শিরোনাম

সারাদেশ

কুষ্টিয়ায় প্রমত্তা পদ্মায় ভাঙন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ায় প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়েছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলো ভাঙনের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির মুখে পড়ছে জনবসতি, ফসলি জমি, ভবনসহ বিস্তীর্ণ এলাকা।

যদিও ভাঙন রোধে গেল ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে।

kustia-podma-vangon-newsasia24

তবে সংশ্লিষ্টরা পদ্মার গতিপথ পরিবর্তনের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নদী তীরে গ্রোয়েন (বাধ) নির্মাণকে দায়ী করছেন।

তারা বলছেন, সময়মতো কিছু টাকা ব্যয়ে গ্রোয়েনের বিপরীত অংশে প্রতিরক্ষা বাধ নির্মাণ করা গেলে সরকারের এই হাজার কোটি টাকার ব্যয় সংকোচন করা যেত; ওই এলাকাতে ভাঙনও হতো না। এসবের দায় দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের।

নদী বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিমভাবে কোনো নদীরই গতিপথ পরিবর্তনের সুযোগ নেই। তবে জনস্বার্থে অনেকসময় সেটি করা হয়ে থাকে।

আরও পড়ুন>>মুঠোফোনে শেখ হাসিনার সাফল্য বার্তা

কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলা ঘেঁষে প্রবাহিত পদ্মা নদী চার বছর আগে যে প্রবাহ চ্যানেলে ছিল এখন সেখানে নেই।

নদীর বামতীরে গ্রোয়েন (বাধ) নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। যে কারণে নদী এখন ডানতীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে; গুগল ম্যাপ দেখলেই সেটি স্পষ্ট হওয়া যায়।

নদী বিশেষজ্ঞ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পাউবোর গাফিলতির কারণে এরইমধ্যে ভাঙনের কারণে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন>>বিষাক্ত সাপ দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করলো স্বামী!

আবার এটি প্রতিরোধে সরকারের দেড় হাজার কোটি টাকার প্রকল্প দিতে হয়েছে। অথচ, সেই সময়ে পাউবো থেকে ব্যবস্থা নেওয়া হলে এর কোনোটিই হতো না।

জেলা পাউবোর মরফোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিন জানান, কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলা ঘেঁষে প্রবাহিত পদ্মা নদী চার বছর পূর্বে যে প্রবাহ চ্যানেলে ছিল এখন সেখানে নেই। বামতীরে গ্রোয়েন (বাধ) নির্মাণের কারণে নদী এখন ডানতীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, কুষ্টিয়ার হার্ডিঞ্জ রেল সেতু ও লালন শাহ সেতুলাগোয়া ভাটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পোর্ট নির্মাণে পদ্মা নদীর বাম তীরে মূল প্রবাহ চ্যানেলের মধ্যে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের গ্রোয়েন (বাঁধ) নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।

আরও পড়ুন>>এবার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

এরপর থেকেই নদীর ডান তীরে ভাঙন শুরু হয়। এভাবে গেল কয়েক বছরে পদ্মা প্রকৃত গতিপথ হারিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার হেক্টর জমি। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দায় দিচ্ছেন নদী ও পানি সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এই ভাঙন রোধে গেল ৩১ অক্টোবর একনেকে ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা’ শীর্ষক একটি প্রকল্প পাশ হয়। যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৭১ কোটি ৯০ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, শুরুতেই নদীর ডান তীরে মাত্র ২ কিলোমিটার প্রতিরক্ষা বাধ দিলে সুরক্ষিত থাকতো নদীর গতিপ্রকৃতি। এতে এই জনপদ ঝুঁকিমুক্ত থাকতো, লাঘব হতো সরকারের হাজার কোটি টাকার ব্যয়।

আরও পড়ুন:

স্থানীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘পদ্মা নদীর বাম তীরে রূপপুর বাধ নির্মাণের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞরা একই সময়ে ডান তীরে সামান্য কিছু প্রতিরক্ষামূলক কাজ করলেই ব্যাপক ক্ষয়ক্ষতির আগ্রাসন থেকে রক্ষা পেত ভেড়ামারা-মিরপুরের বিস্তীর্ণ জনপদ।

দেরিতে হলেও সরকার সমস্যাটি সনাক্ত করে সমাধানে প্রকল্প নিয়েছে। ক্ষতি যা হবার হয়েছে, প্রকল্পটির বাস্তবায়ন হলে নতুন করে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না।’

google news newsasia24

ডিএমপির শ্রেষ্ঠ ওসি মাহফুজুল হক ভুঞা

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অক্টোবর ২০২৩ মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার)।

মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) সকাল ১০:৩০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

dmp-mahfujul-huk-vuia-prize-newsasia24

সে সুবাদে, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. মাহফুজুল হক ভুঞা।

আরও পড়ুন>>টাকার অভাবে বই ছাপানো বন্ধ

গত (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. মাহফুজুল হক ভুঞা’কে ডিএমপি মোহাম্মদপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এর আগে মো. মাহফুজুল হক ভুঞা ডিএমপির গুরুত্বপূর্ণ রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ছিলেন। করোনা কালীন মহুর্তে নিজের সর্বোচ্চ দিয়ে রমনা বাসীর সেবা করেছেন ও নিজে ও বেশ কয়েকবার করোনা আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ ডিএমপির শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন মো. মাহফুজুল হক ভুঞা।

আরও পড়ুন>>মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি আজ

মো. মাহফুজুল হক ভুঞা মোহাম্মদপুর থানায় যোগদানের পর থেকে থানার পূর্বচিত্রই পাল্টিয়ে দিয়েছেন।অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ জরাজীর্ণ থানার চারপাশ নতুন রুপে সাজিয়েছেন যাতে করে থানায় সেবা নিতে আসা মানুষ গুলো সুন্দর একটু পরিবেশ উপভোগ করতে পারে।

সাধারণ জনতা ইতিমধ্যে তাকে ডিএমপির মোহাম্মদপুর থানার জনবান্ধব ও পরিবেশ বান্ধব সফল ওসির খেতাব দিয়ে দিয়েছেন, সেই সাথে সাধুবাদ জানিয়ে তারা বলেন, ওসি মো. মাহফুজুল হক ভুঞা অল্পদিনে মোহাম্মদপুর থানার জনগণের মন জয় করতে সক্ষম হয়েছেন।

তিনি সন্ত্রাস ও মাদক দমন মাদক নির্মূলে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে মাদক, গ্রেপ্তার হচ্ছে মাদককারবারি। ফলে অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীরা যত্রতত্র অপরাধ করতে হিমশিম পোহাচ্ছে। ওসির মাদকবিরোধী কার্যক্রমে মোহাম্মদপুর এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে সন্তোষ প্রকাশ করেন তারা।

আরও পড়ুন:

মাসিক অপরাধদমন এবং মাদক উদ্ধারে অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব হওয়ার পুরস্কার প্রসঙ্গে ডিএমপি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. মাহফুজুল হক ভুঞা সাংবাদিকদের বলেন,পুরস্কার পেতে কার না ভাললাগে, পুরস্কার কাজের অনুপ্রেরণা যোগায়। সর্বদা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার কথা মাথায় রেখে সেবাদানের মনমানসিকতা নিয়ে আমি আমার কাজটা করে যাই।

মো. মাহফুজুল হক ভুঞা’কে ডিএমপির অক্টোবরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্যার’ডিসি স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ও আরো কৃতজ্ঞতা জানিয়েছেন সার্বক্ষনিক পাশে থেকে সহযোগিতাকারী টিম মোহাম্মদপুর থানার সকল সদস্যদের কে।

google news newsasia24

এবার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি: এবার পাবনার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের বগির ১১ সিট সম্পূর্ন পুড়ে গেছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে ট্রেনে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

পরে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ৬ নং ডাউন মেইল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে ইয়ার্ডের ওয়াশপিটে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য রাত সাড়ে ৭টার দিকে রাখা হয়। এ ট্রেনটি আবার মঙ্গলবার ভোরে ৯৯ আপ হয়ে ঢাকা যাওয়ার কথা।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অপূ মন্ডল বলেন, খবর পেয়ে সাড়ে ৮টার দিকে আমাদের দুটি টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ট্রেনের ১১টি সিট পুড়ে গেছে।

iswardi-train-fire-newsasia24

আরও পড়ুন: 

স্টেশনের সুপারিনটেন্ড মহিবুল ইসলাম বলেন, রেল নিরাপত্তা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। দায়িত্বে ঘাটতি রয়েছে, যে কারণে সন্ধ্যার সময় আগুন দিয়ে চলে গেল।

রেল নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ কবীর বলেন, আমাদের কম জনবল দিয়ে নিরাপত্তা দেওয়া খুবই কষ্টসাধ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, দেশের গুরুত্বপূর্ণ ও বৃহত্তম জংশন স্টেশনের সিসি ক্যামেরা নষ্ট। এসব বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তিনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

google news newsasia24

নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন

নাটোর প্রতিনিধি: নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুননাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এত বাসগুলোর অধিকাংশ অংশ পুড়ে গেছে। বাস ৩টি বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা ছিল।

আজ সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ অগ্নিসংযোগ করা হয়। ওই ফিলিং স্টেশনের মালিক নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ফিলিং স্টেশনের কর্মচারী নাজমুল হোসেন জানান, জিএম ট্রাভেলস ও আর কে আর পরিবহনের ১০টির মতো বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ৪টার দিকে পেছনে পার্কিং থাকা জিএম ট্রাভেলসের একটি বাস থেকে ধোঁয়া দেখা যায়।

natore-gm-travels-fire-newsasia24

কিছুক্ষনের মধ্যেই আগুন ধরে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ওই বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

নাজমুল মনে করেন, ফিলিং স্টেশনের পিছনে একটি কলা বাগান রয়েছে। দুর্বৃত্তরা ওই কলা বাগানদিয়ে এসে আগুন লাগিয়েছে।

google news newsasia24

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

আরও পড়ুন: 

৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পেহা আক্তার (৭) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে।

আজ সোমবার (২৭ নভেম্বর) মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পেহার মরদেহ গতকাল নবিবার রাত ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।

নিহত পেহা জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত।

7-years-old-peha-dead-noakhali-newsasia24 2

ঘটনাসূত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকেই পেহাকে বাড়িতে না দেখে খোঁজাখুজি করেন তার বাবা।

ওই সময় তাদের বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। পেহা সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছিল। পরবর্তীতে দুপুর ২টার পর থেকে সে নিখোঁজ ছিল।

খোঁজাখুজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে সন্ধ্যা ৭টার দিকে পেহার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

আরও পড়ুন: 

তিনি আরও জানান, নেহার মাথার এক পাশে ফোলা জখমের চিহৃ রয়েছে। চোখের ডান পাশে এবং কান ও চোখের মাঝামাঝি জায়গায় গভীর কাটা জখম আছে।

তবে প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: 
google news newsasia24

কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর কর্মসূচী

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৩ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমারখালীতে গৃহীত কর্মসূচী ঘোষণা করেন মহিলা পরিষদ কুমারখালী শাখা।

কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৫ নভেম্বর শনিবার বিকেলে মহিলা পরিষদের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

kumarjhali-antorjatik-nari-nirjaton-kormoshuci-2023-newsasia24

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যল এইড সম্পাদক আকলিমা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে নভেম্বর ২৫ তারিখ থেকে ডিসেম্বর ১০ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস হয়ে থাকে।

কর্মসূচীর মধ্যে হলো ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন,২৭ নভেম্বর ঘাসখালে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল নারী – পুরুষের সাথে মতবিনিময় সভা।২৯ নভেম্বর উত্তর যদুবয়রায় লিগ্যাল এইড প্রশিক্ষণ। ৩ ডিসেম্বর খয়েরচারায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা।

৫ ডিসেম্বর ধোকরাকোল ডিগ্রি কলেজে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা।১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস -২০২৩ পালন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম রাজ্জাক, সাংবাদিক সাহেব আলী, সাংবাদিক এম এ ওহাব, সাংবাদিক সাকিব আল হাসান, সাংবাদিক রাকিব হোসেন, সাংবাদিক পলাশ প্রমুখ।

আরও পড়ুন:

বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভানেত্রী হোসেন আরা রুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত মহিলা পরিষদ কুমারখালী শাখার সহ-সভাপতি সাজেদা খাতুন,রওশন আরা নীলা, চম্পা নজরুল, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরী,লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন, অর্থ সম্পাদক শামীমা পারভীন ও বিশিষ্ট কবি পরিমল কুমার ঘোষ।

google news newsasia24

চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে। তারা কর্ণফুলী গ্যাস লাইনের কাজের শ্রমিক ছিলেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়্যারলেস বিসিক এলাকায় এ ঘটানাটি ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫), পাবনার সুজানগরের সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) এবং সুজানগর রায়পুরের মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন ওই তিন শ্রমিক। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।chottogram-truck-accident-dead-three-newsasia24

আরও পড়ুন: 

লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

google news newsasia24

মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ (২৩ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী-গড়েয়া সড়কের তুরুকপথা নামক স্থানে বেলা সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

motorcycle dorghotona

তার নাম ওমর ফারুক। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এসময় আহত হন আরও তিন মোটরসাইকেল আরোহী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুলে পরীক্ষা দিয়ে ওমর ফারুক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল।

আরও পড়ুন:

এসময় ঘটনাস্থলে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই ছাত্র মারা যায়। সে পূর্ব বগুলাডাঙ্গী এলাকার শুকুর আলী ছেলে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; অভিমানে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয় আবুল কাশেম(৬৫) নামের এক বৃদ্ধার উপর। ফলে অভিমানে আত্মহত্যা করেন তিনি।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। বৃদ্ধাটি আজ মঙ্গলবার (২১ নভেম্বর) পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামে তার নিজ বাড়িতে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

google news newsasia24

 

জানা গেছে, এক মাস আগে প্রতিবেশী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বৃদ্ধ আবুল কাশেম। এমন অভিযোগ তুলে স্কুলছাত্রীর পরিবার আদিতমারী থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুন: 

পরে বৃদ্ধ আবুল কাশেম গ্রেফতার ও সম্মানের ভয়ে এ মামলায় আত্মগোপনে থাকেন। মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরে ভেতরে আবুল কাশেমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

 

৩ মাসের শিশুকে চুরি করলো এক বোরকা পরা নারী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এক বোরকা পরা নারী কোলে নেওয়ার কথা বলে ৩ মাসের শিশুকে চুরি করলো।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে শিশু জোবাইদা আক্তারের রক্ত পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তার মা ও নানি।

তখন শিশুটির মা টিকিট কাউন্টারে ব্যস্ত। নানির কোলে ছিল শিশুটি।

midford hashpatal shishu

ওই লাইনের পেছনে দাঁড়িয়ে থাকা বোরকা পরা এক নারী শিশুটির নানিকে বলেন আপনি মুরুব্বি মানুষ, বাচ্চা কোলে রাখতে সমস্যা হলে আমাকে দেন ।

ঠিক ওই সময় শিশুটির নানির মোবাইল ফোন বেজে ওঠে। ওই সময় ফোনে কথা বলছিলেন তিনি।

এই সুযোগে বোরকা পরা ওই নারীও শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশু চুরির এই ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগীর মা বিভিন্নস্থানে খোঁজা-খুঁজির পর দিশেহারা হয়ে নিজের সন্তানকে ফিরে পেতে কোতয়ালী থানা পুলিশের দারস্ত হন।

কোতয়ালী থানার পুলিশ জানায়, নিখোঁজ ৩ মাস বয়সী শিশু জোবাইদা আক্তারকে উদ্ধার ও অজ্ঞাত ওই চোরকে ধরতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বার বার দেখা হচ্ছে।

শিশুটির মা জানান, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় তাদের বাসা।

সকালে তিনমাস বয়সী শিশু জোবাইদার রক্ত পরীক্ষা করাতে এবং নিজের আল্ট্রাসনোগ্রাম করাতে মিটফোর্ড হাসপাতালে এসেছিলেন।

সঙ্গে শিশুটির নানিও এসেছিলেন। তিনি যখন টিকিট কাউন্টারে যান তখন শিশুটি তার নানির কোলে ছিল।

কিন্তু রোবকা পরিহিত এক নারী তার সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

তদন্তে শিশু চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি রিকশা দাঁড়িয়ে ছিল।

জরুরি বিভাগের গেটে একপাশে বয়স্ক নারী এবং অন্যপাশে বৃদ্ধ এক লোক বসে ছিলেন।

আর গেট থেকে একটু দূরে কালো বোরকা পরা এক নারী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

ওই নারীর মুখ ও নাক ঢাকা, তার ডান কাঁধে শিশুটি এবং বাম হাতে একটি সাদা শপিং ব্যাগ। সাদা রঙের জুতো পায়ে।

আর শিশুটি পরনে ছিল হালকা গোলাপি রঙের একটি পোশাক।

ফুটেজে আরও দেখা যায়, কিছুক্ষণ ওই নারী শিশুটিকে কোলে নিয়েই ধীরে ধীরে হাঁটাচলা করছিলেন।

তখন একটি কালো প্রাইভেটকার জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় ওই রিকশাটি চলে যায়।

এতে বোরকা পরা ওই নারী বারবার তার স্থান পরিবর্তন করেন।

কিছুক্ষণ পর তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে কথা বলার ভান করে ধীরে ধীরে হেঁটে গেটের দিকে যেতে থাকে ওই নারী।

ঠিক রবিবার সকাল ৮টা ৫৬ মিনিটে হাসপাতাল থেকে অন্য এক নারী এক শিশুকে কোলে নিয়ে বের হয়ে যাওয়ার সময় তার পিছু পিছু বোরকা পরা অজ্ঞাত নারীও হেঁটে হেঁটে বের হয়ে যায়।

কোতয়ালী থানা থেকে বলা হয়, নিখোঁজ শিশুটির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে, দ্রুত কোতয়ালী থানা পুলিশকে জানাতে বলা হয়।

আরও পড়ুন:

আজ সোমবার (২০ নভেম্বর) এ বিষয়ে কোতয়ালী থানার (এএসআই) রাশিদুল হাসান বলেন, তিনমাস বয়সী শিশু জোবাইদা চুরির ঘটনায় আমরা তদন্ত করছি।

ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন