শিরোনাম

শীর্ষ সংবাদ

আজ দিনদুপুরে মিরপুরে বিআরটিসির বাসে আগুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ এ আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

mirpur bus a agun.jpg2

আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

আরও পড়ুন:

তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:  ষষ্ঠবারের মতো ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

রবিবার (১৯ নভেম্বর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

এদিন আগে ব্যাট করে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪০ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান ট্রাভিস হেড।

জয়ের জন্য শেষদিকে ৪৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ট্রাভিস হেড বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ১২০ বলে ১৫টি চার আর ৪টি ছক্কায় ১৩৭ রান করেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।

আরওপড়ুন> আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ক্রিকেটার সাকিব আল হাসান

এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল মোকাবেলা করে দুই রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১১০ বলে চার বাউন্ডারিতে ৫৮ রান করে অপরাজিত থাকেন মার্নাস লাবুশেন।

২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ শামির করা বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার। তার বিদায়ে ১৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: 

এরপর ইনিংস মেরামত করার আগেই দলীয় ৪১ রানে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মিচেল মার্শ। দলীয় ৪৭ রানে ফেরেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে অপ্রতিরোধ্য ছিল ভারত। ফাইনালের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে হারাতে পারেনি কোনো দল। অবিশ্বাস্য ফর্মে থাকা ভারতকে ফাইনালে ২৪০ রানে অলআউট করে অস্ট্রেলিয়া।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে নারী ‘ফায়ার ফাইটার’ পদে যোগ দিয়েছেন ১৫ জন নারী সদস্য।

আজ রবিবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

fair fighter nari2

যোগদান করার পর তাদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

আজ রবিবার(১৯ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাদের স্বাগত জানান।

পরে নবীন ফায়ারফাইটারা মহাপরিচালকের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এসময় অধিদপ্তরের দুজন পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

গত ২০ জুন ফায়ারফাইটার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারফাইটার (নারী) পদে দুই হাজার ৭০৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা ও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগপত্র জারি করা হয়।

সিভিল সার্জনের সুস্থতার সনদপত্রসহ তারা গতকাল এই পদে যোগদান করেন।

এর আগে ফায়ার সার্ভিসে অফিসার পদে নারী কর্মকর্তা যোগদান করলেও ফায়ারফাইটার পদে কখনো কোনো নারীর নিয়োগ সম্পন্ন হয়নি এবং নিয়োগের কোনো সুযোগও ছিল না।

আরও পড়ুন:

লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুশাসন অনুযায়ী সম্প্রতি ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ নামকরণ করা হয়। এর ফলে এই পদে নারী-পুরুষ উভয়ের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় তারা এ পদত্যাগ পত্র জমা দেন।

জানা গছে, আজ রবিবার (১৯ নভেম্বর) দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

resign-latter-minister-newsasia24

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে রয়েছেন। অপরদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

আরও পড়ুন:

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে চলতি মাসের ১৫ তারিখে। ভোট গ্রহণ করা হবে আগামী ২০২৪ সালে জানুয়ারি মাসের ৭ তারিখে ।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ফলে দু সীমান্তের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

brammonbaria-train-accident-newsasia24

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানিয়েছেন, মালবাহী একটি ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ৬০৭ নম্বর কন্টেইনারবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটি অতিক্রম করলে পেছনের দিকের একটির বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন: 

তিনি আরও জানান, এতে ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রেনটিকে উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেয়া হয়েছে।

তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেনটিকে উদ্ধার করে চলাচল স্বাভাবিক করা হবে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খুলনায় তথ্য মিলবে ভারতের আমরি হাসপাতালের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: খুলনা থেকেই তথ্য মিলবে ভারতের আমরি হাসপাতালের। আমরি হাসপাতাল খুলনায় নিজেদের তথ্য কেন্দ্র খুলেছে ।

ভারতে চিকিৎসা সুবিধার জন্য ভারতের বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী আমরি হাসপাতাল খুলনায় নিজেদের তথ্য কেন্দ্র খুলেছে।

d.ropok borua

ফলে খুলনা সহ বাংলাদেশের সব স্থনের মানুষই এই অত্যাধুনিক চিকিৎসা সুবিধা পাবেন।

আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গা এলাকার আমীন ম্যানসনে আমরি হাসপাতালের কর্ণধার রুপক বড়ুয়া তথ্যকেন্দ্রটি উদ্বোধন করে।

তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রথিতযশা স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক দত্ত।

উদ্বোধন অনুষ্ঠানে রুপক বড়ুয়া বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমরি হাসপাতালের সম্পর্ক বহুদিনের।

খুলনা তথা বাংলাদেশের সব মানুষকে কলকাতার চারটি হাসপাতালের শ্রেষ্ঠতম চিকিৎসক ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তা পৌঁছে দিতেই এ তথ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন:

এখন থেকে খুলনাবাসী নিজ শহরে বসেই আমরির ডাক্তারদের অ্যাপয়নমেন্ট ও বিভিন্ন পরীক্ষা আর সার্জারির ব্যাপারে জানতে ও বুকিং করতে পারবেন।

এছাড়াও ভিসা ও গেস্টহাউস বুকিংয়ের সুবিধাও থাকবে এই তথ্যকেন্দ্রে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ক্রিকেটার সাকিব আল হাসান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিব ৩ টি আসনের জন্য নির্বাচনের ফরম তুলেছেন। আসনগুলো হলো— ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

sakib al hasan
sakib al hasan

সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরমগুলো সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ আজ ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

আরও পড়ুন:

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন আজ সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

সোনার নতুন দাম!

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সারা বিশ্বে সোনার দামের রেকর্ড করল বাংলাদেশ।প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩৭৬ টাকা।

golden,newsasia24

আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে।সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:
আগামীকাল রবিবার (১৯নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু; পাওয়া যাবে অনলাইনেও

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেআ’লীগের ফরম বিক্রি শুরু হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে এ মনোনয়ন ফরম।

সকাল ১০ টায় এ বিক্রি উদ্বোধন করবেন আ’লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিজে অথবা যোগ্য প্রতিনিধির মাধ্যমে কেনা ও জমা দিতে বলা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

smart-mononoyon-app-online-newsasia24

এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে-স্টোর অথবা আইওএস অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিল মিধিলি; নিখোঁজ -১

ভোলা প্রতিনিধি: ভোলায় দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। অধিকাংশ ঘড়-বাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে।

এতে বাচ্চু নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি তজুমদ্দান উপজেলার চর রায়হান এলাকায়।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঝড়ের কবলে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

midhili-vola-newsasia24

আরও পড়ুন: 

ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ২০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

তবে সন্ধ্যার পর থেকে মিধিলির শঙ্কা কেটে গেছে। স্বাভাবিক হতে শুরু করেছে ভোলাসহ আশেপাশের এলাকাগুলো।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন