তায় টাকা পরিশোধ করলে শিশুটি মায়ের কোলে ফিরিয়ে দেয়।

shisu bondokআজ শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

শিশু সন্তানকে কোলে পেয়ে মায়ের বাঁধ ভাঙা আনন্দে সবার মুখে শান্তি দেখা যায়।

পিতৃহীন শিশুটির সংসার চালানোর জন্য শিশুর নানাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন ওই ব্যবসায়ী।

গত ১৯ অক্টোবার ময়মনসিংহের চরপাড়া এলাকার স্বাধীন নার্সিংহোমে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শিরিন আক্তার।

পরে সিজারের বিল পরিশোধ না করতে পেরে একটি পরিবারে শিশুকে বন্ধক দিয়ে ক্লিনিকের বিল পরিশোধ করেন।

পরে বন্ধকের টাকা ফেরত দিয়ে শিশুকে ফেরত চাইলে বন্ধক নেওয়া পরিবার শিশুকে ফিরিয়ে দিতে অস্বীকার করেন।

পরে শিশুর পরিবার বিভিন্ন মানুষের কাছে সহায়তা চায় শিশুকে ফিরে পেতে।

পরে ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা এগিয়ে আসেন শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিতে।

আজ দুপুরে ফরিদপুর গ্রামে নবজাতককে দেখতে যান ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা।

তিনি তার পরিবারের সাথে কথা বলেন এবং তাদের আরও সহায়তার আশ্বাস দেন এ ব্যবসায়ী।

শিশুটির মা জানান ময়মনসিংহের হালুয়াঘাটের মনিকুরা গ্রামে তার স্বামীর বাড়ি।

স্বামীর সাথে ছাড়াছাড়ি হলে সে মা-বাবার সাথে শ্রীপুরের ফরিদপুর গ্রামে ভাড়া থাকেন।

শিরিন আক্তারের দেড় বছর বয়সী আরও একজন পুত্র সন্তান আছে বলেও তিনি জানিয়েছেন।

সন্তানকে ফিরে পেয়ে শিরিন আক্তার ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা ও উপজেলা প্রশাসনের কছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন:

গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী আকরাম হোসেন বাদশার সহযোগিতায় শিশুটি তার মায়ে কোলে ফিরেছেন এটা খুবই আনন্দের।

আকরাম হোসেন বলেন, নবজাতককে দত্তক দিয়ে ক্লিনেকে বিল পরিশোধ করা এটা খুবই দুঃখের।বিষয়টি আমাকে কাঁদিয়েছে।

পরে আমি ও আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অনেকের সহযোগিতায় শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

খোকসায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি

নাজমুল হাসান: কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি করেছেন খোকসা থানার সর্বস্তরের জনসাধারণ।

খোকসাবাসীর স্বপ্ন ছিলো ট্রেনে করে ঢাকায় যাওয়ার। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করবে সেই স্বপ্ন পুরণ হয়েছে এই থানার মানুষের। ট্রেন চালুর আনন্দের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে খোকসাবাসীর।

khoksha station

চলতি মাসের ২ তারিখ থেকে খোকসার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা ও খুলনা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামে ২ টি ট্রেন চলাচল শুরু হয়েছে।

কিন্তু ট্রেন ২ টির খোকসাতে কোনো স্টপেজ রাখা হয়নি। ফলে আশাহত হয়েছে স্থানীয়রা। কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং রাজবাড়ী স্টেশনে স্টপেজ থাকলেও এই ২টি স্টেশনের দূরত্ব আনুমানিক ৬৫ কিলোমিটার।

সেজন্য খোকসা স্টেশনে একটি স্টপেজ থাকলে তা সবার জন্য সুবিধাজনক হতো।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, রেলপথে খোকসা থেকে কুষ্টিয়ার দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাজবাড়ীর দূরত্ব ৪০ কিলোমিটার। এ সমস্ত দিক বিবেচনায় খোকসাতে অবশ্যই স্টপেজ প্রদান করা উচিত বলে দাবি করেন এই অঞ্চলের সবাই।

আরও পড়ুন:

খোকসাতে স্টপেজ রাখা হলে খোকসা ও অন্যান্য থানার মানুষের ঢাকার সাথে যোগাযোগ সুবিধাসহ ব্যবসাবাণিজ্যর প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের খোকসা রেলওয়ে স্টেশনে স্টপেজ প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খোকসা থানার্র সর্বস্তরের জনগণ।

সাভারে দূরপাল্লার বাসে পেট্রোল বোমা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাভারে ১০ থেকে ১২ জন দূরপাল্লার বাসে পেট্রোল বোমা মেরেছে । ফলে সাথে সাথে রিমি পরিবহন নামক বাসটিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

সাভারের বলিয়াপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

savar-rimi-poribahan-bus-fair-newsasia24 2

আজ বুধবার (০১ নভেম্বর) সাভোরের বালিয়াপুরে সকাল ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: 

জানা গেছে, এ বাসটি ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করতো। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফয়ার সার্ভিস থেকে জানা গেছে, ১০ থেকে ১২ জন লোক সকালে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। ফলে বাসটিতে আগুন ধরে যায়।

আজ ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮৭ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ জনে।

newsasia24

মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭৮৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৩ জন।

আরও পড়ুন:

কি?ঢাকার বাইরের এক হাজার ৩৭৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন, ঢাকার বাইরের ছয়জন।

এই বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭১ হাজার ১৭৫ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ১৬০ জন আর ঢাকার বাইরের এক লাখ ৭২ হাজার ৬ জন।

সারাদেশে তিন দিনের অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা জামায়াতের

সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (৩০ অক্টোবর) দলটির পক্ষ থেকে জানানো হয়, ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করবে তারা।

jamath islami

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন,সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান করেছেন।

আরও জানান, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেপ্তার করে।

বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে।

পুলিশের টিয়ার গ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ চারজন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন:

সমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারাদেশে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও জানান, সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব রাজনৈতিক নেতা ও আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হলো।

বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত; আহত আরও ৪১ পুলিশ সদস্য

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে তিনি মারা যান। তবে তার নাম পরিচয় এখনও জানা যায় নি।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ৪ টার দিকে মারা যান তিনি।

ঢাকায় কয়েক দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন:

kakrail-police-dead-newsasia24 2

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, বিএনপির নেতাকর্মীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে তারা।

কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা। কুষ্টিয়ার বটতৈল এলাকার কবুরহাটে চলছে এ খেলা। মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে এ খেলা। এ খেলাটির আয়োজন করেছে আপডেট কুষ্টিয়া নামে একটি ফেসবুক গ্রুপ।

এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

lathikhela-newsasia24-kushtia
ছবি সংগ্রহীত

গতকাল খেলাটি পরিচালনা করেছেন, লাঠিয়াল ওস্তাদ জানার আলী ও ঢুলি রাজা মিয়া। এতে ১২টি দলের ৮২ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন।

লাঠিখেলার ওস্তাদ জানার আলী জানান, প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন এলাকায় তারা লাঠিখেলা করে থাকেন। তবে এ খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব ও অসহায়। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন।

তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এ খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারবেন বলে আশাবাদী।

আরও পড়ুন: 

খেলার আয়োজক অর্পণ মাহমুদ জানান, পঞ্চমবারের মতো এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমানকাল ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একসময় বিনোদনের খোরাক জুগিয়েছে এ লাঠিখেলা। কিন্তু কালের বির্বতণে মানুষ আজ ভুলতে বসেছে এ খেলাটি। তবুও বিনোদনপ্রেমী মানুষের বিনোদনের খোরাক যোগাতেই এ লাঠিখেলার আয়োজন।

এবারের লাঠিখেলায় অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের খেলোয়াড়রা। খেলাটি চলবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।

কক্সবাজারে হামুনের আঘাতে নিহত-৩

নিউজিএশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে হামুনের আঘাতে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরপরই কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন।

tornedo-hamun-newsasia24 1

জানা গেছে, বাড়ির দেয়াল ধসে আবদুল খালেক (৩৮) নিহত হয়েছেন।

অপরদিকে মহেশখালীর মুন্সির ডেইল গ্রামে গাছচাপায় হারাধন এবং চকরিয়ার বদরখালীতে আসকর আলী নিহত হন।

আরও পড়ুন: 

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় হামুন গতিপথ পরিবর্তন করেছে। ফলে এটি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ক্রমে ধাবিত হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই স্থায়িত্ব ছিল প্রায় দুই ঘণ্টা। এটি গড়ে ১০০ কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝর হামুনের সর্ব্বোচ্চ গতিবেগ ছিল ১৪৮ কিলোমিটার।

বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: চাচাতো বোনের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

আজ ( ১৮ অক্টোবর) সকালে কুষ্টিয়ার কুমারখালীতে চাচাতো বোনের শ্বশুরবাড়ির উঠান থেকে স্বপন আলী (২৭) নামে এক যুবকের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুমারখালীর জালাল মোড় এলাকার আসাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

kumarkhali-thana-newsasia24

নিহত স্বপন আলী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে।

তিনি একজন গাড়িচালক ছিলেন।

নিহত স্বজনদের অভিযোগ, স্বপনকে তার চাচাতো বোনের শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে উঠানে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

আরও পড়ুন:

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ বিষয়ে কুমারখালী থানার (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চাচাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আসাদের বাড়ির উঠান থেকে স্মবপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত স্বপনের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে।