শিরোনাম

আন্তর্জাতিক

পানি খেয়েই জীবিত আছেন ৫০ বছর

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভিয়েতনামের নাগরিক বুই তি লোই পানি খেয়েই জীবিত আছেন ৫০ বছর । শক্ত কোনো খাবারই খেতে পারেন না তিনি। এজন্য শুধু পানি খেয়েই পার করেছেন ৫০ বছর। শুনতে খানিকটা অবাক লাগলেও এটি সত্যি।

veatnam-women-50-years-life-deal-in-water2-newsasia24

বর্তমানে বুই তি লোইয়ের বয়স ৭৫ বছর। ঘটনার শুরু ১৯৬৩ সালে, যুদ্ধের সময়। খারাপ আবহাওয়ার মধ্যে অন্য নারীদের সঙ্গে পাহাড়ে উঠছিলেন তিনি। তখনই শুরু হয় বজ্রপাত। বজ্রপাতের কারনে জ্ঞান হারান বুই তি লোই। জ্ঞান ফিরলেও বজ্রপাতের ভয়ংকর মানসিক ট্রমা থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই।

তখন শক্ত কোনো খাবারই খেতে পারছিলেন না তিনি। তখন তার সঙ্গীরা মিষ্টি পানীয় খাওয়াতে শুরু করেন বুই তি লোইকে। যা ম্যাজিকের মতো কাজ করে। সুস্থ হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন>> ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

তবে কিছুতেই শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না। সেই শুরু আজব কাণ্ডের। আর কখনো শক্ত খাবার খাননি বলেই দাবি ভিয়েতনামের ৭৫ বছরের বৃদ্ধার।

google news newsasia24

Follow

১৯৭০ সাল থেকে তিনি শক্ত খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন। নরম পানীয়ে চিনি থাকে, সেই থেকেই নারীর শরীরে শক্তির সঞ্চার হয়। তিনি দাবি করেছেন, এতদিন পরেও শক্ত খাবারের গন্ধে বমি পায় তার। এতে দারুণ সুবিধাও হয়েছে। বাড়িতে রান্নাঘর থাকলেও রান্নার পাট নেই। শুধু ফ্রিজ ভর্তি পানি ও ঠান্ডা পানীয় থরে থরে সাজানো।

আরও পড়ুন:

ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে গতি কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ১৭ জন আরোহী সামান্য আহত হয়েছেন।

রবিবার (১০ ডিসেম্বর) রাতে দেশটির বোলোগনা ও রিমিনি শহরের মধ্যকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

Etali-train-accident-newsasia24

ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামঝি একটি উচ্চগতির ট্রেন এবং একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

তবে জাতীয় ট্রেন অপারেটর ট্রেনইটালিয়ার এক মুখপাত্র বলেছেন, আহতরা ‘সামান্য আঘাত’ পেয়েছেন, বেশিরভাগই কাঁটাছেঁড়ার মতো ক্ষত। তিনি জানান, এটি খুবই কম গতির সংঘর্ষ ছিল। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

ফায়ার সার্ভিসের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে উচ্চগতির ট্রেনের মাথা দুমড়েমুচড়ে গেলেও আঞ্চলিক ট্রেনটি অক্ষত রয়েছে।

ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি জানিয়েছেন, তিনি ঘটনাটির ওপর নজর রাখছেন। কী ঘটেছে সে বিষয়ে আরও তথ্য এবং দায়ীদের সম্পর্কে জানতে চেয়েছেন সালভিনি।

google news newsasia24

Follow

এই ঘটনার মাত্র তিন মাস আগেই ইতালিতে ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলওয়ে কর্মী প্রাণ হারিয়েছিলেন। গত ৩১ আগস্ট রাতে মিলান-তুরিন রেললাইনে সংস্কার কাজের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

আরও পড়ুন:

সহপাঠীদের গুলি করে আত্মহত্যা করেছে ১৪ বছরের ছাত্রী

নিউজিএশিয়া২৪ ডেস্ক: রাশিয়ার একটি স্কুলে গুলি চালিয়েছে ঐ স্কুলের ১৪ বছরের এক ছাত্রী। এতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসম্বের) স্থানীয় সময় দুপুরের দিকে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলের ব্রায়ানস্কের একটি স্কুলে এ ঘটনাটি ঘটেছে।

আহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রিয়া নভোস্তির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার সময় একটি শ্রেণীকক্ষে শিশুরা দরজার পেছনে লুকিয়ে রয়েছে। টেবিল ও চেয়ার দিয়ে দরজাটিকে আটকে দেয়া হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ১৪ বছর বয়সী মেয়েটি স্কুলে একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে এসেছিল। পরে সে তার সহপাঠীদের উপর গুলি করতে থাকে।

আরআইএ আরও জানিয়েছে, মেয়েটির বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন: 

উল্লেখ্য, রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি স্কুলে এধরনের ঘটনা ঘটেছে।

২০২২ সালের সেপ্টেম্বর, একজন বন্দুকধারী মধ্য রাশিয়ার একটি স্কুলে গুলি চালায়, এতে ১৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়। পরে নিজেকে গুলিকে করে আত্মহত্যা করেন।

২০২২ সালের এপ্রিল, এক ব্যক্তি মধ্য রাশিয়ার একটি কিন্ডারগার্টেনে দুই শিশুসহ এক স্টাফকে হত্যা করেছিল।

২০২১ সালের মে , এক ব্যক্তি রাশিয়ার কাজানে তার প্রাক্তন উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর গুলি চালায়, সাত শিশুসহ নয়জনকে হত্যা করে।

২০১৮ সালে, রাশিয়ান-অধিকৃত ক্রিমিয়ায় ১৮ বছর বয়সী একজন ছাত্র একটি কলেজে গুলি চালিয়ে ২০ জনকে হত্যা করেছিল।

google news newsasia24

ফলো করুন

ভারতে বিমান বিধ্বস্ত : নিহত২

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

আজ সোমবার(৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে তেলেঙ্গানার মেদাকে। এর মধ্যে একজন প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী।

india-plane-acccident-newsasia24

বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি হায়দরাবাদের বিমানবাহিনী একাডেমি থেকে উড্ডয়ন করে।

এক্সে ভারতের বিমানবাহিনী লিখেছে, পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান সোমবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় নিয়মিত প্রশিক্ষণে ছিল এটি। এতে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে মারা গেছেন।

google news newsasia24

পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান একটি এক ইঞ্জিনবিশিষ্ট বিমান। বিমানবাহিনীর পাইলটরা এর মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। আদালতের মাধ্যমে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিমানবাহিনী। নিহত দুই পাইলটের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন:

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কম ৪৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে কম ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

জাতীয় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছেন।

তানজানিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে ।

tanzania-floods-dead-47-injuris-80-newsasia24 2

দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

google news newsasia24

গত মাসে তানজানিয়ায়, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।

 

তানজানিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এদিকে চলতি মাসে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আরও পড়ুন: 

যুদ্ধ বিরতির পর আবারও গাজায় হামলা, নিহত: ‍১৭৮

নিউজ এশিয়া২৪ ডেস্ক: যুদ্ধ বিরতির পর ইসরায়েলির হামলায় গাজায় প্রথম দিনে নিহত হয়েছেন মোট ১৭৮ জন ফিলিস্তিনি।

৬দিন যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল ও বিমান বাহিনী অভিযান শুরুর প্রথম দিনে সেখানে নিহত হয়েছেন মোট ১৭৮ জন ফিলিস্তিনি । উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন এএফপি।

israil-filistini-yodh-gap-hamla-die-176-newsasia24

গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে হামাস।

সেই বিরতি শেষ হয় শুক্রবার ভোরে উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শুরুর মধ্যে দিয়ে।শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

আইডিএফ জানায়, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলা হয়েছে।

এই ঘটনার পর পরই এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেন আইডিএফ।

গাজার হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকার অন্তত ১০০টি স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বিমানবাহিনী।

আরও পড়ুন>>টুইটারে হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

আরও পড়ুন>>১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

google news newsasia24

স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করল অভিজিৎ।

নারীর ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে তরুণীর নগ্ন ছবি আদায়। পরে সেই সব ছবি হাতিয়ার করে ব্ল্যাকমেলের চেষ্টা। কিন্তু শেষ রক্ষা করতে পরলো না। টাকা নেওয়ার সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত।

husbend-wife-picture-bluckmail-newsasia24জানা গেছে, ওই তরুণী ভারতের সিউড়ির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর স্ত্রী। কয়েক বছর আগে অভিজিৎ দাসের (২৩) সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয় তার।

পুলিশের দাবি, অভিজিৎ তিনটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। তার একটির নাম অর্পিতা সরকার।

অর্পিতার সঙ্গে ওই ব্যবসায়ীর স্ত্রীর তিন বছরের আলাপ। এ সময় দুজনের মধ্যে নগ্ন ছবি আদানপ্রদান হয়। সেগুলো রেকর্ড করে রাখে অভিজিৎ।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিজিৎ দুই দিন আগে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে পাঁচ লাখ রুপি দাবি করেন। টাকা না দিলে নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকিও দেন।

নমুনা হিসাবে অর্পিতার মেসেঞ্জার থেকে কিছু নগ্ন ছবি ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন অভিজিৎ। জানাজানি যাতে না হয় তাই দুই লাখ রুপি দিতে রাজি হন ব্যবসায়ী।

এরপর থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। পুলিশ অভিযুক্তের বাড়িতে তদন্তে যায়। এর জের ধরে আবারও টাকা চেয়ে বসেন অভিজিৎ।

আরও পড়ুন:

দুপুরে একটি ঠিকানায় টাকা নিয়ে হাজির হতে বলেন। পরে ঠিকানা পাল্টে সিউড়ির বাইরে তসরকাটার জঙ্গলে টাকা নিয়ে হাজির হতে বলেন।

পুলিশ তাকে ধরতে ফাঁদ পাতে। সাদা পোশাকে জঙ্গলের চারিদিকে আত্মগোপন করে ছিল তারা। ব্যবসায়ী ওই জঙ্গলে পৌঁছালে যুবক মোটরসাইকেলে করে টাকা নিতে আসে। পুলিশ তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে। সাইবার অপরাধের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

google news newsasia24

পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

নিউজ এশিয়া২৪ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া নামক প্রদেশের সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) নারী সন্ত্রাসীদের একটি তালিকা প্রকাশ করেছে।

এ সকল নারী সন্ত্রাসীরা ২০১৪ সাল থেকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।pakisthan-51-nari-sontras-list-prokash-newsasia24

এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, অপহরণ ও হত্যার মতো অভিযোগ । সিটিডি তাদের গ্রেপ্তারের বিষয়ে সাহায্য চেয়েছে।

তালিকা অনুযায়ী ৩০ জন নারী সন্ত্রাস কর্মকান্ডে জড়িত , ১৩ জন অপহরণে সঙ্গে জড়িত, দুইজন চাঁদাবাজিতে এবং তিনজন করে টার্গেট কিলিং ও সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে জড়িত।

আরও পড়ুন:

সিটিডির ডিআইজি ইমরান শহীদ বলেন, নারী অপরাধীদের সঙ্গে কোনো সূত্র জড়িত না থাকায় গোয়েন্দা সংস্থা তাদের গ্রেপ্তারে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

এসব নারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে। কয়েকটি মামলা বিভিন্ন আদালতে প্রক্রিয়াধীন।

google news newsasia24

টুইটারে হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টুইটারে ডেভিন হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তার বন্ধু আচমকা হোমসের মাথায় গুলি করেন।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ৪টায় ‍ ‍”ডিমনেস” নামক এক আইডিতে ভিডিও টি পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কিং করা একটি গাড়িতে হোমসের একজন ছেলে বন্ধু এবং একজন মেয়েবন্ধু আড্ডা দিচ্ছেন। এমন সময় গাড়িতে থাকা হোমসের পিস্তলটি দিয়ে হাসাহাসি করতে করতে পিস্তলটি লোড করে মেয়েবন্ধুটি হোমসকে ভয় দেখায়। কিন্তু এতেই কাল হয়ে দাঁড়ায় হোমসের।

এক পর্যায়ে মেয়ে বন্ধুটির হাত থেকে অনিচ্ছাকৃতভাবে ট্রিগারে চাপ লাগে এবং গুলি সরাসরি হোমসের মাথায় ঢুকে যায়। নিমিষেই গাড়ির সিটের উপর লুটিয়ে পড়েন হোমস।

google news newsasia24

গুলি লাগার সাথে সাথেই হোমসের দুই বন্ধু ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

devin-homes-dead-twitter-post-video-viral-newsasia24 2
টুইটার থেকে সংগৃহীত, নিউজ এশিয়া২৪

ঘটনাটি ঘটে ২০০৮ সালে। কিন্তু ভিডিওটি ফেসবুকে লাইভ করা হলেও পরবর্তিতে সেটি ডিলিট করে দেয়া হয়। ফলে সবার আড়ালে থেকে যায় ভিডিওটি। দীর্ঘ পনেরো বছর পর ডেভিন হোমসের ভিডিও সবার সামনে উঠে এসেছে। টুইটারে পোস্ট করা হলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: 

১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০০ বছর।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হওয়র আগে কিসিঞ্জার হার্ভার্ডের একজন অধ্যাপক ছিলেন। পরে ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

তিনি মার্কিন-সোভিয়েত যুদ্ধের অন্যতম কারিগর।

কিসিঞ্জার ১৯২৩ সালের ২৭ মে জার্মানির একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার নাৎসি শাসন আমলে জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। সেখানেই তার বেড়ে ওঠা। এরপর ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিক হন। আর মার্কিন সেনাবাহিনীতে এবং পরে কাউন্টার ইন্টেলিজেন্স কর্পসে তিন বছর চাকরি করেন।

আরও পড়ুন: 

বাংলাদেশের ইতিহাসে হেনরি কিসিঞ্জার তার এক মন্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে হওয়া এক বৈঠকে বাংলাদেশে খাদ্য সহায়তার কথা উঠলে কিসিঞ্জার ‘ বাস্কেট কেস ‘ প্রসঙ্গ তোলেন। এরপর থেকে বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি কথাটা বাংলাদেশের হয়ে যায়।

এছাড়াও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন।

google news newsasia24