শিরোনাম

শীর্ষ সংবাদ

মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পবিত্র আল-আকসা জেরুজালেমের অন্যতম একটি মসজিদ। এই মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এই মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফ ‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে।

alaksa-newsasia24

মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই এই ধরনের কাজ করছে তারা। তবে জানা গেছে, শুধুমাত্র বয়স্কদের মসজিদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 

ইসলামিক ওয়াকফ বিভাগ এই মসজিদের দেখাশোনা করেন।

ওয়াকফ বিভাগ জানিয়েছে, মুসল্লিদের বাধা দিয়ে ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ করতে দেয়া হচ্ছে । সেখানে তাদের প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

কক্সবাজারে হামুনের আঘাতে নিহত-৩

নিউজিএশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে হামুনের আঘাতে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরপরই কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন।

tornedo-hamun-newsasia24 1

জানা গেছে, বাড়ির দেয়াল ধসে আবদুল খালেক (৩৮) নিহত হয়েছেন।

অপরদিকে মহেশখালীর মুন্সির ডেইল গ্রামে গাছচাপায় হারাধন এবং চকরিয়ার বদরখালীতে আসকর আলী নিহত হন।

আরও পড়ুন: 

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় হামুন গতিপথ পরিবর্তন করেছে। ফলে এটি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ক্রমে ধাবিত হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই স্থায়িত্ব ছিল প্রায় দুই ঘণ্টা। এটি গড়ে ১০০ কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝর হামুনের সর্ব্বোচ্চ গতিবেগ ছিল ১৪৮ কিলোমিটার।

বিএনপির দুই শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নয়াপর্টনে সমাবেশকে কন্দ্রে করে তাদরেকে আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে।

তারা বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন।

তবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

bnp-neta-arested

আজ বুধবার ( ১৮ অক্টোবর) দুপুরে অকটকৃত নেতাকর্মীদের প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেরের পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অনেককে আটক করা হয়েছে। আটককৃতরা কতজন সে হিসেব এখনও করেননি তারা।

শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পালিত হল শেখ রাসেল দিবস

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বরগুনায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করল শুভসংঘ।

বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শেখ রাসেল দিবসে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

rasel-dibosh.jpg October 18, 2023 46 KB 600 by 300 pixels

 

আজ বুধবার সকাল ১১টায় বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের চিত্র অংকন করে শিক্ষার্থীরা।

 

শেখ রাসেলের জীবন বৃত্তান্তের ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

আরও পড়ুন:

 

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে সহকারি শিক্ষক ফাইজুর রহমান টিটু’র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান ।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম ও কলমবক্স বিতরণ করা হয়।

শেখ রাসেল দিবস আজ

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ।

শহীদ শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। আজ তার ৬০ তম জন্মদিন।

শেখ রাসেল দিবসটি ২০২১ সাল থেকে পালন করা হচ্ছে।

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

seikh-rasel-newsasia24

এই দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আবেগঘন বাণীতে ছোট ভাইকে স্মরণ করেছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, ‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন:

এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।’

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সেই সাথে ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণসহ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বেলজিয়ামে জঙ্গি হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

newsbelgium-swdees-murder-n

এঘটনার পর একটি ব্যক্তি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি এ হামলার দায় স্বীকার করেন। এছাড়াও তিনি নিজেকে আই এস এর সদস্য বলে দাবি করেছেন।

আরও পড়ুন: 

বেলজিয়াম সরকার বলেছেন, এটিেএকটি জঙ্গি হামলা।

বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস আজ ১৭ অক্টোবর

নিউজ এশিয়া২৪: আজ বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস’। প্রতিবছর ১৭ অক্টোবর সারা বিশ্বে এ দিবসটি পালিত হয়।

বিশ্বজুড়ে মানুষের অসমতা দারিদ্র্য, ক্ষুধা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। দিবসটি আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয়।

এই দিবসটির প্রতিপাদ্য বিষয় “উপযুক্ত কাজ এবং সামাজিক সুরক্ষা: সকলের জন্য মর্যাদা।”

world-poor-day-newsasia24

জাতিসংঘ ১৯৯৫ সালকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ বর্ষ হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের পর্যবেক্ষণে দেশে দেশে দারিদ্র্য ও বঞ্চনা বিশেষ গুরুত্ব পায়।

আরও পড়ুন:

ফ্রান্সভিত্তিক এনজিও এটিডি ফোর্থ ওয়ার্ল্ড অতি দারিদ্র্য দূরীকরণের জন্য আন্দোলন করে। এতে তারা ১৭ অক্টোবর সফলতা লাভ করে।

এই ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনের কথা পর্যালোচনা করা হয়।

এর আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদও ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস ঘোষণা করে।

বিশ্ব খাদ্য দিবস আজ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সোমবার(১৬ অক্টোবর) আজ বিশ্ব খাদ্য দিবস। বাংলাদেশের কুষি মন্ত্রণালয় ও জাতিসংঘেরে উদ্যোগে দেশেও পালিত হবে দিবসটি।

এবারের প্রতিপাদ্য বিষয় “পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।”

world-food-day-newsasia24

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি। এতে উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।

এই দিবসটি কেন্দ্র করে আগামীকাল সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সভা।

আরও পড়ুন:

এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম।

আলোচনাসভা শেষে দুপুরে বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত হবে কারিগরি সেশন ।

ব্যাঙের ছাতার মত পুলিশের বক্স

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  মেয়র আতিকুল ইসলাম বলেন,এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স হচ্ছে। এতে শহর দেখতে ভালো লাগে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের এমন কথার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আসাদুজ্জামান খান বলেন, ব্যাঙের ছাতার মতো নয়। পুলিশ তার প্রয়োজনেই বক্স তৈরি করেছে।

আজ রবিবার (১৫ অক্টোবর)  রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আতিক বলেন, আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। কারণ সেখানে আট ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্স বানানো হয়েছে। অথচ বিষয়টি সিটি করপোরেশন জানে না।

police-box-newsasia24
প্রতিকী ছবি

এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে বসা পুলিশ বক্স তৈরি হচ্ছে।

এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না। আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন সেখানে আমরা ডিএমপি পুলিশ কমিশনারের মাধ্যমে বা অ্যাডিশনাল কমিশনারের মাধ্যমে নতুন পুলিশ বক্স বানিয়ে দেব।

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে।এতে জনগনের ভালো হয়।

তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন কোন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছেন।

আমি মেয়রকে রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে সেখানে আপনি ব্যবস্থা নেবেন।

টেন্ডার ছাড়াই পরিষদের গাছ কেটেছেন ইউএনও

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব গাছ কেটে পরিষদ ‘সাফ’ করে দিয়েছেন।

কুমিল্লার নাঙ্গলকোটে ‘টেন্ডার ছাড়াই’ উপজেলা পরিষদের গাছ কেটে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব।

গত শুক্রবার ও শনিবার উপজেলার পরিষদের ভেতরে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।

uno-raihan-mehebub.jpg October 15, 2023 40 KB 600 by 300 pixels

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব দাবি করেন, টেন্ডারের মাধ্যমে গাছ কাটা হচ্ছে।

অন্যদিকে উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলছেন এখনো তারা টেন্ডার পায়নি। উপজেলা মিটিংয়ে রেজল্যুশন হয়েছে মাত্র।

নাঙ্গলকোট বাজারের স্বাধীন করাতকলের মালিক ইউছুফ উপজেলার শহীদ মিনারের সামনে ১৫-২০ জন শ্রমিক নিয়ে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলেছেন।

আরও পড়ুন:

১৯৮৩ সালে নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গাছগুলো লাগানো হয়। গাছগুলো বছরের পর বছর পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল।

আরও জানা যায়, নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব স্বাধীন করাতকলের মালিক ইউছুফকে দিয়ে গত বছরের ৪ ডিসেম্বর উপজেলা পরিষদের ভেতরের বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির আরও শতাধিক গাছ কেটে ফেলেন।

নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেছেন নতুন চারাগাছ লাগিয়ে দৃষ্টিনন্দন একটি পার্কে রূপান্তরিত করবেন।

করাতকলের মালিক ইউছুফ বলেন, গাছগুলো টেন্ডার হয়নি। ইউএনও স্যার বলছেন গাছগুলো কেটে তার করাতকলে রাখার জন্য। পরবর্তী সময় টেন্ডারের মাধ্যমে যে গাছগুলো পাবে সে গাছগুলো নিয়ে যাবে।

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা বলেন, গাছ না থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে । বিষয়টি খতিয়ে দেখব। সূত্র: দেশ রুপান্তর