প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ডুসা নেতারা দুর্নীতি দমন ও প্রতিরোধে দুদকের পাশে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে।
নিজস্ব প্রতিবেদক: চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয় আবুল কাশেম(৬৫) নামের এক বৃদ্ধার উপর। ফলে অভিমানে আত্মহত্যা করেন তিনি।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। বৃদ্ধাটি আজ মঙ্গলবার (২১ নভেম্বর) পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামে তার নিজ বাড়িতে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, এক মাস আগে প্রতিবেশী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বৃদ্ধ আবুল কাশেম। এমন অভিযোগ তুলে স্কুলছাত্রীর পরিবার আদিতমারী থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
পরে বৃদ্ধ আবুল কাশেম গ্রেফতার ও সম্মানের ভয়ে এ মামলায় আত্মগোপনে থাকেন। মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরে ভেতরে আবুল কাশেমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্বিতীয়বারের মতো পেছানো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় এক সভায় এ সিদ্ধান্ত চূরান্ত করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা পিছিয়ে এ বছর ডিসেম্বরের ৮ তারিখে নেয়া হবে বলে জানানো হয়।
এসময় প্রথম পর্বে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ এশিয়া২৪ ডেস্ক: কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
আজ (২০নভেম্বর) সোমবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।
তিশা বলেন, লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এজন্য ডিবি কার্যালয়ে এসেছি।
আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই, তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।
এই অভিনেত্রী বলেন, আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলে আমিও হেরাজমেন্টের শিকার হচ্ছি।
এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে আমি সহযোগিতা পাবো। তাদের সহযোগিতায় আপনাদেরকে বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা।
কয়েকদিন আগেই তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন।
এ ঘটনায় তিশার কাছে বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও জানান অভিনেত্রী তিশা।
সাংবাদিকদের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে দেশের বিনোদন সাংবাদিকসহ বিভিন্ন সচেতন মহল প্রতিবাদ জানালে ক্ষমা চান তিশা।
এসব ঘটনা নিয়ে সমালোচনার মাঝে রবিববর (১৯ নভেম্বর) রাতে হঠাৎকরেই তিশার পুরোনো একটি ফোনালাপ ফাঁস হয় সোশ্যালে। এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা।
যদিও বেশি দিন টিকেনি ওই সম্পর্ক। তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। আর ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিউজ এশিয়া২৪ ডেস্ক: নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, বিএনপিসহ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া অন্যান্য দল যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসে তাহলে পুনঃতফসিল দেওয়ার বিবেচনা করবে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে বিএনপিকে ফরমালি ভোটে আসার কথা জানাতে হবে।
আজ সোমবার (২০ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি বেগম রাশেদা সুলতানা।
বিএনপি এবং আরো অনেক দল যদি ভোটে ফিরতে চায় তবে কি এইতফসিলে ফেরা সম্ভব বা নাকি বিএনপির জন্য কোনো বিবেচনা থাকবে-এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, তারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যায়, এ নিয়ে আমরা নিশ্চয় আলোচনা করব। সিদ্ধান্ত নেব।
ওনারা (নির্বাচনে) আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। কখনোই ওনাদের আমরা ফিরিয়ে দেব না।
তিনি বলেন, বিস্তারিত এখন কিছুই বলব না। বিএনপিসহ তফসিল প্রত্যাখ্যানকারী অন্যান্য দল যদি আসে, আমরা কমিশনাররা বসব। আইনকানুন দেখব। তারপর যেটা সিদ্ধান্ত হয়। আমরা নেব।
তার মানে আপনারা বিবেচনা করবেন- এই প্রশ্নের জবাবে ইসি রাশেদা আরও বলেন, (বিএনপি) এলে তো বিবেচনা করবই, অবশ্যই করব।
এই বিবেচনার মধ্যে কী পন্থা আছে- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, এই মুহূর্তে আমি বিস্তারিত বলতে পারব না। ২০১৮ সালের নির্বাচনে ওনারা এসেছিলেন।
ওই নির্বাচনে কিন্তু তাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল।
যেভাবে আইনে আছে আমরা সেভাবেই করব। আমি বিস্তারিত আর কিছু বলব না।
তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে জাতীয় পার্টি, তফসিল একটু পেছানো যায় কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টায় আমরা কিছুই বলব না।
অগ্রিম বলার সময় এখনও আসেনি। যখন আসবে, যেটা হবে সেটাই বলব। পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব।
অগ্রিম এ বিষয়ে কোনো কথাই বলব না। বলা উচিত না। তারা এলে আমরা ওয়েলকাম করব। তাদের জন্য আইন অনুযায়ী যেভাবে পথ সৃষ্টি করতে হবে সেভাবে করব। কিন্তু আগেই বলব না।
রাশেদা সুলাতানা আরও বলেন, অতীতে যেভাবে হয়েছে আমরা দেখব।
যদি বাড়ানো প্রয়োজন হয়, আমরা বাড়াব। যদি এই তফিসলের মধ্যেই আসেন, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নাই।
অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, নিশ্চয়ই অংশগ্রহণমূলক নির্বাচনের এখনো সুযোগ আছে।
মাঠের রাজনীতি অশান্ত আছে, তাই বলে শান্ত হবে না এমন কোনো কথা নেই। যেকোনো মুহূর্তে শান্ত হতে পারে।
তিনি দলগুলোর উদ্দেশে বলেন, আমাদের প্রতি আস্থা রাখেন। আসেন, নির্বাচন করেন।
নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন।
নিউজ এশিয়া২৪ ডেস্ক: এক বোরকা পরা নারী কোলে নেওয়ার কথা বলে ৩ মাসের শিশুকে চুরি করলো।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে শিশু জোবাইদা আক্তারের রক্ত পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তার মা ও নানি।
তখন শিশুটির মা টিকিট কাউন্টারে ব্যস্ত। নানির কোলে ছিল শিশুটি।
ওই লাইনের পেছনে দাঁড়িয়ে থাকা বোরকা পরা এক নারী শিশুটির নানিকে বলেন আপনি মুরুব্বি মানুষ, বাচ্চা কোলে রাখতে সমস্যা হলে আমাকে দেন ।
ঠিক ওই সময় শিশুটির নানির মোবাইল ফোন বেজে ওঠে। ওই সময় ফোনে কথা বলছিলেন তিনি।
এই সুযোগে বোরকা পরা ওই নারীও শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশু চুরির এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগীর মা বিভিন্নস্থানে খোঁজা-খুঁজির পর দিশেহারা হয়ে নিজের সন্তানকে ফিরে পেতে কোতয়ালী থানা পুলিশের দারস্ত হন।
কোতয়ালী থানার পুলিশ জানায়, নিখোঁজ ৩ মাস বয়সী শিশু জোবাইদা আক্তারকে উদ্ধার ও অজ্ঞাত ওই চোরকে ধরতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বার বার দেখা হচ্ছে।
শিশুটির মা জানান, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় তাদের বাসা।
সকালে তিনমাস বয়সী শিশু জোবাইদার রক্ত পরীক্ষা করাতে এবং নিজের আল্ট্রাসনোগ্রাম করাতে মিটফোর্ড হাসপাতালে এসেছিলেন।
সঙ্গে শিশুটির নানিও এসেছিলেন। তিনি যখন টিকিট কাউন্টারে যান তখন শিশুটি তার নানির কোলে ছিল।
কিন্তু রোবকা পরিহিত এক নারী তার সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
তদন্তে শিশু চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি রিকশা দাঁড়িয়ে ছিল।
জরুরি বিভাগের গেটে একপাশে বয়স্ক নারী এবং অন্যপাশে বৃদ্ধ এক লোক বসে ছিলেন।
আর গেট থেকে একটু দূরে কালো বোরকা পরা এক নারী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
ওই নারীর মুখ ও নাক ঢাকা, তার ডান কাঁধে শিশুটি এবং বাম হাতে একটি সাদা শপিং ব্যাগ। সাদা রঙের জুতো পায়ে।
আর শিশুটি পরনে ছিল হালকা গোলাপি রঙের একটি পোশাক।
ফুটেজে আরও দেখা যায়, কিছুক্ষণ ওই নারী শিশুটিকে কোলে নিয়েই ধীরে ধীরে হাঁটাচলা করছিলেন।
তখন একটি কালো প্রাইভেটকার জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় ওই রিকশাটি চলে যায়।
এতে বোরকা পরা ওই নারী বারবার তার স্থান পরিবর্তন করেন।
কিছুক্ষণ পর তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে কথা বলার ভান করে ধীরে ধীরে হেঁটে গেটের দিকে যেতে থাকে ওই নারী।
ঠিক রবিবার সকাল ৮টা ৫৬ মিনিটে হাসপাতাল থেকে অন্য এক নারী এক শিশুকে কোলে নিয়ে বের হয়ে যাওয়ার সময় তার পিছু পিছু বোরকা পরা অজ্ঞাত নারীও হেঁটে হেঁটে বের হয়ে যায়।
কোতয়ালী থানা থেকে বলা হয়, নিখোঁজ শিশুটির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে, দ্রুত কোতয়ালী থানা পুলিশকে জানাতে বলা হয়।