শিরোনাম

শিরোনাম

দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ বাংলাদেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কর্ণফুলীর তলদেশে টানেল উদ্বোধন করা হবে আজ। ফলে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ হিসেবে বাংলাদেশ নাম লেখাবে।

আজ শনিবার (২৮ অক্টেবর) ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই ট্যানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

                                                            এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু টানেল।

tunnel-newsasia24

এ উপলক্ষে চট্টগ্রাম উৎসব নগরীতে পরিণত হয়েছে। আনোয়ারা উপজেলায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচী। টানেলের এক প্রান্ত পতেঙ্গা এবং অপর প্র্রান্ত আনোয়ারাকে মনোরমভাবে সাজানো হয়েছে ।

পতেঙ্গা থেকে আনোয়ারয় যেতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। তবে, এর মধ্য দিয়ে রিকশা, সাইকেল, মোটরসাইকেলসহ কোনো টু হুইলার, থ্রি-হুইলার যানবাহন চলাচল করতে পারবে না।

tunnel-newsasia24 2

এই টানেলের মাধ্যমে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ । টানেলটির অ্যাপ্রোচ সড়ক প্রায় সাড়ে ৫ কিলোমিটার।

টানেলের সুরক্ষায় পুলিশের পাশাপাশি অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও থাকবে। এখানে শতাধিক আধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে কোন ধরনের দুর্ঘটনায় ৫ মিনিটের মধ্যে উদ্ধারকার্য চালানো যাবে।

আরও পড়ুন: 

এখানে স্থানীয় পুলিশের পাশাপাশি কোস্টগার্ডসহ থাকবে টুরিস্ট পুলিশ। গাড়ির গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ২০১৬ সালে। পরবর্তিতে ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণে মোট ব্যায় হয়েছে, সাড়ে ১০ হাজার কোাটি টাকা।

লি কেকিয়াং আর নেই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: অবসরে যাওয়ার ১০ মাস পরেই মারা মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

Li-Keqiang-chaina-prime-minister-newsasia24 2
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

এক সময় তাকে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সম্প্রতি তাকে সাইডলাইন করে দেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হঠাৎ হার্ট অ্যাটাক হলে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা হয়। পরে, শুক্রবার গভীর রাতে সাংহাইতে তিনি মৃত্যু বরন করেন।

আরও পড়ুন: 

লি কেকিয়াং দশ বছর যাবৎ ধরে চীনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রধান ছিলেন।

২৮ অক্টোবর পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ২৮ অক্টোবর রাত পর্যন্ত এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তরের কারনে এ সেবা বন্ধ থাকবে।

nirbachon-komission-newsasia24

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে শনিবার (২৮ অক্টোবর) রাত পর্যন্ত সার্ভার এর সাথে নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করা হবে। এ জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।

আরও পড়ুন: 

স্থানান্তরের কাজ চলাকালীন ৬৪ ঘণ্টা এনআইডি সেবা কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে সকল সার্ভিস পুনরায় চালু হবে।

কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা। কুষ্টিয়ার বটতৈল এলাকার কবুরহাটে চলছে এ খেলা। মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে এ খেলা। এ খেলাটির আয়োজন করেছে আপডেট কুষ্টিয়া নামে একটি ফেসবুক গ্রুপ।

এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

lathikhela-newsasia24-kushtia
ছবি সংগ্রহীত

গতকাল খেলাটি পরিচালনা করেছেন, লাঠিয়াল ওস্তাদ জানার আলী ও ঢুলি রাজা মিয়া। এতে ১২টি দলের ৮২ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন।

লাঠিখেলার ওস্তাদ জানার আলী জানান, প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন এলাকায় তারা লাঠিখেলা করে থাকেন। তবে এ খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব ও অসহায়। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন।

তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এ খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারবেন বলে আশাবাদী।

আরও পড়ুন: 

খেলার আয়োজক অর্পণ মাহমুদ জানান, পঞ্চমবারের মতো এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমানকাল ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একসময় বিনোদনের খোরাক জুগিয়েছে এ লাঠিখেলা। কিন্তু কালের বির্বতণে মানুষ আজ ভুলতে বসেছে এ খেলাটি। তবুও বিনোদনপ্রেমী মানুষের বিনোদনের খোরাক যোগাতেই এ লাঠিখেলার আয়োজন।

এবারের লাঠিখেলায় অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের খেলোয়াড়রা। খেলাটি চলবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।

গাজায় খাবার পানি শেষ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজায় খাবার পানি শেষ । চ্যালেঞ্জের মুখে গাজার বাসিন্দারা ।

গাজা উপত্যকায় বিশুদ্ধ পানি প্রায়ই শেষ হয়ে গেছে। অক্সফামের বিবৃতিতে এ কথা বলা হয়।

আজ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও বলা হয়, গাজায় এখন জনপ্রতি তিন লিটার পরিষ্কার পানি পাওয়া যায়। জাতিসংঘের মতে, মানুষের জন্য দৈনিক প্রয়োজন ১৫ লিটার পানি ।

gaja-water-problem-newsasia24-2

এ অবস্থায় গাজায় বোতলজাত পানির সরবরাহ হ্রাস পেয়েছে। তবে বোতালজাত পানি কিছু পেলেও এর দাম এমন পর্যায়ে পৌঁছেছে যা বেশিরভাগ পরিবারের নাগালের বাইরে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম কে মোহাম্মদ আল শান্তি নামে গাজার এক বাসিন্দা জানান, তারা জামাকাপড় পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে।

প্রায় চার মাইল পথ পাড়ি দিয়ে মধ্য গাজার আল-আকসা হাসপাতাল থেকে প্লাস্টিকের বোতলে করে পানি সংগ্রহ করে।

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় পানি, বিদ্যুৎ, খাবার মতো গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।

এ অবস্থায় গাজার বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানি খোঁজা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গাজায় পানি সরবরাহ না থাকায় বাসিন্দারা নোংরা এ পানি পান করতে বাধ্য হচ্ছেন।

এতে অঞ্চলটিতে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বিশেষ করে বাসিন্দাদের পানিশূন্যতা থেকে মৃত্যুর আশঙ্কা বেড়েছে ।

 

আনসার বাহিনীকে কি গ্রেফতারের অনুমতি; কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ?

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছে। এমন তথ্যে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপির সাথে অনান্য রাজনৈতিক দলগুলোও বিরোধীতা করছে।

তবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ তথ্য সম্পূর্ন ভুল। আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি কখনোই দেওয়া হয়নি।

asadujjaman-khan-kamal-home-minister-newsasia24

তিনি আরও বলেন, এটা একটা মিসইনফরমেশন । আনসার বাহিনীকে গ্রেফতার করার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।

আনসার বাহিনী পুলিশের ক্ষমতা পেতে যাচ্ছে—এমন প্রচারণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে—এগুলো সব মিসইনফরমেশন।

না ফেরার দেশে সাবেক যোগাযোগমন্ত্রী

নিউজ এশিয়া২৪ডেস্ক: দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন সাবেক যোগাযোগমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

তার মরদেহ হিমাঘরে রাখা হয়েছে। তার এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি আসার পর দাফন কার্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরের ডাসার বেতগ্রামে জন্মগ্রহণ করেন।

alhaz-soyod-abul-hasan

আরও পড়ুন:

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৯৬ সালে এলজিইডি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালে।

এরপর তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পবিত্র আল-আকসা জেরুজালেমের অন্যতম একটি মসজিদ। এই মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এই মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফ ‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে।

alaksa-newsasia24

মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই এই ধরনের কাজ করছে তারা। তবে জানা গেছে, শুধুমাত্র বয়স্কদের মসজিদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 

ইসলামিক ওয়াকফ বিভাগ এই মসজিদের দেখাশোনা করেন।

ওয়াকফ বিভাগ জানিয়েছে, মুসল্লিদের বাধা দিয়ে ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ করতে দেয়া হচ্ছে । সেখানে তাদের প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

কক্সবাজারে হামুনের আঘাতে নিহত-৩

নিউজিএশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে হামুনের আঘাতে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরপরই কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন।

tornedo-hamun-newsasia24 1

জানা গেছে, বাড়ির দেয়াল ধসে আবদুল খালেক (৩৮) নিহত হয়েছেন।

অপরদিকে মহেশখালীর মুন্সির ডেইল গ্রামে গাছচাপায় হারাধন এবং চকরিয়ার বদরখালীতে আসকর আলী নিহত হন।

আরও পড়ুন: 

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় হামুন গতিপথ পরিবর্তন করেছে। ফলে এটি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ক্রমে ধাবিত হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই স্থায়িত্ব ছিল প্রায় দুই ঘণ্টা। এটি গড়ে ১০০ কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝর হামুনের সর্ব্বোচ্চ গতিবেগ ছিল ১৪৮ কিলোমিটার।

বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: চাচাতো বোনের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

আজ ( ১৮ অক্টোবর) সকালে কুষ্টিয়ার কুমারখালীতে চাচাতো বোনের শ্বশুরবাড়ির উঠান থেকে স্বপন আলী (২৭) নামে এক যুবকের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুমারখালীর জালাল মোড় এলাকার আসাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

kumarkhali-thana-newsasia24

নিহত স্বপন আলী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে।

তিনি একজন গাড়িচালক ছিলেন।

নিহত স্বজনদের অভিযোগ, স্বপনকে তার চাচাতো বোনের শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে উঠানে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

আরও পড়ুন:

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ বিষয়ে কুমারখালী থানার (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চাচাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আসাদের বাড়ির উঠান থেকে স্মবপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত স্বপনের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে।