নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেআ’লীগের ফরম বিক্রি শুরু হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে এ মনোনয়ন ফরম।
সকাল ১০ টায় এ বিক্রি উদ্বোধন করবেন আ’লীগের সভাপতি শেখ হাসিনা।
আজ থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়া যাবে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিজে অথবা যোগ্য প্রতিনিধির মাধ্যমে কেনা ও জমা দিতে বলা হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে-স্টোর অথবা আইওএস অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।
অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে নিময় অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।