শিরোনাম

শিরোনাম

ডেঙ্গু জ্বরে মোট ১ হাজার ১৪৮ জনের মৃত্যু

লিমা: আজ ডেঙ্গু জ্বরে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১ হাজার ১৪৮ জনে ।

এছাড়াও নতুন করে হাসপাতালে ১ হাজার ৬৭৩ জন ভর্তি হয়েছেন।

newsasia24

আজ শুক্রবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরে বলা হয়েছে দেশে মোট ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ২৪৮ জন ।

আরও জানা গেছে, এ বছর ২ লাখ ৩৫ হাজার ২০৪ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৮০৮ জন। অপর দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৪৮ জন মারা গেছেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ: সূর্যের আলো ফোটার আগেই ৩ হাজার রোকেট ছোড়া হয়েছিল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ।

এই যুদ্ধে নারী, শিশু, বেসামরিক লোকজন এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে।

এ সপ্তাহে উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৩৭ জন এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন।

জেরুজালেমে ৩৬ জন নিহত হয়েছেন।

মার্কিন নাগরিক নিহত হয়েছেন ২৫ জন ।

গত ৮ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়।

আরও পড়ুন: 

ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ছোড়ে হামাস।

তথ্য অনুযায়ী, ঐদিন সূর্যের আলো ফোটার আগেই ৩ হাজার রোকেট ছোড়া হয়েছিল।

গোয়েন্দা তথ্য না থাকায় প্রথমদিকে ইসরায়েল প্রস্তুত ছিল না।

তবে এরই মধ্যে ইসরালের সরকার বলেছেন, হামাসকে চিরতরে ধ্বংস করে দেয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার রাত ১১টায় গাজায় সতর্কতা জারি করা হয়।

united-nation-newsasia24

উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।

তবে, জাতিসংঘ বলছে, চরম মানবিক পরিস্থিতি ছাড়া এত মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।

গাজার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে, তারা যেন কোন ভাবেই ইসরায়েলের সীমানার কাছে না যায়।

আইএসআইএসের সঙ্গে জরিত থাকার অভিযোগে আটক তিন ইঞ্জিনিয়ার

গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজাকে লক্ষ্য করে ছয় হাজার বোমা ছোড়া হয়েছে, আর বোমার ওজন প্রায় চার হাজার টন।

https://www.youtube.com/watch?v=vNJUtV4_reQ

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

gaja-war-newsasia34

তারা জানিয়েছেন, এ সপ্তাহে গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। একইসঙ্গে যতদিন প্রয়োজন হবে ততদিন এ আক্রমণ চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: 

ইসরায়েলি বাহিনীর এ বোমা হামলায় গাজার এক হাজার ৪১৭ জন মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়াও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, ইসরায়েলিদের বোমার আঘাতে প্রায় ছয় হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

Our Facebook: https://www.facebook.com/newsasia24bd

কিছু সুবিধাভোগী লোকের জন্য বাজারে অস্থিরতা: ডিএমপি কমিশনার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, কিছু সুবিধাভোগী লোকের জন্য বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের বাজারে সংকট নেই। কিন্তু সমন্বয়ের অভাবের কারনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ডিএমপি সদরদপ্তরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বাজারে জিনিসপত্রের সংকট নেই অথচ দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা আড়ত থেকে মালামাল কিনলে তাদের রশিদ দেওয়া হয় না। আবার ওই ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা মালামাল কিনলে তাদেরও রশিদ দেওয়া হয় না।

আরও পড়ুন:

তিনি বলেন, এখন সড়ক যোগাযোগ অনেক ভালো হওযার কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও নিত্য প্রয়োজনীয় পণ্য ঢাকায় চলে আসে। সে ক্ষেত্রে জিনিসপত্রের দাম কম হাওয়ার কথা।

সবজি উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ তৃতীয়। আমাদের এমন থাকার কথা নয়।

চাঁদাবাজির প্রসঙ্গে তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সুনামগঞ্জে বাসচাপায় নিহত ২, আহত ৪

নিউজ এশিয়া২৪ডেস্ক: সুনামগঞ্জে বাসচাপায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে। নিহতের মধ্যে একজন ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীও রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে শান্তিগঞ্জের পাথারিয়া বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঘাতক বাসটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।

sunamganj-bus-cng-accident-newsasia24

নিহত তাওসিয়া(১৩) পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। সে শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

অপরজন নিহত হলেন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (৪২)।

এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

জানা গেছে, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা একে অপরকে সাইড দিতে গিয়ে বাসের গতি হারিয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ না করতে পেরে সরাসরি সিএনজিকে চাপা দেয় বাসটি।

আরও পড়ুন:

এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ ও আহতদের উদ্ধারকরে সদর হাসপাতালে প্রেরণ করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

ফিলিস্তিনে এক ঘণ্টায় ৫১ জন নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় এক ঘণ্টায় ৫১ জন নিহত হয়েছে। ধ্বসে পড়ছে একের পর এক স্থাপনা। যেন মৃত্যুপুরীতে পরিনত হয়েছে গাজা।

ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের এই সংঘাত আজ ষষ্ঠ দিন। সংঘাত তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। ক্রমেই বাড়ছে ইসরায়েলিদের তীব্রতা।

war-filistin-israil-war-newsasia24

আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি বিমান হামলার তীব্রতা আরও বেড়েছে। গত এক ঘন্টায় ৫১ জন নিহত হয়েছে বিমান হামলায় এরই সাথে আহত হয়েছেন আরও ২৮১ জন । আল জাজিরা সূত্রে বিষয়টি জানা গেছে।

হামলাগুলি সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়াতে আঘাত হানে। এছাড়াও গাজার খান ইউনিসও বিমান হামলায় আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন:

জানা গেছে, হামলায় আহতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

গত পাঁচ দিনে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ২২০০ এর বেশি মানুষ নিহত হয়েছে ।

ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত, নিহত ৪, আহত শতাধিক

নিউজ এশিয়া২৪ডেস্ক: ভারতে একটি ট্রেনের ২১ টি বগিই লাইনচ্যুত হয়েছে। এ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

ট্রেনটি গতকাল বুধবার (১১ অক্টোবর) রাত ১০ টারদিকে রঘুনাথপুর ষ্টেশনের কাছাকাছি পৌছালে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি বিহার থেকে কামাখ্যা যাচ্ছিল। ট্রেনটির নাম নর্থ ইস্ট এক্সপ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ট্রেনটি বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই চারটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়। এসময় ট্রেনের দুটি কোচ একে অপরের ওপরে উঠে যায়।

ঘটনার পর ভারেতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায়।

আরও পড়ুন: 

 

ট্রেনটির দুর্ঘটনার কারণ এখনও উদ্ধার করতে পারেনি ভারত রেল কর্তৃপক্ষ।

তবে, তদন্তের পর জানা গেছে, ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত হয়েছিল। এর মধ্যে ৪ টি বগি সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।

নড়াইলে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

(মিশকাতুজ্জামান) নড়াইল: নড়াইলে এক কলেজ শিক্ষর্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে তার নিজ ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম যুবরাজ দাস(২১)। সে নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, নিহত যুবরাজ সহ তার চার সহপাঠি মিলে নড়াইলের একটি বাসভবনে ফ্লাট ভাড়া নিয়ে থাকতেন।

বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেন।

কিন্তু যুবরাজের কোন সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।

পরে পুলিশ এসে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করেন। এসময় যুবরাজকে ফ্যানের সাথে জুলন্ত অবস্থয় দেখতে পান তারা।

আরও পড়ুন: 

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।

২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ

ভোলা প্রতিনিধি: ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ ঘোষনা করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম রক্ষার্থে এ জারি করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর অর্থাৎ ২২ দিন পর্যন্ত এ জারি করা হয়েছে। এসময় মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন, ও বিপণন সম্পূর্নভাবে নিষিদ্ধ থাকবে।

তবে এ নিষেধাজ্ঞা মেনেছেন জেলেরা। তবে এতে চিন্তার ছাপও পড়েছে তাদের। কিভাবে দিন কাটবে? তাই এই সময়ে চাল বিতনের জন্য অনুরোধ করেন জেলেরা।

ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. আখতার হোসেন বলেন, নিয়মিত নদীতে অভিযান চালানো হবে যাতে কেও মাছ ধরতে না পারে। প্রতিটি ঘাটে সচেতনমূলক সভা এবং লিফলেট বিতরন করা হয়েছে।

আরও পড়ুন:

 

সম্পর্ক গভীর করে বাসায় ডেকে টাকা আদায়, আটক ৪

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াসফিয়া। তৈরি করতেন সম্পর্ক। তারপর ফাদে ফেলে সবকিছু হাতিয়ে নিতেন তিনি। বাসায় ডেকে আপত্তিকর ছবিতুলে ব্ল্যাকমেইল করায় পারদর্শী।

তার আছে একটি চক্র। তাদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। অবশেষে পুলিশের কাছে আটক হোন তারা।

নারীদের মধ্যে ছিলেন, খাদিজা (২৭), মুনমুন (৩০) ও ওয়াসফিয়া খানম (২৬) এবং পুরুষ ব্যাক্তিটি হলেন হাদিউল ইসলাম বাবু (৩৪),

বুধবার (১১ অক্টোবর) মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, গতকাল মঙ্গলবার মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তাদের মধ্যে বাবু ব্যবসায়ী, খাদিজা ও মুনমুন গৃহিণী এবং ওয়াসফিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী।

এ চক্রের মাস্টারমাইন্ড ওয়াসফিয়া । তিনিই মূলত পরিকল্পনা সাজান। প্রথমে একজনকে টার্গেট করা হয়। টার্গেট করে তার সাথে তৈরি হয় বন্ধুত্ব।

আরও পড়ুন:

অফলাইনে তাদের যেকোনো একজন মেয়ে আর্থিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন।

এরপর সেই নম্বরে নিয়মিত যোগাযোগ করে তৈরি করা হয়।প্রেমের সম্পর্ক। সম্পর্ক গভীর হলে টার্গেটকে বাসায় ডাকা হয়। বাসায় আসলেই চক্রের বাকি সদস্যরা মারধর করে টাকা ও মোবাইল নিয়ে ফেলে।

এ সময় মেয়ে সদস্যরা প্রথমেই ওই ছেলের সঙ্গে আপত্তিকর ছবি তুলে। তারপর শুরু হয় ব্লাকমেইল। সেই ছবি স্ত্রী কিংবা পরিবারের কাছে পাঠিয়ে বড় অংকের টাকা দাবি করত তারা।

টাকা না দিলে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। উপায়ন্তর না দেখে এবং সামাজিক মর্যাদাহানির ভয়ে তারাও টাকা দিত তারা।

এইভাবে এক এনজিও কর্মকর্তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন খাদিজা। বাবার অসুস্থতার কথা বলে খাদিজা ওই ব্যক্তির কাছ থেকে নেন ২০০ টাকা।

এ টাকা নেওয়ার মাধ্যমেই পরিচিত হন তিনি। এরপর বিভিন্ন সময় ফোন দিয়ে সম্পর্ক আরও গভীর করতে থাকেন। এক পর্যায়ে মঙ্গলবার তাকে বাসায় ডাকেন খাদিজা। বাসায় আগে থেকেই ছিলেন বাবু, মুনমুন ও ওয়াসফিয়া।

তিনি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বেঁধে মারধর করে মোবাইল ও ৫ হাজার টাকা নিয়ে নেয় তারা। এরপর তার স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন ঐ চক্র।

শেষে ১০ হাজার ২০০ টাকায় রফা করেন। টাকা নিয়ে রাতে তাকে ছেড়ে দিতে আসলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোক এসে তাদের আটক করেন।

পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে তাদের আটক করে এবং মোবাইল ও টাকা উদ্ধার করে।