শিরোনাম

জাতীয়

আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু; পাওয়া যাবে অনলাইনেও

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেআ’লীগের ফরম বিক্রি শুরু হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে এ মনোনয়ন ফরম।

সকাল ১০ টায় এ বিক্রি উদ্বোধন করবেন আ’লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিজে অথবা যোগ্য প্রতিনিধির মাধ্যমে কেনা ও জমা দিতে বলা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

smart-mononoyon-app-online-newsasia24

এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে-স্টোর অথবা আইওএস অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’এ রুপ নিয়েছে। ফলে বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল। এর প্রভাবে মোংলা বন্দর ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৬ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

weather-news-newsasia24

দেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোরো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছ্। সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে মিধিল।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এর অগ্রভাগ আজ দুপুরের মধ্যেই উপকূল অতিক্রম করবে। সেই সাথে সন্ধ্যার মধ্যে মিধিলের কেন্দ্র বা মূল অংশ অতিক্রম করতে পারে।

আরও পড়ুন:

গতকাল রাত থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং কাছের দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল।
সাগরে থাকা সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। সরকারের পদত্যাগের দাবি এবং তফশিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার(১৬নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

bnp

রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল (বুধবার) নির্বাচন কমিশন যে একতরফা তফশিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

বিএনপির এই নেতা আরও জানান, ঢাকাসহ দেশব্যাপী রবিবার(১৯নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার(২১নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে।

আরও পড়ুন:

গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী  হাবিবুল আউয়াল বিএনপি এই তফশিল প্রত্যাখ্যান করেছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

ঝোড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে ঘনীভূত হয়ে এগোতে পারে। তবে নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও জানান, নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমটিারের মধ্যে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ কি.মি। যা ৫০ কিমি পর্যন্ত বর্ধিত হতে পারে।

weather-news-newsasia24

আরও পড়ুন: 

সাগরের গভীরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

তফসিল ঘোষনা করলেন সিইসি (ভিডিও)

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  বিস্তারিত ভিডিওতে……

https://youtu.be/P4Q-DCjnFiU

তফসিল ঘোষনা করলেন সিইসি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: জাতির উদ্দেশে তফসিল ঘোষনা করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারে এ ঘোষনা দেন তিনি।

ঘোষনায় তিনি বলেন, আগমাী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ (রবিবার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে রিটার্নিং অফিসার রয়েছেন ৬৬ জন এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন। মনোয়োন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোয়োন পত্র বাছাই হবে ডিসেম্বরের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত।

তিনি আরও বলেন, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ডিসেম্বরের ১৭ তারিখ এবং প্রতীক বরাদ্ধ করা হবে ডিসেম্বরের ১৮ তারিখে।

আরও পড়ুন: 

নির্বাচনী প্রচারনা চলবে আগামী ডিসেম্বরের ১৮ তারিখ থেকে ২০২৪ সালের জানুয়ারী মাসের ৫ তারিখ সকাল ৮ টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ২০২৪ সালের জানুয়ারী মাসের ৭ তারিখে।

পরিশেষে, তিনি সবার কাছে সহযোগীতা কামনা করে বলেন, ভোট গ্রহণ যাতে সবার অংশ্গ্রহণমূলক এবং উৎসব মুখর হয়। কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে।

 

https://youtu.be/P4Q-DCjnFiU

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আজ তফসিল ঘোষনা; ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আজ তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

Bangladesh-Election-Commission-habibul-awal-newsasia24
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

জানা গেছে, আজ সকাল ১০টায় ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলন করবেন । বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে। পরবর্তিতে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা রয়েছে।

আরও পড়ুন: 

এর আগে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছিলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে তা নভেম্বরের প্রথমার্ধের শেষ দিন অর্থাৎ বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে।

নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, সব কিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

write-earn-newsasia24

Follow

বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন।

এ বছর ২৭ ক্যাটাগরিতে মোট ৩২টি পুরস্কার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

colocitro puroshkar

শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)।

শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমার জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কারটি পেয়েছেন।

এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। ‘পরাণ’ ও ‘পাপ-পুণ্য’র জন্য তারা এ সম্মানে ভূষিত হয়েছেন।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক, ‘দেশান্তর’ সিনেমার জন্য। আর শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম), ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে ‘রোহিঙ্গা’ ও ‘বীরত্ব’ সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মাহমুদুল ইসলাশ খান (রিপন খান), ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য।

শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। ‘অপারেশন সুন্দরবন’-এ ‘এ মন ভিজে যায়…’ গানের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

আরও পড়ুন:

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: তরুণ প্রজন্মকে সাবধান করে কথাসাহিত্যিক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, রাজাকারদের মন্ত্রী বানানোর মতো ভুল আর করা যাবে না ।

আজ মঙ্গলবার(১৪নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

d.jafor ikbal

নতুন প্রজন্মকে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে একটা সত্যিকারের রেনেসাঁ, একটা সাংস্কৃতিক বলয় গড়ে উঠেছিল। আমরা ভেবেছিলাম, আগের সেই সাম্প্রদায়িকতা, হানাহানি আর ফিরে আসবে না।

কিন্তু কিছুদিন পরেই প্রশ্ন উঠতে শুরু করলো, মুক্তিযুদ্ধে কি এত মানুষ মারা গেছে? রাজাকারদের গাড়িতে মন্ত্রীর পতাকা তুলে দেওয়া হলো। আমাদের আর এমন ভুল করা চলবে না।’

তিনি বলেন, ‘আমরা যে বাংলাদেশ তৈরির জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, তা বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে সম্প্রীতির বাংলাদেশের চেতনাকে ধারণ করতে হবে।’

আলোচনায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘দেশে সম্প্রীতি বারবার নষ্ট হয়ে যাচ্ছে।

কখনও ধর্মের নামে কখনও রাজনীতির নামে। সামনে নির্বাচন। নির্বাচনের এলেই আমরা ভয়ে থাকি।

আইনজীবী ড. ফারজানা মাহবুব বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারীর অধিকার না থাকলে গণতন্ত্র টেকসই হয় না।

ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদকে তৃণমূলের ছড়িয়ে দিতে না পারলে সাম্প্রদায়িকতা শেষ হবে না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ দুটো জিনিস বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলা হয়েছিল।

এরপর থেকেই ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার শুরু হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষতার অপব্যাখ্যা দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত করা হয়েছে।’

সভাপতির বক্তব্যে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে একাত্তরকে আমরা রাজনৈতিক এবং সামাজিকভাবে প্রমিথিউসের মতো দাঁড় করাতে পারিনি বলে আজকের এই সংকট।

আরও পড়ুন:

আমারা সম্প্রীতির বাংলাদেশে দাঁড়িয়ে বলতে চাই, এখানে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নাই।

এ অবস্থায় আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক জাগরণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে।’

গোলটেবিল সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ডিএমপি’র ১০টি নির্দেশনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পরিবহন মালিক-শ্রমিকদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রবিবার (১২ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরের এক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি নির্দেশনা-

১. প্রতিটি স্টপেজে বাসের এবং যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২.যেখান সেখান থেকে অর্থাৎ স্টপেজ ছাড়া কোনো যাত্রী উঠানো যাবে না এমনকি নামানো যাবে না।

৩. কন্ডাক্টর যাত্রীদের বিভিন্ন বিষয় সচেতন করবেন।

৪. রাতে যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে, কোনো উন্মুক্ত স্থানে অনেকগুলো বাস একসাথে রাখতে হবে। সেখানে নিজস্ব পাহারার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. বাসে রেখে ড্রাইভার ও হেলপার কখনই একই সাথে বিশ্রামেবো খেতে যাবেন না।

৬. যারা নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিতে পারবেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

৭. ড্রাইভারকে একা বাস পরিচালনা করতে দেওয়া যাবে না। তার সাথে হেলপার থাকবে এবং ও অতিরিক্ত ব্যক্তি থাকতে হবে।

আরও পড়তে পারেন:>> খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১

৮. রাতে বাসের মধ্যে ঘুমানো যাবে না। একজন হলেও পাহারার ব্যবস্থা করতে হবে।

৯. একটি বাসে যদি দুইটি দরজা থাকে সেক্ষেত্রে পিছনের দরজাটি অবশ্যই বন্ধ রাখতে হবে।

১০. মালিকপক্ষ সবাই ড্রাইভার ও হেলপারদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে এবং যাত্রীদের জন্য সর্তকর্তার জন্য প্রতিটি বাসে স্টিকার লাাগাতে হবে।

write-earn-newsasia24

অন্যদিকে, আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপি ও সমর্থক দলগুলোর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের দাবিতে এ অবরোধ দেওয়া হয়। এই অবরোধে গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয় ।

আরও পড়ুন:
google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন