শিরোনাম

সারাদেশ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সূর্য্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস শিবচরের সূর্যনগর এলাকায় সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই বাস দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে আরও একজন মারা গেছেন।

আরও পড়ুন:

তবে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল তিনজন নিহতের খবর জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। আর আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

google-news-channel-newsasia24

Follow

ময়মনসিংহে তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রাকে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন মাহিন্দ্রায় থাকা আরও তিন যাত্রী। তাদের মধ্যে এজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের মোতালেবের ছেলে রবিন মিয়া (২০) ও গৌরীপুর উপজেলার মৃত আমীর উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৬০)।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, রহমতগঞ্জ বাজারে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রাকে পেছনে থেকে ধাক্কা দেয় তেলবাহী একটি ট্রাক। এ সময় মাহিন্দ্রার যাত্রীরা মহাসড়কে পড়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।

চালক আকাশ, যাত্রী রবিন ও শাহিনা পারভীনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রবিন মিয়ার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা লাশ নেওয়ার জন্য এসেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google-news-channel-newsasia24

Follow

মায়ের লাশ দেখতে এসে নিজেই লাশ হলেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা শাহ আলম (৬২)। থাকেন ইতালি। মায়ের মৃত্যুর খবরে দেশে এসে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।

তবে বাড়ি ফিরে শেষবারের মতো মায়ের মুখটি আর দেখা হয়নি শাহ আলমের। তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনিও। ট্রাকের সঙ্গে তাকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলমসহ আরও একজন নিহত হন।

নিহত শাহ আলম ব্রাহ্মণবাড়িয়ার শাজাহান মেম্বারের ছেলে। অপরজন তার ছোট বোনজামাই সেলিম মিয়া (৪৫)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মায়ের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসেন শাহ আলম।

আরও পড়ুুুুন>>টাঙ্গাইলে গরুভর্তি পিকআপের চাপায় মৃত্যু দাখিল পরীক্ষার্থী

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোনজামাই সেলিম ও ভাগনে সাব্বির সকালে একটি নোহা মাইক্রোবাস নিয়ে বিমানবন্দরে যান। সেখান থেকে শাহ আলমকে নিয়ে তারা ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন>>কুড়িগ্রামে গলায় ফাঁস দিলেন ঋণগ্রস্ত প্রধান শিক্ষক!

এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে বেঁচে যাওয়া নিহতের ভাগনে সাজেদুর রহমান সাব্বির বলেন, ‘বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আমার নানু মারা যায়। আজ দুপুরে তার জানাজা ছিল।

আরও পড়ুুুুন>>গরু জবাইয়ের ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

খবর পেয়ে রাতের ফ্লাইটে দেশে আসেন মামা শাহ আলম। তাকে নিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।’

নিহতের ভাতিজা বায়জিদ বলেন, ‘দাদিকে দেখতে দেশে এসেছিলেন চাচা। কিন্তু দাদিকে শেষবারের মতো আর দেখতে পারলেন না। অতৃপ্ত বাসনা নিয়ে চাচাকে পৃথিবী ছাড়তে হলো।’

google-news-channel-newsasia24

Follow

টাঙ্গাইলে গরুভর্তি পিকআপের চাপায় মৃত্যু দাখিল পরীক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গরুভর্তি পিকআপের চাপায় হাফেজ রায়হান মিয়া (১৯) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। তিনি এবছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলেন।

পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবা হাবিবুর রহমানের সাথে মোটরসাইকেলযোগে পরীক্ষা দিতে আসছিলেন এবং তার বাবা বাশতৈল কেন্দ্রে এসএসসি পরীক্ষার ডিউটি ছিল।

আরও পড়ুন:

পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় একটি গরুভর্তি পিকআপ রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় রায়হানের বাবা আহত হন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

google-news-channel-newsasia24

Follow

কুড়িগ্রামে গলায় ফাঁস দিলেন ঋণগ্রস্ত প্রধান শিক্ষক!

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক ।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজ তান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

আরও পড়ুন:

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি এটি একটি আত্মহত্যা। তার পরেও আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google-news-channel-newsasia24

Follow

আওয়ামী লীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মী মুন্নি আকতার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ধুনট সদরের টাওয়ারপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মুন্নি আকতার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের মেয়ে এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ধুনট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি আকতারের ডিভোর্সের পর ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এরপর গত এক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার সৌদিপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়।

আরও পড়ুন>>মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

তার স্বামী বিদেশ যাওয়ার পর গত ৪ মাস আগে মুন্নি আকতার ধুনট সদরের টাওয়ারপট্টি এলাকার শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর দ্বিতল ভবনের একটি ইউনিট ভাড়া নিয়ে মেয়ের সঙ্গে বসবাস করে আসছিলেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে ওই ভাড়া বাসার পাশেরই একটি ভবনের ছাদ থেকে প্রতিবেশীরা জানালা দিয়ে মুন্নির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙে মুন্নির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন>>ভিক্ষা করে জমি কিনে দোতালা বাড়ি, মোটা অঙ্কের টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট!

ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান জানান, মুন্নির কোনো পদবি না থাকলেও সে মহিলা আওয়ামী লীগের একজন কর্মী ছিল।

ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

google-news-channel-newsasia24

Follow

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

ঢাকা প্রতিনিধি: রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে….

আরও পড়ুন:

google-news-channel-newsasia24

Follow

গরু জবাইয়ের ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে এনে সাবেক স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় রওশন মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ৪ ঘণ্টার মধ্যে রওশনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শহিদুল ইসলাম সোহাগ জানান, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রুনাকে বাড়িতে ডেকে আনেন রওশন মিয়া। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে গরু জবাইয়ের ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যান রওশন। পরে নৌকায় ব্রাক্ষণবাড়িয়া পালানোর সময় হাজীপুরের মেঘনা নদীর বেঙ্গল ঘাট এলাকা থেকে পুলিশ রওশনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

গ্রেপ্তারের পর রওশন পুলিশের কাছে সাবেক স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রুনার ভাই সাহাউদ্দিন গ্রেপ্তার রওশন মিয়াকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার রাত ৮টার দিকে নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে স্ত্রী রুনা বেগমকে (৪৫) হত্যা করা হয়। রুনা বেগম শহরের বেপারীপাড়া এলাকার করিম মিয়ার মেয়ে।

google-news-channel-newsasia24

Follow

শিক্ষককে বালিচাপা, প্রেমিকাসহ আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে বালু চাপা দেওয়া হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পরকীয়া প্রেমিকা ও তার স্বামীসহ তিনজনকে আটক করে পুলিশ।

নিহত আব্দুল হক (৫৮) উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার বাসিন্দা এবং পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সারপলশিয়া এলাকায় অভিযুক্ত জাহানারা ওরফে জয়নব বেগমের ঘরের পাশে বালির নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন>>ময়মনসিংহে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

আটককৃতরা হলেন সারপলশিয়া এলাকার পরকীয়া প্রেমিকা জাহানারা বেগম (৩৮), তার স্বামী আব্দুল বারেক (৪৮), এবং একই এলাকার সবুরের ছেলে ফারুক (২৫)। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে জাহানারা ওরফে জয়নব বেগমের সাথে শিক্ষক আব্দুল হকের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসময় তারা দুজন মিলে এলাকায় সুদের ব্যবসা করত। এর মধ্যে বেশ কিছু টাকা পেত ওই শিক্ষক।

আরও পড়ুন>>সিলেটে বাসচাপায় পুলিশের ডিসি-এডিসিসহ আহত ৬

তাদের সম্পর্কের কথা জয়নবের স্বামী ও তার পরিবার জেনে যাওয়ায় পরিকল্পিতভাবে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে ওই শিক্ষকের কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর জানতে পারেন সুদ কারবারি পার্টনার জয়নব বেগমের বাড়িতে খোঁজ নিতে গেলে ঢুকতে দেওয়া হয়নি।

পরে পুলিশের সহায়তায় জয়নবের বাড়িতে গিয়ে বালির নিচ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন>>বেনাপোল এক্সপ্রেসে আগুন, রাজবাড়ীর নিখোঁজ ৩ যাত্রীর মরদেহ শনাক্ত

ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, শিক্ষক নিখোঁজের ঘটনায় তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। পরে তাদের সঙ্গে নিয়ে জাহানারা ওরফে জয়নবের বাড়িতে গিয়ে বালির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হত্যার ঘটনায় জয়নব, তার স্বামী এবং এক সহযোগীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে।

google-news-channel-newsasia24

Follow

ময়মনসিংহে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গেলে শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

google-news-channel-newsasia24

Follow