শিরোনাম

আন্তর্জাতিক

বিমানবন্দরে চার বছর বয়সী এক শিশুকে জিম্মি

নিউজে এশিয়া২৪ ডেস্ক: জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের বিমানবন্দরে চার বছর বয়সী এক শিশুকে জিম্মি করে তার নিজ বাবা।

সেখানে বিমান চলাচল স্থগিত রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে টার্কিশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বিমানের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে৷ বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

shishu jimmi

হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার(৫নভেম্বর) প্লেন চলাচল বন্ধ থাকায় প্রায় সাড়ে ৩৪ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। এদিন ২৮৬টি ফ্লাইট নির্ধারিত ছিল।

শনিবার(৪নভেম্বর) রাতে অস্ত্রধারী এক ব্যক্তি নিজের গাড়িতে মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন। ধারণা করা হচ্ছে, নিজের চার বছর বয়সী মেয়েকেই জিম্মি করেছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পরিস্থিতি সামাল দিতে জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এক্সে পুলিশ জানায়, ‘অভিযান চলছে। গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে আমাদের আলোচক দল যোগাযোগ করছে।’

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হামবুর্গ বিমানবন্দরে সকল প্লেন চলাচল বন্ধ থাকবে।

ইতোমধ্যে বিমানবন্দরের দিকে চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

তার স্ত্রী পুলিশকে শিশু অপহরণের বিষয়ে এবং এর কিছুক্ষণ পরই অভিযুক্ত বিমানবন্দরে প্রবেশ করেন।

পুলিশ জানায়, বিমানবন্দরে প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং মলটোভা ককটেল নিক্ষেপ করেন।

তারপর টার্কিশ এয়ারলাইনসের বিমানের পাশে গিয়ে অবস্থান নেন।

খেলা আর না হলে জিতবে পাকিস্তান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ বলে ৪০২ রানের টার্গেট করতে নেমে ২১.৩ ওভারে ১ উইকেটে ১৬০ রান করে জয়ের পথেই ছিল পাকিস্তান।

এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগে জয় পেতে হলে পাকিস্তানকে ১৫০ রান করতে হতো। ১০ রানে এগিয়ে থাকায় বৃষ্টির কারণে খেলা শুরু না হলে পাকিস্তানই জয় পেত।

bissokap khela

দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। খেলা শুরু হলে পাকিস্তানের নতুন টার্গেট দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২ রান।

২৫.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২০০ রান। এরপর দ্বিতীয় দফায় শুরু হয় বৃষ্টি।

তার মানে প্রথম বার বৃষ্টির পর ৪ ওভারেই পাকিস্তান ৪০ রান করে ।

দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ রয়েছে। যদি আর খেলা মাঠে না গড়ায় তাহলে জিতবে পাকিস্তান। তারা ২১ রানে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন:

বিশ্বকাপের ১৩তম আসরের ৩৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে দুই দলের জয়ের প্রয়োজন।

নিউজিল্যান্ডের চেয়ে বেশি বিপদে রয়েছে পাকিস্তান। আজকের ম্যাচের আগে ৭ খেলায় ৮ ও ৬ পয়েন্ট করে নিয়ে চতুর্থ ও ষষ্ঠ পজিশনে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

 

নেপালে ভয়াবহ ভূমিকম্প; নিহত ১২৮

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। যার মাত্রা ছিল ৬ দশমিক ৪ । এতে এখন পর্যন্ত ১২৮ জন নিহতের খবর পাওয়া গেছে।

নেপালের সাথে ভারতের কয়েকটি অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভারতে কোন হতাহতের খবর পাওয়া য়ায় নি।

নেপালনিউজ এর মাধ্যমে জানা গেছে, শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টার দিকে জাজারকোটে এ শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

nepal-earth-quack-newsasia24-2

আরও পড়ুন: 

জানা গেছে, শুধু জাজারকোটেই মারা গেছেন ৪৪ জন। নিহতদের মধ্যে একজন মেয়রও রয়েছেন। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।

আরও পড়ুন: হুমায়রা হিমু জুয়ায় আসক্ত ছিলেন: র‌্যাব (ভিডিও)

 

অন্যদিকে, রুকুমে নিহত হয়েছেন ৩৬ জন । এছাড়াও আটবিস্কোট এলাকায় নিহত হয়েছেন ৩৬ জন। ৮ জন মারা গেছেন সানিভেরী এলাকায়।

সিরিয়া-লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইসরায়েল সিরিয়া এবং লেবাননের সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালায়।

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।ঠিক তখনই সোমবার এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

isrsel judhu

সোমবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় রকেট লঞ্চার এবং লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা করায় সিরিয়া এবং লেবাননে হামলার এই দাবি করেছে ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরীয় শহর দারার কয়েকটি সামরিক চৌকিতে বিমান হামলা হয়েছে।

এতে সামরিক চৌকির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার রাত ১টা ৩৫মিনিটের দিকে ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে দারায় আমাদের সশস্ত্র বাহিনীর দুটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ।

আরও পড়ুন:

সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলা হওয়ার পর যুক্তরাষ্ট্রও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে।

পেন্টাগন বলেন,ওই অঞ্চলে মিলিশিয়াগোষ্ঠীগুলো মার্কিন সৈন্য ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

পেন্টাগন আরও জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সৈন্যদের ওপর হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তারা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ও ইরান-সমর্থিত মিলিশিয়াদের উপর হামলা চালিয়েছে।

এদিকে, হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে আঞ্চলিক সংঘাত তৈরি হতে পারে বলে জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলতে থাকলে মুসলিম ও প্রতিরোধ যোদ্ধারা ধৈর্য্যহীন হয়ে উঠবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ থেকে কেউ তাদের থামাতে পারবেন না।

 

ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ; নিহত ১৩, আহত ৪০

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ১৩ জন । অপরদিকে এ ঞটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

সংবাদমাধ্যম এনডিটিভি’র রবিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রবিবার রাতে একটি যাত্রীবাহী ট্রেন বিশাখাপত্তম থেকে রায়গড় যাচ্ছিল। উপরের ক্যাবলের ব্রেকের কারনে ট্রেনটি অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়িয়ে থাকে।

india-train-accident-newsasia24

আরও পড়ুন: 

এ অবস্থায় পলাশা নামের আরেকটি এক্সপ্রেস ট্রেন যাত্রীবাহী দাঁড়ানো ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি দুঃখ প্রকাশ করেছেন।

আশপাশের অঞ্চলগুলো থেকে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও দ্রুত সময়ে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইসরাইলের স্থল অভিযান

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলরা স্থল অভিযান চালাচ্ছে।

ফিলিস্তিনের গাজায় ঢুকেছে ইসরাইলের অসংখ্য ট্যাংক।

শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতর প্রবেশ করে ইসরাইলি সেনারা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতর অবস্থান নিয়েছে এবং তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে।

gaja-war-newsasia34

তিনি আরও জানান, গাজার ভেতর যাওয়া সেনাদের কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিন ধরেই গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিয়েছিল ইসরাইলরা তা শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, ইসরাইলের ট্যাংক গাজার ভেতর অবস্থান করছে সেটির প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতরে প্রবেশ করেছে। ট্যাংকের সঙ্গে সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে।

আরও পড়ুন:

 

তবে বিবিসি জানিয়েছে, এ ভিডিওটি গাজার কোথায় ধারণ করা হয়েছে; সেটি এখন নিশ্চিত করা যায়নি।

আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, শুক্রবারে ইসরাইলি বাহিনী বেইত লাহিয়া, বেইত হানুন এবং জেইতুর্নে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে।

আর এ হামলার তীব্রতা এত বেশি ছিল যে, এর আগে কখনো এমন বোমা হামলা হতে দেখেননি কেউ।

গতকাল রাতের বোমা হামলার পর এখনো সেখানকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাতের হামলায় গাজার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফলে নতুন হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কেউ কোনো কিছু বুঝতে পাচ্ছেন না।

গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইসরায়েলের সৈন্যরা গাজার মধ্যে যুদ্ধ করছে । কারণ তাদের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে।

আজ ২৮ অক্টোবর আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, হামাস সৈন্যরা বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়েছে।

তারা গাজায় তাদের কর্মীদের সাথে যোগাযোগ প্রায় সম্পূর্ণরুপে হারিয়ে ফেলেছে।

war-filistin-israil-war-newsasia24
সেভ দ্য চিলড্রেন বলছে, এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি শিশু এবং তাদের পিতামাতা আটক রয়েছেন। তারা চরম আতঙ্কের মধ্যে যাপন করছেন।

আরও পড়ুন:

জাতিসংঘের সাধারণ পরিষদ একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এ যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৭ হাজার সাতশত তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের হামলায় ১,৪০০ বেশি মানুষ নিহত হয়েছে।

লি কেকিয়াং আর নেই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: অবসরে যাওয়ার ১০ মাস পরেই মারা মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

Li-Keqiang-chaina-prime-minister-newsasia24 2
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

এক সময় তাকে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সম্প্রতি তাকে সাইডলাইন করে দেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হঠাৎ হার্ট অ্যাটাক হলে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা হয়। পরে, শুক্রবার গভীর রাতে সাংহাইতে তিনি মৃত্যু বরন করেন।

আরও পড়ুন: 

লি কেকিয়াং দশ বছর যাবৎ ধরে চীনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রধান ছিলেন।

গাজায় খাবার পানি শেষ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজায় খাবার পানি শেষ । চ্যালেঞ্জের মুখে গাজার বাসিন্দারা ।

গাজা উপত্যকায় বিশুদ্ধ পানি প্রায়ই শেষ হয়ে গেছে। অক্সফামের বিবৃতিতে এ কথা বলা হয়।

আজ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও বলা হয়, গাজায় এখন জনপ্রতি তিন লিটার পরিষ্কার পানি পাওয়া যায়। জাতিসংঘের মতে, মানুষের জন্য দৈনিক প্রয়োজন ১৫ লিটার পানি ।

gaja-water-problem-newsasia24-2

এ অবস্থায় গাজায় বোতলজাত পানির সরবরাহ হ্রাস পেয়েছে। তবে বোতালজাত পানি কিছু পেলেও এর দাম এমন পর্যায়ে পৌঁছেছে যা বেশিরভাগ পরিবারের নাগালের বাইরে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম কে মোহাম্মদ আল শান্তি নামে গাজার এক বাসিন্দা জানান, তারা জামাকাপড় পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে।

প্রায় চার মাইল পথ পাড়ি দিয়ে মধ্য গাজার আল-আকসা হাসপাতাল থেকে প্লাস্টিকের বোতলে করে পানি সংগ্রহ করে।

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় পানি, বিদ্যুৎ, খাবার মতো গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।

এ অবস্থায় গাজার বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানি খোঁজা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গাজায় পানি সরবরাহ না থাকায় বাসিন্দারা নোংরা এ পানি পান করতে বাধ্য হচ্ছেন।

এতে অঞ্চলটিতে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বিশেষ করে বাসিন্দাদের পানিশূন্যতা থেকে মৃত্যুর আশঙ্কা বেড়েছে ।

 

মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পবিত্র আল-আকসা জেরুজালেমের অন্যতম একটি মসজিদ। এই মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এই মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফ ‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে।

alaksa-newsasia24

মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই এই ধরনের কাজ করছে তারা। তবে জানা গেছে, শুধুমাত্র বয়স্কদের মসজিদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 

ইসলামিক ওয়াকফ বিভাগ এই মসজিদের দেখাশোনা করেন।

ওয়াকফ বিভাগ জানিয়েছে, মুসল্লিদের বাধা দিয়ে ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ করতে দেয়া হচ্ছে । সেখানে তাদের প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।