শিরোনাম

শিরোনাম

হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর

 নিউজ এশিয়া২৪ ডেস্ক: আদালত লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ আজ দুপুরে চৌধুরী হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করেন।

পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

hasan sohraoardi

গতকাল মঙ্গলবার চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

হাসান সারওয়ার্দী গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান ।

সেখানে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ।

গত রবিবার পল্টন থানায় আরেফি, হাসান সারওয়ার্দী ও ইশরাক হোসেনের নামে মামলা করেন মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি ।

 

সাভারে দূরপাল্লার বাসে পেট্রোল বোমা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাভারে ১০ থেকে ১২ জন দূরপাল্লার বাসে পেট্রোল বোমা মেরেছে । ফলে সাথে সাথে রিমি পরিবহন নামক বাসটিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

সাভারের বলিয়াপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

savar-rimi-poribahan-bus-fair-newsasia24 2

আজ বুধবার (০১ নভেম্বর) সাভোরের বালিয়াপুরে সকাল ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: 

জানা গেছে, এ বাসটি ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করতো। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফয়ার সার্ভিস থেকে জানা গেছে, ১০ থেকে ১২ জন লোক সকালে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। ফলে বাসটিতে আগুন ধরে যায়।

জাতীয় পুরস্কার পাচ্ছে আতিয়া আনিসা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এ বছর জাতীয় পুরস্কার পাচ্ছে আতিয়া আনিসা

কণ্ঠশিল্পী আতিয়া আনিসা বলেন, আমি জাতীয় পুরস্কার পেয়েছি এখনও বিশ্বাস হচ্ছে না।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন গায়িকা আতিয়া আনিসা।

atia anisha

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় এই গায়িকা তার ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

পুরস্কার প্রাপ্তির ঘোষণায় ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না বলে জানান আনিসা।

আতিয়া আনিসা, ‘আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে এতো তাড়াতাড়ি এত বড় রাষ্ট্রীয় সম্মান পাব। এই খবর শোনার পর আমি স্তব্ধ হয়েছিলাম।’

আতিয়া আনিসা আরও বলেন, এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। আমার বাবা-মা সবাই ভীষণ খুশি।

আরও পড়ুন:

আমি যখন মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমার বাবা বলেছিলেন আমি নাকি জাতীয় পর্যায়ে পুরস্কার পাব। আমার বিশ্বাস না হলেও বাবার কথাই অবশেষে সত্যি হলো।

গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা এবং জুরি বোর্ডের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবার কাছে অনেক দোয়া চাই যেন অনেকদূর যেতে পারি।

 

আজ ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮৭ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ জনে।

newsasia24

মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭৮৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৩ জন।

আরও পড়ুন:

কি?ঢাকার বাইরের এক হাজার ৩৭৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন, ঢাকার বাইরের ছয়জন।

এই বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭১ হাজার ১৭৫ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ১৬০ জন আর ঢাকার বাইরের এক লাখ ৭২ হাজার ৬ জন।

কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ; নিহত ২

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়নে বিএনপির সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

kishoreganj-bnp-police-dead-2-newsasia24 0

জানা গেছে, সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছয়সূতী ইউনিয়নের আঞ্চলিক সড়কের অবস্থান নেন । পুলিশের বাধা পেয়েও সড়কে মিছিল করা থামাননি তারা। ফলে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে মারতে আসে নেতারা। আত্মরক্ষায় পুলিশ গুলি ছুড়লে দু জন মারা যায়।

আরও পড়ুন:

গুলিতে নিহত হয়েছেন ছয়সূতী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ (২২) এবং ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সদস্য বিল্লাল হোসেন (৩০)।

তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, ওই যুবক কীভাবে নিহত হয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। পরবর্তীতে জানা যাবে।

সিরিয়া-লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইসরায়েল সিরিয়া এবং লেবাননের সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালায়।

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।ঠিক তখনই সোমবার এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

isrsel judhu

সোমবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় রকেট লঞ্চার এবং লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা করায় সিরিয়া এবং লেবাননে হামলার এই দাবি করেছে ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরীয় শহর দারার কয়েকটি সামরিক চৌকিতে বিমান হামলা হয়েছে।

এতে সামরিক চৌকির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার রাত ১টা ৩৫মিনিটের দিকে ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে দারায় আমাদের সশস্ত্র বাহিনীর দুটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ।

আরও পড়ুন:

সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলা হওয়ার পর যুক্তরাষ্ট্রও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে।

পেন্টাগন বলেন,ওই অঞ্চলে মিলিশিয়াগোষ্ঠীগুলো মার্কিন সৈন্য ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

পেন্টাগন আরও জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সৈন্যদের ওপর হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তারা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ও ইরান-সমর্থিত মিলিশিয়াদের উপর হামলা চালিয়েছে।

এদিকে, হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে আঞ্চলিক সংঘাত তৈরি হতে পারে বলে জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলতে থাকলে মুসলিম ও প্রতিরোধ যোদ্ধারা ধৈর্য্যহীন হয়ে উঠবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ থেকে কেউ তাদের থামাতে পারবেন না।

 

সারাদেশে তিন দিনের অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা জামায়াতের

সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (৩০ অক্টোবর) দলটির পক্ষ থেকে জানানো হয়, ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করবে তারা।

jamath islami

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন,সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান করেছেন।

আরও জানান, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেপ্তার করে।

বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে।

পুলিশের টিয়ার গ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ চারজন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন:

সমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারাদেশে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও জানান, সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব রাজনৈতিক নেতা ও আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হলো।

ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ; নিহত ১৩, আহত ৪০

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ১৩ জন । অপরদিকে এ ঞটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

সংবাদমাধ্যম এনডিটিভি’র রবিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রবিবার রাতে একটি যাত্রীবাহী ট্রেন বিশাখাপত্তম থেকে রায়গড় যাচ্ছিল। উপরের ক্যাবলের ব্রেকের কারনে ট্রেনটি অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়িয়ে থাকে।

india-train-accident-newsasia24

আরও পড়ুন: 

এ অবস্থায় পলাশা নামের আরেকটি এক্সপ্রেস ট্রেন যাত্রীবাহী দাঁড়ানো ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি দুঃখ প্রকাশ করেছেন।

আশপাশের অঞ্চলগুলো থেকে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও দ্রুত সময়ে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এমন বইমেলা প্রতিটি স্কুলে হওয়া উচিৎ (ভিডিও)

লিমা পারভিন: রাজশাহী সদরের নূর একাডেমির(কোর্ট শাখা) প্রাঙ্গনে বইমেলার আয়োজন করা হয়। এই বই মেলার আয়োজন করে আলোঘর প্রকাশনী।

বিস্তারিত ভিডিওতে………

https://youtu.be/J1Cpve2dLjc

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা যেন থেমে না যায়। আমার যতটুকু করার আমি করে যাচ্ছি।

আজ রবিবার (২৯ অক্টোবর) ঢাবিতে এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০ বছর আগে বাংলাদেশ কি ছিল, এখনকার যেসব শিক্ষার্থী যাদের বয়স ২০ বছর তারা উপলব্ধিও করতে পারবে না। আগে ক্ষুধা ও দারিদ্র্য ছিল, জ্ঞান-বিজ্ঞানের কোনো অগ্রগতি ছিল না। ১৯৯৬ সাল থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ করার পদক্ষেপ নিয়েছিলাম।

seikh-hasina-newsasia24-airforce
ফাইল ছবি

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দেশকে এগিয়ে নিতে হবে। আজকে বাংলাদেশে আমরা দারিদ্র্য বিমোচন করতে পেরেছি, অর্থনৈতিক অগ্রগতি করতে পেরেছি। যদিও কোভিড আমাদের ও বিশ্বব্যাপী একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশকে জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়া শিখে গ্রামের মানুষদের ভুলে গেলে চলবে না। তাদের যত উন্নতি হবে, দেশেরও তত উন্নত হবে। মুষ্টিমেয় লোকের উন্নতি নয়, উন্নতি হতে হবে সর্বজনীন। তৃণমূল থেকে এ উন্নয়ন হতে হবে।

আরও পড়ুন:

শেখ হাসিনা আরও বলেন, আমার বাবা বেশি ভালোবেসেছেন দেশের মানুষকেই। দেশের মানুষের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি দেশের মানুষের প্রতি তার ভালোবাসা দিয়েই তাদের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন।

তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের শৌর্যবীর্য হারিয়ে গিয়েছিল। বিশ্বে বিজয়ী জাতি হিসেবে যে সম্মান ছিল, সেটাও হারিয়ে গিয়েছিল।

তখন উন্নয়ন পিছিয়ে গিয়েছিল এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতো।