শিরোনাম

শিরোনাম

একজন সরকারি কর্মকর্তার মানবিক কর্মকাণ্ড

এম এ ওহাব, কুমারখালী: “মানুষ ভজলে সোনার মানুষ হবি” ফকির লালন সাঁইজির এই অমর বাণীকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

একজন সরকারি কর্মকর্তা যে মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে মানবতার বন্ধু হতে পারে বিতান কুমার মন্ডল একটি উদাহরণ।

tno-kumarkhali-bitan-kumar-mondol-newsasia24 2

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ২ বছরের ও অধিক সময়।

কুমারখালী উপজেলায় তিনি যখন যোগদান করেন তখন মহামারী করোনার আঘাতে চুন্ন বিচূর্ণ হয়ে পড়ে সব কিছুই।

নিজের জীবনের মায়া ত্যাগ করে তখন থেকেই তিনি কাজ করে চলেছেন মানুষের জন্য।

যাহার ঘরে খাদ্য নেই খবর পেয়েই তাহার ঘরে খাদ্য সামগ্রী নিয়ে নিজেই উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন>> এমন বইমেলা প্রতিটি স্কুলে হওয়া উচিৎ (ভিডিও)

রাস্তায় রাস্তায় ঘুরে বেডানো বৃদ্ধাকে ডেকে এনে করে দিয়েছেন ভাতার কার্ড। প্রতিবন্ধীদের জন্য সরেজমিনে গিয়ে নিজেই উদ্যোগ গ্রহণ করেছেন।

শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজেই ছুটে চলেছেন রাতের পর রাত। মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও সহযোগীতা ও কম করেননি।

খেলাধুলায় অনেক মেধাবী খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে সহায়তা করে চলেছেন। সাংস্কৃতিক অঙ্গনে ও তিনি বেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

তার কর্মকাণ্ড যতো দেখি ততোই অবাক হয়ে পড়ি একজন মানুষ তার নিজের সংসার, নিজের কর্মস্থলের দায়িত্ব ছাড়াও নানান মানবিক কাজে নিয়োজিত রেখে চলেছেন তিনি।

কুমারখালী উপজেলায় সকল মানুষের শতভাগ নাগরিক সেবা প্রদান করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বহুগুণে গুণান্বিত মানবটি। নিজেকে কখনও প্রচার করতে চান না তিনি।

কিন্তু এই মহতী মানুষের মহৎকাজগুলো দেখে একজন সংবাদকর্মী হিসেবে তাকে নিয়ে দু’টি কথা না লিখে পারলাম না।

এই রকম মহান মনের মানুষ খুঁজে পাওয়া বর্তমান সময়ে সত্যিই দুস্কর!

write-earn-newsasia24

“মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে” স্যার আপনি কুমারখালী বাসীর কাছে চির স্বরণীয় হয়ে থাকবেন সব সময়। আপনার জন্য ও আপনার পরিবারের সদস্যদের জন্য অনেক বেশি বেশি ভালোবাসা ও শুভকামনা রইলো।

সৃষ্টিকর্তা আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের হেফাজত করুন সব সময় সবখানে।

আরও পড়ুন:

 

মীর মোশাররফ হোসেনের ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ অমর কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন এর ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে ২ দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহীনি পাড়ায় মীর মোশাররফ হোসেন এর বাস্ত ভিটায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

mir-mosarrof-hossain-newsasia24 2

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের , কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ড.আমানুর আমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়,কবি আলম আরা জুই,কবি সৈয়দ সাদিক।

আরও পড়ুন: 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু।

বিশিষ্ট এই কথা সাহিত্যিক এর জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ডিএমপি’র ১০টি নির্দেশনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পরিবহন মালিক-শ্রমিকদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রবিবার (১২ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরের এক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি নির্দেশনা-

১. প্রতিটি স্টপেজে বাসের এবং যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২.যেখান সেখান থেকে অর্থাৎ স্টপেজ ছাড়া কোনো যাত্রী উঠানো যাবে না এমনকি নামানো যাবে না।

৩. কন্ডাক্টর যাত্রীদের বিভিন্ন বিষয় সচেতন করবেন।

৪. রাতে যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে, কোনো উন্মুক্ত স্থানে অনেকগুলো বাস একসাথে রাখতে হবে। সেখানে নিজস্ব পাহারার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. বাসে রেখে ড্রাইভার ও হেলপার কখনই একই সাথে বিশ্রামেবো খেতে যাবেন না।

৬. যারা নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিতে পারবেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

৭. ড্রাইভারকে একা বাস পরিচালনা করতে দেওয়া যাবে না। তার সাথে হেলপার থাকবে এবং ও অতিরিক্ত ব্যক্তি থাকতে হবে।

আরও পড়তে পারেন:>> খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১

৮. রাতে বাসের মধ্যে ঘুমানো যাবে না। একজন হলেও পাহারার ব্যবস্থা করতে হবে।

৯. একটি বাসে যদি দুইটি দরজা থাকে সেক্ষেত্রে পিছনের দরজাটি অবশ্যই বন্ধ রাখতে হবে।

১০. মালিকপক্ষ সবাই ড্রাইভার ও হেলপারদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে এবং যাত্রীদের জন্য সর্তকর্তার জন্য প্রতিটি বাসে স্টিকার লাাগাতে হবে।

write-earn-newsasia24

অন্যদিকে, আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপি ও সমর্থক দলগুলোর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের দাবিতে এ অবরোধ দেওয়া হয়। এই অবরোধে গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয় ।

আরও পড়ুন:
google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১

নাজমুল হাসান: কুষ্টিয়ার খোকসায় দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ । শনিবার রাত ১০ টার দিকে ওসমানপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ রবিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তি ওসমানপুর ইউনিয়ন এর দেবিনগর গ্রামের হায়দার মেম্বারের ছেলে মো. ইদ্রিস (৩০)।

জানা যায়, আগ্নেয় অস্ত্র সহ মারামারির উদ্দেশ্যে কিছু লোক সংঘবদ্ধ হবার সংবাদ পেয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ, এএসআই সোহেল রানা, এএসআই মো. মুশফিকুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছান। এসময় সবাই পালিয়ে গেলেও পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

khoksa-arrest-newsasia24 2

আরও পড়ুন: 

ওসি মোস্তফা হাবিবুল্লাহ নিউজ এশিয়া২৪ কে জানান, শনিবার রাতে ওসমানপুর থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি ইদ্রিসকে আটক করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়তে পারেন:>>

লিখে আয় করুন

আপনি কি নিয়মিত লেখালেখি করেন? লেখা প্রকাশ করার উপায় খঁজছেন? তার সাথে আয়? তাহলে সুখবরটা আপনার জন্য! আপনার বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করুন নিউজ এশিয়া২৪ (www.newsasia24.com)এ। আর আপনি পাবেন আপনার পারিশ্রমিক।

লেখা যেভাবে পাঠাবেন:

১) প্রথমে এই পেজটিতে লাইক দিন। লাইক দিতে এখানে ক্লিক করুন।

২) রেজিস্ট্রেশন করুন। আপনার নাম, ছবি, মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট/ থাকতে হবে), ইমেইল, ঠিকানা সহ রেজিস্ট্রেশন  করতে হবে। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। অথবা এই লিংকে প্রবেশ করুন>> https://forms.gle/7n8pkJdeJLGicqVc9

অথবা, (আপনার নাম, ছবি, মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট/ থাকতে হবে), ইমেইল, ঠিকানা সহ নিম্ন লিখিত মেইলে মেইল করুন। ) ইমেইল:  [email protected]

৩) ফেসবুকে সরাসরি মেসেজ দিতে পারেন https://www.facebook.co /bdnewsasia24

৪) লেখাটি মেইল করুন: [email protected]

শর্ত :

** ) কোন ওয়েবসাইট বা অনলাইনে প্রকাশিত লেখা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। লেখাটি সম্পূর্ন আপনার নিজের লেখা হতে হবে। অন্যকারও লেখা কপি করলে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। পরবর্তিতে আপনার কোন লেখা আর গ্রহন করা   হবে না।

১) আপনি কোন কপি লেখা পাঠালে আমাদের আইটি টিম ধরে ফেলবে। যদি কোন কপি রাইট পাওয়া যায় আপনার লেখা বাতিল বলে বিবেচিত হবে। তারসাথে আপনার কোন লেখা আর প্রকাশিত করা হবে না।

২) আপনার লেখা আমরা পর্যালোচনা করে প্রকাশিত করব।

৩) কোন প্রকার ( খারাপ, পর্ন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে) এমন লেখা গ্রহণযোগ্য নয়। লেখাটি সর্বনিম্ন ৩০০ শব্দের হতে হবে। (কবিতা ব্যতিত/ক্ষেত্র বিশেষ)।

৪) প্রতিটি লেখার সাথে আপনার ছবি অথবা রিলেটেড (লেখা সম্পর্কীয়) ছবি পাঠাতে হবে।

৫) প্রতিটি লেখার নিচে আপনার নাম এবং মোবাইল নাম্বার দেয়া বাধ্যতামূলক।

৬) প্রতিটি নিয়ম-কানুন মেনে লেখাটি পাঠাতে হবে।

টাকা যে ভাবে পাবেন:

১) প্রতিটি লেখা সর্বনিম্ন ১০০০ (একহাজার) ভিউ হলে টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। ভিও ওয়েবসাইটে দেখা যাবে।

২) আপনার লেখা প্রতি ১০০০( এক হাজার) ভিউ হলে পাবেন ১০০ টাকা। ( যেমন: এক হাজার ভিউ হলে পাবেন ১০০ টাকা, দুই হাজার ভিউ হলে পাবেন ২০০ টাকা, পাঁচ হাজার ভিউ হলে পাবেন ৫০০ টাকা। ) তাই ভিউ বাড়াতে আপনার লেখাটি বেশী করে শেয়ার করুন।

৩) আমাদের মেম্বার হওয়ার পর ৫০০( পাঁচশত) ভিউ হলেই ১০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

যোগাযোগ:

নিউজ এশিয়া ২৪ (NewsAsia24)
মোবা: 013 31 51 41 03 / 019 62 36 33 72
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.newsasia24.com

newsasialogo-seo

রেজিস্ট্রেশন করার লিংকঃ  https://forms.gle/7n8pkJdeJLGicqVc9

ইন্টারনেটের খরচ কমেছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গ্রাহকদের অসন্তোষ এবং মন্ত্রীর নির্দেশনার কারনে মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের খরচ কমিয়েছে।

কোনো কোনো অপারেটর তিন দিনের দামে সাত দিনের প্যাকেজ করেছে, আবার কোনোটি সরাসরি দামও কমিয়ে ফেলেছে।

mobile network

গত ১৫ অক্টোবর থেকে মোবাইল ইন্টারনেটের তিন দিনের প্যাকেজ তুলে দেওয়া হয়।

অপারেটররা বলেছিল, তিন দিনের প্যাকেজ তুলে দিলে দাম বাড়বে। কারণ, তিন দিনের প্যাকেজটির চাহিদাই সবচেয়ে বেশি।

তিন দিনের প্যাকেজ তুলে দিয়ে নতুন নির্দেশনা কার্যকর হওয়ার পর দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের অস্বস্তি ছিল।

এসবের কারনে মন্ত্রী মোস্তাফা জব্বার ১০ নভেম্বরের মধ্যে দাম কমানোর নির্দেশনা দিয়েছিলেন।

ইন্টারনেট প্যাকেজের খরচ কমানোর নির্দেশনায় প্রথমেই সাড়া দেয় টেলিটক।

আরও পড়ুন:

এরপর অন্যান্য অপারেটরগুলো প্যাকেজ রিডিজাইন করছে বলে জানিয়েছে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) ইন্টারনেটের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছে।

২ মাস পর আবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ শনিবার (১১ নভেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় দুই মাস বিরতির পর এই হামলা চালানো হয়।

চলতি শীতে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করল রাশিয়া।

rassia-ucraine

গত বছরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাসহ কিছু জায়গায় হামলা চালায় মস্কো। এতে ইউক্রেনের কিছু অঞ্চল অন্ধকারে পরিনত হয়।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছেন, ৫২ দিনের দীর্ঘ বিরতির পর শত্রুরা কিয়েভের ওপর আবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

তিনি বলেন, শনিবার সকালের দিকে কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

আরও পড়ুন:

সম্প্রতি ইউক্রেনে অভিযান জোরালো করেছে রাশিয়া। অন্যদিকে প্রায় থমকে গেছে ইউক্রেনের পাল্টা হামলা।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই বেকায়দায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ পশ্চিমাদেশগুলোসহ বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে।

৮ উইকেটে হারল বাংলাদেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শ্রীলংকাকে হারিয়ে সেরা আটের সমীকরণ পূ্বেই সহজ করেছিল বাংলাদেশ।

আজ অস্ট্রেলিয়াকে হারালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হতো।

cricket

তা করতে পারলো না নাজমুল হোসেন শান্তর দল।

তবে ৮ উইকেটে হারার পরও টাইগারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ খোলা থাকছে।

আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ কে।

আজ ১১ নভেম্বর পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন:

অজিদের হয়ে ৩২ রানে ২ উইকেট করেন অ্যাডাম জাম্পা।

পরবর্তীতে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন মার্শ।

জম্মু-কাশ্মীরে হাউসবোটের আগুনে ৩ বাংলাদেশি নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ শনিবার (১১ নভেম্বর) ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল হ্রদে হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ জানান।

dal rod

পুলিশ জানায়, সকালে একটি বিশাল অগ্নিকাণ্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মরদেহগুলো পাওয়া যায়।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে তিন বাংলাদেশি পর্যটক ছিলেন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাল হ্রদের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্য হাউসবোটগুলোকে গ্রাস করে।

আরও পড়ুন:

অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি হাউসবোট ধ্বংস হয়েছে এবং আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে।

একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকই মারা গেছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একে একে মারা গেলো একসঙ্গে জন্ম দেয়া মনসুরা আক্তার ও মামুন দম্পতির ৫ নবজাতকের ৫ জনই।

এনআইসিইউ’তে চিকিৎসারত একমাত্র মেয়ে শিশুটিকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও সেই সেই শিশুটিকে বাঁচানো যায়নি।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার বান্ধারদিয়া গ্রামে নিজ বাড়িতে অন্য ভাইবোনদের কবরের পাশে দাফন করা হয় শিশুটিকে।

dhaka shishu hospita

শিশুটির বাবা আমির উদ্দিন মামুন জানান, এই মেয়ে শিশুটির ওজনও খুবই কম ছিল।

শ্বাসকষ্টও ছিল। চিকিৎসকরাও অনেক চেষ্টা করেছে। তবে বাঁচাতে পারেনি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এনআইসিইউ’তে মারা গেছে।

শিশুটির বাবা আরও জানান, ৫টি বাচ্চাকেই নিজের বাড়িতে পাশাপাশি দাফন করা হয়েছে।

এর আগে, গত ১২ অক্টোবর সকালে ঢাকা মেডিকেলে নরমাল ডেলিভারির মাধ্যমে ৫ সন্তানের জন্ম দেন মনসুরা আক্তার।

যাদের একটি ছেলে ও ৪টি মেয়ে।

এর আগে ঢাকা মেডিকেলের ডা. মনীষা ব্যানার্জি জানান, জন্মের সময়ই ৫ নবজাতকের ওজন খুবই কম ছিল।

এছাড়াও ছিল নানান জটিলতা।

জন্মের পরপরই তাদেরকে এনআইসিইউ’তে রাখা হয়। জন্মের কয়েক ঘণ্টা পর একটি শিশু মারা যায়।

এরপরে একে একে আরও ৪ টি শিশু মারা যায়।

নবজাতকদের মা গৃহিণী মনসুরা আক্তার জানান, এবারই প্রথম গর্ভধারণ। ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তার গর্ভে ৫টি নবজাতক রয়েছে।

তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।

সেজন্য ১২ অক্টোবর সকালে তারা ঢাকায় আসার জন্য পূর্ব পরিকল্পনা করে রাখেন।

আরও পড়ুন:

তবে ১২ অক্টোবর ভোরে মনসুরার প্রচণ্ড ব্যাথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তার স্বামী মামুন জানান, রাস্তায় গাড়িতে অবস্থার অবনতি হতে থাকে।

ওইদিন সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা ৫টি বাচ্চার নরমাল ডেলিভারি করেন।