শিরোনাম

সারাদেশ

সারাদেশে তিন দিনের অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা জামায়াতের

সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (৩০ অক্টোবর) দলটির পক্ষ থেকে জানানো হয়, ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করবে তারা।

jamath islami

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন,সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান করেছেন।

আরও জানান, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেপ্তার করে।

বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে।

পুলিশের টিয়ার গ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ চারজন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন:

সমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারাদেশে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও জানান, সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব রাজনৈতিক নেতা ও আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হলো।

বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত; আহত আরও ৪১ পুলিশ সদস্য

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে তিনি মারা যান। তবে তার নাম পরিচয় এখনও জানা যায় নি।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ৪ টার দিকে মারা যান তিনি।

ঢাকায় কয়েক দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন:

kakrail-police-dead-newsasia24 2

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, বিএনপির নেতাকর্মীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে তারা।

কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা। কুষ্টিয়ার বটতৈল এলাকার কবুরহাটে চলছে এ খেলা। মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে এ খেলা। এ খেলাটির আয়োজন করেছে আপডেট কুষ্টিয়া নামে একটি ফেসবুক গ্রুপ।

এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

lathikhela-newsasia24-kushtia
ছবি সংগ্রহীত

গতকাল খেলাটি পরিচালনা করেছেন, লাঠিয়াল ওস্তাদ জানার আলী ও ঢুলি রাজা মিয়া। এতে ১২টি দলের ৮২ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন।

লাঠিখেলার ওস্তাদ জানার আলী জানান, প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন এলাকায় তারা লাঠিখেলা করে থাকেন। তবে এ খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব ও অসহায়। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন।

তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এ খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারবেন বলে আশাবাদী।

আরও পড়ুন: 

খেলার আয়োজক অর্পণ মাহমুদ জানান, পঞ্চমবারের মতো এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমানকাল ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একসময় বিনোদনের খোরাক জুগিয়েছে এ লাঠিখেলা। কিন্তু কালের বির্বতণে মানুষ আজ ভুলতে বসেছে এ খেলাটি। তবুও বিনোদনপ্রেমী মানুষের বিনোদনের খোরাক যোগাতেই এ লাঠিখেলার আয়োজন।

এবারের লাঠিখেলায় অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের খেলোয়াড়রা। খেলাটি চলবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।

কক্সবাজারে হামুনের আঘাতে নিহত-৩

নিউজিএশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে হামুনের আঘাতে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরপরই কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন।

tornedo-hamun-newsasia24 1

জানা গেছে, বাড়ির দেয়াল ধসে আবদুল খালেক (৩৮) নিহত হয়েছেন।

অপরদিকে মহেশখালীর মুন্সির ডেইল গ্রামে গাছচাপায় হারাধন এবং চকরিয়ার বদরখালীতে আসকর আলী নিহত হন।

আরও পড়ুন: 

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় হামুন গতিপথ পরিবর্তন করেছে। ফলে এটি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ক্রমে ধাবিত হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই স্থায়িত্ব ছিল প্রায় দুই ঘণ্টা। এটি গড়ে ১০০ কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝর হামুনের সর্ব্বোচ্চ গতিবেগ ছিল ১৪৮ কিলোমিটার।

বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: চাচাতো বোনের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

আজ ( ১৮ অক্টোবর) সকালে কুষ্টিয়ার কুমারখালীতে চাচাতো বোনের শ্বশুরবাড়ির উঠান থেকে স্বপন আলী (২৭) নামে এক যুবকের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুমারখালীর জালাল মোড় এলাকার আসাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

kumarkhali-thana-newsasia24

নিহত স্বপন আলী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে।

তিনি একজন গাড়িচালক ছিলেন।

নিহত স্বজনদের অভিযোগ, স্বপনকে তার চাচাতো বোনের শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে উঠানে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

আরও পড়ুন:

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ বিষয়ে কুমারখালী থানার (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চাচাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আসাদের বাড়ির উঠান থেকে স্মবপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত স্বপনের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে হত্যা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কোন কারন ছাড়াই প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করেন ভাগনি জামাই।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলা কেটে হত্যা করেন ভাগনি জামাই ।

নিহত জেকি আক্তারের ভাগনি জামাই জহিরুল ইসলাম পারিবারিক কলহের জেরে এ হত্যা করেন।

বুধবার (১৮ অক্টোবর) জহিরুল ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাঞ্ছারামপুর) আদালতের বিচারক সাগত সৌম্যের কাছে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আজ বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোনাহর আলী শরিফ।

jeki-murder.jpg October 18, 2023 41 KB 800 by 400 pixels

পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, নিহত জেকি আক্তারের বড় বোন শিল্পী বেগমের মেয়ে আনিকার সঙ্গে বিয়ে হয় আসামি জহিরুলের।

তবে বিয়ের কিছু দিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল।

এতে অনামিকাবার বার তার বাবার বাড়িতে চলে যেতেন।

কিছু দিন আগেও শ্বশুরবাড়ি থেকে চলে আসেন অনামিকা।

অনামিকাকে ফিরিয়ে নিতে ও কলহ মীমাংসার জন্য গত মঙ্গলবার সকালে জহিরুল তার খালা শাশুড়ি জেকি আক্তারের বাড়িতে যান।

কারণ জেকি আক্তারের কথা জহিরুলের শাশুড়ি ও স্ত্রী গুরুত্ব দেয়।

ওইদিন প্রথমে সকালে গিয়ে জেকির সঙ্গে কথা বলে নাস্তা করে চলে যান জহিরুল। পরে আবার রাত ৮টার দিকে জেকির বাড়িতে যান।

তখন পারিবারিক কলহের বিষয়টি নিয়ে কথা বললে একপর্যায়ে তাদের মধ্যে ঝামেলার সৃস্টি হয়।

সেসময় জহিরুলের রাগ মাথায় উঠে যায়, তখন সে ঘরে থাকা দা দিয়ে জেকি আক্তারকে কুপিয়ে হত্যা করেন ।

এ সময় মায়ের চিৎকার শুনে বড় ছেলে মাহিন ছুটে আসলে তাকেও একটি কোপ দেয়।

তখন সে প্রাণে বাঁচার জন্য দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করেন।

অন্য ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল ৬ বছর বয়সী মহিন ও ৭ মাসের ওজিহা।

তখন ঘুম থেকে উঠে পড়ে মহিন। দেখে ফেলে হত্যার ঘটনা। পরে ঘরের দরজা বন্ধ করে ভয়ে পায়চারি করে মহিন।

সে সময় দরজা খুলতে দেখে ভয়ে বাথরুমে গিয়ে লোকায় মহিন। সেখানে গিয়ে তাকেও কুপিয়ে হত্যা করেন জহিরুল।

তারপর আধাঘণ্টার মত সেই ঘরে পায়চারি করেন। পরে রাত ১টার দিকে পালিয়ে যান জহিরুল।

আরও পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর সকাল থেকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের বিশেষ শাখা কাজ করেছে।

এর আগে প্রাথমিক অবস্থায় তিনজনকে জবাবদিহিতার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে আলামত, সুনির্দিষ্ট সোর্স ও তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে জানতে পারি জহিরুলের সম্পৃক্ত থাকার বিষয়টি।

পরে রাতেই নরসিংদীর মধাবদী থেকে তাকে আটক করে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।

তখন পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন জহিরুল।

তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয় নিয়ে আরও তদন্ত করা হবে।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রবাসী শাহ আলমের বসতঘর থেকে তার স্ত্রী জেকি আক্তার ও দুই ছেলে মাহিন  এবং মহিনের  মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পালিত হল শেখ রাসেল দিবস

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বরগুনায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করল শুভসংঘ।

বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শেখ রাসেল দিবসে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

rasel-dibosh.jpg October 18, 2023 46 KB 600 by 300 pixels

 

আজ বুধবার সকাল ১১টায় বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের চিত্র অংকন করে শিক্ষার্থীরা।

 

শেখ রাসেলের জীবন বৃত্তান্তের ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

আরও পড়ুন:

 

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে সহকারি শিক্ষক ফাইজুর রহমান টিটু’র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান ।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম ও কলমবক্স বিতরণ করা হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে।

আজ সোমবার(১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৯ জন কে আটক করেছে।

 

এদের মধ্যে চরফ্যাশনের ১৭ জন ও সদরের দুইজন রয়েছে।

এসময় তাদের কাছে ২৩ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

আরও পড়ুন:

 

সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, সদরে আটক হওয়া দুইজনকে ৫ হাজার টাকা ও চরফ্যাশনে আটককৃত ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।

এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ আহরন , মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টিয়ে নিহত ১, আহত ১৪

নিউজ এশিয়া২৪ ডেস্ক: খাগড়াছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টিয়ে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন।

ঘটনাটি ঘটেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায়।

রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

khagrachori-bus-accident-newsasia24-bus

জানা গেছে, রবিবার রাতে শান্তি পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসখাগড়াছড়ি থেকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য চট্টগ্রাম।

কিন্তু মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় পৌছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান।

আরও পড়ুন: 

এ ঘটনায় আহত ১৪ জনদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে। পরে তাদের খাগড়াছড়ি ও চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনঞ্জুরুল জানান, আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে।

খাগড়াছ‌ড়িতে দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার প্রদান

মো: এনামুল হক, খাগড়াছ‌ড়ি: আসন্ন শারদীয় দূর্গাপুঁজা উদযাপন উলক্ষে ৮টি মন্দিরকে উপহার প্রদান ক‌রেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

আজ রবিবার (১৫ অক্টোবর ) সকালে জোন সদর অ‌ন্বেষন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি ম‌ন্দির প্রতি‌নি‌ধিদের হাতে এই উপহার তুলে দেন।

army-gift-newsasia24

এসময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জোন কমান্ডার বলেন, পাহা‌ড়ে শা‌ন্তি ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন এই ধরনের উ‌দ্যোগ গ্রহন করছে । আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

আরও পড়ুন: 

তি‌নি আ‌রও বলেন,পার্বত্য এলাকায় জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাত‌ত্বের বন্ধনে আমরা মিলে মিশে এক সাথে থাকবো এবং সবসময় একে অপরকে সহায়তা করবো।

সেনা জো‌নের এমন মহ‌তি পদ‌ক্ষেপ কে সাধুবাদ জানি‌য়ে সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে‌ছেন স্থানীয় ও উপকার ভো‌গীরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো.সিদ্দিকুল ইসলাম এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন মো.এজাজ আহম্মেদ সাজিন ।