শিরোনাম

শিরোনাম

টেনেসিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টেনেসিতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে টেনেসির কোভিংটন পুলিশ। ভুক্তভোগী ছাত্রকে লাঞ্ছিত ও হয়রানি করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে র্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে। ছত্রের বয়স ১২ বছর।

সোমবার দেশটির সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, ওই শিক্ষিকার নাম অ্যালিসা ম্যাককমন (৩৮)। পুলিশ তার কোভিংটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রকে লাঞ্ছিত ও যৌন হয়রানি করার নতুন অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, এর আগেও গত ৮ সেপ্টেম্বর ওই শিক্ষিকাকে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেময় তিনি চার্জার অ্যাকাডেমির শিক্ষিকা ছিলেন। তবে দুই সন্তানের জননী এই শিক্ষিকা তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেননি।

টেনেসির কোভিংটন পুলিশ বিভাগ (সিভিডি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেছে, সাবেক শিক্ষক অ্যালিসা ম্যাককমন একটি নতুন ফোন নম্বর ব্যবহার করছেন এবং একজন ভুক্তভোগীর সাথে আবারও যোগাযোগ শুরু করেছেন বলে সিপিডির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তথ্য পেয়েছে।

বিবৃতিতে পুলিশ বলেছে, কিশোরদের কাছে পরিচিত একটি কোড ওয়ার্ড ব্যবহার করে ম্যাককমন এক ভুক্তভোগীকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন।

প্রায়ই নগ্ন ছবি পাঠানোর আগে একই ধরনের কোড পূর্বেও ব্যবহার করেছিলেন তিনি। আর ওই কোডের মাধ্যমে কিশোর একা আছেন কি না তা তিনি নিশ্চিত হতেন ম্যাককমন।

পূর্বে একই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে ভুক্তভোগী কিশোরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেন তিনি।

কোভিংটনের পুলিশ প্রধান ডোনা টার্নার বলেছেন, ‘ম্যাককমনের কর্মকাণ্ড সিপিডি তার সই করা বন্ডের শর্তাবলির পরিষ্কার লঙ্ঘনের বিষয়েও উদ্বিগ্ন।’

আরও পড়ুন: আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে আটক তিন ইঞ্জিনিয়ার

পরে অভিযুক্ত নারী শিক্ষককে টেনেসির টিপটন কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

 

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের র‌য়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। তারা হলেন পিয়া অগোস্টিনি, ফেরেঙ্ক ক্রুসজ এবং অ্যান ল’হুইলার।

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি করার বিষয়টি তাদের গবেষণায় দেখানো হয়েছে।

নোবেলজয়ী এ তিন পদার্থবিদ এমন আলোর ফ্ল্যাশ (ঝলকানি) তৈরি করেছেন যেগুলো ‘অতি দ্রুত চলাচলকারী’ ইলেকট্রনের স্ন্যাপশট নিতে পারে।

রাজধানী স্টকহোমের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স বিশ্বের বিখ্যাত সব বিজ্ঞানীদের মধ্যে থেকে সেরা পদার্থবিজ্ঞানী বা বিজ্ঞানীদের এই পুরস্কারে ভূষিত করে থাকে।

আরও পড়ুন: এবার কোম্পানির সিইও রোবট

আগামীকাল বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেলজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

মূলত মোট ছয়টি বিভাগে ছয় দিনে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।

সাইবার সিকিউরিটি আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার নয়

কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!

খেলাপি ঋণের সঙ্গে বেড়েছে প্রভিশন ঘাটতি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: খেলাপি ঋণের সঙ্গে বেড়েছে প্রভিশন ঘাটতি। ২০২৩-২৪ অর্থবছরের জুন শেষে ব্যাংক খাতে সার্বিক প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হাল নাগাদ প্রতিবেদনে প্রভিশন ঘাটতির এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য বলছে, আট ব্যাংকের মোট প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার ১৩৪ কোটি টাকা। কয়েকটি ব্যাংক বেশি প্রভিশন সংরক্ষণ করার কারণে ব্যাংক খাতের মোট প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে।

তিন ধরনের খেলাপি ঋণ রয়েছে। ১) সাব স্ট্যান্ডার্ড (এসএস) বা মন্দ মানের খেলাপি ঋণ; ২) ডাউট ফুল (ডিএফ) বা সন্দেহজনক মানের ঋণ এবং ৩) ব্যাড অ্যান্ড লস (বিএল) বা কু ঋণ। তিন ধরনের খেলাপি ঋণের বিপরীতে যথাক্রমে ২০ শতাংশ, ৫০ শতাংশ এবং ১০০ শতাংশ পর্যন্ত ব্যাংকগুলোকে প্রভিশন সংরক্ষণ করতে হয়।

এছাড়া অশ্রেণিকৃত ঋণের বিপরীতে পরিচালন মুনাফার শুন্য দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ পর্যন্ত প্রভিশন সংরক্ষণ করতে হয়। প্রভিশন ঘাটতি থাকলে শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ ঘোষণা করা যায় না।

এছাড়া অগ্রণী ব্যাংকের চার হাজার ৪৬৫ কোটি, বেসিক ব্যাংকের চার হাজার ৩১০ কোটি, রূপালী ব্যাংকের চার হাজার ৯৭ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৫১৬ কোটি, ঢাকা ব্যাংকের ৪৩৯ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০৪ কোটি ও এনসিসি ব্যাংকের ৪১৯ কোটি টাকার প্রভিশন ঘাটতি রয়েছে।

আরও পড়ুন: এবার সোনার দাম কমলো

প্রভিশন ঘাটতি থেকে বের হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক। আর নতুন করে প্রভিশন ঘাটতিতে পড়েছে বেসরকারি এনসিসি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে সর্বোচ্চ প্রভিশন ঘটতি রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে। ব্যাংকটির ঘাটতির পরিমাণ ১১ হাজার ৬৮২ কোটি টাকা।

ভারতের চাল রপ্তানি নিষিদ্ধকরণ ও শুল্ক আরোপ: চাল রপ্তানি কমবে ১৯ লাখ টন

দেশের ৮৫৬ টি পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ: সেন্টার ফর পলিসি ডায়ালগ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে গুঞ্জন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এবারের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। সে হিসেবে আগামীকাল ৪ অক্টোবর (বুধবার) বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে এবং উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

তবে, ভারতীয় গণমাধ্যমের দাবি, টেকনিক্যাল কারণে আগামীকালের বর্ণাঢ্য কোন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে না ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

মূলত অনুষ্ঠান আয়োজন নিয়ে বিসিসিআই এর নিশ্চুপ অবস্থানের কারণেই এমন গুঞ্জন। যদিও এখন পর্যন্ত সেই খবরের সত্যতা নিশ্চিত করেনি আইসিসি বা বিসিসিআই।

এছাড়া ১৯ নভেম্বর ফাইনালের আগে থাকতে পারে বর্ণিল অনুষ্ঠান।

অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান কেমন হতে পারে, তা নিয়েও মুখ খোলেনি ভারত। দেশটির গণমাধ্যম জানিয়েছিল, দর্শকদের চমকে দিতে এমন গোপনীয়তার চেষ্টা তাদের।

আরও পড়ুন: তিনটি ধারা ভঙ্গের অভিযোগ নাসিরের বিরুদ্ধে

খবরে বলা হয়, বিশ্বকাপের উদ্বোধনী বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা–অভিনেত্রী ও গায়ক–গায়িকা।

এর মধ্যে গান পরিবেশনে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং।

নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে।

জাপানের কাছে হেরে গেল আর্জেন্টিনা

সাকিব আল হাসানের ভূঁয়সী প্রশংসা করেছেন আকাশ চোপড়া

আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে আটক তিন ইঞ্জিনিয়ার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নিষিদ্ধ জঙ্গিসংগঠন আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে তিন ইঞ্জিনিয়ার কে আটক করা হয়েছে। তারা সবাই বোমা তৈরি করতে পারতেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৩ অক্টোবর) জানিয়েছে, গতকাল ভারতের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এইচজিএস ঢালিওয়াল জানিয়েছেন, আটক তিনজনের একজন হলেন মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) তালিকায় মোস্ট ওয়ান্টেড ছিলেন।

গত মাসে শাহনেওয়াজ ও তার অপর দুই সঙ্গী মোহাম্মদ রিজওয়ান আশরাফ এবং মোহাম্মদ আরশাদ ওয়ার্সীকে ধরিয়ে দিতে ৩ লাখ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।

তিনি আরও জানান, শাহনেওয়াজকে দিল্লির জাইতপুর, রিজওয়ান ও আশরাফকে লখনৌ এবং উত্তর প্রদেশের মুরাদাবাদ থেকে আটক করা হয়।

আরও পড়ুন: কানাডার আর্ট স্কুলে বাংলার ঐতিহ্য

পুলিশ আরও জানিয়েছে, তারা আইএসএসের নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং প্রতিদিন বিভিন্ন তথ্য পাঠাতেন। এছাড়া তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা যেন প্রয়োজনীয় জিনিসপত্র স্থানীয় জায়গা থেকে কেনেন। যেন কেউ তাদের কার্যক্রম সম্পর্কে কিছু বুঝতে না পারে।

পুলিশ জানিয়েছে, এই তিনজনের কাছ থেকে একটি পিস্তল, বোমা তৈরির রাসায়নিক এবং বিভিন্ন বই-পুস্তক উদ্ধার করা হয়। তারা তিনজনই দেশের বিভিন্ন জায়গায় র‌্যাকি ও বোমার পরীক্ষা চালিয়েছিলেন।

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৪

শিশুদের ওমরাহ পালনে সৌদির নির্দেশনা জারি

সাধারণ মানুষের ওপর হামলা হলে রেহাই নেই: শেখ হাসিনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাধারণ মানুষের ওপর হামলা হলে রেহাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আন্দোলনের নামে আগামী জাতীয় নির্বাচনের আগে ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস এবং অমানবিক নৃশংসতার ঘটনা ঘটালে আর কোনো সহনশীলতা দেখানো হবে না।

২ অক্টোবর লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে তার সম্মানে আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় এসব কথা বলেন তিনি ।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সবচেয়ে দামি হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। তো বয়স তো আশির ওপরে, এমনি তো মৃত্যুর সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নকাটি করে তো লাভ নাই।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে তার কিছুই করার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আইন অনুযায়ী যা করতে পারেন তাই করেছেন।

ছেলে কোকোর মৃত্যুর পর তাকে (শেখ হাসিনা) খালেদা জিয়ার বাড়িতে প্রবেশের অনুমতি না দেবার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা কীভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তথাকথিত আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট ২০১৩-১৪ সালে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চসহ বহু ধরনের যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল।

জনগণকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করে সারা দেশে তাণ্ডব চালিয়েছিল।

অগ্নিসংযোগের ঘটনায় নারীসহ অনেক লোক গুরুতরভাবে দগ্ধ হয়েছিলো এবং তারা অমানবিক জীবনযাপন করছে।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। দুর্দশাগ্রস্ত মানুষের জীবন নিয়ে এমন কোনো চেষ্টা করা হলে কোনো ক্ষমা করা হবে না।

আওয়ামী লীগ সভাপতি শখ হাসিনা বলেন, গণতন্ত্রের কথা বলা বিএনপির পক্ষে শোভা পায় না কারণ তারা জনগণের ভোটাধিকার নিয়ে ধোকাবাজি খেলেছে।

উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ৭৭তম জন্মদিন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন যে, তার সরকার নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সমস্ত সংস্কার করেছে।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক।

বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প

পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার

রাস্তায় না নামলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না: দুদু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাস্তায় না নামলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু । তিনি বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের রাস্তায় নামতেই হবে। এ ছাড়া অন্য কোনো পথ নেই।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে এক মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত সুচিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই মানববন্ধ‌ন হয়।

দুদু ব‌লেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

এ ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবং শান্তিপূর্ণ কোনো কিছু হবে বলে আমার মনে হয় না।

তিনি আরও বলেন, আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। এখন বা‌হি‌রে বের হওয়ার সময়, রাস্তায় নামার সময়। ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলেই এই সরকারের পতন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে।

বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, এটা প্রধানমন্ত্রী জানেন। বেগম খালেদা জিয়া, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি তার জীবনের কোনো নির্বাচনে হারেননি তার পরিবার থেকে তার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের আগেই মৃত্যু দুই সংসদ সদস্যে

এটাই প্রথম আবেদন না, এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম, অসুস্থ নেত্রীর সুচিকিৎসার জন‌্য বিদেশে প্রেরণের কোনো ব্যবস্থা করবে সরকার। কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন।

ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপ‌তি‌ত্বে ও সহসভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় মানববন্ধ‌নে আরও বক্তব‌্য রা‌খেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পা‌র্টির (কাজী জাফর) মহাস‌চিব আহসান হা‌বিব লিংকনসহ আরও অনেকে।

৪৮ ঘণ্টার আলটিমেটাম কই?

ইসলামিদলগুলোর অংশগ্রহণে নির্বাচন কামিয়াবি ও সফল

সরকার পদত্যাগ না করলে নির্বাচনে অংশ গ্রহণ করবে না বাম জোট

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন অনুষ্ঠিত

মারুফ সরকার: বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ এবং জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পানিসম্পদ উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম বলেন, আগে মানুষ বলতো আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার দরকার। এখন মানুষ বলে দেশের জন্য শেখ হাসিনার দরকার। আগামীতে দেশবাসী আওয়ামী লীগকে ভোট দিয়ে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন:  বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাবা ড. শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব তারিক আফজাল, প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাবা লাকী ইনাম, প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব জহির কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার জনাব মোহাম্মদ আরিফুজ্জামান নুরনবী, সংগঠনের পরিচালক জনাব মহিউদ্দিন মানু, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শেখ মনিরুজ্জামান লিটন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জনাব মিয়া মসসফ।

পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার

হঠাৎ ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে?

বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প

নিউজ এশিয়২৪ ডেস্ক: বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

আজ সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজ এশিয়া২৪কে জানান, ভারতের আসাম থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটা ঢাকার আগারগাঁও থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে। এর মাদ্রা ছিল ৫.২।

এই ভূমিকম্প যেসব জেলায় অনুভূত হয়েছে

আরও পড়ুন: আফ্রিকার মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে ৬৩২ নিহত

ঢাকা, রাজশাহী, জামালপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, শেরপুর, সাভার, গাজীপুর, পঞ্চগড়, কক্সবাজার, লালমনিরহাট, হবিগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, রাজশাহী, জামালপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, শেরপুর, সাভার, গাজীপুর, পঞ্চগড়, কক্সবাজার, লালমনিরহাট, হবিগঞ্জ, নাটোর ও কুড়িগ্রাম।

আরও পড়ুন: পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার

এর আগে বাংলাদেশে সর্বশেষ ১৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার নিচে।

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৪

শিশুদের ওমরাহ পালনে সৌদির নির্দেশনা জারি

এবার কোম্পানির সিইও রোবট

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার কোম্পানির সিইও হবে রোবট। কৃত্তিম বুদ্ধিমত্তা আর রোবটিক্সের বিশ্বব্যাপী জয় জয়কার । প্রায় প্রতিটি যায়গায় মেশিন লার্নিং, এআই এবং রোবটের ব্যবহার। সেই অনুযায়ী এবার রোবট হয়েছে কোম্পানির সিইও।

বিভিন্ন কর্মক্ষেত্রে যেমন অফিস কিংবা রেস্তোরাঁয় অনেক দিন থেকেই রোবটের ব্যবহার হলেও প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এবারই প্রথম। পোল্যান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা, ডিক্টেডার ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেওয়ার সমস্ত বিষয়ের দায়িত্ব রোবটের।

এখন থেকে লাভ-ক্ষতি, মার্কেটিং কৌশল, বিজনেস স্ট্র্যাটেজিসহ যাবতীয় বিষয় দেখবে এআই।

মিকাই সিদ্ধান্ত নেবে কীভাবে কোন পথে এগুলো আরও বেশি বিপণন করতে পারবে সংস্থাটি, কোথায় লগ্নি করলে মিলবে সুবিধা।

শুধু তাই নয়, অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে, কাদের কাজ খারাপ হচ্ছে সবদিকে নজর থাকবে এ রোবটের। পদোন্নতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে।

আরও পড়ুন: চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি

এছাড়াও কোন কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়। প্রত্যেক কর্মীর পারফরমেন্স যাচাই করবে এআই রোবট।

প্রত্যেক কর্মীর প্রমোশন-ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এ সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে।

কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!

এবার আপনার তথ্য জানাবে গুগল, জেনে নিন কিভাবে