শিরোনাম

সারাদেশ

স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়েছিলেন দুই সন্তানসহ স্ত্রী সুমাইয়া আক্তার (৩৫)। দুই সন্তানের মৃত্যুর চারদিন পর স্ত্রী সুমাইয়া আক্তার মারা গেলেন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

burn-unite-dhaka-sumaia-aktar-newsasia24

চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম সুমাইয়া আক্তারের মৃত্যু নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ নভেম্বর ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের চতল্লা বাড়ির অটোরিকশাচালক কামাল হোসেন তার বসতঘরে আগুন দেন। এতে স্ত্রীসহ দুই সন্তান দগ্ধ হন।

আরও পড়ুন>>মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ঘটনার রাতেই মৃত্যু হয়েছে সাত বছর বয়সী শিশু কন্যা আয়েশা আক্তারের। পরদিন মারা যায় শিশুপুত্র আবদুর রহমান।

এ ঘটনার অভিযোগে পুলিশ কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে। পরে দায় স্বীকার করে ২৮ নভেম্বর বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।

এ ঘটনার দুইদিন পর সুমাইয়া আক্তারের বাবা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

আরও পড়ুন>>আমাদের নিজেদের অর্জনগুলো ধরে রাখতে হবেঃ ডা সায়মা খান

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে একটি সেমিপাকা টিনশেড ঘরে থাকতেন তিনি।

গভীর রাতে স্ত্রী এবং দুই সন্তান ঘুমিয়ে গেলে কামাল ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার মেয়ে আয়েশা আক্তার মারা যায়। স্ত্রী সুমাইয়া এবং শিশুপুত্র আবদুর রহমানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন>>রাইদা পরিবহনের বাসে আগুন

পরে সেখান থেকে ইউনিয়ন পরিষদের “স্বপ্নযাত্রা” অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। ওইদিন দুপুরের দিকে শিশু আবদুল রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দুপুরে তাদের মা সুমাইয়া আক্তারও মারা যায়।

তিনি আরও বলেন, মরদেহ এখনও নিয়ে আসা হয়নি। শুনেছি ওই হাসপাতালেই তার ময়নাতদন্ত হবে। এরপর গ্রামের বাড়িতে জানাজা হবে। সুমাইয়ার বাবার বাড়ি সদর উপজেলার মান্দারীতে।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

পোদ্দার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ঘটনার দুইদিন পর ৩০ নভেম্বর সুমাইয়ার বাবা গোলাম মোস্তফা বাদি হয়ে কামাল হোসেনসহ অজ্ঞাত আরও দুইজনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় কামাল এখন কারাগারে রয়েছেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি আরও জানান, কামালের স্ত্রী সব সময় তার সংসার না করার হুমকি দিতেন। দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী অন্যত্র চলে যাওয়ার কথাও বলতেন।

আরও পড়ুন>>৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন কলহ চলে আসছিল। ১৫-২০ দিন ধরে কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রী কথা বলতেন না। এ কারণে কামাল ঘরে আগুন দিয়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন।

google news newsasia24

মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে আসহাবুল করিম জিহাদ (২১) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে ঘটে। হত্যায় জড়িত সন্দেহে মো. সোহান নামের একজনকে আটক করেছে এলাকাবাসী। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

coxsbazar-mobile-crime-murder-newsasia24

শুক্রবার( ১ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আসহাবুল পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে আটক সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।

আরও পড়ুন>> স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, কোনাখালীর একটি মোবাইল চোরচক্রের ৪-৫ জন সদস্য শুক্রবার সন্ধ্যার পর মরংঘোনা স্টেশনে জিহাদের সঙ্গে দেখা করে। এসময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা জিহাদকে ছুরিকাঘাত করে পালাতে গেলে তাদের একজনকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

খবর পেয়ে চকরিয়া ও পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন জানিয়েছে, নিহত জিহাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন>> ডিএমপির শ্রেষ্ঠ ওসি মাহফুজুল হক ভুঞা

পেকুয়া থানা পুলিশ প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, কলেজছাত্রকে ছুরিকাঘাতের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটক করতে কাজ করছে পুলিশ।

google news newsasia24

আমাদের নিজেদের অর্জনগুলো ধরে রাখতে হবেঃ ডা সায়মা খান

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানকে প্রতিপাদ্য ধরে টেকসই যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিষেবার পথ উন্মোচিতকরণ দিনব্যাপী পরামর্শ কর্মশালার আয়োজন করে আশার আলো সোসাইটি। উক্ত কর্মশালায় চারটি কমিউনিটি বেজড বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। যারা দেশের বিভিন্ন যৌন পল্লীতে যৌন কর্মিদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ডা শাহ মোহাম্মদ জসীম উদ্দিন পরিচালক এনএএসসি/ডিজিএইচএস। তিনি বলেন, সিবিওদের (কমিউনিটি বেজড অর্গানাইজেশন) দক্ষতা বৃদ্ধির জন্য তাদের নিজেদের ভূমিকাই প্রধান। তবে যেখানে এএসপি/ ডিজিএইচএস’র সহায়তা পাওয়া যাবে সেখানে ‘আশার আলো সোসাইটি’র মাধ্যমে জানানো হলে এনএএসসি/ডিজিএইচএস প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং যৌন পল্লীতে বসবাসকারী নারীদের শুরু করা হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা সায়মা খান, কান্ট্রি ডিরেক্টর, ইউএনএইডস।

তিনি বলেন, যদি ফান্ডিং আস্তে আস্তে কমে যায় বা বন্ধ হয়ে যায়, ডোনার সাপোর্ট এখন আমাদের দেশে কমবে, এখন আমরা অনেক স্বাবলম্বী হয়ে গেছি। এই ডোনার সাপোর্টের এই প্রোগ্রামগুলো কমে গেলে তখন কি হবে? আমরা এত বছরে যা অর্জন করেছি তা হারাতে পারব না। এই জন্যই আপনাদের (সিবিও) এখানে নিয়ে এসেছি। আগামীকাল থেকে যদি সেইফ ফান্ড জিরো হয়ে গেলে আপনারা যার যার অবস্থান থেকে এই অর্জনগুলো ধরে রাখার জন্য কাজ করতে হবে এবং লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ রাখবেন যাতে আপনারা কোন বিপদে পড়লে নিজেরা দাড়াতে পারেন।‘

আরও পড়ুন: 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা আব্দুল ওয়াদুদ, প্রোগ্রাম ম্যানেজার এইডস/এসটিডি প্রোগ্রাম, ডিজিএইচএস, ড রওনক খান, চিফ অফ পার্টি, সেভ দ্যা চিলড্রেন ও ডা রোখসানা, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ইউএনএফপিএ।

google news newsasia24

রাইদা পরিবহনের বাসে আগুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (২৯ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

saidabad-raida-poribohon-bus-agun-newsasia24

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আমরা রাত ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি, সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

ওই খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে এসে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

google news newsasia24

খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

নাজমুল হাসান,স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার খোকসায় গ্রামের প্রকাশ্য বাজারে পল্লী চিকিৎসক ওয়াশিম আকরাম এর উপর হামলা করে এক হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর বাজারে চিকিৎসক ওয়াসিম আকরামের ফার্মেসীতে হামলা করে সন্ত্রাসীরা। আহত পল্লী চিকিৎসক দক্ষিন শ্যামপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

polli-doctor-akram-khoksha-newsasia24

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর হকিস্টিক ও ধারালো দেশী অস্ত্র নিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ওই চিকিৎসকের ফার্মেসীতে হানা দিয়ে ওয়াসিম আকরামের উপর হামলা করে। ইচ্ছামত পিটিয়ে আহত চিকিৎসককে ফেলে রেখে যায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় চিকিৎসকের বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে।

আরও পড়ুন>>৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

চিকিৎসাধীন পল্লী চিকিৎসক ওয়াসিম আকরাম জানান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর রোমেলা খাতুনের ছেলে মিল্টনের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। প্রকাশ্য বাজারে হামলার সময় সন্ত্রাসীদের সবার হাতে হকিস্টিক ও দেশী অস্ত্র ছিল। তারা ফার্মেসীর ভিতরে ঢুকে হামলা করে। ১৫/২০ মিনিট ধরে হামলাকারীরা তাকে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, গত ২ মাস আগে ওয়াসিম আকরামের বাড়িতে মিল্টনের নেতৃত্বে লুটপাট ও ককটেল নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন:

বেতবাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রোমেলা খাতুন ও ছেলে মিল্টনের সঙ্গে যোগাযোগ করার হলে তাদের পাওয়া যায় নাই। মুঠোফোনে কল দিলে ফোনটিও বন্ধ দেখায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কেউ লিখিত অভিযোগ বা এজাহার দিতে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news newsasia24

কুষ্টিয়ায় প্রমত্তা পদ্মায় ভাঙন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ায় প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়েছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলো ভাঙনের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির মুখে পড়ছে জনবসতি, ফসলি জমি, ভবনসহ বিস্তীর্ণ এলাকা।

যদিও ভাঙন রোধে গেল ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে।

kustia-podma-vangon-newsasia24

তবে সংশ্লিষ্টরা পদ্মার গতিপথ পরিবর্তনের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নদী তীরে গ্রোয়েন (বাধ) নির্মাণকে দায়ী করছেন।

তারা বলছেন, সময়মতো কিছু টাকা ব্যয়ে গ্রোয়েনের বিপরীত অংশে প্রতিরক্ষা বাধ নির্মাণ করা গেলে সরকারের এই হাজার কোটি টাকার ব্যয় সংকোচন করা যেত; ওই এলাকাতে ভাঙনও হতো না। এসবের দায় দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের।

নদী বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিমভাবে কোনো নদীরই গতিপথ পরিবর্তনের সুযোগ নেই। তবে জনস্বার্থে অনেকসময় সেটি করা হয়ে থাকে।

আরও পড়ুন>>মুঠোফোনে শেখ হাসিনার সাফল্য বার্তা

কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলা ঘেঁষে প্রবাহিত পদ্মা নদী চার বছর আগে যে প্রবাহ চ্যানেলে ছিল এখন সেখানে নেই।

নদীর বামতীরে গ্রোয়েন (বাধ) নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। যে কারণে নদী এখন ডানতীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে; গুগল ম্যাপ দেখলেই সেটি স্পষ্ট হওয়া যায়।

নদী বিশেষজ্ঞ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পাউবোর গাফিলতির কারণে এরইমধ্যে ভাঙনের কারণে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন>>বিষাক্ত সাপ দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করলো স্বামী!

আবার এটি প্রতিরোধে সরকারের দেড় হাজার কোটি টাকার প্রকল্প দিতে হয়েছে। অথচ, সেই সময়ে পাউবো থেকে ব্যবস্থা নেওয়া হলে এর কোনোটিই হতো না।

জেলা পাউবোর মরফোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিন জানান, কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলা ঘেঁষে প্রবাহিত পদ্মা নদী চার বছর পূর্বে যে প্রবাহ চ্যানেলে ছিল এখন সেখানে নেই। বামতীরে গ্রোয়েন (বাধ) নির্মাণের কারণে নদী এখন ডানতীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, কুষ্টিয়ার হার্ডিঞ্জ রেল সেতু ও লালন শাহ সেতুলাগোয়া ভাটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পোর্ট নির্মাণে পদ্মা নদীর বাম তীরে মূল প্রবাহ চ্যানেলের মধ্যে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের গ্রোয়েন (বাঁধ) নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।

আরও পড়ুন>>এবার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

এরপর থেকেই নদীর ডান তীরে ভাঙন শুরু হয়। এভাবে গেল কয়েক বছরে পদ্মা প্রকৃত গতিপথ হারিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার হেক্টর জমি। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দায় দিচ্ছেন নদী ও পানি সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এই ভাঙন রোধে গেল ৩১ অক্টোবর একনেকে ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা’ শীর্ষক একটি প্রকল্প পাশ হয়। যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৭১ কোটি ৯০ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, শুরুতেই নদীর ডান তীরে মাত্র ২ কিলোমিটার প্রতিরক্ষা বাধ দিলে সুরক্ষিত থাকতো নদীর গতিপ্রকৃতি। এতে এই জনপদ ঝুঁকিমুক্ত থাকতো, লাঘব হতো সরকারের হাজার কোটি টাকার ব্যয়।

আরও পড়ুন:

স্থানীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘পদ্মা নদীর বাম তীরে রূপপুর বাধ নির্মাণের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞরা একই সময়ে ডান তীরে সামান্য কিছু প্রতিরক্ষামূলক কাজ করলেই ব্যাপক ক্ষয়ক্ষতির আগ্রাসন থেকে রক্ষা পেত ভেড়ামারা-মিরপুরের বিস্তীর্ণ জনপদ।

দেরিতে হলেও সরকার সমস্যাটি সনাক্ত করে সমাধানে প্রকল্প নিয়েছে। ক্ষতি যা হবার হয়েছে, প্রকল্পটির বাস্তবায়ন হলে নতুন করে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না।’

google news newsasia24

ডিএমপির শ্রেষ্ঠ ওসি মাহফুজুল হক ভুঞা

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অক্টোবর ২০২৩ মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার)।

মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) সকাল ১০:৩০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

dmp-mahfujul-huk-vuia-prize-newsasia24

সে সুবাদে, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. মাহফুজুল হক ভুঞা।

আরও পড়ুন>>টাকার অভাবে বই ছাপানো বন্ধ

গত (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. মাহফুজুল হক ভুঞা’কে ডিএমপি মোহাম্মদপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এর আগে মো. মাহফুজুল হক ভুঞা ডিএমপির গুরুত্বপূর্ণ রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ছিলেন। করোনা কালীন মহুর্তে নিজের সর্বোচ্চ দিয়ে রমনা বাসীর সেবা করেছেন ও নিজে ও বেশ কয়েকবার করোনা আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ ডিএমপির শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন মো. মাহফুজুল হক ভুঞা।

আরও পড়ুন>>মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি আজ

মো. মাহফুজুল হক ভুঞা মোহাম্মদপুর থানায় যোগদানের পর থেকে থানার পূর্বচিত্রই পাল্টিয়ে দিয়েছেন।অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ জরাজীর্ণ থানার চারপাশ নতুন রুপে সাজিয়েছেন যাতে করে থানায় সেবা নিতে আসা মানুষ গুলো সুন্দর একটু পরিবেশ উপভোগ করতে পারে।

সাধারণ জনতা ইতিমধ্যে তাকে ডিএমপির মোহাম্মদপুর থানার জনবান্ধব ও পরিবেশ বান্ধব সফল ওসির খেতাব দিয়ে দিয়েছেন, সেই সাথে সাধুবাদ জানিয়ে তারা বলেন, ওসি মো. মাহফুজুল হক ভুঞা অল্পদিনে মোহাম্মদপুর থানার জনগণের মন জয় করতে সক্ষম হয়েছেন।

তিনি সন্ত্রাস ও মাদক দমন মাদক নির্মূলে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে মাদক, গ্রেপ্তার হচ্ছে মাদককারবারি। ফলে অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীরা যত্রতত্র অপরাধ করতে হিমশিম পোহাচ্ছে। ওসির মাদকবিরোধী কার্যক্রমে মোহাম্মদপুর এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে সন্তোষ প্রকাশ করেন তারা।

আরও পড়ুন:

মাসিক অপরাধদমন এবং মাদক উদ্ধারে অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব হওয়ার পুরস্কার প্রসঙ্গে ডিএমপি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. মাহফুজুল হক ভুঞা সাংবাদিকদের বলেন,পুরস্কার পেতে কার না ভাললাগে, পুরস্কার কাজের অনুপ্রেরণা যোগায়। সর্বদা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার কথা মাথায় রেখে সেবাদানের মনমানসিকতা নিয়ে আমি আমার কাজটা করে যাই।

মো. মাহফুজুল হক ভুঞা’কে ডিএমপির অক্টোবরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্যার’ডিসি স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ও আরো কৃতজ্ঞতা জানিয়েছেন সার্বক্ষনিক পাশে থেকে সহযোগিতাকারী টিম মোহাম্মদপুর থানার সকল সদস্যদের কে।

google news newsasia24

এবার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি: এবার পাবনার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের বগির ১১ সিট সম্পূর্ন পুড়ে গেছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে ট্রেনে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

পরে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ৬ নং ডাউন মেইল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে ইয়ার্ডের ওয়াশপিটে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য রাত সাড়ে ৭টার দিকে রাখা হয়। এ ট্রেনটি আবার মঙ্গলবার ভোরে ৯৯ আপ হয়ে ঢাকা যাওয়ার কথা।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অপূ মন্ডল বলেন, খবর পেয়ে সাড়ে ৮টার দিকে আমাদের দুটি টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ট্রেনের ১১টি সিট পুড়ে গেছে।

iswardi-train-fire-newsasia24

আরও পড়ুন: 

স্টেশনের সুপারিনটেন্ড মহিবুল ইসলাম বলেন, রেল নিরাপত্তা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। দায়িত্বে ঘাটতি রয়েছে, যে কারণে সন্ধ্যার সময় আগুন দিয়ে চলে গেল।

রেল নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ কবীর বলেন, আমাদের কম জনবল দিয়ে নিরাপত্তা দেওয়া খুবই কষ্টসাধ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, দেশের গুরুত্বপূর্ণ ও বৃহত্তম জংশন স্টেশনের সিসি ক্যামেরা নষ্ট। এসব বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তিনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

google news newsasia24

নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন

নাটোর প্রতিনিধি: নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুননাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এত বাসগুলোর অধিকাংশ অংশ পুড়ে গেছে। বাস ৩টি বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা ছিল।

আজ সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ অগ্নিসংযোগ করা হয়। ওই ফিলিং স্টেশনের মালিক নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ফিলিং স্টেশনের কর্মচারী নাজমুল হোসেন জানান, জিএম ট্রাভেলস ও আর কে আর পরিবহনের ১০টির মতো বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ৪টার দিকে পেছনে পার্কিং থাকা জিএম ট্রাভেলসের একটি বাস থেকে ধোঁয়া দেখা যায়।

natore-gm-travels-fire-newsasia24

কিছুক্ষনের মধ্যেই আগুন ধরে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ওই বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

নাজমুল মনে করেন, ফিলিং স্টেশনের পিছনে একটি কলা বাগান রয়েছে। দুর্বৃত্তরা ওই কলা বাগানদিয়ে এসে আগুন লাগিয়েছে।

google news newsasia24

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

আরও পড়ুন: 

৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পেহা আক্তার (৭) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে।

আজ সোমবার (২৭ নভেম্বর) মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পেহার মরদেহ গতকাল নবিবার রাত ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।

নিহত পেহা জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত।

7-years-old-peha-dead-noakhali-newsasia24 2

ঘটনাসূত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকেই পেহাকে বাড়িতে না দেখে খোঁজাখুজি করেন তার বাবা।

ওই সময় তাদের বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। পেহা সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছিল। পরবর্তীতে দুপুর ২টার পর থেকে সে নিখোঁজ ছিল।

খোঁজাখুজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে সন্ধ্যা ৭টার দিকে পেহার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

আরও পড়ুন: 

তিনি আরও জানান, নেহার মাথার এক পাশে ফোলা জখমের চিহৃ রয়েছে। চোখের ডান পাশে এবং কান ও চোখের মাঝামাঝি জায়গায় গভীর কাটা জখম আছে।

তবে প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: 
google news newsasia24