শিরোনাম

শিরোনাম

গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন ।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ১টার দিকে কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

naraingonj-fire-newsasia24

দগ্ধ চারজনের নাম জানা গেছে। তারা হলেন- সুলতান মিয়া, সাহিদা আক্তার, নবী হোসেন ও আলী মিয়া।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই ওই ফ্ল্যাট বাসায় বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই আগুনের বিস্ফোরণ হয়।

ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

‘গ্যাসলাইনের লিকেজ’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

google news newsasia24

Follow

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিস্ফোরণ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। সেখানে পৌঁছে আহত দগ্ধ কাউকে পাওয়া যায়নি।

পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: 

নীল তিমির জিহ্বার ওজন কত? জেনে নিন, ১৮টি মজার তথ্য!

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: বিশ্বে অনেক কিছু মজার এবং বিস্ময়কর তথ্য রয়েছে যা অনেকেরই অজানা। তাই নিউজ এশিয়া ২৪ এর পাঠকদের জন্য সেই অজানা মজার বিষয়গুলো তুলে ধরা হলো :

*পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির জিহ্বার ওজন মাঝে মাঝে একটা প্রাপ্তবয়স্ক হাতির সমান হয়।

*প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের নাম সবাই নিশ্চয়ই শুনেছ। মজার ব্যাপার হলো, টাওয়ারটি প্রথমে স্থাপন করার কথা ছিল স্পেনের বার্সেলোনায়। কিন্তু বার্সেলোনার নগর কর্তৃপক্ষ টাওয়ারটি একদমই পছন্দ না করায় এর ডিজাইনার গুস্তাভো আইফেল নকশাটি নিয়ে যান প্যারিসে। পরে সেখানেই স্থাপিত হয় আইফেল টাওয়ার।

*অবিশ্বাস্য মনে হতে পারে, তবে ভ্যাটিকান সিটি, সান ম্যারিনো, মোনাকো, লিচেনস্টাইন আর এন্ডোরা—এই পাঁচটি দেশে কোনো এয়ারপোর্ট নেই।

*ইংরেজি বর্ণমালার শেষ অক্ষর Z হলেও, সবার শেষে বর্ণমালায় যুক্ত হওয়া অক্ষরটি হলো J।

*হাঁচি দেওয়ার সময় কখনোই চোখ খোলা রাখা যায় না।

*যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক আর্নেস্ট ভিনসেন্ট রাইটের লেখা উপন্যাস গ্যাডসবিতে রয়েছে প্রায় ৫০ হাজার শব্দ। কিন্তু উপন্যাসটির মধ্যে একবারও ইংরেজি E অক্ষরটি নেই।

*কানটুপি পরলে শুধু মাথাই গরম হয় না, পায়ের পাতাও গরম হয়।

*একজন মানুষের শরীরের চামড়ার ওজন তার ওজনের প্রায় ১৫%।

*পৃথিবীর অধিকাংশ মানুষের কম্পিউটার পাসওয়ার্ড হলো ১২৩৪৫৬।

*এক মাইল যেতে একটি শামুকের লেগে যায় প্রায় ২২০ ঘণ্টা।

*মানুষের দাঁত হাঙরের দাঁতের মতো শক্ত হয়।

*মিল্কিওয়ে গ্যালাক্সিতে যত নক্ষত্র আছে, পৃথিবীতে তার থেকে গাছের পরিমাণ বেশি।

google-news-channel-newsasia24

* চুল গ্রীষ্মকালে দ্রুত বড় হয়।

*বয়স এক মাস না হওয়া পর্যন্ত কান্নার সময় বাচ্চাদের চোখের পানি বের হয় না।

*বিশ্বের সবচেয়ে বড় ক্রান্তীয় বন হলো আমাজন।

*ডিপ ফ্রিজে ঠান্ডা পানির তুলনায় গরম পানি দ্রুত বরফ হয়ে যায়।

*হিমালয় পর্বতের উচ্চতা প্রতিবছর প্রায় আধা ইঞ্চি করে বাড়ে।

*সবচেয়ে বেশিসংখ্যক পিরামিড রয়েছে সুদানে।

আরও পড়ুন: 

আজ মহান বিজয় দিবস; পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিবস

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ৫২ বছর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়লাভ করে বাংলাদেশ।

এই দিন বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জানান দেয়।

জাতীয় পর্যায়ে এদিন প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাও মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে বীরসন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় থাকবে তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়িবহরের মহড়া।

today-16-december-bangladesh-victory-independent-day-newsasia24

আরও পড়ুন:  যশোরে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াগুলো মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে। ধর্মীয়প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে।

এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, শিশু বিকাশ কেন্দ্রসহ অনুরূপ প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সব শিশুপার্ক ও জাদুঘর বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে।

কাল ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য দেবেন দেশবরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতারা।

আরও পড়ুন: 

১৮ ডিসেম্বর দুপুর আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা হবে। এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা করা হবে।

বিএনপির কর্মসূচি: মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৭টায় ঢাকা থেকে বিএনপির নেতারা স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন নেতাকর্মীরা।

google-news-channel-newsasia24

যশোরে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বেনাপোলের বাহাদুর গ্রামে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে বাহাদুর গ্রামের একটি ভাড়া বাসােথেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪)। তাদের বাড়ি বাহাদুর গ্রামে।

পলিশসূত্রে জানা গেছে, ইয়ামিন এবং তনু আগে যশোরের পুলেরহাট থাকতেন। সেখানে তাদের একটি পোল্ট্রির ব্যবসা রয়েছে। কিন্তু বিভিন্ন যায়গায় প্রচুর পরিমানে দেয়া হয়ে যান ইয়ামিন। ফলে তাদের বাড়ি এবং জমি বিক্রি করে চলে আসেন বাহাদুর গ্রামে। তাদের একটি ছোট সন্তান রয়েছে।

প্রায় এক সপ্তাহ আগে ঐ দম্পতি বাসাটি ভাড়া নেন। আজ ভোরে প্রতিবেশীরা অনেকক্ষণ ধরে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

google-news-channel-newsasia24

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: 

ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর… ( পর্ব-৪ )

ইসলামের অনেক খুটিনাটি সাধারন বিষয় আছে যেগুলো আমরা অবগত নই। তাই  ইসলামের কিছু প্রশ্ন এবং উত্তর আকারে “নিউজ এশিয়া২৪” এর পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ 

প্রশ্ন: হযরত আদম আ. কোন দিন জন্মগ্রহণ করেছেন?

উত্তর: জন্মের দিন ছিল জুমার দিন হচ্ছে, শুক্রবার।

প্রশ্ন: পৃথিবীতে আগমণের পরে হযরত আদম আ. কোন ফলটি সর্বপ্রথম খেয়েছেন?

উত্তর: সর্বপ্রথম হযরত আদম আ, অনার ফল খেয়েছিলেন।

প্রশ্ন: হযরত আদম আ.-এর দেহের উচ্চতা কতটুকু ছিল?

উত্তর: হযরত আদম আ.-এর দেহের উচ্চতা ছিল ৬০ হাত।

প্রশ্ন: হযরত আদম আ. কত বছর বয়স পেয়েছিলেন?

উত্তর: হযরত আদম আ.-এর বয়স হয়েছিল নয়শত ছত্রিশ বছর।

প্রশ্ন: ইন্তেকালের সময় আদম আ.-এর সন্তান সন্ততির সংখ্যা কত ছিল?

উত্তর: তার সন্তানদের সংখ্যা (পুএ-পৌপুএসহ) ছিল ৪০ হাজার।

প্রশ্ন: হযরত আদম আ. এর জন্মের কত বছর পূর্বে জিনদের এ পৃথিবীতে আবাদ ছিল?

উত্তর: হযরত আদম আ. এর জন্ম গ্রহণের দু হাজার বছর পূর্বে জিনদের আবাদ ছিল।

প্রশ্ন: যে সময়ে হযরত আদম আ. এবং হযরত হাওয়া আ. জান্নাত থেকে বাহির

হলেন। তাজ মোবারককে উঠায়েছিলেন?

উত্তর: হযরত জিবরাইল আ. তাঁর মস্তক মোবারক থেকে তাজ তথা মুকুট উঠিয়াছিলেন।

ছিল? প্রশ্ন: হযরত আদম আ. যে ফল খেয়ে ছিলেন। তা কোন বৃক্ষের ফল ছিল?

উত্তর: ঐ গাছের ব্যাপারে মতানৈক্য রয়েছে। গমের গাছ’ ছিল। ২ কেউ বলেছেন খেজুর গাছের ফল ছিল।

প্রশ্ন: জান্নাতের মধ্যে হযরত আদম আ.-এর সতরের উপর কোন ধরণের পোষাক ছিল?

উত্তর: হযরত ওহাব ইবনে আম্বা বলেন যে, হযরত আদম আ. এর সতরের উপর নূরের পোষাক ছিল।

প্রশ্ন: হযরত আদম আ. এবং হওয়া আ. দুনিয়াতে আসার পর সর্বপ্রথম কোন জিনিসের পোষাক বানিয়ে পরিধান করেন?

উত্তর: হযরত আদম আ. বেড়ার লোমের দ্বারা জামা এবং তাকে বুনে নিজের জন্য লিফাফা তৈয়ার করলেন।

প্রশ্ন: হযরত আদম আ. হযরত হাওয়া আ. কে মহর কি দিয়েছিলেন?

উত্তর: হযরত আদম আ. দোয়া করলেন আল্লাহর নিকট। আল্লাহ! ইরশাদ করলেন, হে আদম আমার মাহবুব মুহাম্মদ সা. এর উপর বিশবার দরূদ পাঠ করো। আদম আ. বিশবার দরূদ পাঠ করলেন এবং হাওয়ার সাথে মিলিত হলেন।

প্রশ্ন: হযরত আদম আ. জান্নাতের মধ্যে ছিলেন তার দাড়ি কতটুকু লম্বা ছিল এবং সেখানে আর কার দাড়ি ছিল কিনা?

উত্তর: জান্নাতের মধ্যে হযরত আদম আ. ব্যতীত আর কারো দাড়ি ছিল না এবং তার দাড়ি নাভি পর্যন্ত লম্বা ছিল।

প্রশ্ন: হযরত হাওয়া আ.-এর গর্ভে কত জন সন্তান হয়েছে?

উত্তর: ইবনে জারির তবরী বলেন, হযরত হাওয়া আ.-এর গর্ভে চল্লিশজন সন্তান হয়েছে। অন্য রেওয়ায়েতের অনুযায়ী একশত বিশজন সন্তান হয়েছে।

প্রশ্ন: হযরত আদম আ.-এর মৃত্যু হয়েছে কোন স্থানে?

উত্তর: “সারী লনকা নওজ” নামক পাহাড়ের ওপর।

google-news-channel-newsasia24

প্রশ্ন: হযরত আদম আ.-এর মৃত্যু হল তখন চন্দ্র সূর্য কতদিন পর্যন্ত ক্রন্দন করেছিল

উত্তর: হযরত আদম আ.-এর ইন্তেকালের পর সাত দিন পর্যন্ত মাখলুক ক্রন্দন করেছিল এবং চন্দ্র ও সূর্য সাত দিন পর্যন্ত গ্রহণ লেগেছিল।

আরও পড়ুন: 

কাভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষ: নিহত ৩

নিউজ এশিয়া২৪ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪ জন।

আজ (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

hobigonj-kavard-van-accident-newsasia24

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয় পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন>>বাংলাদেশের বুকে প্রথম স্মার্ট গ্রাম

এ ঘটনায় তামান্না আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আনলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্যু হয়। অন্য আহতদের একজন নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

google news newsasia24

Follow

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১২টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট কাভার্ড ভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রোরণ করা হয়েছে। আহতদের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

২৭ সদস্য বিশিষ্ট খোকসা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

খোকসা প্রতিনিধি: ২৭ সদস্য বিশিষ্ট কুষ্টিয়ার খোকসায় অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা৫২.কম ও অন্যায়ের চিত্র পত্রিকার প্রতিনিধি নাহিদুজ্জামান শয়ন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশবন্ধু টিভি ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি নাজমুল হাসান।

মঙ্গলবার (১২) ডিসেম্বর দুপুর ০২ টায় এই কমিটির নাম ও অনুমতি ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি এ্যাড: রফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন স্বাক্ষরিত অনুমতি পত্রে আগামী ২ বছরের জন্য কমিটিকে অনুমোদন দেওয়া হয়।khoksa-online-press-club-comitee-newsasia24 2খোকসা অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর পারভেজ, খন্দকার জাহাঙ্গীর হুসাইন , মোঃ আকাশ উজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক নূর ইসলাম এবং ফাহিম শাওন।

এছাড়াও সাংগাঠনিক সম্পাদক মমিন হোসেন ডালিম, দপ্তর সম্পাদক মোঃ মোকাররম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস,মহিলা বিষয়ক সম্পাদিকা সিমা আক্তার তুলি , কোষাধ্যক্ষ জালাল আহম্মেদ,ক্রিয়া সম্পাদক মোঃ আনিছুর রহমান (সোনা), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ শামিম হোসেন এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বিকুল হাসান রাফি।

google-news-channel-newsasia24

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম রানা , সাবুব আলম চঞ্চল, নাজমুল হক লাভলু, মনোয়ার হোসেন, আবির হোসেন, হাফিজুল ইসলাম বকুল, আনিছুর রহমান, মোঃ সাজ্জাদ আহম্মেদ (আজমল) , ভিক্টর বিশ্বাস চিতা, আশরাফুল ইসলাম , মোঃ ইমরান হোসেন ও পুস্কর মন্ডল ।

আরও পড়ুন: 

বাংলাদেশের বুকে প্রথম স্মার্ট গ্রাম

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লায় ভূমিহীনদের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক এক গ্রাম।

কুমিল্লার বরুড়ায় ভূমিহীনদের জন্য ৪ একর জায়গার ওপর তৈরি করা হয়েছে অত্যাধুনিক এক গ্রাম যার নাম বরুড়ার স্বপ্নের আশ্রয়ণ । কিন্তু স্থানীয়রা ভালোবেসে গ্রামটির নাম দিয়েছেন শামীমপুর।

এ গ্রামটি সম্পূর্ণ ইউরোপ ও আমেরিকার গ্রামের আদলে তৈরি করা হয়েছে। যা বাংলাদেশের বুকে প্রথম স্মার্ট গ্রাম বলে দাবি স্থানীয়দের।

বরুড়া উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে ঝলম ইউনিয়নের চেঙ্গাচাল ও ফরিদপুর গ্রামের পাশে অবস্থান গ্রামটির। প্রতিষ্ঠা করেছেন এসকিউ গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি এজেড এম শফিউদ্দিন শামীম।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত গ্রামটি তৈরিতে ৪ একর জমি কেনেন শিল্পপতি শফিউদ্দিন শামীম। পরে তা ভরাট করা হয় মাটি দিয়ে। দোতলা ফাউন্ডেশন দেওয়া একতলা বিশিষ্ট মোট ৬৫টি ইউনিট করা হয়। প্রতিটি বাসস্থানের আয়তন ১৩৫০ বর্গফুট।

আরও পড়ুন>>রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রতিটি ইউনিটে ২টি থাকার কক্ষ, ১টি গোসলখানা, ১টি টয়লেট, ১টি রান্নাঘর ও ১টি টিউবওয়েল রয়েছে। যা ছোট একটি পরিবার বসবাসের জন্য খুবই উপযোগী।

এ ছাড়া এখানে বসবাসকারী ছোট ছোট ছেলেমেয়েদের জন্য করা হয়েছে অত্যাধুনিক খেলার মাঠ। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, পয়োনিষ্কাশনের বিশেষ ড্রেনেজ, সেপটিক ট্যাংকিসহ যাবতীয় অত্যাধুনিক সব কিছু। সড়কের পাশে লাগানো হয়েছে ফুল ও খেজুর গাছ। যা সহজেই দৃষ্টি কাড়ে সবার।

আরও পড়ুন>>রাজশাহীতে পেঁয়াজের কেজি ৫০ টাকা

শুধু ইউনিটই নয়। গ্রামটিতে ঠাঁই পাওয়া মানুষদের জন্য গ্রামে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে দোতলা একটি মার্কেট। মার্কেটটির নিচতলায় করা হয়েছে ১০টি দোকান। ওপরের তলায় কমিউনিটি সেন্টার। গ্রামে বসবাসকারী মানুষদের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হবে এ কমিউনিটি সেন্টার।

গ্রামটির নির্মাণের সকল কাজ শেষ। বৈদ্যুতিক সংযোগ টানানো হয়েছে। শুধু মিটার আর সংযোগ স্থাপন হলেই পরিপূর্ণ হবে গ্রামটি। তবে ইতোমধ্যেই প্রায় ২৫টি পরিবার বুঝে নিয়েছেন তাদের আবাসন।

আরও পড়ুন>>ফেসবুকে ও বিকাশে প্রতারনা; আটক ৩

এখানে ঠাঁই পাওয়া অশ্বদিয়া গ্রামের আব্দুল মমিন বলেন, আমি একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করে সংসার চালাই। বাবার ১ তোলা সম্পত্তি নেই। কয়েক বছর আগে জটিল রোগে আক্রান্ত হই। পরিবার নিয়ে খুব সমস্যায় ছিলাম। কিন্তু শামীম সাহেবের দয়ার কারণে আমাকেও একটি ঘর দেওয়া হয়েছে। আমি কোনোদিন ভাবতে পারিনি স্ত্রী সন্তান নিয়ে এমন একটা বিল্ডিংয়ে থাকতে পারব।

পারুল আক্তার বলেন, আমি আজ ১১ বছর ধরে স্বামী পরিত্যক্তা। আমার দুটো সন্তান নিয়ে খুব বিপাকে আছি। থাকার মতো কোনো জায়গা নেই। আমার মেয়ে খুব মেধাবী। শামীম সাহেব স্কুল থেকে আমার মেয়ের নাম নিয়ে পরে আমাদেরকে একটি ঘর দিয়েছেন এখানে। আমার মেয়ে এখান থেকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। শামীম সাহেবের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা।

আরও পড়ুন>>মাগুরায় হঠাৎ কোটিপতি ইন্দ্রজিতের দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর বলেন, আপনার কাছে যে গ্রামটির কথা শুনলাম, আমার ইচ্ছে করছে এখনই গিয়ে দেখে আসি। আমি মনে করি যে ব্যক্তি গ্রামটি নির্মাণ করেছেন, তার মতো করে দেশের সকল বিত্তবানদের কোনো না কোনো ভূমিকা রাখা উচিত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। শফিউদ্দিন শামীমকে অনেক ধন্যবাদ ।

গ্রামটির প্রতিষ্ঠাতা শিল্পপতি এজেড এম শফিউদ্দিন শামীম বলেন, আমি দেখেছি অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে আমাদের সমাজে। যারা সঠিক পরিবেশ না থাকায়, আবাসন না থাকায় অল্প বয়সে কর্মজীবনকে বেছে নিচ্ছে। আমি এমন মেধাবীদের ভালো ভবিষতের জন্য প্রকল্পটির পরিকল্পনা শেষ করেছি।

google news newsasia24

Follow

পানি খেয়েই জীবিত আছেন ৫০ বছর

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভিয়েতনামের নাগরিক বুই তি লোই পানি খেয়েই জীবিত আছেন ৫০ বছর । শক্ত কোনো খাবারই খেতে পারেন না তিনি। এজন্য শুধু পানি খেয়েই পার করেছেন ৫০ বছর। শুনতে খানিকটা অবাক লাগলেও এটি সত্যি।

veatnam-women-50-years-life-deal-in-water2-newsasia24

বর্তমানে বুই তি লোইয়ের বয়স ৭৫ বছর। ঘটনার শুরু ১৯৬৩ সালে, যুদ্ধের সময়। খারাপ আবহাওয়ার মধ্যে অন্য নারীদের সঙ্গে পাহাড়ে উঠছিলেন তিনি। তখনই শুরু হয় বজ্রপাত। বজ্রপাতের কারনে জ্ঞান হারান বুই তি লোই। জ্ঞান ফিরলেও বজ্রপাতের ভয়ংকর মানসিক ট্রমা থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই।

তখন শক্ত কোনো খাবারই খেতে পারছিলেন না তিনি। তখন তার সঙ্গীরা মিষ্টি পানীয় খাওয়াতে শুরু করেন বুই তি লোইকে। যা ম্যাজিকের মতো কাজ করে। সুস্থ হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন>> ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

তবে কিছুতেই শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না। সেই শুরু আজব কাণ্ডের। আর কখনো শক্ত খাবার খাননি বলেই দাবি ভিয়েতনামের ৭৫ বছরের বৃদ্ধার।

google news newsasia24

Follow

১৯৭০ সাল থেকে তিনি শক্ত খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন। নরম পানীয়ে চিনি থাকে, সেই থেকেই নারীর শরীরে শক্তির সঞ্চার হয়। তিনি দাবি করেছেন, এতদিন পরেও শক্ত খাবারের গন্ধে বমি পায় তার। এতে দারুণ সুবিধাও হয়েছে। বাড়িতে রান্নাঘর থাকলেও রান্নার পাট নেই। শুধু ফ্রিজ ভর্তি পানি ও ঠান্ডা পানীয় থরে থরে সাজানো।

আরও পড়ুন:

ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে গতি কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ১৭ জন আরোহী সামান্য আহত হয়েছেন।

রবিবার (১০ ডিসেম্বর) রাতে দেশটির বোলোগনা ও রিমিনি শহরের মধ্যকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

Etali-train-accident-newsasia24

ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামঝি একটি উচ্চগতির ট্রেন এবং একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

তবে জাতীয় ট্রেন অপারেটর ট্রেনইটালিয়ার এক মুখপাত্র বলেছেন, আহতরা ‘সামান্য আঘাত’ পেয়েছেন, বেশিরভাগই কাঁটাছেঁড়ার মতো ক্ষত। তিনি জানান, এটি খুবই কম গতির সংঘর্ষ ছিল। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

ফায়ার সার্ভিসের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে উচ্চগতির ট্রেনের মাথা দুমড়েমুচড়ে গেলেও আঞ্চলিক ট্রেনটি অক্ষত রয়েছে।

ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি জানিয়েছেন, তিনি ঘটনাটির ওপর নজর রাখছেন। কী ঘটেছে সে বিষয়ে আরও তথ্য এবং দায়ীদের সম্পর্কে জানতে চেয়েছেন সালভিনি।

google news newsasia24

Follow

এই ঘটনার মাত্র তিন মাস আগেই ইতালিতে ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলওয়ে কর্মী প্রাণ হারিয়েছিলেন। গত ৩১ আগস্ট রাতে মিলান-তুরিন রেললাইনে সংস্কার কাজের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

আরও পড়ুন: