শিরোনাম

সারাদেশ

রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি; চিন্তিত কৃষকরা

ফাহিম শাওন: রাজশাহীর বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহী। দুপুর হয়ে গেলেও সূর্যের মুখ দেখা যায়নি। তবে বৃষ্টি নিয়ে চিন্তিত রয়েছেন কৃষকরা।

স্থানীয় এক কৃষক জানান, তাদের এখন ধান কাটার মৌসুম। ধানের গাদা করে রেখেছেন বাড়ির উঠানে। সেগুলো ভিজে গেলে পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ফলে আগুনে পোঁড়াতে বা বিক্রি করতে পারবে না।

অন্যদিকে যথেষ্ট রোদ না থাকায় সেগুলো শুকাতেও পারবে না। ফলে ভিজে গেলে নানা সমস্যায় পড়তে হবে তাদের।

আরও পড়ুন>>ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজশাহীর মেডিকেল অফিসার বায়োজিদ উল ইসলাম জানান, এই বৃষ্টি সাধারণত আবহাওয়া পরিবর্তনের কারনে হয়ে থাকে। এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা ও জ্বরের সাথে কাঁশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি মাথা ব্যাথাও হতে পারে।

যাদের নিউমোনিয়া রয়েছে তাদের জন্য এই ধরনের বৃষ্টি খুবই মারাত্মক।

অন্যদিকে শিশুদের জন্য জন্য এই বৃষ্টি খুবই বিপদজনক।ফলে, সবাইকেই এই বৃষ্টি থেকে নিরাপদ থাকতে হবে।

এছাড়াও শুধু বৃষ্টি নয়, আবহাওয়ার পরিবর্তনের কারনে নানা রোগ হতে পারে।  google news newsasia24

উল্লেখ্য, সমুদ্র অঞ্চলে ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সারা দেশে বৃষ্টির পুর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মিগজাউম এ প্রভাবে ৫ ও ৬ ডিসেম্বর দেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে। শীতের আমেজও পাওয়া যাবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর চেন্নাইসহ উপকূলবর্তী সাত জেলায়। বন্ধ রাখা হয়েছে চেন্নাই বিমানবন্দর।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় ভাই ভাইকে খুন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরের হালসা এলাকায় মনির হোসেন (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে।

গতকাল সোমবার (০৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

koustia-brother-murder-newsasia24

নিহত মনির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন>>রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

নিহতের মেয়ে মিলি খাতুন অভিযোগ করে বলেন, আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা ও জানালা তৈরি করতে দেন চাচা আমিরুলের কাছে। দরজা কেনার পরে টাকার অভাবে আব্দুল্লাহ জানালা নেবেন না বলে আমিরুলকে জানান।

কিন্তু জানালা নিতে হবে বলে চাচা তাদের বাড়িতে আসেন। এসময় জানালা না নেওয়ায় আব্দুল্লাহকে মারধর করে বাড়ি ফিরে যান আমিরুল।

আরও পড়ুন>>স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

এ ঘটনার পরে আবারও রাত ৯টার সময় মনির হোসেনের চাচাতো ভাই আমিরুল তার ভাই নাজমুল, এনামুল, মিনা ও কালু লাঠি নিয়ে বাড়িতে এসে আব্দুল্লাহকে মারধর করেন। এসময় আমার বাবা মনির হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।

প্রতিবেশিরা আব্দুল্লাহকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

google news newsasia24

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

আরও পড়ুন:

রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পর পর দুই ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়।

chapainawabgong-koktel-bishforon-newsasia24

উপরোক্ত সময় টেনিস কোর্টে কেউ না থাকায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন>>গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিষ্ফোরণের বিকট শব্দে জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

একেএম গালিভ খান বলেন, পাশের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। সেসময় টেনিস কোর্টে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে।

আরও পড়ুন>>স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসেছে। সিসিটি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া সন্ধ্যা ৭টার দিকে শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ডে আরও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

google news newsasia24

গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

gulisthan-bus-fire-newsasia24

আজ সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

google news newsasia24

তিনি বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

খোকসায় খ্রীস্টানদের প্রাক-বড়দিন উদযাপন

এম এ ওহাবঃ কুষ্টিয়ার খোকসায় বাইবেল পাঠ, প্রাথর্না ও কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে।

আজ রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রুপান্তর চার্চের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সবাইকে ফুল দিয়ে বড়দিন এর শুভেচ্ছা জানান।

এ সময় যীশু খ্রীষ্টের জন্ম ও বাল্যকাল বিষয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড বিশপ জাকের আলী শুভ।

চার্চের পাষ্টর এ্যান্টনি এল রহমান প্রার্থনা পরিচালনা করেন।

google news newsasia24

এসময় অন্যান্যর মধ্যে খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও রূপান্তর চার্চের ইভানজেলিষ্ট মাইকেল আজাদ ও বুলবুলি পারভীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়েছিলেন দুই সন্তানসহ স্ত্রী সুমাইয়া আক্তার (৩৫)। দুই সন্তানের মৃত্যুর চারদিন পর স্ত্রী সুমাইয়া আক্তার মারা গেলেন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

burn-unite-dhaka-sumaia-aktar-newsasia24

চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম সুমাইয়া আক্তারের মৃত্যু নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ নভেম্বর ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের চতল্লা বাড়ির অটোরিকশাচালক কামাল হোসেন তার বসতঘরে আগুন দেন। এতে স্ত্রীসহ দুই সন্তান দগ্ধ হন।

আরও পড়ুন>>মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ঘটনার রাতেই মৃত্যু হয়েছে সাত বছর বয়সী শিশু কন্যা আয়েশা আক্তারের। পরদিন মারা যায় শিশুপুত্র আবদুর রহমান।

এ ঘটনার অভিযোগে পুলিশ কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে। পরে দায় স্বীকার করে ২৮ নভেম্বর বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।

এ ঘটনার দুইদিন পর সুমাইয়া আক্তারের বাবা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

আরও পড়ুন>>আমাদের নিজেদের অর্জনগুলো ধরে রাখতে হবেঃ ডা সায়মা খান

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে একটি সেমিপাকা টিনশেড ঘরে থাকতেন তিনি।

গভীর রাতে স্ত্রী এবং দুই সন্তান ঘুমিয়ে গেলে কামাল ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার মেয়ে আয়েশা আক্তার মারা যায়। স্ত্রী সুমাইয়া এবং শিশুপুত্র আবদুর রহমানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন>>রাইদা পরিবহনের বাসে আগুন

পরে সেখান থেকে ইউনিয়ন পরিষদের “স্বপ্নযাত্রা” অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। ওইদিন দুপুরের দিকে শিশু আবদুল রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দুপুরে তাদের মা সুমাইয়া আক্তারও মারা যায়।

তিনি আরও বলেন, মরদেহ এখনও নিয়ে আসা হয়নি। শুনেছি ওই হাসপাতালেই তার ময়নাতদন্ত হবে। এরপর গ্রামের বাড়িতে জানাজা হবে। সুমাইয়ার বাবার বাড়ি সদর উপজেলার মান্দারীতে।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

পোদ্দার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ঘটনার দুইদিন পর ৩০ নভেম্বর সুমাইয়ার বাবা গোলাম মোস্তফা বাদি হয়ে কামাল হোসেনসহ অজ্ঞাত আরও দুইজনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় কামাল এখন কারাগারে রয়েছেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি আরও জানান, কামালের স্ত্রী সব সময় তার সংসার না করার হুমকি দিতেন। দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী অন্যত্র চলে যাওয়ার কথাও বলতেন।

আরও পড়ুন>>৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন কলহ চলে আসছিল। ১৫-২০ দিন ধরে কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রী কথা বলতেন না। এ কারণে কামাল ঘরে আগুন দিয়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন।

google news newsasia24

মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে আসহাবুল করিম জিহাদ (২১) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে ঘটে। হত্যায় জড়িত সন্দেহে মো. সোহান নামের একজনকে আটক করেছে এলাকাবাসী। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

coxsbazar-mobile-crime-murder-newsasia24

শুক্রবার( ১ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আসহাবুল পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে আটক সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।

আরও পড়ুন>> স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, কোনাখালীর একটি মোবাইল চোরচক্রের ৪-৫ জন সদস্য শুক্রবার সন্ধ্যার পর মরংঘোনা স্টেশনে জিহাদের সঙ্গে দেখা করে। এসময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা জিহাদকে ছুরিকাঘাত করে পালাতে গেলে তাদের একজনকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

খবর পেয়ে চকরিয়া ও পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন জানিয়েছে, নিহত জিহাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন>> ডিএমপির শ্রেষ্ঠ ওসি মাহফুজুল হক ভুঞা

পেকুয়া থানা পুলিশ প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, কলেজছাত্রকে ছুরিকাঘাতের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটক করতে কাজ করছে পুলিশ।

google news newsasia24

আমাদের নিজেদের অর্জনগুলো ধরে রাখতে হবেঃ ডা সায়মা খান

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানকে প্রতিপাদ্য ধরে টেকসই যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিষেবার পথ উন্মোচিতকরণ দিনব্যাপী পরামর্শ কর্মশালার আয়োজন করে আশার আলো সোসাইটি। উক্ত কর্মশালায় চারটি কমিউনিটি বেজড বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। যারা দেশের বিভিন্ন যৌন পল্লীতে যৌন কর্মিদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ডা শাহ মোহাম্মদ জসীম উদ্দিন পরিচালক এনএএসসি/ডিজিএইচএস। তিনি বলেন, সিবিওদের (কমিউনিটি বেজড অর্গানাইজেশন) দক্ষতা বৃদ্ধির জন্য তাদের নিজেদের ভূমিকাই প্রধান। তবে যেখানে এএসপি/ ডিজিএইচএস’র সহায়তা পাওয়া যাবে সেখানে ‘আশার আলো সোসাইটি’র মাধ্যমে জানানো হলে এনএএসসি/ডিজিএইচএস প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং যৌন পল্লীতে বসবাসকারী নারীদের শুরু করা হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা সায়মা খান, কান্ট্রি ডিরেক্টর, ইউএনএইডস।

তিনি বলেন, যদি ফান্ডিং আস্তে আস্তে কমে যায় বা বন্ধ হয়ে যায়, ডোনার সাপোর্ট এখন আমাদের দেশে কমবে, এখন আমরা অনেক স্বাবলম্বী হয়ে গেছি। এই ডোনার সাপোর্টের এই প্রোগ্রামগুলো কমে গেলে তখন কি হবে? আমরা এত বছরে যা অর্জন করেছি তা হারাতে পারব না। এই জন্যই আপনাদের (সিবিও) এখানে নিয়ে এসেছি। আগামীকাল থেকে যদি সেইফ ফান্ড জিরো হয়ে গেলে আপনারা যার যার অবস্থান থেকে এই অর্জনগুলো ধরে রাখার জন্য কাজ করতে হবে এবং লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ রাখবেন যাতে আপনারা কোন বিপদে পড়লে নিজেরা দাড়াতে পারেন।‘

আরও পড়ুন: 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা আব্দুল ওয়াদুদ, প্রোগ্রাম ম্যানেজার এইডস/এসটিডি প্রোগ্রাম, ডিজিএইচএস, ড রওনক খান, চিফ অফ পার্টি, সেভ দ্যা চিলড্রেন ও ডা রোখসানা, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ইউএনএফপিএ।

google news newsasia24

রাইদা পরিবহনের বাসে আগুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (২৯ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

saidabad-raida-poribohon-bus-agun-newsasia24

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আমরা রাত ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি, সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

ওই খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে এসে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

google news newsasia24

খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

নাজমুল হাসান,স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার খোকসায় গ্রামের প্রকাশ্য বাজারে পল্লী চিকিৎসক ওয়াশিম আকরাম এর উপর হামলা করে এক হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর বাজারে চিকিৎসক ওয়াসিম আকরামের ফার্মেসীতে হামলা করে সন্ত্রাসীরা। আহত পল্লী চিকিৎসক দক্ষিন শ্যামপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

polli-doctor-akram-khoksha-newsasia24

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর হকিস্টিক ও ধারালো দেশী অস্ত্র নিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ওই চিকিৎসকের ফার্মেসীতে হানা দিয়ে ওয়াসিম আকরামের উপর হামলা করে। ইচ্ছামত পিটিয়ে আহত চিকিৎসককে ফেলে রেখে যায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় চিকিৎসকের বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে।

আরও পড়ুন>>৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

চিকিৎসাধীন পল্লী চিকিৎসক ওয়াসিম আকরাম জানান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর রোমেলা খাতুনের ছেলে মিল্টনের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। প্রকাশ্য বাজারে হামলার সময় সন্ত্রাসীদের সবার হাতে হকিস্টিক ও দেশী অস্ত্র ছিল। তারা ফার্মেসীর ভিতরে ঢুকে হামলা করে। ১৫/২০ মিনিট ধরে হামলাকারীরা তাকে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, গত ২ মাস আগে ওয়াসিম আকরামের বাড়িতে মিল্টনের নেতৃত্বে লুটপাট ও ককটেল নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন:

বেতবাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রোমেলা খাতুন ও ছেলে মিল্টনের সঙ্গে যোগাযোগ করার হলে তাদের পাওয়া যায় নাই। মুঠোফোনে কল দিলে ফোনটিও বন্ধ দেখায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কেউ লিখিত অভিযোগ বা এজাহার দিতে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news newsasia24