শিরোনাম

আন্তর্জাতিক

মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পবিত্র আল-আকসা জেরুজালেমের অন্যতম একটি মসজিদ। এই মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এই মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফ ‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে।

alaksa-newsasia24

মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই এই ধরনের কাজ করছে তারা। তবে জানা গেছে, শুধুমাত্র বয়স্কদের মসজিদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 

ইসলামিক ওয়াকফ বিভাগ এই মসজিদের দেখাশোনা করেন।

ওয়াকফ বিভাগ জানিয়েছে, মুসল্লিদের বাধা দিয়ে ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ করতে দেয়া হচ্ছে । সেখানে তাদের প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

বেলজিয়ামে জঙ্গি হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

newsbelgium-swdees-murder-n

এঘটনার পর একটি ব্যক্তি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি এ হামলার দায় স্বীকার করেন। এছাড়াও তিনি নিজেকে আই এস এর সদস্য বলে দাবি করেছেন।

আরও পড়ুন: 

বেলজিয়াম সরকার বলেছেন, এটিেএকটি জঙ্গি হামলা।

মালয়েশিয়ায় পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মালয়েশিয়ার একটি পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। এছাড়াও বিভিন্ন দেশের আরও ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) জহরবারু ইমিগ্রেশম বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার (১৩ অক্টোবর) জহুর বারু প্রদেশের গেলাং পাতাহের পাম বাগানে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালানো হয়।

malasia-bangladeshi-arrest-newsasia24

এই অভিযানে বাংলাদেশী ৫৫ জন, ৬২ জন মিয়ানমার, ২৮ জন ভারতীয়, ২৬ জন পুরুষ ও ৫ জন নারী ইন্দোনেশীয়, ১৬ জন জন পাকিস্তানী, ২ জন চীনা এবং তিমুর দেশের ১ জনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে (রোহিঙ্গা) শরণার্থী কার্ডধারিও রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে কন্টেইনারে বসতি গড়ে তুলেছিল।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হবে।

তাদের প্রত্যেকের জন্য ১৪ দিনের রিমান্ডের জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়েছে।

আফগানিস্তানের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৯, আহত ৪০

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আফগানিস্তানের উত্তর অঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম এএফপি’র মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এএফপির খবরে বলা হয়, বাঘলানের পোল-ই-খোমরি শহরেই অবস্থিত ইমাম জামান মসজিদ। এই মসজিদে জুমার নামাজ আদায় করতে প্রস্তুতি নেন শিয়া মুসলিমরা। নামাজ শুরু হলে ঘটে আত্মঘাতী এই বোমা হামলা।

afp-newsasia24

সেখানকার হাসপাতাল থেকে জানা গেছে, ‘এখন পর্যন্ত সেখানে ১৯টি মরদেহ নেয়া হয়েছে। এছাড়াও ৪০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।’

আরও পড়ুন: 

এছাড়া, নিহত এবং আহত মুসলিমদের অপর কয়েকটি হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন , তিনি হঠাৎ তীব্র শব্দ শুনতে পান, এরপর মসজিদ থেকে বিপুল সংখ্যক নিহত ওআহত মানুষকে হাসপাতালে নিতে দেখেছেণ।

তবে কেওই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ: সূর্যের আলো ফোটার আগেই ৩ হাজার রোকেট ছোড়া হয়েছিল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ।

এই যুদ্ধে নারী, শিশু, বেসামরিক লোকজন এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে।

এ সপ্তাহে উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন।

জেরুজালেমে ৩৬ জন নিহত হয়েছেন।

মার্কিন নাগরিক নিহত হয়েছেন ২৫ জন ।

গত ৮ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়।

আরও পড়ুন: 

ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ছোড়ে হামাস।

তথ্য অনুযায়ী, ঐদিন সূর্যের আলো ফোটার আগেই ৩ হাজার রোকেট ছোড়া হয়েছিল।

গোয়েন্দা তথ্য না থাকায় প্রথমদিকে ইসরায়েল প্রস্তুত ছিল না।

তবে এরই মধ্যে ইসরালের সরকার বলেছেন, হামাসকে চিরতরে ধ্বংস করে দেয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার রাত ১১টায় গাজায় সতর্কতা জারি করা হয়।

united-nation-newsasia24

উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।

তবে, জাতিসংঘ বলছে, চরম মানবিক পরিস্থিতি ছাড়া এত মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।

গাজার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে, তারা যেন কোন ভাবেই ইসরায়েলের সীমানার কাছে না যায়।

আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে আটক তিন ইঞ্জিনিয়ার

গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজাকে লক্ষ্য করে ছয় হাজার বোমা ছোড়া হয়েছে, আর বোমার ওজন প্রায় চার হাজার টন।

https://www.youtube.com/watch?v=vNJUtV4_reQ

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

gaja-war-newsasia34

তারা জানিয়েছেন, এ সপ্তাহে গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। একইসঙ্গে যতদিন প্রয়োজন হবে ততদিন এ আক্রমণ চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: 

ইসরায়েলি বাহিনীর এ বোমা হামলায় গাজার এক হাজার ৪১৭ জন মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়াও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, ইসরায়েলিদের বোমার আঘাতে প্রায় ছয় হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

Our Facebook: https://www.facebook.com/newsasia24bd

ফিলিস্তিনে এক ঘণ্টায় ৫১ জন নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় এক ঘণ্টায় ৫১ জন নিহত হয়েছে। ধ্বসে পড়ছে একের পর এক স্থাপনা। যেন মৃত্যুপুরীতে পরিনত হয়েছে গাজা।

ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের এই সংঘাত আজ ষষ্ঠ দিন। সংঘাত তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। ক্রমেই বাড়ছে ইসরায়েলিদের তীব্রতা।

war-filistin-israil-war-newsasia24

আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি বিমান হামলার তীব্রতা আরও বেড়েছে। গত এক ঘন্টায় ৫১ জন নিহত হয়েছে বিমান হামলায় এরই সাথে আহত হয়েছেন আরও ২৮১ জন । আল জাজিরা সূত্রে বিষয়টি জানা গেছে।

হামলাগুলি সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়াতে আঘাত হানে। এছাড়াও গাজার খান ইউনিসও বিমান হামলায় আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন:

জানা গেছে, হামলায় আহতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

গত পাঁচ দিনে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ২২০০ এর বেশি মানুষ নিহত হয়েছে ।

ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত, নিহত ৪, আহত শতাধিক

নিউজ এশিয়া২৪ডেস্ক: ভারতে একটি ট্রেনের ২১ টি বগিই লাইনচ্যুত হয়েছে। এ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

ট্রেনটি গতকাল বুধবার (১১ অক্টোবর) রাত ১০ টারদিকে রঘুনাথপুর ষ্টেশনের কাছাকাছি পৌছালে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি বিহার থেকে কামাখ্যা যাচ্ছিল। ট্রেনটির নাম নর্থ ইস্ট এক্সপ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ট্রেনটি বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই চারটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়। এসময় ট্রেনের দুটি কোচ একে অপরের ওপরে উঠে যায়।

ঘটনার পর ভারেতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায়।

আরও পড়ুন: 

 

ট্রেনটির দুর্ঘটনার কারণ এখনও উদ্ধার করতে পারেনি ভারত রেল কর্তৃপক্ষ।

তবে, তদন্তের পর জানা গেছে, ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত হয়েছিল। এর মধ্যে ৪ টি বগি সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।

টেনেসিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টেনেসিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে টেনেসির কোভিংটন পুলিশ। ভুক্তভোগী ছাত্রকে লাঞ্ছিত ও হয়রানি করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে র্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে। ছত্রের বয়স ১২ বছর।

সোমবার দেশটির সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, ওই শিক্ষিকার নাম অ্যালিসা ম্যাককমন (৩৮)। পুলিশ তার কোভিংটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রকে লাঞ্ছিত ও যৌন হয়রানি করার নতুন অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, এর আগেও গত ৮ সেপ্টেম্বর ওই শিক্ষিকাকে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেময় তিনি চার্জার অ্যাকাডেমির শিক্ষিকা ছিলেন। তবে দুই সন্তানের জননী এই শিক্ষিকা তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেননি।

টেনেসির কোভিংটন পুলিশ বিভাগ (সিভিডি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেছে, সাবেক শিক্ষক অ্যালিসা ম্যাককমন একটি নতুন ফোন নম্বর ব্যবহার করছেন এবং একজন ভুক্তভোগীর সাথে আবারও যোগাযোগ শুরু করেছেন বলে সিপিডির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তথ্য পেয়েছে।

বিবৃতিতে পুলিশ বলেছে, কিশোরদের কাছে পরিচিত একটি কোড ওয়ার্ড ব্যবহার করে ম্যাককমন এক ভুক্তভোগীকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন।

প্রায়ই নগ্ন ছবি পাঠানোর আগে একই ধরনের কোড পূর্বেও ব্যবহার করেছিলেন তিনি। আর ওই কোডের মাধ্যমে কিশোর একা আছেন কি না তা তিনি নিশ্চিত হতেন ম্যাককমন।

পূর্বে একই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে ভুক্তভোগী কিশোরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেন তিনি।

কোভিংটনের পুলিশ প্রধান ডোনা টার্নার বলেছেন, ‘ম্যাককমনের কর্মকাণ্ড সিপিডি তার সই করা বন্ডের শর্তাবলির পরিষ্কার লঙ্ঘনের বিষয়েও উদ্বিগ্ন।’

আরও পড়ুন: আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে আটক তিন ইঞ্জিনিয়ার

পরে অভিযুক্ত নারী শিক্ষককে টেনেসির টিপটন কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

 

আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে আটক তিন ইঞ্জিনিয়ার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নিষিদ্ধ জঙ্গিসংগঠন আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে তিন ইঞ্জিনিয়ার কে আটক করা হয়েছে। তারা সবাই বোমা তৈরি করতে পারতেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৩ অক্টোবর) জানিয়েছে, গতকাল ভারতের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এইচজিএস ঢালিওয়াল জানিয়েছেন, আটক তিনজনের একজন হলেন মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) তালিকায় মোস্ট ওয়ান্টেড ছিলেন।

গত মাসে শাহনেওয়াজ ও তার অপর দুই সঙ্গী মোহাম্মদ রিজওয়ান আশরাফ এবং মোহাম্মদ আরশাদ ওয়ার্সীকে ধরিয়ে দিতে ৩ লাখ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।

তিনি আরও জানান, শাহনেওয়াজকে দিল্লির জাইতপুর, রিজওয়ান ও আশরাফকে লখনৌ এবং উত্তর প্রদেশের মুরাদাবাদ থেকে আটক করা হয়।

আরও পড়ুন: কানাডার আর্ট স্কুলে বাংলার ঐতিহ্য

পুলিশ আরও জানিয়েছে, তারা আইএসএসের নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং প্রতিদিন বিভিন্ন তথ্য পাঠাতেন। এছাড়া তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা যেন প্রয়োজনীয় জিনিসপত্র স্থানীয় জায়গা থেকে কেনেন। যেন কেউ তাদের কার্যক্রম সম্পর্কে কিছু বুঝতে না পারে।

পুলিশ জানিয়েছে, এই তিনজনের কাছ থেকে একটি পিস্তল, বোমা তৈরির রাসায়নিক এবং বিভিন্ন বই-পুস্তক উদ্ধার করা হয়। তারা তিনজনই দেশের বিভিন্ন জায়গায় র‌্যাকি ও বোমার পরীক্ষা চালিয়েছিলেন।

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৪

শিশুদের ওমরাহ পালনে সৌদির নির্দেশনা জারি