শিরোনাম

সারাদেশ

কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর কর্মসূচী

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৩ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমারখালীতে গৃহীত কর্মসূচী ঘোষণা করেন মহিলা পরিষদ কুমারখালী শাখা।

কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৫ নভেম্বর শনিবার বিকেলে মহিলা পরিষদের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

kumarjhali-antorjatik-nari-nirjaton-kormoshuci-2023-newsasia24

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যল এইড সম্পাদক আকলিমা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে নভেম্বর ২৫ তারিখ থেকে ডিসেম্বর ১০ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস হয়ে থাকে।

কর্মসূচীর মধ্যে হলো ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন,২৭ নভেম্বর ঘাসখালে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল নারী – পুরুষের সাথে মতবিনিময় সভা।২৯ নভেম্বর উত্তর যদুবয়রায় লিগ্যাল এইড প্রশিক্ষণ। ৩ ডিসেম্বর খয়েরচারায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা।

৫ ডিসেম্বর ধোকরাকোল ডিগ্রি কলেজে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা।১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস -২০২৩ পালন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম রাজ্জাক, সাংবাদিক সাহেব আলী, সাংবাদিক এম এ ওহাব, সাংবাদিক সাকিব আল হাসান, সাংবাদিক রাকিব হোসেন, সাংবাদিক পলাশ প্রমুখ।

আরও পড়ুন:

বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভানেত্রী হোসেন আরা রুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত মহিলা পরিষদ কুমারখালী শাখার সহ-সভাপতি সাজেদা খাতুন,রওশন আরা নীলা, চম্পা নজরুল, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরী,লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন, অর্থ সম্পাদক শামীমা পারভীন ও বিশিষ্ট কবি পরিমল কুমার ঘোষ।

google news newsasia24

চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে। তারা কর্ণফুলী গ্যাস লাইনের কাজের শ্রমিক ছিলেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়্যারলেস বিসিক এলাকায় এ ঘটানাটি ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫), পাবনার সুজানগরের সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) এবং সুজানগর রায়পুরের মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন ওই তিন শ্রমিক। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।chottogram-truck-accident-dead-three-newsasia24

আরও পড়ুন: 

লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

google news newsasia24

মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ (২৩ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী-গড়েয়া সড়কের তুরুকপথা নামক স্থানে বেলা সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

motorcycle dorghotona

তার নাম ওমর ফারুক। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এসময় আহত হন আরও তিন মোটরসাইকেল আরোহী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুলে পরীক্ষা দিয়ে ওমর ফারুক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল।

আরও পড়ুন:

এসময় ঘটনাস্থলে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই ছাত্র মারা যায়। সে পূর্ব বগুলাডাঙ্গী এলাকার শুকুর আলী ছেলে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; অভিমানে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয় আবুল কাশেম(৬৫) নামের এক বৃদ্ধার উপর। ফলে অভিমানে আত্মহত্যা করেন তিনি।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। বৃদ্ধাটি আজ মঙ্গলবার (২১ নভেম্বর) পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামে তার নিজ বাড়িতে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

google news newsasia24

 

জানা গেছে, এক মাস আগে প্রতিবেশী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বৃদ্ধ আবুল কাশেম। এমন অভিযোগ তুলে স্কুলছাত্রীর পরিবার আদিতমারী থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুন: 

পরে বৃদ্ধ আবুল কাশেম গ্রেফতার ও সম্মানের ভয়ে এ মামলায় আত্মগোপনে থাকেন। মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরে ভেতরে আবুল কাশেমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

 

৩ মাসের শিশুকে চুরি করলো এক বোরকা পরা নারী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এক বোরকা পরা নারী কোলে নেওয়ার কথা বলে ৩ মাসের শিশুকে চুরি করলো।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে শিশু জোবাইদা আক্তারের রক্ত পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তার মা ও নানি।

তখন শিশুটির মা টিকিট কাউন্টারে ব্যস্ত। নানির কোলে ছিল শিশুটি।

midford hashpatal shishu

ওই লাইনের পেছনে দাঁড়িয়ে থাকা বোরকা পরা এক নারী শিশুটির নানিকে বলেন আপনি মুরুব্বি মানুষ, বাচ্চা কোলে রাখতে সমস্যা হলে আমাকে দেন ।

ঠিক ওই সময় শিশুটির নানির মোবাইল ফোন বেজে ওঠে। ওই সময় ফোনে কথা বলছিলেন তিনি।

এই সুযোগে বোরকা পরা ওই নারীও শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশু চুরির এই ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগীর মা বিভিন্নস্থানে খোঁজা-খুঁজির পর দিশেহারা হয়ে নিজের সন্তানকে ফিরে পেতে কোতয়ালী থানা পুলিশের দারস্ত হন।

কোতয়ালী থানার পুলিশ জানায়, নিখোঁজ ৩ মাস বয়সী শিশু জোবাইদা আক্তারকে উদ্ধার ও অজ্ঞাত ওই চোরকে ধরতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বার বার দেখা হচ্ছে।

শিশুটির মা জানান, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় তাদের বাসা।

সকালে তিনমাস বয়সী শিশু জোবাইদার রক্ত পরীক্ষা করাতে এবং নিজের আল্ট্রাসনোগ্রাম করাতে মিটফোর্ড হাসপাতালে এসেছিলেন।

সঙ্গে শিশুটির নানিও এসেছিলেন। তিনি যখন টিকিট কাউন্টারে যান তখন শিশুটি তার নানির কোলে ছিল।

কিন্তু রোবকা পরিহিত এক নারী তার সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

তদন্তে শিশু চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি রিকশা দাঁড়িয়ে ছিল।

জরুরি বিভাগের গেটে একপাশে বয়স্ক নারী এবং অন্যপাশে বৃদ্ধ এক লোক বসে ছিলেন।

আর গেট থেকে একটু দূরে কালো বোরকা পরা এক নারী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

ওই নারীর মুখ ও নাক ঢাকা, তার ডান কাঁধে শিশুটি এবং বাম হাতে একটি সাদা শপিং ব্যাগ। সাদা রঙের জুতো পায়ে।

আর শিশুটি পরনে ছিল হালকা গোলাপি রঙের একটি পোশাক।

ফুটেজে আরও দেখা যায়, কিছুক্ষণ ওই নারী শিশুটিকে কোলে নিয়েই ধীরে ধীরে হাঁটাচলা করছিলেন।

তখন একটি কালো প্রাইভেটকার জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় ওই রিকশাটি চলে যায়।

এতে বোরকা পরা ওই নারী বারবার তার স্থান পরিবর্তন করেন।

কিছুক্ষণ পর তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে কথা বলার ভান করে ধীরে ধীরে হেঁটে গেটের দিকে যেতে থাকে ওই নারী।

ঠিক রবিবার সকাল ৮টা ৫৬ মিনিটে হাসপাতাল থেকে অন্য এক নারী এক শিশুকে কোলে নিয়ে বের হয়ে যাওয়ার সময় তার পিছু পিছু বোরকা পরা অজ্ঞাত নারীও হেঁটে হেঁটে বের হয়ে যায়।

কোতয়ালী থানা থেকে বলা হয়, নিখোঁজ শিশুটির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে, দ্রুত কোতয়ালী থানা পুলিশকে জানাতে বলা হয়।

আরও পড়ুন:

আজ সোমবার (২০ নভেম্বর) এ বিষয়ে কোতয়ালী থানার (এএসআই) রাশিদুল হাসান বলেন, তিনমাস বয়সী শিশু জোবাইদা চুরির ঘটনায় আমরা তদন্ত করছি।

ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

বাসার সামনে জুতা রাখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন!

নিজস্ব প্রতিবেদক: বাসার সামনে জুতা রাখাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এঘটনায় বড় ভাই দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিনা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ছোট ভাইয়ের নাম মিঠুন কুমার ঘোষ। ঘটানাটি ঘটেছে ১৫ নভেম্বর রাতে রাজধানীর গেন্ডারিয়ায়।

রবিবার (১৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন।

ওসি জানান, ১৫ নভেম্বর রাত ৯টার দিকে বাসার রুমের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দাসকে গালিগালাজ করেন। এসময় এর প্রতিবাদ করেন রেখার স্বামী মিঠুন কুমার। ফলে ক্ষিপ্ত হয়ে মিঠুনকে কিল–ঘুষি ও বুকে লাথি মেরে রুমের সামনে ফেলে দেন দিলীপ ও তার স্ত্রী রিনা।

একপর্যায়ে দিলীপ তার ভাই মিঠুনকে খাটের পায়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে যান মিঠুন।

তাৎক্ষণিকভাবে অন্যদের সহায়তায় মিঠুনকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী রেখা রানী। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা করেন।

আরও পড়ুন: small-brother-murder-by-big-brother-genderia-newsasia24small-brother-murder-by-big-brother-genderia-newsasia24

ওসি বলেন, ঘটনার দিন গেন্ডারিয়া থেকে দিলীপের স্ত্রী রিনাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১৮ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয় দিলীপ ঘোষকে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ নিয়েছিলো রবিউল: বাবা

শ্যামপুরে স্টিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৪, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার শ্যামপুরে একটি স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ্। এতে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন, এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম রবিউল ইসলাম(১৯)। আজ রবিবার (১৯ নভেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রবিউল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা গেছে। অপরদিকে, আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল কারখানায় এই বিস্ফোরণের ঘটে।

এতে দগ্ধ হন, শাহ আলম (৩৫), আমিরুল ইসলাম (৩৫) , মাজহারুল ইসলাম (৩৭) ও শ্রমিক রবিউল ইসলাম (১৯) নিহত হন।

আরও পড়ুন:

মৃত রবিউলের বাড়ি বরগুনার পটকাখালি গ্রামে। তার বাবার নাম মো. সিদ্দিক।

রবিউলের বাবা জানান, এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খাগড়াছড়ির কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে কাশেম-মনির

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালটের প্রতিদ্বন্দ্বীতার চেয়ার প্রতিকে ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে হাজ্বী মো: কাশেম। সাধারন সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে ১২৩ ভোটে মনির হোসেন দ্বিতীয় বারের মতো জয় লাভ করেন।

khagrachori-kath-somiti-newsasia24

সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এ ভোটে সহ-সভাপতি পদে ১১০ ভোটে বটগাছ প্রতিকে দীন মোহাম্মদ,সহ-সাধারন সম্পাদক পদে নলকুপ চশমা প্রতিকে ১০১ ভোটে বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতিকে ৯৬ ভোটে মো: নূর নবী, কোষাধ্যক্ষ পদে- ফুটবল প্রতিকে ১১৬ ভোটে মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- কলসি প্রতিকে ১১৯ ভোটে রফিক উদ্দিন সিদ্দিকী, বাঘ প্রতিকে ৮৭ ভোটে পংকজ বড়ুয়া ও মোবাইল ফোন প্রতিকে ৮০ ভোট পেয়ে হাজী খোরশেদ আলম জয়যুক্ত লাভ করেন।

আরও পড়ুন: 

নেতৃত্বের ভাগ্য নির্ধারনী লড়াইয়ে শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। প্রার্থী ও ভোটারদের উৎসব মুখোর পরিবেশে ভোট শেষে ভোটাররা তাদের নেতা নির্বাচন করে সকলেই খুশি। সর্বশেষ ২০ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ১৬৫ ভোটার।

 

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিল মিধিলি; নিখোঁজ -১

ভোলা প্রতিনিধি: ভোলায় দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। অধিকাংশ ঘড়-বাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে।

এতে বাচ্চু নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি তজুমদ্দান উপজেলার চর রায়হান এলাকায়।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঝড়ের কবলে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

midhili-vola-newsasia24

আরও পড়ুন: 

ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ২০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

তবে সন্ধ্যার পর থেকে মিধিলির শঙ্কা কেটে গেছে। স্বাভাবিক হতে শুরু করেছে ভোলাসহ আশেপাশের এলাকাগুলো।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

 

মধ্যরাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  গতকাল বুধবার (১৫নভেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

tangail train agun2

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।

পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন:

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউই।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন